Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মে ২০১৭

তথ্যবিবরণী ১০ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৬

২০ তলা উঁচু ভবন থেকে উদ্ধারের সক্ষমতা অর্জন ফায়ার সার্ভিসের

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
ভূমিকম্প বা অগ্নিকা-ে ২০ তলা ভবন পর্যন্ত উচ্চতা থেকে যে কোন মানুষকে উদ্ধারের সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পাশাপাশি ফায়ার সার্ভিস বিভাগ এখন থেকে শহরের সরু রাস্তা দিয়ে ভিতরে ঢুকে আগুন নিভাতে পারবে। এছাড়া রাতের বেলায় উদ্ধার কাজ এবং কেমিকেল কারখানায় আগুন লাগলেও নিভাতে পারবে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিরপুর ফায়ার সার্ভিস কমপ্লেক্সে এ ধরনের বিভিন্ন ভারী যন্ত্রপাতি হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খানের কাছে ৮৮৭ কোটি টাকার যন্ত্রপাতি হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম ও সচিব মোঃ শাহ্ কামাল এ সময় উপস্থিত ছিলেন। 
মন্ত্রী এ সময় বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে নেতৃত্বে  দিতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। 
মন্ত্রী পরে ভূমিকম্প ও অগ্নিকা-ে উদ্ধার মহড়া প্রত্যক্ষ করেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ প্রশিক্ষণ না থাকলে দুর্যোগ মুহুর্তে কর্মীরা মনোবল হারিয়ে ফেলবে। নতুন উদ্ধার যন্ত্রপাতির মাধ্যমে এ মহড়া পরিচালিত হয়।
#
ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৭৫

 গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট (এমগভ) অ্যাওয়ার্ড ২০১৭’ (এষড়নধষ সড়নরষবএড়া অধিৎফ ২০১৭) পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই সম্মানজনক পুরস্কারটি বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তির অগ্রগতি এবং এর উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের আদান প্রদানকে উৎসাহিত করতে প্রদান করা হয়। মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের উদ্দেশ্যে তৈরিকৃত বড় ধরণের উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে নির্মিত সর্বশেষ প্রযুক্তির সমন্বয়, জনকল্যাণে মোবাইল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির ব্যাপারে উৎসাহ প্রদান করা প্রভৃতি উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করে বিশ্বখ্যাত স৪ষরভব.ড়ৎম।   
গতকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত সামিটে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এমন দেশ কমই আছে যারা নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অনেক আগে থেকেই বিভিন্ন সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের অর্জন নজর কাড়ার মতো। তাই বলা যায়, ডিজিটাল বাংলাদেশ এখন শুধু একটা টার্গেট নয়, এটা পুরো বাংলাদেশের ভিশন’। 
পুরস্কার প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি খাতে আমরা  লিপফ্রগ (খবধঢ়ভৎড়ম) কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। আমরা সরকারি সেবার অধিকাংশই মোবাইলের মাধ্যমে জনগণকে পৌঁছে দিতে কাজ করছি। আগামী ২০২১ সালের মধ্যে সরকারের ৯০ শতাংশ সেবা ডিজিটালাইজ করার যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সে পরিকল্পনা মোতাবেক অধিকাংশ সরকারি সেবা মোবাইলভিত্তিক করতে আমরা ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম এন্ড এপ্লিকেশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশকে ই-গভর্নেন্স থেকে এম-গভর্নেন্সের দিকে এগিয়ে নিচ্ছি বলেই আইসিটি ডিভিশন এ বছর এ পুরস্কার পেল।
 গত ৭ হতে ৯ মে পর্যন্ত যুক্তরাজ্যের ব্রাইটনে তিন দিনের মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ এই কর্মসূচির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে প্রথম পুরস্কারের জন্য নির্বাচন করেছে এমগভ অ্যাওয়ার্ড কমিটি। এ বছর সারা বিশে^র একশ’রও বেশি মোবাইলভিত্তিক উদ্যোগ মনোনয়ন জমা পড়ে এবং বিচারকদের নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫ টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়। এই পুরষ্কারের জন্য অন্যান্য প্রতিযোগী দেশের মধ্যে ছিল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, তুরস্ক, চিলি, কলাম্বিয়া, স্লোভাকিয়া, ভারত, দুবাই প্রভৃতি। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পুরস্কার গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৪

বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বুদ্ধের দর্শন শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের  জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করলে জঙ্গি তৎপরতা বন্ধ হয়ে যাবে। 
তিনি আজ ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘বুদ্ধ পূর্ণিমা’র তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে রক্তের বিনিময়ে  দেশ স্বাধীন করেছিল। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন, এ মূলনীতিতে বাংলাদেশের পবিত্র সংবিধানে প্রণীত হয়েছিল। বঙ্গবন্ধুর মতো তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সব ধর্মকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। এখন সব ধর্মের মানুষ দেশে স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করছে। 
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক মন্ত্রী দীলিপ বড়–য়া এবং ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ানাপংস  (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমবং).
#
লতিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৭৩

অধ্যাপক আলিমুল্লাহর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) : 
    ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ্ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
    আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ড. আলিমুল্লাহর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিকে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
    উল্লেখ্য, ড. আলিমুল্লাহ মিয়ান আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
    আগামীকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ আছর আইইউবিএটি ক্যাম্পাসে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ১৪ মে রোববার আইইউবিটি ক্যাম্পাস প্রাঙ্গণে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭০০ ঘণ্টা

Handout                                                                                                                            Number : 1272

3rd ABU Media Summit begins in Dhaka

Dhaka, 27 Boishakh, (10 may) :

The 3rd Asia-Pacific Broadcasting Union (ABU) Media Summit on Climate Change and Disaster Risk Reduction begins in Dhaka today with the theme `Information for All: Media Saving Lives’.  Finance Minister Mr. Abul Maal Abdul Muhith inaugurated the 3-day summit as chief guest at Pan Pacific Sonargaon hotel ballroom.

Information Minister Hasanul Haq Inu spoke as special guest while ABU Secretary General Dr. Javad Mottaghi and Bangladesh Television Director General S M Haroon-or-Rashid delivered welcome speeches at the inaugural session presided by Information Secretary Martuza Ahmed. Additional Secretary and DG-in-charge of Bangladesh Betar Md. Nasir Uddin Ahmed was present on stage.  

Muhith in his speech recalled the havoc of Bhola cyclone that killed nearly 5,00,000 people in the southern part of the country on 12 November 1970. `And now, cyclones, if claim lives, the number does not rise beyond 2-digits’, said he while describing country’s tremendous capacity in disaster resilience.

Finance Minister said, ÔFather of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman set a historic example of establishing Cyclone Preparedness Programme. He installed “MujibKilla”, earthen forts in coastal regions aiming to provide shelters for people and animals at the time of natural disasters.’

Information Minister Inu said, media is the key to ensure participation of mass people in all our efforts to address climate change and disaster risk reduction. Emphasizing international cooperation and role of broadcast media in this sector, he said, ÔClimate change, being a global phenomenon, calls for local, regional and global efforts in 3-tiers to address it. And advantage of global coverage enjoyed by the broadcast media places it at the frontline.’

Starting his speech with paying tributes to the great preacher Gautam Buddha marking his birth anniversary ÔBuddha Purnima’ Hasanul Haq Inu urged the media to point out loopholes, submit new proposals and to activate mass people with regard to disaster risk reduction and adaptation to climate change. He lauded the role of native media for wide coverage on recent flash flood in `Haor’ region of the country, which boosted momentous mobilization of assistance.

Inu called the summit a landmark event and described the boom of media and firm steps addressing Climate Change and DRR in Bangladesh under Prime Minister Sheikh Hasina’s government as the two most relevant reasons of holding this summit in Dhaka.

= 2 =

Describing Bangladesh’s expertise and achievements, he said, ÔThe world has recognized Bangladesh for proven top capacity to cope with disasters and for climate change adaptation and mitigation measures. Sheikh Hasina, The Prime Minister of Bangladesh received United Nation's highest environmental accolade in 2015 – ÔChampions of the Earth’ in recognition of country’s far-reaching initiatives to address Climate Change.’  

271 representatives including 41 foreign participants from broadcast media, government disaster management agencies, meteorological services, international organizations, NGOs and community leaders are attending the event jointly organized by Bangladesh Television and Bangladesh Betar in coordination with ABU Secretariat based in Kuala Lumpur. Participants from 15 foreign countries include Afghanistan, Australia, Bhutan, China, Fiji, Japan, Malaysia, Maldives, Norway, Pakistan, Philippines, Thailand, United kingdom, United states and Vietnam.

Topics of eight sessions in first two days include climate change adaptation and disaster risk reduction for achieving sustainable development goals: challenges and successes, climate change and society, serving the people: science for climate change mitigation and adaptation, building resilient communities: smart village concept and related issues. On day three, a river cruise will take the foreign participants from Sadarghat to Shatnol.

The summit is scheduled to adopt a ÔDhaka Declaration’ with key outcomes to convey to the UN Global Platform for Disaster Risk Reduction to be held in Cancun, Mexico later this month.

ABU, established in 1964, having 275 members in 68 countries, run as a non-profit, non-government, professional association to assist the development of broadcasting in the region including daily Asiavision TV news exchange, co-production, legal and management services. After the first and second ABU Media Summits in Jakarta and Thai city of Krabi in 2014 and 2016 respectively, Dhaka will pass the flag to Fiji to host the fourth summit in 2018.

#

Akram/Mahmud/Sanjib/Joynul/2017/1850hours

১১ মে বিকাল পাঁচটার আগে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২৭১

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) : 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাত উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
    সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
    পবিত্র শবেবরাতের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
    আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপম-ুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
    রহমতের এই রাত আমাদের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
    মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমীন।
                                     জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                       বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪০ ঘণ্টা
১১ মে বিকাল পাঁচটার আগে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon