Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মে ২০১৬

তথ্যবিবরণী 10.05.2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৮৭

বিধি ভঙ্গকারী বাস- ট্রাকের নতুন রেজিস্ট্রেশন বন্ধ

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
    সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিধি ভঙ্গকারী অবৈধভাবে বর্ধিত বডি সম্বলিত নবনির্মিত বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের রেজিস্ট্রেশন আর দেয়া হবে না। আগামী ৩১ ডিসেম্বরের পর বর্ধিত বডি সম্বলিত পুরাতনগুলোরও রেজিস্ট্রেশন নবায়ন বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ১ মাসের মধ্যে বাম্পার ও এঙ্গেলগুলো খুলে ফেলতে হবে। ট্রাকের বডিতে ধারালো হুক ব্যবহার করা যাবে না। এসব বর্ধিত বডি পরিবহণ মালিকগণকে নিজ দায়িত্বে ও খরচে অপসারণ করতে হবে।
    আজ তেজগাঁও বিআরটিএ সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তায় গঠিত কমিটি আয়োজিত কেন্দ্রীয় ও ৪৭ জেলা বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাথে এক উদ্বুদ্ধকরণ সভায় উক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
    কমিটির সভাপতি এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে অলোচনায় অংশ নেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিবহণ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল হক, পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে খন্দকার এনায়েত উল্ল্যাহ, মো. রুস্তম আলী খান, মো. ওসমান আলী, এ রহীমবাসদুদু, নুরুন্নবী এবং আহসানউল্লা চৌধুরী।
    প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিআরটিএ’র কারিগরি নির্দেশ ব্যত্যয় ঘটিয়ে অধিকাংশ ট্রাক ও কাভার্ড ভ্যান আকার-আকৃতি পরিবর্তন করছে। এধরণের যানবাহনে অতিরিক্ত পণ্য সামগ্রী পরিবহণে মহাসড়ক, জনগণের অমূল্য জীবন ও মালামাল ক্ষয়ক্ষতি হচ্ছে, যা অর্থনীতির জন্য অশনিসংকেত। তিনি বিআরটিএকে সড়ক নিরাপত্তার স্বার্থে পরিবহণসমূহে ফিটনেস সার্টিফিকেট প্রদানের শর্তসমূহ নিয়মিত গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
#

আহসান/আফরাজ/মোশাররফ/মাহফুজ/জয়নুল/২০১৬/২১০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫৮৬
একনেকে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণসহ ৭ প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের ৩০তম সভায়  সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এবং ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পসহ ৭টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭শ’ ২৭ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে জিওবি ২ হাজার ৭শ’ ৬৯ কোটি ৩৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৯ কোটি  ৯৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য  ২ হাজার ৯শ’ ৪৮ কোটি ৬ লাখ টাকা ।
    আজ ঢাকায় এনইসি সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব এবং  মুখ্যসচিব উপস্থিত ছিলেন।
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাশেষে সাংবাদিকদের বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়টি সরকার সর্বাধিক গুরুত্বের সাথে দেখছে। শিক্ষা বিস্তারে উন্নত বিশে^র সাথে সামঞ্জস্য রেখে কর্মমুখী শিক্ষা কিংবা চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে হবে। ৩ হাজার ৪শত ৮০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পটিতে প্রকল্প সাহায্য হচ্ছে ২ হাজার ৭ শত ৩ কোটি ১৬ লাখ টাকা এবং জিওবি’র অংশ ৬শত ৯৭কোটি ৬৪ লাখ টাকা। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার জন্য প্রয়োাজন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এ লক্ষ্যে সিলেট বিভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবি’র সদর দপ্তরের ভৌত সুবিধাদির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজর ৪ শত ১৭ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে  জিওবি’র ১ হাজার ৪ শত ৭ কোটি ১১ লাখ টাকা এবং সংস্থার ৯ কোটি ৯৯ লাখ টাকা।
    পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মানুষের পাসপোর্ট প্রাপ্তি সহজলভ্য করতে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১শ’ ৭ কোটি ৬১ লাখ টাকা। সম্পুর্ণ জিওবি অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
    একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পসমূহ হচ্ছে ৩শ’ ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রকল্প, ১শ’ ৬৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মংলা বন্দর হতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প, ২শ’ ৯ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর ভাংঙ্গন হতে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্প  এবং ১শ’ ২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প।
#

শেফায়েত/আফরাজ/মাহমুদ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৮৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৮৫

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সুইডিশ অভিবাসন মন্ত্রীর বৈঠক

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসির সাথে আজ ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী গড়ৎমধহ ঔড়যধহংংড়হ এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনসহ আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে সার্বিক আলোচনা হয়।
    বৈঠকে মন্ত্রী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিষয়ে সুইডেনের মিডিয়ার ব্যাপক প্রচার-প্রচারণার প্রশংসা করেন। বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরির প্রেক্ষাপট বর্ণনা করে  তিনি সেদেশে কর্মী প্রেরণের বিষয়ে সুইডেনের মন্ত্রীকে অনুরোধ করেন। তাদের সার্কুলার মাইগ্রেশনের কর্মসূচিতে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার জন্যও অনুরোধ জানান।
     বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন, ইউরোপের সাম্প্রতিক শরণার্থী সমস্যা এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের অভিবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য জিএফএমডি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনার ওপর একটি সার্বিক উপস্থাপনা পেশ করা হয়।
    সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী অভিবাসন বিষয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি ২০১৬ সালে জিএফএমডি’র বর্তমান চেয়ার বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
     বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত ঔড়যধহ ঋৎরংবষষ সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

জাহাঙ্গীর/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৮৪

পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
    দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, আ. মজিদ মন্ডল এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে সংসদে ইতোমধ্যে উত্থাপিত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটিতে প্রেরিত ‘পাট বিল, ২০১৬’ পর্যালোচনা হয় এবং আরো কিছু পরিমার্জন, সংশোধন ও সংযোজনসহ কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট চুড়ান্ত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
     বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫৮৩

এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিও ফ্যান (ছরসরধড় ঋধহ)-এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে স্থানীয় সরকার বিভাগের আওতায়      বাস্তবায়নাধীন চলমান প্রকল্পসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকল্পসমূহের অগ্রগতিতে বিশ্বব্যাংক সন্তোষ প্রকাশ করে। মন্ত্রী অতীতের ন্যায় ভবিষ্যতেও বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীনে বিশ্বব্যাংকের ৮টি প্রকল্প চলমান রয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে রয়েছে শহর ও পল্লি অঞ্চলে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রকল্প, জরুরি সাইক্লোন রিকভারি প্রকল্প, রুরাল ট্রান্সপোর্ট প্রকল্পসহ অন্যান্য প্রকল্প।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

#

শহিদুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৮২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সুইডিশ মন্ত্রীর বৈঠক

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জোহানসন (গড়ৎমধহ ঔড়যধহংংড়হ) বৈঠক করেন।  
    বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্পর্কে সুইডেনের মন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং বিষয় যেমন : অভিবাসন গভর্নেন্স উত্থাপনের লক্ষ্যে কাজ করছে।
    বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর মরগান জোহানসন ও শাহ্রিয়ার আলম উভয়েই গুরুত্বারোপ করেন। এছাড়াও আলোচনাকালে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং তৈরিপোশাক শিল্পে কারখানার পরিবেশ উন্নয়ন, শ্রমিক নিরাপত্তা ও তাদের কল্যাণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।  
    আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় জিএফএমডির শীর্ষ সম্মেলন হবে উল্লেখ করে বাংলাদেশের প্রতিমন্ত্রী সুইডিশ মন্ত্রীকে উক্ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।
#

খালেদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৮১

স¦াস্থ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার গত কয়েক বছরে স্বাস্থ্যখাতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। স্বাস্থ্যখাতের উন্নতিকে আরো উচ্চতায় নিয়ে যেতে তিনি বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তা কামনা করেন।
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফ্যান (ছরসরধড় ঋধহ) আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের পর সরকার এখন গরিব জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছে। সম্প্রতি সরকার গরিব মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ‘শেখ হাসিনা হেলথ কেয়ার’ নামের এই কর্মসূচি সারা দেশে পর্যায়ক্রমে ছড়িয়ে দেয়া হবে বলে জানান মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অবলম্বন করার কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  নেয়া হয়েছে।
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ব ব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫৮০

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে):
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস্ ব্লুম বার্নিকেট আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের সাথে তার সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা উভয় দেশের ক্রীড়া ও যুব খাতের উন্নয়নে মতবিনিময় করেন। মার্কিন রাষ্ট্রদূত যুব ও ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সাফল্যের প্রশংসা করে বলেন, যুবরাই দেশের ভবিষ্যৎ। সাক্ষাৎকালে তিনি স্পোর্টস ডিপ্লোমেসির উন্নয়ন, ইয়ূথ এক্সচেঞ্জ প্রোগ্রামসহ ইংরেজি ভাষায় যুবদের দক্ষতা অর্জনের বিষয়ে মার্কিন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

    #

শফিকুল/মোবাস্বেরা/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫২৭ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫৭৯

আইন শিক্ষার্থীদের আদালত কার্যক্রম পরিদর্শনের ব্যবস্থা নিতে স্পিকারের আহ্বান

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে):
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আইন অনুষদের ছাত্রছাত্রীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ও প্রায়োগিক জ্ঞানার্জনের জন্য দেশের আদালতসমূহের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।  
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট) ও ইউকে এইড এর সহযোগিতায় আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
তিনি বলেন, আইন বিভাগের ছাত্রছাত্রীদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ‘ল’ ক্লিনিক থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। তিনি ‘ল’ ক্লিনিকের কার্যক্রম সীমিত পরিসর থেকে আরও বিস্তৃত করতে আইন বিভাগের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত করার এবং অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের আইনের ছাত্রছাত্রীদেরকে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ‘ল’ ক্লিনিক পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্পিকার আইন অনুষদকে নিজের অনুষদ উল্লেখ করে বলেন, বিশ্বায়নের এ যুগে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে আইন বিভাগের ছাত্রছাত্রীদেরকে বিষয়ভিত্তিক আইন ও জ্ঞানের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আইন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি সুযোগ সুবিধা সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার একমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে অংশগ্রহণমূলক শিক্ষা প্রদানের উদ্যোগ নেয়ার জন্য এবং সমাজের সুবিধাভোগী শ্রেণিকে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি একটি জ্ঞানভিত্তিক শিক্ষিত জাতি গঠনে মানবিক মূল্যবোধ সম্পন্ন দৃষ্টিভঙ্গি তৈরিতে সমাজের সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।  
আইন অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন অনুষদের ডিন ড. তাছলিমা মনসুর, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

#

হুদা/মোবাস্বেরা/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫৫৯ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫৭৮

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া ১৪ মে

চট্টগ্রাম, ২৭ বৈশাখ (১০ মে) :
    চট্টগ্রাম বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের চলতি বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ১৪ মে শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
    বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।
#

সাইফুল/মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫৭৭

দুর্যোগ মোকাবিলায় নগর এলাকায় ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে):
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি বলেছেন, সরকার দুর্যোগ মোকাবিলায় নগর এলাকায় ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ৩২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। অবশিষ্ট স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ চলমান রয়েছে। এতে সকল সিটি কর্পোরেশন মিলে ১ লক্ষ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হবে।
    তিনি আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে নগরের দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনকালে একথা বলেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে একই অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষক ওসমান গনি, যুগ্মসচিব কামরুল ইসলাম, ইউএনআইএসডিআর-এর প্রতিনিধি আরমান রুস্তমিয়ান বক্তব্য রাখেন।
    মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবকদের সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ দেয়া হবে যাতে দেশের যে কোন প্রান্তে যে কোন দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে কাজে লাগতে পারে।
    দুর্যোগকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা ও প্রয়োজনীয়তার উল্লেখ করে তাদের সকলকেই প্রশিক্ষণ গ্রহণের ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। দুর্যোগকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিক ঝুঁকিতে থাকে বিধায় সকল শিক্ষককে এ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিকে আরও বেগবান করতে দেশের প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
    ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগের আন্তর্জাতিক ধরন, প্রকৃতি, বিভিন্ন দেশে এর মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি, এর মোকাবিলায় বাস্তবিক করণীয় ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা, কর্মপদ্ধতি ইত্যাদি নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ৩০ জন মাস্টার ট্রেইনার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

#

ওমর ফারুক/মোবাস্বেরা/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫৪৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫৭৬

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে):
    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২৪তম বৈঠক আজ কমিটি সভাপতি মো. শওকত আলী এর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটি সদস্য মো. আব্দুল কুদ্দুস, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, মো. আব্দুল ওদুদ, আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার উপস্থিত ছিলেন।
    বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাম্প্রতিক সময়ে অর্থ খোয়া যাওয়া ও উক্ত ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে এবং জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় রির্পোট উপস্থাপনের ওপর আলোচনা হয়।
    কমিটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ ফেরত নিয়ে আসা এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে। সেই সাথে এ ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
    এছাড়া কমিটি বাংলাদেশ ব্যাংকের বিগত বছরসমূহের অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করে।
    বৈঠকের শুরুতে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকির এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
    ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

    #

নিলুফার/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা

Handout                                                                                                                Number : 1575 

 

 

Bangladesh Cultural troupe enthralls Colombo audience

 

Colombo, 10 May :    

 

Minister for Cultural Affairs Asaduzzaman Noor opened a Bangladesh cultural show at the auditorium of Western Province Aesthetic Resort on 9 May in Colombo. The ceremonial inauguration of the show by traditional lighting of candles was also participated by Sri Lankan Minister of Internal Affairs, Wayamba Development and Cultural Affairs S B Nawinnaand, Bangladesh High Commissioner to Sri Lanka Tarik Ahsan. The show was staged by a visiting cultural troupe of Bangladesh Shilpakala Academy, led by choreographer Tamanna Rahman. 

The show enthralled the audience that included Ambassadors, heads of cultural centres of foreign countries, high government officials, members of cultural community, representatives of media, members of expatriate Bangladesh community and officials of Bangladesh High Commission. The cultural show gave an added dimension to the observance of 40th anniversary of establishment of Bangladesh High Commission in Colombo on
21 April 1976.

Cultural Minister Asaduzzaman Noor arrived in Colombo on Monday for a four-day official visit to Sri Lanka at the invitation of his Sri Lankan counterpart. He is heading a three member official delegation. The 16-member cultural troupe from Bangladesh arrived in Colombo on Sunday. This is the first time that a cultural show of Bangladesh has taken place in Sri Lanka under the cultural exchange programme (CEP) that was signed between the two governments on 18 April 2011.

The cultural show over, the Minister Noor had a working dinner with Director of the SAARC Cultural Centre in Colombo Wasanthe Kotuwella. The discussion focused on choosing a Bangladesh city for designation as the next SAARC Cultural Capital and preparation for Bangladesh participation in the SAARC Film Festival to be held in Colombo soon.

The Bangladesh cultural troupe will stage another performance at the Provincial Council Auditorium at Pallekele in Kandy on 11 May. Minister Noor is also expected to grace the inauguration of Bangladesh Gallery of the International Buddhist Museum within the premises of the Temple of Sacred Tooth Relic of Lord Buddha in Kandy on 10 May.

#

Mobassera/Khadiza/Asma/2016/1145 hours

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon