Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০১৭

তথ্যবিবরণী ১৩ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭২৫

পাটপণ্যের মেলায় বিক্রি ৩ কোটি ৬৪ লাখ টাকা এবং
অর্ডার ৪ কোটি ১২ লাখ টাকার

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
দেশে প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় পাট দিবস উদ্যাপন ও পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলার সমাপনী দিন আজ।
মেলায় ৫ দিনে মোট ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২শ’ টাকার বহুমুখী পাটপণ্য বিক্রয় হয়েছে এবং ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে।
আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মির্জা আজম।
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মোট ৬১টি পাটপণ্যের স্টল অংশগ্রহণ করে।
#

আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭২৪

স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সিপিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে
                                                         ---স্পিকার
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টারে কমনওয়েলথ দিবস-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
এবারের কমনওয়েলথ দিবসের মূল প্রতিপাদ্য ‘এ পিস বিল্ডিং কমনওয়েলথ’। প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সিপিএ’র বিভিন্ন অঞ্চল ও শাখাসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
স্পিকার কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কমনওয়েলথের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি আরো সুদৃঢ় ও সুসংহত হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ, এই তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে  বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।
সিপিএ চেয়ারপার্সন বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে সিপিএ কাজ করে যাচ্ছে।
#

কামাল/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর :৭২৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ):    
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপঞ্চ (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব)-এর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধিদল আজ সচিবালয়ে সাক্ষাৎ করে। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

    প্রতিনিধিদলের সদস্য ও ঝযধরুড় ঞৎরঢ়ষব অ এৎড়ঁঢ় (সাইও ট্রিপল এ গ্রুপ)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. সুইরা সংগমিট্টা (উৎ. ঝঁরিৎধ ঝড়হমসবঃঃধ) থাইল্যান্ডের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে এবং তার কোম্পানির বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি যৌথ বা একক বিনিয়োগে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ প্রকাশ করেন। 

    রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে। 

    প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে থাইল্যান্ডের বেসরকারি বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, গ্রিন ও ক্লিন জ্বালানিতে সরকারের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সম্ভাবনাময় বিনিয়োগকারীদের আমরা উৎসাহিত করি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঢাকাসহ বড় বড় শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।  

    এসময় পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন। 

#

আসলাম/আলমগীর/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭২২

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ চট্টগ্রাম সার্কিট হাউসে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাংবাদিক আবুল মোমেনসহ অন্যদের হাতে স্মার্টকার্ড তুলে দেন সিইসি।
প্রধান অতিথির বক্তৃতায় সিইসি বলেন, স্মার্টকার্ডে ৩২টির অধিক নিরাপত্তা থাকবে। এ স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্রের চেয়ে অনেক বেশি স্থায়ী ও টেকসই। এটি সহজে নকল করা যাবে না। স্মার্টকার্ডে চিপ এবং দু’টি বারকোড মেশিন রিডেবল জোন (এমআরজেড) এ তিনটি স্তর থাকবে।
প্রথম পর্যায়ে চট্টগ্রামে ডবলমুরিং ও কোতোয়ালী থানার ভোটারদের হাতে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ডবলমুরিং থানায় ৪ লাখ ৬৬৬ জন ও কোতোয়ালী থানায় ২ লাখ ২৮ হাজার ৯২৬ জন ভোটার রয়েছে। স্মার্টকার্ড দেওয়ার আগে প্রত্যেকের বর্তমান জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হবে। স্মার্টকার্ডের জন্য ১০ আঙ্গুলের ছাপসহ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে চোখের মনির ছবি সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ বক্তৃতা করেন।
#

বশার/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :৭২১ 

আরিফুল হক রনি’র মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ):    
    কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লি. এর চেয়ারম্যান আরিফুল হক রনি’র (৫৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
    উল্লেখ্য, সিএনএস লি. সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন অন-লাইন রিয়েলটাইম ওয়েববেইজ্ড মর্ডান টোল কালেকশনের আওতায় মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু এবং বঙ্গবন্ধু সেতুর টোল আদায়, বিআরটিএ’র অন-লাইন ব্যাংকিং সিস্টেম (ট্যাক্স ও ফি আদায়) এবং বিআরটিএ-আইএস (ইনফরমেশন সার্ভিস)-এর দায়িত্বে নিয়োজিত।
    মরহুম রনি গত শনিবার ৪ মার্চ ২০১৭ তারিখ ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই।

#
নাছের/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা 

 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon