Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০১৫

তথ্যবিবরণী ১৯/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৩৩১

বঙ্গবন্ধু হত্যাকা- ছিল বিশ্বের শোষক শ্রেণির ষড়যন্ত্রের ফসল
                                          -- রাশেদ খান মেনন

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পযর্টন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের বজ্রনিনাদ কণ্ঠ। পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকা- ছিল বিশ্বের শোষক শ্রেণির ষড়যন্ত্রের ফসল। বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার কুখ্যাত ইনডেমনিটি আইন করে বন্ধ করে যারা খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল তারা মূলত এ হত্যার দায় থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। সেদিন খুনি মোশতাকদের কারা সহায়তা করেছিল জাতির কাছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,  এগিয়ে যাবে।
    মন্ত্রী আজ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবাষির্কী উপলক্ষে ঢাকার কুর্মিটোলায় বলাকা ভবন চত্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনাসভায় প্র্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    রাশেদ খান মেনন বলেন, জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছে। জাতির পিতার ঘাতকদের বিচার কার্যকর করার মধ্য দিয়ে কিছুটা হলেও এ কলঙ্ক লাঘব করা সম্ভব। তিনি বলেন, বঙ্গবন্ধু আপন আলোয় চারদিক আলোকিত করে গেছেন। তাঁকে হত্যার পর বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব, সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন উল্টো পথে চলতে শুরু করেছিল।
    অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অবঃ) জামাল উদ্দিন আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুকুর মাহমুদ, বিমানের ভারপ্রাপ্ত এমডি আসাদুজ্জামান এবং বিমান সিবিএ সভাপতি মশিকুর রহমান বক্তৃতা করেন।
#

শেফায়েত/আফরাজ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৩০

বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই
            -- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান  বলেছেন, বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের তুলনা বঙ্গবন্ধু নিজেই। তিনি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন। কিন্ত ’৭১ ও ’৭৫ এর ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছনে ফেলে দেয়। বঙ্গবন্ধুকে হত্যা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, খুনিরা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। 

মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

শাজাহান খান বলেন, ১৫ আগস্টের খুনিদের বিচার হয়েছে, ২১ আগস্টের খুনিদেরও বিচার হবে। তিনি বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার চলতেই থাকবে। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন তার বাস্তবায়নও অবশ্যই হবে।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। 

বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রিদওয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম,  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুন, সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোঃ নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, কার্যকরী সভাপতি মোঃ শাহজাহান মিয়া এবং মহাসচিব মোঃ আতিকুল ইসলাম সুমন বক্তব্য রাখেন। 

#

জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩২৯

সমন্বয় সভায় শিক্ষামন্ত্রী
উপজেলায় হাইস্কুল ও কলেজ সরকারিকরণে দ্রুত তালিকা ও বিধিমালা প্রণয়নের নির্দেশ

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের  যেসব উপজেলায় সরকারি হাইস্কুল বা সরকারি কলেজ  নেই সেখানে একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করার জন্য দ্রুত তালিকা ও বিধিমালা প্রণয়ন এবং ব্যয়ের পরিমাণ স্থির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
    মন্ত্রী আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমন্বয়সভায় এ নির্দেশ  দেন।
    সভায়  দেশের সকল উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে জানানো হয়, একশ’টি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ১৫টি কারিগরি স্কুল প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে  টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
    সভায় শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় আগামী একবছরের মধ্যে  যেসব প্রকল্প গ্রহণ করা হবে সেসব প্রকল্প দ্রুত প্রণয়নের জন্য সংশিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
    সভায় জানানো হয়, সারাদেশে ৩২৩টি সরকারি মাধ্যমিক স্কুলে দ্বিতীয় শিফ্টে শিক্ষা কার্যক্রমের জন্য অতিরিক্ত ভবন নির্মাণ কাজ চলছে। এছাড়া ৬৮টি মহিলা কলেজে স্মার্ট ক্লাসরুম গড়ে তোলা হচ্ছে।
    সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি অনার্স/ডিগ্রি কলেজসমূহকে জরুরিভিত্তিতে অন্তর্ভুক্তিকরণের বিষয়ে আলোচনা হয়।
    শিক্ষামন্ত্রী  বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের সাথে তাঁর সাম্প্রতিক  বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ৮৩টি  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয় জমি কিনেছে, ৩০টি বিশ্ববিদ্যালয় নিজস¦ ক্যাম্পাসে শিফ্ট করেছে, বাকিগুলো আংশিক শিফ্ট করেছে।  বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ এ ব্যাপারে তাদের সর্বশেষ অবস্থা ৩০  সেপ্টেম্বরের মধ্যে ইউজিসিকে জানাবে।
    সভায়  দেশের বিভিন্ন অনগ্রসর এলাকায় স্থাপিত ৭৪টি স্কুলের শিক্ষক, কর্মচারীদের বেতনভাতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। এছাড়া  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসরকালীন অর্থ ও কল্যাণ ট্রাস্ট্রের অর্থ বৃদ্ধিসহ যথাসময়ে ছাড়  দেয়ার বিষয়েও আলোচনা হয়।
    শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা সচিব  মোঃ নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩২৮

ভারতের সাথে দুর্লভ চলচ্চিত্র বিনিময়

মহারাষ্ট্র (ভারত), ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 

    ভারতের জাতীয় ফিল্ম আর্কাইভের বহুকাক্সিক্ষত ১৯৩৫ সালে বাংলাভাষায় নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রের কপিটি হস্তান্তরের বিনিময়ে পনেরোটি ঐতিহাসিক দুর্লভ চলচ্চিত্র পেয়েছে বাংলাদেশ। 

    ১৯১৩ সালে  দাদাসাহেব ফালকে পরিচালিত উপমহাদেশের প্রথম নির্বাক পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’, ১৯৩১ সালে অমরেন্দ্রনাথ চৌধুরী নির্মিত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ এবং সুখদেব সিং পরিচালিত ‘নাইন মান্থস্ টু ফ্রিডম : দ্য স্টোরি অভ্ বাংলাদেশ’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রগুলো শুভেচ্ছার নিদর্শন ও বিনিময়স্মারক হিসেবে ভারতসফররত বাংলাদেশের তথ্যসচিব মরতুজা আহমদের হাতে তুলে দেন ভারতীয় ফিল্ম আর্কাইভের পরিচালক প্রকাশ মাগদাম (চৎধশধংয গধমফঁস)। 

    ১৭ আগস্ট মহারাষ্ট্রের পুনে’তে ভারতীয় ফিল্ম আর্কাইভে এ বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ দলের অপর সদস্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।  মুক্তিযুদ্ধের ওপর খ্যাতনামা ‘নাইন মান্থস্ টু ফ্রিডম: দ্য স্টোরি অভ্ বাংলাদেশ’ ডকুমেন্টারিটি ১৯৭২ সালের ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছিল। 

    তথ্যসচিব মরতুজা আহমদ টেলিফোনে জানান, আন্তর্জাতিকমানের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গতবছর ঢাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই) এর উন্নয়নে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অভ্ ইন্ডিয়া  (এনএফএআই) ছাড়াও পুনে’র ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অভ্ ইন্ডিয়া (এফটিআইআই), কোলকাতার সত্যজিত রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) পরিদর্শন এবং তাদের সাথে আলোচনা করছেন। 

    ‘দু’দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় সুগম করার লক্ষ্যে একটি সমঝোতাস্মারক প্রণয়নেও প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে’, জানান মরতুজা আহমদ।   

    ভারতীয় পত্রিকা টাইমস অভ্ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সংবাদে জানানো হয়, ‘দেবদাস’ চল”িত্রটি পাবার প্রতিক্রিয়ায় ভারতীয় ফিল্ম আর্কাইভের পরিচালক প্রকাশ মাগদাম বলেছেন, ‘ভারতীয় ফিল্ম আর্কাইভের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় সংস্কৃতি এবং আমাদের সংগ্রহের জন্য এই চলচ্চিত্র অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ উল্লেখ্য, ‘দেবদাস’ এর ১৯৩৫, ১৯৫৫, ২০০২ এবং ২০০৯ এ নির্মিত হিন্দি এবং ১৯৫৩ সালে নির্মিত তেলেগু ভাষার সংস্করণ থাকলেও ১৯৩৫ সালে প্রথমেশ বড়–য়া পরিচালিত বাংলা ‘দেবদাস’এর কপি ভারতের সংগ্রহে ছিলো না।  

    আগামী ২২ আগস্ট তথ্যসচিবের দেশে ফেরার কথা।
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩২৭

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সাবকমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত সাবকমিটির বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সাবকমিটির আহ্বায়ক শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সাবকমিটির সদস্য শেখ মোঃ নূরুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ‘কনস্ট্রাকশন অভ্ মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ অ্যাট সান্তাহার সাইলো বগুড়া’ প্রকল্প পরিদর্শন  সংক্রান্ত আলোচনা হয়।  সাবকমিটি নির্মাণাধীন খাদ্য গুদাম প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সুপারিশ করে। 
পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিলের একসেস রোডটি জরুরি সংস্কার ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়। 
সাবকমিটি কর্তৃক শেখ মোঃ নূরুল হকের নেতৃত্বে সাবকমিটির সদস্যগণ মহেশ্বর পাশা ও বহেরা (খুলনা সিএসডি) এবং সান্তাহার মূলপ্রকল্প ও পার্শ্ববর্তী অন্যান্য খাদ্য গোডাউনগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩২৬

একুশে পদক ২০১৬
২২ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব প্রেরণের আহ্বান 

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) : 

    একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সরকার অন্য বছরের ন্যায় ২০১৬ সালেও ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল  ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য  কোনো  ক্ষেত্রে প্রশংসনীয় ও  গৌরবোজ্জ¦ল অবদানের স¦ীকৃতিস¦রূপ ব্যক্তি (জীবিত বা মৃত),  গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদানের উদ্যোগ নিয়েছে।

    এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স¦াধীনতা পদক ও একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ২২ নভেম্বরের মধ্যে মনোনয়ন বা প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে  প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

    এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের www.moca.gov.bd এবং তথ্য মন্ত্রণালয়েরwww.moi.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

#

আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা 

Handout                                                                                                          Number : 2325

 

Bilateral consultations between

Bangladesh and South Africa held

 

Dhaka, August 19 :

The third round of bilateral consultations between Bangladesh and South Africa was held today at the conference room of the Foreign Ministry. The Additional Foreign Secretary Ambassador Mizanur Rahman led the Bangladesh delegation, while his counterpart Dr A Sooklal, Deputy Director General of Asia and Middle East of Department of International Relation and Cooperation led the South African delegation. Both the sides were comprised of senior officials from other Ministries and Departments of both the governments.

The third round of bilateral consultations covered issues which included: cooperation in economic relations and trade, cooperation between police services, mutual legal assistances and extradition treaties, migration issues, cooperation in transport – air services, cooperation in agriculture, forestry, fisheries, cooperation in education, cooperation in rural development and land reform.

At the official talks, the Bangladesh side handed over a list of 206 potential exportable products of Bangladesh for duty free/quota free access or access in lower rate in the South African market. Both of the sides agreed on early finalization of some draft agreements for mutual interest: protocol for regular diplomatic consultations between the two countries, agreement on avoidance of double taxation, concluding air services agreement establishing direct air connection between Dhaka and Johannesburg and agreement on visa waiver for diplomatic and official passport holders.

Besides, Bangladesh side highlighted on the need for opening a South African Mission in Dhaka to facilitate trade and business, investment, education, tourism as well as augmenting the people to people contact between the two friendly countries. The South African side appreciated the proposal and assured of their consideration to open a resident Mission in Dhaka at an early date.

The meeting was held in a frank and cordial atmosphere and ended with a high note of optimism with common resolve to take the relations to a newer height. The meeting also decided to hold the next round of bilateral meeting in South Africa at a mutually convenient time.

It may be mentioned that first round of talks was held in Dhaka in 2012 and second round of talks was held in Pretoria in 2013.

            Moreover, apart from the bilateral consultations; Nomaindiya Mfeketo, Deputy Minister of the Department of International Relation and Cooperation of South Africa (DIRCO) is visiting Bangladesh from 18-19 August. During her visit, she called on the Home Minister, Minister for Expatriates Welfare and Overseas Employment and the Chairman of the Parliamentary Standing Committee on Foreign Affairs and the Foreign Secretary and discussed matters of mutual interest.  

#

Arafat/Afraz/Sanjib/Selim/2015/1700 Hrs.

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩২৪
৮২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৮০ একর জায়গা উদ্ধার
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
    র‌্যাব-১০ ও নৌ-পুলিশের জন্য বুড়িগঙ্গা নদীর পাশ্ববর্তী জায়গার পরিবর্তে কেরানীগঞ্জে জায়গা বরাদ্দের ব্যবস্থা করা হবে। র‌্যাব ও নৌ-পুলিশের চাহিদার প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক জায়গার ব্যবস্থা এবং স্থানীয় সংসদ সদস্য সহযোগিতা করবে। 
নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স-এর ২৯ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
নৌপরিবহণ মন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সংসদ সদস্য সানজিদা খানম বৈঠকে উপস্থিত ছিলেন। 
সভায় সিদ্ধান্ত হয়, পাবনা জেলার বড়াল নদীর দখল বিষয়ে সরেজমিনে দেখার জন্য টাস্কফোর্স শীঘ্রই পাবনা, নাটোর ও রাজশাহী জেলায় বড়াল নদীর অংশ পরিদর্শন করবে। নদীর বিভিন্ন অংশে অকেজো সুইস গেট খুলে দেয়ার বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। 
সভায় জানানো হয়, নদীর তীরে অবৈধ দখলকৃত জায়গা উচ্ছেদ করে উদ্ধারের পর সেখানে পুনরায় দখলরোধে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নদী তীরে ৮২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ পর্যন্ত ১৮০ একর জায়গা উদ্ধার করা হয়েছে। 
সভায় জানানো হয়, নদীর সীমানা পিলার বসানোর ক্ষেত্রে যে সমস্ত জটিলতা রয়েছে সেগুলো দ্রুত অবসান করে সীমানা পিলার নির্ধারণ ও স্থাপনের কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। 
বুড়িগঙ্গা আদি চ্যানেল উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী তীর রক্ষা, ওয়াকওয়ে নির্মাণ ও বনায়নের জন্য গণসচেতনতা সৃষ্টি করা হবে। হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে সভায় জানানো হয়। 
#

জাহাঙ্গীর/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৩২৩
 
চাহিদা ও নীতিমালা অনুযায়ী যন্ত্রপাতি ক্রয়ের নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কমিটির অনুমোদন ছাড়া হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যন্ত্রপাতি প্রয়োজন কিনা তা যাচাই করে চাহিদা ও নীতিমালা অনুযায়ী ক্রয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী আজ সচিবালয়ে হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অব্যবহৃত যন্ত্রপাতি সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হকসহ বিভিন্ন অধীনস্থ প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে হাসপাতালের অপ্রয়োজনীয় ও অব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবার কাজে লাগে এমন যন্ত্রপাতি নিয়ে অভিযোগ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই সাথে সাথে আমি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেই’। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও যখনই অভিযোগ প্রমাণিত হয় তখনই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। মানুষের চিকিৎসা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে সরকার প্রশ্রয় দিবে না। 
মন্ত্রী বরিশাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস মেশিন চালু করতে প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। সুনামগঞ্জ হাসপাতালের অ্যানেস্থেসিয়া মেশিন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।  যে সব হাসপাতালে যন্ত্র পড়ে আছে সেগুলোকে প্রয়োজন আছে এমন হাসপাতালে স্থাপন করার জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন।  
#

পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩২২

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
    জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশগ্রহণ করেন।
    সভায় রেলওয়ের শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা সম্পর্কে এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী সেতু রেল দুর্ঘটনাসহ দশম জাতীয় সংসদের সময়কালীন চট্টগ্রাম জেলার রেল দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।    
    রেললাইনের দ্রুত সম্প্রসারণের কাজকে ত্বরান্বিত করতে শূন্য জনবল নিয়োগে যে সকল আইনগত ও মামলাজনিত জটিলতা রয়েছে তা নিরসন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। এছাড়াও আগামী ঈদুল আজহার সময় রেলের যাত্রীদের নির্বিঘœ সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বগির ব্যবস্থা করতে এবং কোন রেললাইনে যাতে গরুর বাজার না বসে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।
    বৈঠকে ট্রেনের দুর্ঘটনারোধে দুর্ঘটনার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
     রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩২১

অপরাধী ও অভিযোগকারীর মধ্যে দূরত্ব 
কমিয়ে এনে পারস্পরিক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে
                                                        - স্পিকার
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব বাংলাদেশে একটি অভিনব উদ্যোগ। জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব অপরাধী ও অভিযোগকারীর  মধ্যে দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। 
আজ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স¦রাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, উবঁঃংপযব এবংবষষংপযধভ ভঁৎ ওহঃবৎহধঃরড়হধষ তঁংধসসবহধৎনবরঃ (এওত) এবং টক উবঢ়ধৎঃসবহঃ ভড়ৎ ওহঃবৎহধঃরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ (উঋওউ) আয়োজিত জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব: ঋৎড়স ঈৎরসব চৎবাবহঃরড়হ ঃড় ঈড়হভষরপঃ ঞৎধহংভড়ৎসধঃরড়হ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে । সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। প্রতিটি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, হাঙ্গেরি ও ফিলিপাইনের মিন্দানাও এ শান্তি প্রতিষ্ঠায় এবং কানাডার সংশোধন কেন্দ্রে এই প্রক্রিয়ার সুফল পাওয়া গেছে। এটি প্রয়োগের ফলে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যাও হ্রাস পাবে। ফৌজদারি অপরাধসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে এটি বিশেষ ভূমিকা রাখবে। 
তিনি আরো বলেন, জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব বিভিন্ন ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে ঐকতান ফিরিয়ে আনার জন্য এটি একটি কার্যকরী মাধ্যম। যেহেতু বাংলাদেশে এটা নতুন ধারণা তাই জবংঃড়ৎধঃরাব ঔঁংঃরপব বিষয়ে জনগণকে সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে। 
স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশস্থ জার্মান অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স উৎ. ঋবৎফরহধহফ াড়হ ডবুযব, উঋওউ ইধহমষধফবংয এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক, এওত ইধহমষধফবংয এর কান্ট্রি ডিরেক্টর ঞড়নরধং ইবপশবৎ বক্তব্য রাখেন। 
#
মঞ্জুর/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩২০

মো. গোলাম সারোয়ার পিআইবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত

ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
    বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন-এর মৃত্যুজনিতকারণে পদটি শূন্য হওয়ায় মো. গোলাম সারোয়ার, সম্পাদক, দৈনিক সমকাল-কে চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
    মো. গোলাম সারোয়ার এর চেয়ারম্যান পদে নিয়োগজনিত শূন্য পদে সম্পাদক পরিষদের প্রতিনিধি হিসেবে আলতামাশ কবির, সম্পাদক, দৈনিক সংবাদ-কে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
#
নজরুল/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা 

Handout                                                                                                                                                                                           Number : 2319

Bangladesh PR to the UN visits Sweden

New York, 19 August :

            Bangladesh permanent representative (PR) with a group of 30 Permanent Representatives to the UN are currently attending a series of events and workshops in Stockholm, Sweden. Bangladesh PR Prof. Momen acting as the Dean or leader of the group is being seen with the Swedish Prime Minister Stefan Lofven at a dinner. The Prime Minister has announced that his country will continue donating 1 percent of its GNI as ODA and $500 million in Climate Fund and will work with Bangladesh and other UN member states in preventing disasters of climate change, conflicts, and in achieving sustainability goals.

            Earlier they met Deputy Speaker of Swedish Parliament Tobias Billstrom, HRH Crown Princes Victoria and Prince Daniel, Foreign Minister Margot Wallstrom and Minister of International Development Isabella Lovin.

            During the meeting, Lovin is presenting her book titled "Silent Seas: The Fish Race to the Bottom'’ on Blue economy to the Bangladesh PR. 

#

Sha Alam/Khadiza/Shukla/Lovely/2015/1300 hours

 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon