Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মে ২০১৫

তথ্যবিবরণী 01/05/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৫৮
 
বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন আন্ডার সেক্রেটারির বৈঠক

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অভ্  স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডবহফু ঝযবৎসধহ আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সাক্ষাৎ করেন। এসময় তাঁরা উভয়দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যবৃদ্ধি, টিকফা চুক্তি কার্যকরভাবে কাজে লাগানো এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    বাণিজ্যমন্ত্রী ডবহফু ঝযবৎসধহ কে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এ সুযোগ গ্রহণ করতে পারে। অপ্রত্যাশিত রানাপ্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরিপোশাক খাতে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকশন প্ল্যান সন্তোষজনকভাবে বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

    মন্ত্রী বলেন, এলডিসিভুক্ত দেশগুলোর কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য সার্ভিস ওয়েভার পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরিপোশাকের সবচেয়ে বড় বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরিপোশাকসহ প্রয়োজনীয় পণ্য রপ্তানিবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী মার্কিন আন্ডার সেক্রেটারির সহযোগিতা কামনা করেন।

    বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত অগ্রগতিতে সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি সন্তোষ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানিবৃদ্ধি ও সার্ভিস ওয়েভার প্রাপ্তির ক্ষেত্রে তিনি সহযোগিতার আশ^াস দেন।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক এসময় উপস্থিত ছিলেন।

#

বকসী/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৫০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৫৭
 
হারলো গণতন্ত্র লেখাই প্রমাণ করলো গণতন্ত্র অক্ষুণœ
                    -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পর একটি শীর্ষ সংবাদপত্রের প্রথম পাতায় সম্প্রতি ‘হারলো গণতন্ত্র’ লেখা দেশে গণতন্ত্রের অক্ষুণœতাই প্রমাণ করেছে। সরকার সকলের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে যেমন বদ্ধপরিকর, তেমনি গণমাধমের কাছেও সকলে বস্তুনিষ্ঠতা আশা করে উল্লেখ করে তিনি বলেন, অর্ধসত্য পরিবেশনে গণমাধ্যমের পবিত্রতা নষ্ট হয়।

    মন্ত্রী আজ রাজধানীর তোপখানা রোডে সাংবাদিক ক্লাব এন্ড ক্যাফের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    উন্নয়নের জন্য সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে হাসানুল হক ইনু বলেন, যারা একটি অর্ধেক ভরা পাত্রের শুধু খালি অংশটুকু দেখে, তারা কার্যত পক্ষপাতিত্বের মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। এধরনের নেতিবাচক মনোভাব পোষণ করা মূলত গণতন্ত্রে খাল কেটে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কুমির আনার মতো বলে তিনি উল্লেখ করেন।

    সাংবাদিক ক্লাব এন্ড ক্যাফের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাগো বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অরণ্যা হক এবং দৈনিক মুক্তখবরের নগর সম্পাদক ফিরোজ আলম মিলন বক্তৃতা করেন।

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ঘণ্টা 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon