Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 05/09/2015

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫০৬

যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে                                                                              -- এলজিআরডি মন্ত্রী
                             
ফরিদপুর, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। তিনি বলেন, সম্প্রীতি অটুট রাখতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এদেশের জনগণ অন্য ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী আজ ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মহানাম সম্প্রদায় বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধুসেবক ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স¦ামী শিবপ্রিয়ানন্দ, ফরিদপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী সত্যচৈতেন্য দাস এবং  কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য ডা. দিলীপ কুমার রায় বক্তৃতা করেন।

    মন্ত্রী বলেন, আবহমানকাল থেকে ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন,  কেউ  যেন এ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে  সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

    এলজিআরডি মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল ধর্মাবলম্বীদের স¦ স¦ ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকারি সহযোগিতা সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিতেও অংশগ্রহণ করেন। 

#

শহিদুল/আফরাজ/নবী/মোশরফ/সেলিম/২০১৫/২১৪০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫০৫

সকল ধর্ম ও বর্ণের মানুষকে মিলেমিশে বাস করতে হবে
                                        -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
                             
রাজশাহী, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল ধর্ম ও বর্ণের মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে। আদর্শ সমাজ গঠনে হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা তৈরি করতে হবে। 

    প্রতিমন্ত্রী আজ রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা নারায়ণপুর দুর্গামন্দির আয়োজিত জন্মাষ্টমীর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সমঅধিকারে বিশ্বাস করতে হবে। তিনি হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অন্যায় অবিচার দূর করে দেশকে শান্তিময় করে গড়তে সকলকে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন এবং দেশে সাম্য প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার  লক্ষ্য। 

    অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান উপস্থিত ছিলেন। 

    পরে প্রতিমন্ত্রী বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত দুঃস্থদের মাঝে ত্রাণের টিন ও বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ  বিতরণ করেন। 

    তিনি বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫’ এর ফাইনাল খেলারও উদ্বোধন করেন।  

#

হালিম/আফরাজ/নবী/মোশরফ/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫০৪

সরকারের পরিকল্পনামাফিক বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে
                                                   -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রংপুর, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) :

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকারের পরিকল্পনামাফিক বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। 

প্রতিমন্ত্রী আজ রংপুরে পরিকল্পনা কমিশন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খসড়ার ওপর অংশগ্রহণমূলক আঞ্চলিক পরামর্শসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, রংপুরকে দেশের অন্যতম উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এ অঞ্চলের জনগণকে প্রশিক্ষিত করে জনসম্পদে রূপান্তরিত করা হবে। তবে কথায় কথায় হরতাল-অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই দেশে আর অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়া হবে না। তিনি বলেন, দেশের জনগণকে সাথে নিয়েই এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। 

বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খসড়ার ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। 
     
অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্মপ্রধান 
ড. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভাগীয় সরকারি কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নেন।

    #

আহসান/আফরাজ/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫০৩

প্রতিবন্ধী উন্নয়নে সমন্বিত পদক্ষেপ মুছে দেবে অতীতগ্লানি
                                                -- তথ্যমন্ত্রী
                             
ঢাকা, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) :
    বাংলাদেশের সংবিধানে সকলের সমঅধিকারের কথা লেখা থাকলেও অতীতে সংবিধানের তোয়াক্কা না করে খাপছাড়া কাজ হয়েছে, বাদ পড়েছে প্রতিবন্ধীরা। শেখ হাসিনার সরকার সংবিধান অনুসারে সমতার নীতিতে প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়নসহ সমন্বিত উদ্যোগ নিয়েছে। এর ফলে সামাজিক বৈষম্য থেকে সমতার দিকে যাত্রা করেছে প্রতিবন্ধীরা।
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণমাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়ন কার্যক্রমে’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ২০১৩ সালে ‘প্রণীত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে’র দিকে নির্দেশ করে এসব কথা বলেন।    
    ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সাইটসেভার্স (ঝরমযঃংধাবৎং) এর সহায়তায় ইনস্টিটিউট অভ্ কমিউনিকেশন স্টাডিজ (আইসিএস) ‘চৎড়সড়ঃরহম ঢ়বৎংড়হং রিঃয উরংধনরষরঃরবং ঃযৎড়ঁময চধৎঃরপরঢ়ধঃরড়হ রহ গবফরধ চৎড়মৎধসসব’ এর মাধ্যমে বিশজন প্রতিবন্ধীকে সাংবাদিকতা বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। সফলভাবে উত্তীর্ণরা সুযোগ পাবেন আরো তিন মাসের ইন্টর্নশিপের। এদের অনেকেই এরপর গণমাধ্যমকর্মী হিসেবে যোগ দিতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।
    সকলে মিলে অসমর্থদের সক্ষম করে তোলা, মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব- উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের অক্ষমতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সক্ষমতা বিধানের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’
    প্রত্যেক মানুষেরই কিছু না কিছু করার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা কাজে লাগাতে পারলে দেশ আরো এগুবে, বলেন তিনি। 
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ডঃ সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মিজানুর রহমান এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি সংস্থার সহযোগিতা ইউনিট প্রধান মারিও রনকোনি (গধৎরড় জড়হপড়হর)  বক্তব্য রাখেন। 
    প্রতিবন্ধীবান্ধব কর্মোদ্যোগের জন্য আয়োজক সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়ে অসমর্থদের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের করণীয় এ তিন বিষয়ে কাজ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
    হাসানুল হক ইনু বলেন, প্রতিবন্ধীদের তথ্যভা-ার গড়ে তোলা, যানবাহনে চলাচল সুবিধা,  প্রবেশগম্যতা ও শিক্ষা এবং চাকুরি ক্ষেত্রে অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। এসকল ক্ষেত্রে আইনানুযায়ী কাজ হচ্ছে কিনা, সে বিষয়েও সকলকে সজাগ থাকতে হবে। 
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএস এর নির্বাহী পরিচালক শামীম আরা শিউলি। সাইটসেভার্স এর কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম এবং প্রশিক্ষণার্থীসহ আমন্ত্রিত অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন। 
#
আকরাম/আফরাজ/নবী/মোশরফ/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫০২

বাণিজ্য সচিবের মায়ের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  হেদায়েতুল্লাহ আল মামুনের মাতা ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর  শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    উল্লেখ্য, বাণিজ্য সচিবের মাতা ফাতেমা খাতুন গতকাল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি একজন রতœগর্ভা মা। তিনি চার ছেলে, দুই  মেয়েসহ অসংখ্য আত্মীয়স¦জন ও গুণগ্রাহী  রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত  রোগে ভুগছিলেন।

#

বকসী/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৬০০ ঘণ্টা     

Todays handout (3).doc Todays handout (3).doc