Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 25/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৩৭

 

আবহাওয়ার সতর্কবার্তা

সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

 

ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :

 

          উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

          চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর  স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

          উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

 

 

ভারী বর্ষণের সতর্কবার্তা

চট্টগ্রামের পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কা

 

          দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা  থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

 

 

#

 

সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা তথ্যবিবরণী                                                                         নম্বর : ২০৩৬

 

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মৎস্য প্রতিমন্ত্রী

২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ

 

ডুমুরিয়া (খুলনা), ১০ শ্রাবণ (২৫ জুলাই) :

 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছেবর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক

 

প্রতিমন্ত্রী আজ খুলনায়  ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন

                    

          প্রতিমন্ত্রী বলেন, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপতিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশ উন্নয়নে মডেলজনগণের অর্থনৈতিক উন্নতি হয়েছেবাংলাদেশ নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একশ৭২ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন

 

শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ জোয়াদ্দার

 

#

 

সুলতান/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা 

Handout                                                                                              Number : 2035

 

Mandela Day at UN

He Would be Remembered for Epoch- Making Contribution

                                                                                -- Dr. Momen

 

New York, July 25 :

 

            The United Nations General Assembly yesterday marked Nelson Mandela International Day – which is observed on 18th July, by Awarding the first ever United Nations Nelson Rolihlahla Mandela Prize.

 

            Permanent Representative of Bangladesh to the UN Dr. A. K. Abdul Momen made his statement as a Chairman of Asia-specific Group in the gathering. In his statement Dr. Momen said, Very few individuals can make history by their life and actions. Very few individuals can leave lasting imprint in the minds of women, men and children across continents and societies.

 

            Dr. Momen said, who is often called Madiba-the Father of the Nation, remains – and shall remain – one of those few living beyond contemporary history, leaping into generations across lands and societies for his epoch-making contribution, courage and sacrifice.

 

            Dr. Momen referring to his personal experience said, "I had the privilege to meet this towering personality after his release from jail first when he was visiting Boston in 1990 and then when he participated at the 25th Anniversary of Bangladesh Independence in Dhaka in 1997 and during each event, his message was crystal clear and his conviction on justice and fairness, dream of a better future was rock solid."

 

            Dr. Momen said, he was a man of humanity, grace, peace and wisdom, a man of conviction and hope. He was bigger than life itself.

 

            The first two laureates of United Nations Nelson Rolihlahla Mandela Prize are Dr. Helena Ndume of Namibia and Jorge Fernando Branco Sampaio, former President of Portugal. Dr. Ndume of Namibia is an ophthalmologist who worked for the treatment of blindness and eye-related illnesses, in Namibia and also throughout the developing world. Former President Sampio of Portugal became a leader in the struggle for the restoration of democracy in Portugal, and served as President of the country from 1996 to 2006.

 

#

Saifullah/Selim/2015/1850 Hrs.

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৩৪ 

যুবশক্তি বিষয়ক আলোচনায় ডেপুটি স্পিকার
কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ

ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :

    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুবকরা হলো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতির চাকাকে বেগবান করতে হবে তাহলেই সরকার ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। 

    ডেপুটি স্পিকার আজ রাজধানীর ফার্মগেটে দি ডেইলি স্টার সেন্টারে ইউএনএফপিএ ও ডেইলি স্টার এর যৌথ আয়োজনে ‘Harnessing the Power of the Young’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় একথা বলেন। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নুরুন্নবী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুর হোসেন তালুকদার, আইএলও প্রতিনিধি হরিপদ দাস, ইউনিসেফ প্রতিনিধি অ্যামি ডেলনিউভেল, প্লানিং বাংলাদেশ প্রতিনিধি সৌম্য গুহ এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল  স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন ।
                                                                               
    ডেপুটি স্পিকার বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে যুবকরা প্রবীণদের তুলনায় অনেক বেশি প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। তাই পলিসি মেকিং এর ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষিত যুবকদের বিদেশে পাঠালে তারা বিশ্ববাজারে মর্যাদার সাথে কাজ করতে পারবে। এসময় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করেন তিনি। 

    ডেপুটি স্পিকার তাঁর বক্তৃতায় শুধু চাকরিনির্ভর না হয়ে সরকার কর্তৃক প্রদত্ত সুযোগসুবিধাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি নিরক্ষর বেকার যুবকদের সম্পদে পরিণত করতে তাদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে সরকারের পাশাপশি সকল বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

#

স¦পন/সাইফুল্লাহ/নবী/জসীম/মোশারফ/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা 

Todays handout (3).doc Todays handout (3).doc