Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ১৬ অক্টোবর ২০১৭

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭১২
 
ক্র্যাক প্লাটুন সদস্য চুল্লুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তীতুল্য ক্র্যাক প্লাটুনের সদস্য আবুল মাসুদ সাদেক চুল্লু আজ বনানীতে নিজ বাসভবনে হƒদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 
মরহুম চুল্লু মুক্তিযুদ্ধে ঢাকায় তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোমা হামলায় অংশগ্রহণ করেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ছোট ভাই এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দেবর। মৃত্যুকালে তিনি সহধর্মিণী ইয়াসমিন সাদেক, একমাত্র মেয়ে সানজানা সাদেকসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 
আবুল মাসুদ সাদেক চুল্লুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

#

মাসুম/আলী/জয়নুল/২০১৭/২২১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭১১
 
মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন 
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ চলছে 
 
উখিয়া (কক্সবাজার), ১ কার্তিক (১৬ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ জোর গতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। 
এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ২ হাজার ১ শত ৭০টি নলকূপ এবং ৩ হাজার ৩ শত ৬টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। 
উল্লেখ্য, এসব কেন্দ্রগুলোতে ৩ হাজার নলকূপ ও ৫ হাজার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।
চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৭টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ার  এর মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১১টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে রিজার্ভারসূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। এসব রিজার্ভার হতে মিয়ানমার নাগরিকরা টেপের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছে।
পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারে ৬ লাখ ‘ডধঃবৎ চঁৎরভুরহম ঞধনষবঃ’ মজুত আছে এবং কেন্দ্রীয় ভা-ারে আরো ১৬ লাখ ‘ডধঃবৎ চঁৎরভুরহম ঞধনষবঃ’ মজুত রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে ৫০ ড্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। ব্লিচিং পাউডার ছিটানো অব্যাহত আছে। এগারোটি আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য ৪ ইউনিটবিশিষ্ট প্রতিটি কেন্দ্রে ১০টি করে ১১০টি বা ৪৪০ ইউনিট গোসলখানা নির্মাণ কাজ চলছে। 
#
 
সাইফুল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭১০ 
 
মিয়ানমার নাগরিকদের
মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ১ কার্তিক (১৬ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
 উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৪ ট্রাকের মাধ্যমে ১২০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২১ হাজার ২ শত ৭০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার 
১ শত ৫০ প্যাকেট শিশুখাদ্য, ১ হাজার ২ শত ৫০ প্যাকেট রান্না করা খাবার,  ১ হাজার ৪ শত পিস পোশাক, 
৫ হাজার ৭ শত ১২ পিস গৃহস্থালিসামগ্রী, ১ হাজার পিস গৃহনির্মাণ উপকরণ। এসব ত্রাণ মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭০৯
 
গ্যালারি হচ্ছে শিল্পী ও অনুরাগীদের মেলবন্ধন
                         --- আসাদুজ্জামান নূর

ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গ্যালারি শিল্পী ও অনুরাগীদের মেলবন্ধনের বড় ক্ষেত্র। গ্যালারির মাধ্যমে শিল্পানুরাগীরা শিল্পীদের কাছে আসার সুযোগ পান। এটি দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
মন্ত্রী আজ ঢাকায় গুলশানে ‘লিজেন্ড এন্ড কনটেম্পোরারি’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর মাধ্যমে গ্যালারি কারিকর এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা শহরে গ্যালারির সংখ্যা আরো বৃদ্ধি করা উচিত। তবেই দেশের শিল্প-সংস্কৃতির চর্চা বাড়বে। শিল্প অর্থনীতির বাইরে নয়, এর একটি বাজার রয়েছে। শিল্প-বাজার সৃষ্টির ক্ষেত্রে গ্যালারির ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, আবুল বারক আলভী ও ফরিদা জামান উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
#

ফয়সল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭০৮
 
কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা 
                                        --- স্বাস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) : 
কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে চাকুরিচ্যুতির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি হাসপাতালে সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে সাম্প্রতিক সময়ে সরকারের কঠোর নজরদারি বাড়ানোর ফলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাবে না, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ জন্য যে চিকিৎসক বিনা অনুমতিতে হাসপাতালে সময়মতো উপস্থিত থাকবেন না তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রয়োজনে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত না করতে পারলে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন বা দায়ী হাসপাতাল সুপারভাইজারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান,  চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন ও সুপার উপস্থিত ছিলেন।
এর আগে দেশের সব মেডিকেল কলেজগুলোকে বিভিন্ন মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া ত্বরাণি¦ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সকল এমবিবিএস ও বিডিএস কোর্স মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধীনে আনার প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা  
 
 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭০৭
 
সকল শিশুকে শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর
                            --- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগ বাংলাদেশের জনগণের কাছে একটি নৈমিত্তিক ঘটনা। বাংলাদেশের জনগণের দুর্যোগ মোকাবিলায় যে সক্ষমতা রয়েছে তা বিশ্ববাসীকে দুর্যোগ মোকাবিলায় অনুপ্রাণিত করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় প্রতিবছরই শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যত্যয় ঘটে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  
আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে ‘চাইল্ড পার্লামেন্ট’-এর ১৪তম অধিবেশনে শিশুদের প্রশ্নোত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আজকের শিশুরাই আগামীর নেতৃত্বে থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালে মধ্য আয়ের ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রের কাতারভুক্ত হওয়া। এই লক্ষ্য অর্জন করতে হলে কোন শিশুকেই উপেক্ষা করার অবকাশ নাই। তিনি বলেন, সকল শিশুকেই যথাযথ শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর। দুর্যোগপ্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক।
বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় চাইল্ড পার্লামেন্টের ১৪তম অধিবেশনের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন নামক দুটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি বিষয়ক পরিচালক  রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্য  ব্রত গুহ এবং হেড অভ্ চাইল্ড রাইটস প্রটেকশন তানিয়া নুসরাত জামান প্রমুখ। চাইল্ড পার্লামেন্টের স্পিকার ছিলেন মেফতাহুন নাহার।
#
 
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭০৬
 
কারিগরি শিক্ষার উন্নয়নে টাস্কফোর্স গঠন
কারিগরি শিক্ষার প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে
                                          --- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১ কার্তিক (১৬ অক্টোবর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও এর গুণগত মানোন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। কারিগরি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য সকল অংশীজনের পরামর্শ ও মতামত গ্রহণ এবং এ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 
শিক্ষামন্ত্রী আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়ন বিষয়ক এক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে টিভিইটি শিক্ষায় ভর্তির হার ও সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর প্রসার ও মানোন্নয়নে আরো কাজ করতে হবে। এজন্য শিল্পমালিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে পারে। জগতে দক্ষ কর্মীর বিপুল চাহিদা রয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেই এ দক্ষ কর্মী তৈরি করা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর বক্তব্য রাখেন। টিভিইটি উন্নয়ন পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস। 
সভায় বাংলাদেশে টিভিইটি উন্নয়নে ৫টি টাস্কফোর্স গঠন করা হয়। এগুলো হচ্ছে: ১. পলিসি ও প্রজেক্ট ফর্মুলেশন টাস্কফোর্স, ২. ইন্ডাস্ট্রি ও ইনস্টিটিউট লিংকেজ টাস্কফোর্স, ৩. টিভিইটি এনরোলমেন্ট টাস্কফোর্স, ৪. কারিকুলাম ডেভেলপমেন্ট টাস্কফোর্স এবং ৫. জব মার্কেট এসেসমেন্ট এবং এপ্লয়মেন্ট টাস্কফোর্স। এ টাস্কফোর্সগুলো টিভিইটি-এর উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজন এবং বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নিজ নিজ ক্ষেত্রে সুপারিশমালা প্রণয়ন করবে। সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশমালা জমা দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ-এর সভাপতি এ এম এন হামিদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের প্রধান নির্বাহী, বিভিন্ন এনজিও, ডিসিসিআই, এমসিসিআই, বায়রা, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। 
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা  

Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon