Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী 12/11/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৯৭

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ৮ জানুয়ারি

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    ৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট আগামী বছরের ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। 
    প্রিলিমিনারি টেস্টের হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তÍারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
#

মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা

Handout                                                                                             Number :   3296

 

Foreign Minister signs condolence book in German Embassy

Dhaka, November 12 :

 

            Foreign Minister Abul Hassan Mahmood Ali paid a visit to the Embassy of Germany in Dhaka to sign the condolence book opened in memory of the former German Federal Chancellor Helmut Schmidt today.

 

            The text of the message is as follows:

 

            'On behalf of the Government and the people of Bangladesh, I express heartfelt condolences at the sad demise of former German Chancellor Helmut Schmidt.

 

            We admire the significant contribution that Chancellor Schmidt made in consolidating post-World War II for Germany.  He will also be remembered as the architect of the European Union, particularly in terms of the Monetary System that paved the way for the common European currency – Euro.

 

            On this sorrowful occasion, we pray for salvation of the departed soul and convey deep sympathies to the bereaved family and the people of friendly country, the Federal Republic of Germany.'

 

            The German Ambassador to Dhaka and other officials were in attendance.

 

#

 

Khaleda/Mizan/Mosarraf/Sanjib/Selim/2015/2000 Hrs

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৯৪

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান)

ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর)

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা আজ প্রকাশিত হয়েছে। এ শিক্ষাবর্ষে  মোট  ৬৫৭টি কলেজে ৩০টি বিষয়ে ৩ লাখ ২০ হাজার ৯৫৩টি  আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী  স্থান পেয়েছে অর্থাৎ মোট আসনের শতকরা ৭০ দশমিক ২২ ভাগ শিক্ষার্থী ১ম মেধাতালিকায় স্থান পেয়েছে।

          প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে অবশ্যই  ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।  উক্ত ফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপসনে গিয়ে nuathnroll no টাইপ করে 16222 নাম্বারে send  করে জানা যাবে।

 

          এছাড়া, জাতীয় বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া  যাবে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ১ ডিসেম্বর শুরু হবে।

#

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৯৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (পাস) ও

প্রফেশনাল ভর্তির কার্যক্রম ১৫ নভেম্বর শুরু

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর)

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) এবং প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৫ নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

          ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) এবং স্নাতক (সম্মান) প্রফেশনাল  কোর্সের ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধাতালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।

          স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের পয়লা জানুয়ারি ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জানুয়ারি শুরু হবে।

#

ফয়জুল/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩২৯৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ্, আয়েন উদ্দিন এবং হাজেরা খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান  বৈঠকে যোগদান করেন । 

    বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের মাধ্যমে বিগত পাঁচ বছরে কৃত গবেষণা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞান/গবেষকদের মধ্যে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, প্রযুক্তি উদ্ভাবন গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে, বিজ্ঞানসেবী সংস্থা ও বিজ্ঞানভিত্তিক পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানসমূহে, বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসমূহে অনুদান প্রদান  এবং বিজ্ঞান ও তথ্যযোগাযোগ প্রযুক্তি বিষয়ক বঙ্গবন্ধু ফেলোশিপ প্রোগ্রাম থেকে অনুদান প্রদান করা হয়ে থাকে। বিগত ৫ বছরে ১ হাজার ২০৩টি প্রকল্পে  ৪৮ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। 

    বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসমূহের বরাদ্দের পরিমাণ অপ্রতুল। কমিটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান শিক্ষায় ছাত্র ছাত্রীদের আগ্রহী করার জন্য এই বরাদ্দের পরিমাণ বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষায়িত যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক ও একাডেমিশিয়ান তৈরির লক্ষ্যে যাদেরকে দেশের বাইরে  এম এস ও পিএইচডি  ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে তারা যেন তাদের অভিজ্ঞতা দেশের কাজে প্রয়োগ করে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

         বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
এমাদুল/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৯২

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত
৯ ডিসেম্বর আখেরি চাহার সোম্বা

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর)

    বাংলাদেশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৪ নভেম্বর থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। আগামী ৯ ডিসেম্বর সারাদেশে আখেরি চাহার সোম্বা পালিত হবে।

আজ ঢাকায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমজাদ আলী সভায় সভাপতিত্ব করেন।

প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন এবং চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান সভায় উপস্থিত ছিলেন।  

#

বিল্লাল/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩২৯১

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    আজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দফতরে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি (ইবহড়রঃ চরবৎৎব খধৎধসবব) সাক্ষাৎ করেন।
    তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিশেষ করে দু’দেশের সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন এবং জঙ্গি তৎপরতা রুখতে সাইবার নিরাপত্তা জোরদারে উভয় দেশ একত্রে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
    অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা এবং  বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।
#

এনায়েত/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

Handout                                                                                              Number :   3290

 

UNFPA Representative calls on Education Minister

 

Dhaka, November 12 :

           

            UNFPA Representative to Bangladesh Argentina Matavel Piccin called on Education Minister Nurul Islam Nahid at his ministry at the Bangladesh Secretariat in Dhaka today.

 

            Duing the call on, they discussed areas of collaboration of the UN agency in Bangladesh.

 

            While exchanging views the Education Minister thanked UNFPA for its efforts specially for the upliftment of  women and children in the country .

 

            The UNFPA Representative lauded the progress made in education in Bangladesh. She also appreciated inclusion of reproduction and gender issues in the school syllabus.

 

 

   #

 

Saifullah/Mizan/Sanjib/Selim/2015/1730 Hrs

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৮৯

আমন মৌসুমে ২ লাখ মেট্রিকটন চাল কেনার সিদ্ধান্ত

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ২ লাখ মেট্রিকটন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩১ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। আজ খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
    সভাশেষে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছর ৩২ টাকা দরে ৩ লাখ ২০ হাজার টন চাল সংগ্রহ করে সরকার। এবার চালের পর্যাপ্ত মজুত থাকায় ২ লাখ মেট্রিকটন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, এবার প্রতি কেজি আমন ধান উৎপাদনে ১৮ টাকা ৫০ পয়সা ও চাল উৎপাদনে ২৮ টাকা ৫০ পয়সা খরচ হয়েছে।  
    মো. কামরুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের প্রায় ১৬ লাখ ১২ হাজার ৩৩৭ টন খাদ্যশস্য মজুত আছে।
     খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির অন্য সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
সুমন/মিজান/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৮৮


ই-বাণিজ্য মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদিতে লন্ডন গেলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং কম্পিউটার জগৎ-এর যৌথ উদ্যোগে যুক্তরাজ্যের লন্ডনে ১৩-১৪ নভেম্বর দুই দিনব্যাপী ‘দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো এ মেলায় অংশগ্রহণ ও সহযোগিতা করছে। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে এবং সেখানে বাংলাদেশের ই-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। 
    আগামী ১৩ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি হোটেলে মেলার উদ্বোধন করা হবে এবং মেলা শেষ হবে ১৪ নভেম্বর। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় যোগদানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী ১১ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেছেন।
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্ভাবনাময় ই-বাণিজ্য প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। সেমিনারে ই-বাণিজ্য প্রসার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ ও বিনিয়োগের সুযোগসুবিধার বিষয় তুলে ধরা হবে। বাংলাদেশ এবং লন্ডনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে করে যুক্তরাজ্যসহ ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং ই-বাণিজ্যের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।    
    ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্যের মধ্যে এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি এবং যুক্তরাজ্যের হাউজ অভ্ লর্ডস, ইউকেবিসিসিআই-এর কর্মকর্তাগণ এবং বেসরকারি খাতের উদ্যোক্তাগণ সেমিনারে অংশগ্রহণ করবেন।
    বাণিজ্যমন্ত্রী ১৬ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
লতিফ/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৮৭


১৬-১৮ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক আগামী ১৬-১৮ নভেম্বর ২০১৫ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। প্রতিনিধিদল ১৪ নভেম্বর বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।  
    বৈঠকে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) এর আওতায় বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল রুটে আশুগঞ্জ নৌবন্দরকে ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ট্রানজিট সংক্রান্ত সার্ভিস চার্জ নির্ধারণ, কোস্টাল শিপিং চুক্তি বাস্তবায়নের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর, নৌপ্রটোকল রুটের নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশে, ভারত ও ভূটানের আর্থিক দায়-দায়িত্ব ও করণীয়, চট্টগ্রাম ও মংলাবন্দর ব্যবহার সংক্রান্ত প্রটোকল অনুস্বাক্ষর এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী ও পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত খসড়া সমঝোতা স্মারকপত্র নিয়ে আলোচনা হতে পারে। 
    উল্লেখ্য, এ বছরের ২০-২৩ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী এবছরের ৬ জুন বাংলাদেশ সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, পিআইডব্লিউটিটি এবং চট্টগ্রাম ও মংলাবন্দর ব্যবহার সংক্রান্ত সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। 
    প্রতিনিধিদলের সদস্যরা হলেন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায় মৈত্র, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদ, মংলাবন্দরের সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাঈদ আহমেদ, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক ফখরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. মনোয়ার হোসেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মো. ইকবাল, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার এনামুল করিম, বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শফিকুল হক এবং গালফ অরিয়েন্ট সিউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ। 
প্রতিনিধিদল আগামী ১৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৮৬ 

নাবিকদের কর্মক্ষেত্র ú্রসারিত হচ্ছে
                                                                    - নৌমন্ত্রী

চট্টগ্রাম, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারিভাবে মার্কেটিং করার কারণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) এর দক্ষ নাবিকদের কর্মক্ষেত্র আরো প্রসারিত হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুরস্থ ওশেন ট্যাংকার কোম্পানি তাদের জাহাজবহরে এনএমআই প্রশিক্ষিত নাবিকদের নিয়োগের কোটা শতকরা ৪.৫ ভাগ থেকে ১৫ ভাগ এ উন্নীত করেছে।
    মন্ত্রী আজ চট্টগ্রামে এনএমআই চট্টগ্রাম শাখার পনেরতম ব্যাচ ও মাদারীপুর শাখার চতুর্থ ব্যাচ প্রি সী র‌্যাটিংগসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ-এ অভিবাদন গ্রহণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    নৌমন্ত্রী বলেন, নাবিকদের কর্মসংস্থানে সরকারি উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি বিভিন্ন দেশের পাঁচটি জাহাজ কোম্পানির প্রতিনিধি এনএমআই পরিদর্শন করেছেন। কিছুদিনের মধ্যে ইরান ও ইরাকে মার্কেটিং এর উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এনএমআই আধুনিকায়নের অংশ হিসেবে সুবৃহৎ হোস্টেল নির্মাণ কাজ চলছে। তাছাড়া আধুনিক ফায়ার ফাইটিং ট্রেনিং ব্লক নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের দূত হিসেবে নাবিকগণ বিদেশে দেশের মর্যাদা ও পতাকা সমুন্নত রাখবে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বক্তৃতা করেন।
    এবারের ব্যাচে চট্টগ্রাম ও মাদারীপুর শাখা মিলে ১৫৭ জন নাবিক তাদের প্রশিক্ষণ সমাপ্ত করেছে। নতুন নাবিক গাউছুর রহমান রানা অলরাউন্ড নৈপুণ্যের জন্য স্বর্ণপদক লাভ করেন। 
#
সাইফুল/অনসূয়া/খাদীজা/আলী/আসমা/২০১৫/১৫২০ ঘণ্টা 


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৮৫


অস্ট্রেলিয়া ফুটবলদলের বাংলাদেশ সফর সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভা

ঢাকা, ২৮ কার্তিক (১২ নভেম্বর) :
    অস্ট্রেলিয়া জাতীয় ফুটবলদল বনাম বাংলাদেশ জাতীয় ফুটবলদলের হোমম্যাচ ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর ২০১৫ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং এর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 
    ম্যাচটিকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সভায় আগামী ১৬ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সকল দোকানপাট বন্ধ রাখা ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, ফিফা কর্মকর্তা ও অস্ট্রেলিয়া জাতীয় ফুটবলদলের খেলোয়াড়দের বাংলাদেশে অবস্থানকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র, যুব ও  ক্রীড়া, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শফিকুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon