Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০১৮

তথ্যবিবরণী 11/8/2018

তথ্যবিবরণী                                                                               নম্বর : ২২৩৫
 
দেশের উন্নয়নে সরকার কাজ করছে
                   ---পরিকল্পনামন্ত্রী
 
ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট): 
 
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বেই বাংলাদেশে এগিয়ে যেতে চায়। 
 
আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। 
 
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্যই দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সরকার মানুষ ও দেশের সেবায় কাজ করে যাচ্ছে। 
 
 
#
তৌহিদুল/সেলিম/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯০৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২২৩৪
 
                           বিদ্যুৎ বাণিজ্য সার্ক অঞ্চলের অগ্রগতিতে অপরিসীম অবদান রাখবে
---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট): 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য সার্ক অঞ্চলের অগ্রগতিতে অপরিসীম অবদান রাখবে। ঝঅঅজঈ ঋজঅগঊডঙজক অএজঊঊগঊঘঞ ঋঙজ ঊঘঊজএণ ঈঙঙচঊজঅঞওঙঘ (ঊখঊঈঞজওঈওঞণ) স্বাক্ষরিত হয়েছে, বিমসটেকও (ইওগঝঞঊঈ) সহযোগিতা বাড়াতে কাজ করছে। বাংলাদেশে ২০৪০ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। 
 
প্রতিমন্ত্রী গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতের সহযোগিতার মিথষ্ক্রিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নেপালের এনার্জি ডেভেলপমেন্ট কাউন্সিল ও ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশনের সহযোগিতায় নেপালে বাংলাদেশ দূতাবাস এ সেমিনারের আয়োজন করে। 
 
প্রতিমন্ত্রী বলেন, পাওয়ার সিস্টেম মাস্টার প্লান-২০১৬ অনুযায়ী ফুয়েল মিক্স বিদ্যুৎ খাতের সুষম উন্নয়নে অবদান রাখবে। মাস্টার প্লান অনুযায়ী কয়লা হতে ৩৫ শতাংশ, গ্যাস হতে ৩৫ শতাংশ, নবায়নযোগ্য উৎস হতে ১০ শতাংশ, ক্রস বর্ডার ট্রেড হতে ১১ শতাংশ, নিউক্লিয়ার হতে ৬ শতাংশ, জলবিদ্যুৎ ও অন্যান্য উৎস হতে ৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। 
 
নেপালের বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহা প্রসাদ অধিকারি (গধযধ চৎধংধফ অফযরশধৎর) বলেন, ৮ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ নেপালে বিনিয়োগ করতে পারে। 
 
অনুষ্ঠানে নেপালের এনার্জি ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সীমান্ত দাহালের (ঝবসধহঃধ উধযধষ) সঞ্চালনায় অন্যান্যের মধ্যে  নেপালের এনার্জি ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী কমিটির  প্রধান কুশাল গুরাং (কঁংযধষ এঁৎঁহম), ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শৈলেন্দ্র গোরাগেন (ঝযধরষবহফৎধ এঁৎধমধরহ) ও  নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস বক্তব্য রাখেন।
 
#
আসলাম/সেলিম/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯২৭ ঘণ্টা
Todays handout.docx Todays handout.docx