Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ৯ সেপ্টেম্বর ২০১৮

Handout                                                                                                                 Number : 2490

 

Bangladesh-Brunei First Bilateral Consultation Held in Dhaka 

 ­­

Dhaka, 9 September: 

 

First ever Foreign Office Consultations between the Foreign Ministries of Bangladesh and Brunei took place today at the State Guest House Meghna. Foreign Secretary (Senior Secretary) Md. Shahidul Haque led the Bangladesh delegation while Hajah Siti Norishan Haji Abdul Ghafor, Permanent Secretary, Ministry of Foreign Affairs and Trade, led the Brunei side.

The meeting was held in a warm and cordial atmosphere. While both sides expressed satisfaction at the current state of bilateral relations, they stressed on the need for regular exchange of visits, including at the highest level, as well as regular contacts and interaction between leaders and officials, to steer bilateral cooperation.

During the meeting, major areas of bilateral cooperation were discussed at length. Both parties agreed to sign three finalized MoUs- (i) MoU on Cultural and Arts Cooperation; (ii) MoU on Cooperation in the Field of Youth and Sports; and (iii) MoU on Scientific and Technical Cooperation in Agriculture. Brunei has also agreed for an “Exchange of Notes” for the exemption of visa requirements for holders of diplomatic and official passports as well as expediting the proposed draft MoU on Cooperation in the Field of Fisheries and Air Services Agreement by Bangladesh. All the finalized instruments may be signed during the VVIP visit, likely to be scheduled in 2019.

Bangladesh and Brunei have also agreed to explore working on a bilateral instrument to promote collaborative efforts in higher education to facilitate exchange of academic experience, research findings and collaborative research in technical and vocational education to create a pool of skilled manpower in various trades. Brunei also agreed to continue offering scholarships for Bangladeshi students. 

Both sides recognized the need for deeper cooperation among the financial institutions to ensure smooth services for enhanced bilateral trade and investment. As such, both countries agreed to work for a formal collaboration mechanism between central banks and relevant institutions.

Brunei has expressed keen interest to invest in BEZA to for intermediary products which will be taken to Brunei for further value addition for exporting to ASEAN and other world markets. Also, they have shown interest to invest in Bangladeshi hotel business.

Both countries expressed interest to work together in the health sector and explore feasible areas for cooperation. Brunei has offered training and employment opportunities for Bangladeshi nurses and paramedics. 

Both sides agreed to maintain defence cooperation and exchanges at various levels and deepen collaboration in areas such as personnel training, exchange of expertise, knowledge sharing between think-tanks, joint exercises and procurement of defence equipment and logistics by Brunei, etc. 

The next foreign office consultations will be held within two years in Brunei.

#

Tohidul/Farhana/Mosharaf/Abbas/2018/2105 Hours

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৪৮৯
 
বাংলাদেশে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
 
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
 
আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তাগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। 
 
সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথির বক্তৃতায় সুষ্ঠু জনস্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য সকল মৃত্যুর সঠিক কারণ জানা অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন। সেমিনারের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মৃত্যুর কারণ নির্ণয় সিভিল রেজিস্ট্রেশন এন্ড ভাইটাল স্ট্যাটেসটিকস-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান গঈঈড়উ এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সফল অন্তর্ভুক্তিসহ  কর্মপ্রণালীকে আরো কার্যকরী ভাবে চলমান রাখার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 
 
মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘টেকনিক্যাল সাপোর্ট ফর সিআরভিএস সিস্টেম ইম্প্রুভমেন্ট অভ্ বাংলাদেশ’ প্রকল্প থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্প্রতি বাংলাদেশের বড় বড় ১১টি হাসপাতাল থেকে ১৫ হাজার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়েছে বলে সভাপতি উল্লেখ করেন। 
 
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার এন এম জিয়াউল আলম এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা। সেমিনারে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বর্ণিত প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে মহিউদ্দিন আহমদ।
 
উল্লেখ্য, প্রকল্পটি ব্লুমবার্গ ডাটা ফর হেলথ এবং কোস্টেরিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। 
 
#
 
আশফাকুল/সেলিম/রফিকুল/আব্বাস/২০১৮/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৪৮৮
 
বিআইডব্লিউটিএ কর্মচারীদের জন্য ১০ তলা কোয়ার্টার ভবন উদ্বোধন
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জের পাগলায় ১০ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার ভবন আজ উদ্বোধন করা হয়েছে। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ভবনটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। 
বিআইডব্লিউটিএ’র কর্মচারীদের আবাসন সুবিধা দেয়ার জন্য ২০১৩ সালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ভবনটি নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। ১০ তলা ভবনের গ্রাউন্ড ফ্লোর ব্যতীত প্রতিটি ফ্লোরে ৪টি করে মোট ৩৬টি ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটির আয়তন ৬৫০ বর্গফুট। 
শাজাহান খান বলেন, বিগত সরকারগুলোর অযতœ ও অবহেলায় আমাদের নৌপথগুলো হারিয়ে গেছে। নৌপথ উদ্ধারে প্রয়োজন নদী খনন কার্যক্রম। সে লক্ষ্যে সরকারের গত মেয়াদে (২০০৯-১৪) ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। চলতি মেয়াদে (২০১৪-১৯) ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। প্রাইভেট সেক্টরে শতাধিক ড্রেজার সংগৃহীত হয়েছে। 
মন্ত্রী বলেন, নদী তীর অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী ও তুরাগের তীরে ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে। আরো ৫৩ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে ২৮০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ  করা হবে। 
#
 
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                নম্বর : ২৪৮৭
 
যৌন ও প্রজনন স্বাস্থ্যরক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তুলুন
     ----তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার। আর এ অধিকার রক্ষা ও চর্চায় প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।’
 
আজ রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা শেয়ার-নেট আয়োজিত ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য জ্ঞান মেলা’য় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 
 
নেদারল্যান্ডস দূতাবাসের উপ-প্রধান জেরন স্টীস (ঔবৎড়বহ ঝঃববমযং), রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী এবং ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট, স্কুল অভ্ পাবলিক হেলথ এর ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যে বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন, জনস্বাস্থ্য সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসার অর্থ হচ্ছে, আরো বেশি মানুষ সচেতন হচ্ছে।’ 
 
এ ধরনের জ্ঞানমেলা আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। দিনব্যাপী এ মেলায় সাতটি সেশনে কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বিভিন্ন পেশাজীবী মানুষকে যৌন ও প্রজনন স্বাস্থ্যের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 
 
#
 
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                              নম্বর : ২৪৮৬
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ সমাপ্ত
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
আনন্দঘন উৎসবের মাধ্যমে ুঅনর্বিাণ আগামী” প্রতপিাদ্য নয়িে নতুন যুগের সূচনার দৃঢ় সংকল্পে গতকাল সমাপ্ত হয়েছে তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বদ্যিুৎ ও জ্বালানি খাতে সরকাররে বভিন্নি র্কাযক্রম, র্অজন ও ভবষ্যিৎ পরকিল্পনা জনগণরে কাছে তুলে ধরাই বদ্যিুৎ ও জ্বালানি সপ্তাহ পালনরে অন্যতম উদ্দশ্যে ছিল। কাজরে প্রতযিোগতিামূলক পরবিশে সৃষ্ট,ি সরো র্কমর্কতা ও র্কমচারীদরে পুরস্কার প্রদান, দশেব্যাপী স্কুল ও কলজেরে ছাত্র-ছাত্রীদরে মধ্যে বদ্যিুৎ ও জ্বালানি বষিয়ে বক্তৃতা প্রতযিোগতিা আয়োজন, বদ্যিুৎ ও জ্বালানি খাতরে গঠনমূলক সমালোচনা ও সরো প্রতবিদেন তরৈরি জন্য প্রন্টি ও ইলকেট্রনকি মডিয়িার র্কমীদরেকে পুরস্কার প্রদান, বশ্বিবদ্যিালয়রে ছাত্র-ছাত্রীদরে উদ্ভাবনী গবষেণামূলক কাজে উদ্বুদ্ধকরণ এবং সরকারি খাতরে পাশাপাশি বসেরকারখিাতরে গুরুত্বর্পূণ অবদানরে জন্য সম্মাননা প্রদান করা হয়ছে।ে উৎসাহ প্রদান এবং সচতেনতা বৃদ্ধরি লক্ষ্যে বদ্যিুৎ ও জ্বালানি খাতরে সরো আবাসকি, বাণজ্যিকি ও শল্পি গ্রাহকদরেকে পুরস্কার প্রদান করা হয়ছে।ে ক্যারিয়ার সামিটের মাধ্যমে তিনজনকে চাকুরি প্রদান করা হয়েছে, যা ছিল আকর্ষণীয় একটি উদ্যোগ। 
তরুণদের বকিল্প জ্বালানরি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালান,ি জ্বালানি দক্ষতা ও জ্বালানি সাশ্রয় ইত্যাদি বষিয়ে সচতেন করে গড়ে তোলার লক্ষ্যে ৪৬০টি উপজলো, ৬৪টি জলো, ৮টি বভিাগ ও ৮টি মহানগর র্পযায়ে বষিয়ভত্তিকি বক্তৃতার আয়োজন করা হয়। এতে প্রায় ১৫ হাজার ইচ্ছুক ছাত্র-ছাত্রীর মধ্য থকেে বাছাই করে কন্দ্রেীয় র্পযায়ে ৩ জন সরো বক্তা নর্বিাচন করা হয়েছে। এদরেকে জাতীয় র্পযায়ে পুরস্কৃত করা হয়।
বদ্যিুৎ বভিাগরে আওতাধীন ৩৫টি এবং জ্বালানি ও খনজি সম্পদ বভিাগরে আওতাধীন ২৬টি প্রতষ্ঠিান বদ্যিুৎ ও জ্বালানি মলোয় অংশগ্রহণ করেছে। এছাড়া বসেরকারি র্পযায় থকেে ৭০টরিও অধকি দশে-িবদিশেি প্রতষ্ঠিান এ মলোয় অংশগ্রহণ করে। এ মলোয় আধুনকি, দক্ষ ও বদ্যিুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রর্দশন, ইনোভটেভি আইডয়িা, বদ্যিুৎ সবো প্রদান সংক্রান্ত বভিন্নি তথ্য ও র্কাযক্রম প্রর্দশন করা হয়। মলো প্রাঙ্গণে প্রতদিনি বভিন্নি সাংস্কৃতকি অনুষ্ঠানরে আয়োজন করা হয়েছিল।  
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিদ্যুৎ-জ্বালানির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের মানুষ যত বেশি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করবে দেশ তত উন্নত হবে। তিনি বলেন, জ্বালানি আমাদের কর্মশক্তি। কর্মশক্তির বিকাশ যত বেশি হয় কাজ তত বেশি হয়। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বক্তব্য রাখেন।
#
 
আসলাম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৯০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: 2485 
 
আগামী প্রজন্মকে একুশ শতকের উপযোগী করে গড়ে তুলতে হবে
                                                       -- মোস্তাফা জব্বার
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর): 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী প্রজন্মকে একুশ শতকের উপযোগী করে গড়ে তুলতে তথা তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ জাতি গঠনে সংশ্লিষ্ট সকলকে সময়োপযুগী পদক্ষেপ নিয়ে  এগিয়ে আসতে হবে।
 
মন্ত্রী ধানমন্ডি ইউল্যাব মিলনায়তনে জাম্পার্স ফোরাম এর উদ্যোগে Julia TOT Workshop on Artificial Intelligence and Machine Learning বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির এবং টেকনো হেভেনসের প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম।
 
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে গত কয়েক দশকে যে গতিতে এগিয়েছে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে সেভাবে এগুবে না। আগামী দিনে আমাদের সন্তানেরা কি টুলস ব্যবহার করবে তা এখন থেকেই নির্ধারণ করতে হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে মানুষ যে ভাষায় কথা বলুক না কেন প্রযুক্তির বদৌলতে স্মার্টফোনের মাধ্যমে কাঙ্ক্ষিত ভাষায় তা শোনা যাবে। 
 
মন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিশুদের প্রোগ্রামিংয়ের ওপর শিক্ষা দিতে হবে । কারণ প্রোগ্রামিংয়ের চর্চাটা জন্ম থেকেই হওয়া উচিত। সরকার মনে করে, প্রাথমিক স্তর থেকে প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক করা দরকার। আমাদের সন্তানেরা অনেক মেধাবী, আমরা আমাদের যে প্রজন্মকে এখন প্রাইমারি স্কুলে যেতে দেখি, তাদেরকে স্মার্টফোনের ব্যবহার শেখাতে হয় না। তাই আমরা তাদের এমন স্থানে নিয়ে যেতে চাই যেন তারা ছোট থেকেই প্রোগ্রামিং জানতে পারে।
 
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইটি প্রতিষ্ঠানসমূহের মোট ২৮জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। পরে মন্ত্রী কর্মশালায় অংশ গ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।
 
#
 
শহিদুল/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/1900 ঘণ্টা
 
তথ্যবিবরণী                                              নম্বর : ২৪৮৪
 
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১১৮তম বোর্ড সভা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১১৮তম বোর্ড সভা পরিচালনা বোর্ডের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
 
সভায় নীতিমালার আলোকে কারুপণ্য সংগ্রহ, লোক ও কারুশিল্প সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা জোরদারকরণ, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, ফাউন্ডেশনের বাজেট অনুমোদন প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান ইলিয়াস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক সহ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
 
#
 
ফয়সল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮৫৬ ঘণ্টা
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৮৩
 
কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে ২৮ ভাগ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে
                   -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত বছর বন্যার কারণে কিছু সমস্যা হয়েছিল, সে কারণে খাদ্য আমদানির ক্ষেত্রে কিছু সময়ের জন্য আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। দেশের কৃষকদের স্বার্থরক্ষার জন্য কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে আবারো ২৮ ভাগ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। একসময় দেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল, আজ দেশে ১৬ কোটির বেশি মানুষ, খাদ্যের কোনো অভাব নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু’টি উদ্দেশ্য নিয়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন। একটি হলো বাঙালি জাতির মুক্তি অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, অপরটি হলো- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। তিনি বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার জন্য সফলভাবে কাজ করে যাচ্ছেন। 
মন্ত্রী আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক সেমিনারের দ্বিতীয় দিনে ‘ইমার্জিং ফুড সিসটেম : ভেল্যু এডিশন, সাপলাই চেইন এন্ড ফুড সেফটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে গঠিত সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, পরে বিএনপি সরকার আবার দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বৈদেশিক সাহায্যনির্ভর করা। বিশে^র মধ্যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। 
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের সভাপতিত্বে সেমিনারে বিষয়ভিত্তিক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. এসপি গুপ্ত, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুিদ্দন শাহ এবং ড. কাটিনকো ডি বালাগ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ এ এফ এম বাহাউদ্দিন নাসিম। 
#
 
বকসী/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                               নম্বর : ২৪৮২
 
গঠনমূলক সমালোচনার মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়নে সহায়তা করুন
                       -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ জানতে চায়। বস্তুনিষ্ঠ সংবাদই আমরা আশা করি। খবর বস্তুনিষ্ঠ হলে আত্মসমালোচনার সুযোগ থাকে। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। 
মন্ত্রী বলেন, মিডিয়াকর্মীদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ ও গভীর। সাংবাদিক বন্ধুরা শিক্ষা পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বিরুদ্ধে যায় এমন সংবাদ ছাপলেও আমরা অখুশি হই না। বরং এ বিষয়টি সম্পর্কে ভালভাবে জানবার সুযোগ তৈরি হয়। গঠনমূলক সমালোচনা হলে ভুলটাকে সংশোধন করা যায়।
শিক্ষা বিট রিপোর্টারদের নবগঠিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর গঠনকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেন শিক্ষামন্ত্রী। গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করার জন্য তিনি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান এবং শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং এসডিজি লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। কারিগরি ও দক্ষতা বৃদ্ধিমূলক এবং বাস্তবে কাজে লাগে এমন বিষয়গুলোর ওপর জোর দেয়া হচ্ছে। অর্থপূর্ণ একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সেই অনুযায়ী বিষয় ও বিভাগ চালু করা হয়েছে। কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হয়েছে।
ইরাব-এর সভাপতি সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হক এবং ইরাবের সহসভাপতি মুসতাক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরাবের সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।
এর আগে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
#
আফরাজুর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                নম্বর : ২৪৮১
 
কেশবপুরে নজিরবিহীন অগ্রগতি হয়েছে
         -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী 
 
কেশবপুর (যশোর), ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বর্তমান সরকারের আমলে কেশবপুর উপজেলায় নজিরবিহীন অগ্রগতি অর্জিত হয়েছে। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কারণে মানুষের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন এসেছে। তিনি বলেন, আগামীতে কেশবপুরকে একটি মডেল থানায় পরিণত করা হবে। শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী ও তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাসহ উন্নত কেশবপুর গড়ে তোলা হবে।
 
প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুর পাইলট স্কুলে সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, যশোরের পিপি এডভোকেট রফিকুল ইসলাম পিটু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, নিউজক্লাবের সভাপতি কামরুজ্জামান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
 
#
 
মাসুম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮০২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                              নম্বর : ২৪৮০
 
আইএইচটি ও ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের 
সরকারি চাকুরীর সুযোগ বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
 
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
আইএইচটি ও ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের সরকারি চাকুরীর সুযোগ বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদে মেডিকেল টেকনোলজিস্টস নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য তিনি নির্দেশ দেন। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের শূন্যপদ পূরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ সচিবালয়ে ইনস্টিটিউট অভ্ হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর মানোন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের হাসপাতালগুলোতে এখন চিকিৎসক সংকট নেই বললেই চলে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের অপ্রতুলতা সার্বিক চিকিৎসা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। এজন্য এই অপ্রতুলতা দূর করতে দ্রুত শূন্যপদগুলো পূরণ করতে হবে। এ সময় সরকারি আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি আইএইচটি ও ম্যাটসগুলোকেও মান উন্নয়নের তাগিদ দেন মন্ত্রী। 
#
 
পরীক্ষিৎ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৪৭৯
 
চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাদুকা ও চামড়া পণ্যের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এর অংশ হিসেবে ইতিমধ্যে শিল্পনগরীর স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে। বিসিক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এ কথা জানান। আজ শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  
সভায় দেশব্যাপী শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় ক্লাস্টারভিত্তিক শিল্প কারখানায় ঋণ সুবিধা বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্পে প্রণোদনা প্রদান, জাহাজ নির্মাণ শিল্পের প্রসার, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। 
সভায় আগামী এক মাসের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পনীতিমালার খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি দেশব্যাপী টেকসই ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাত বিকাশের লক্ষ্যে বিসিকের আওতায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। বিসিক ইতোমধ্যে ২৪ ঘন্টার মধ্যে ক্ষুদ্র শিল্পের নিবন্ধন সেবা চালু করেছে বলে সভায় জানানো হয়।  
 সভায় জেলাভিত্তিক কাঁচামাল সম্ভাবনার ওপর প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিসিককে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিসিকের অদক্ষ জনবল পরিবর্তন করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়। 
শিল্পমন্ত্রী নিরবচ্ছিন্ন খাদ্য উৎপাদনের স্বার্থে বিসিআইসি’র সার কারখানাগুলোতে নিয়মিত গ্যাস সরবরাহের ওপর সভায় গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প-কারখানায় গ্যাস সংযোগ বন্ধ না করে সিস্টেম লস কমানোর ওপর নজর দিতে হবে। তিনি গৃহস্থালি ও পরিবহণে জ্বালানি হিসেবে সিলিন্ডার ও এলএনজি ব্যবহার করে শুধুমাত্র শিল্প-কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরামর্শ দেন। তিনি ছোবড়াসহ নারিকেল দিয়ে উৎপাদিত শিল্পপণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে লাগসই প্রকল্প গ্রহণের পরামর্শ দেন। 
#
 
জলিল/রিফাত/জসীম/সেলিনা/সুবর্ণা/শামীম/২০১৮/১৬১৭ ঘণ্টা 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৭৮
 
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডুয়েলগেজ রেল সংযোগের উদ্বোধন আগামীকাল
 
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
আগামীকাল বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসন এবং আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ (বাংলাদেশ অংশ) প্রকল্প দুটির কাজের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসন ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সহজ ও স্বাচ্ছন্দ্যময় আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ পুনঃস্থাপন হবে এই প্রকল্পের মাধ্যমে। এ প্রকল্পের আওতায় মিটার গেজ এমব্যাংকমেন্ট সংস্কারসহ প্রায় ৫৩ কিঃমিঃ ডুয়েল গেজ রেল লাইন, সেতু ও কালভার্ট, স্টেশন অবকাঠামো নির্মাণ ও সংশ্লিষ্ট অন্যান্য পূর্ত কাজ সম্পাদন এবং নন-ইন্টারলকড কালার লাইট সিগন্যালিং সিস্টেম স্থাপিত হবে।
৬৭৮ কোটি ৫০ লক্ষ ৭৯ হাজার টাকা প্রকল্প ব্যয়ের ভারতীয় নমনীয় ঋণ (এলওসি) ৫৫৫ কোটি ৯৮ লক্ষ ৭৬ হাজার টাকা এবং বাংলাদেশ সরকার বাকি ১২২ কোটি ৫২ লক্ষ ৩ হাজার  টাকা সরবরাহ করবে।
কুলাউড়া-শাহবাজপুর সেকশনটি বৃটিশ শাসনামলে ১৮৯৬ সালের ৪ ডিসেম্বর মিটার গেজ লাইন চালু হয় কিন্তু বাজেট স্বল্পতার কারণে পরবর্তীতে এর যথাযথ রক্ষণাবেক্ষণ করা সম্ভব না হওয়ায় গত ৭ জুলাই ২০০২ তারিখে বন্ধ ঘোষিত হয়।
 
#
 
শরিফুল/রিফাত/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০৮ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৭৭
 
খেলাধুলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য 
                                   -ভূমিমন্ত্রী
ঈশ^রদী, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বলেন, দেশের একসময়ের ঐতিহ্যবাহী কাবাডি, দাড়িয়াবান্দা, গাদন, গোল্লাছুট খেলাগুলো আজ হারাতে বসেছে। 
আজ ঈশ^রদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব ১৭) এর ইউনিয়নভিত্তিক ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলায় উৎসাহ যোগাতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলায় উৎসাহ দিতে স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন। তিনি বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। তাদের এ আসক্তি কমাতে ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে
Todays handout (7).docx