Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 13/03/2016

Handout                                                                                                              Number : 839

Queen Mother of Bhutan arrives Dhaka tomorrow

Dhaka, March 13 : 

            Queen Mother of Bhutan Tshering Pem Wangchuck is arriving in Dhaka tomorrow. The Queen Mother is also the President of the Youth Development Fund (YDF), a voluntary organization that manages and provides resources to various youth development projects in Bhutan. She will be accompanied by Vice President of YDF Princess Chimi Yangzom Wangchuck. The delegation would also include a five-member team from the YDF.

 During the visit, the Queen Mother would visit the Bangabandhu Memorial Museum and pay a courtesy call on Prime Minister Sheikh Hasina. She would visit one of BRAC’s regional offices. Queen Mothers visit would also include visits to the Beximco Industrial Park to see textiles, garments and ceramic enterprises, the National Museum and other places of interest.

 The Queen Mother would depart for Bhutan on 18 March.

#

Kamruzzaman/Afraz/Mizan/Mosharaf/Joynul/2016/2055Hours

Handout                                                                                 Number: 838

 

BD Nationals are advised not to visit Syria

 

Dhaka, 13 March:  

 

          Bangladesh Nationals are strongly advised not to undertake any visit to Syria in view of the ongoing violent conflict and prevailing extremely dangerous security situation.

 

          The Ministry of Foreign Affairs is monitoring the situation and further requesting Bangladesh Nationals to refrain from visiting Syria until further notification in this regard.

#

Kamruzzaman/Afraz/Mizan/Mosharaf/Abbas/2016/2006 Hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৩৭

বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে বৈঠক

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :
    বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদ-ে উন্নীতকরণ এবং ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো ফ্লাইটের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লাকের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
    বৈঠকে নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহম্মেদ সিদ্দিকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান,  পররাষ্ট্র সচিব শহুদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
    সভায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন ও কার্গো কমপ্লেক্সকে ঢেলে সাজাতে ব্রিটিশ প্রতিনিধি দল শর্টটার্ম, মিডটার্ম ও লংটার্ম পর্যবেক্ষণ প্রদান করেন। এক প্রস্তাবনার আলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ২০ মার্চ এ কমিটির সাথে একটি রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে।
#
মাহবুবুর/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৮৩৬

স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর  

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :   


ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বাঙালির ইতিহাস বিকৃত করার অপচেষ্টা এবং জাতিকে ভুল ইতিহাস শেখানোর ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু : মহান মুক্তিযুদ্ধ ও আজকের ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু একটি উপাধি নয়, শেখ মুজিবুর রহমান বিশ্ব ইতিহাসের একজন মহানায়ক ও বাঙালি জাতির স্বর্ণোজ্জ্বল ইতিহাস। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধিকার ও স্বায়ত্তশাসন আন্দোলনে রূপ নেয়। তিনি বলেন, মূলত বঙ্গবন্ধুর ৬ দফা ছিল এক দফা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬৬’র ৬ দফা আর ‘৭১ এর ৭ মার্চের ভাষণ ছিল একই সূত্রে গাঁথা।  

    মন্ত্রী বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধীরা যেভাবে একসময় জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সোনার বাংলা গড়ার পথকে রুদ্ধ করতে চেয়েছিল, একইভাবে সেই অপশক্তি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ঘৃণ্য পরিকল্পনা নিয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মান্ধ কুচক্রী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতাকে রুখে দিয়েছেন। ঘৃণ্য চক্রান্তকারীদের থেকে গণতন্ত্রকামী সকল নাগরিককে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক উন্নত জাতি উপহার দিতে এ সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের রূপকল্প বাস্তবায়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ডিজিটাল বাংলাদেশ ফোরামের সভাপতি এম.এম. রানা চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, এফবিসিসিআইর পরিচালক আমিন হেলালী ও ডিজিটাল বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সাগর বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৮৩৫
বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন সংগ্রহে বিটিভির জেলা প্রতিনিধিদের তথ্যমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :
    ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এখন থেকেই দেশের জেলাগুলোতে জাতির পিতার স্মৃতিচিহ্ন সংগ্রহের জন্য বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসাথে ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯৭১ থেকে এ পর্যন্ত জেলাওয়ারি জীবনমানের উন্নয়নের তুলনামূলক তথ্যচিত্রও প্রণয়নের জন্য তিনি বিটিভির জেলাপ্রতিনিধিদের নির্দেশ দেন।
    তথ্যমন্ত্রী আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের নবনির্মিত সদরদপ্তরের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন। এসময় প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির স্বাধীন সম্প্রচারকেন্দ্র স্থাপনে সরকারের সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।
    বাংলাদেশ টেলিভিশনকে এ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ইলেক্ট্রনিক গণমাধ্যম হিসেবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জনগণের যাপিত জীবনের চালচিত্র বেসরকারি টেলিভিশনগুলোতে ফুটে নাও উঠতে পারে, জনগণের পক্ষে সে কাজটি করে বিটিভি। তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, উন্নয়ন ও সচেতনতামূলক বিষয়াদিসহ জনগণের প্রয়োজন ও সুখ-দুঃখের কথা তুলে ধরার কাজ করে, মুনাফার জন্য নয়।  সে কারণেই প্রশাসন, মন্ত্রী-এমপিদের ক্ষমতার অপব্যবহার, অদক্ষতা বা দুর্নীতি আড়াল করার দায়িত্ব বিটিভির নয়, জেলা প্রতিনিধিরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও সরবরাহ করবেন।  
    বিটিভির জেলা সংবাদ প্রতিনিধি সমিতির সভাপতি এফ এম আব্দুস সামাদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে তথ্যসচিব মরতুজা আহমদ, বিটিভির মহাপরিচালক এএসএম হারুন-অর-রশীদ, উপমহাপরিচালক (বার্তা) মো. নাসির উদ্দিন এবং পরিচালক (বার্তা) নাসির আহমেদ বক্তব্য রাখেন।
    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জেলা প্রতিনিধিদের সম্মানী ও পদবি পুনর্বিন্যাসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, তথ্য জানতে সহায়তা করার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। সেইসাথে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রতিনিধি হিসেবে বিটিভির সংবাদকর্মীদের দায়িত্ব। তিনি বিটিভির জেলা প্রতিনিধিদের প্রয়োজনীয় ক্যামেরা ও ল্যাপটপ সরবরাহের জন্য বিটিভি কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণের নির্দেশ দেন।
#
আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৩৪

ইউনেস্কোর ডিজির সাথে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী

দুবাই, ১৩ মার্চ :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ গ্লোবাল এডুকেশন এন্ড স্কিলস্ ফোরামে যোগদানের পাশাপাশি ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভার সাথে বৈঠক করেন। জনাব নাহিদ আলোচনাকালে বাংলাদেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণে ইউনেস্কোর সহায়তা কামনা করেন।
    মিজ ইরিনা বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ইউনেস্কোর পূর্ণ সহায়তার আশ্বাস দেন।  ইউনেস্কোর কার্যক্রমে সমর্থন প্রদান করায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
    পরে বাংলাদেশের শিক্ষামন্ত্রী সোমালিয়ার শিক্ষামন্ত্রী মিজ খাদার বাশার আলীর সাথে বৈঠক করেন এবং দু’দেশের শিক্ষাখাতের অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। জনাব নাহিদ মোজাম্বিকের শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করেন।
    এছাড়া মন্ত্রী গতকাল দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় তিনি দেশে আরো বেশি বেশি বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
    জনাব নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
    শিক্ষামন্ত্রী বলেন বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে দেশের শিক্ষাখাতে আরো বেশি বিনিয়োগ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
    বাংলাদেশ বিজনেস কাউন্সিল চেয়ারম্যান মাহতাবুর রহমান, বিএনসিইউ’র সচিব মো. মঞ্জুর হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯০৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৩৩
কবি রফিক আজাদের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :   

    কবি রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।

     আজ এক শোকবার্তায় রফিক আজাদের কবিতাগুলোর কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন তেজস্বী কবি এবং দেশপ্রেমিককে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।  

    পৃথক শোকবার্তায় তথ্য সচিব দেশের সাহিত্য অঙ্গনে বরেণ্য এ কবির অবদানকে অসামান্য হিসেবে অভিহিত করে বলেন, দেশ একজন মানবতাবাদী মহান কবিকে হারালো।

    তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব প্রয়াত কবি রফিক আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    
#
আকরাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৩২

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ


ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
    হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত অব্যাহত সহযোগিতা করতে আগ্রহী। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার রামপাল প্রকল্প, ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ ক্রসবর্ডার বিদ্যুৎ বাণিজ্য, যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, পশ্চিমবঙ্গ থেকে আন্তঃসংযোগ পাইপলাইনের মাধ্যমে এলএনজি ও ডিজেল আমদানি, প্রাইভেট বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।  এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান ও সম্ভাব্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।     
    প্রতিমন্ত্রী হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশ ভারতের সহযোগিতা চায়। তিনি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন বাড়াতে হাইকমিশনারকে অনুরোধ করেন।
    এসময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও ভারতীয় দূতাবাসের প্রথম সচিব গীনা উইকা (এরহধ টরশধ) উপস্থিত ছিলেন।  
#
আসলাম/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৩১

অবৈধ পথে আসা ভারতীয় কাপড় আটক করেছে কোস্টগার্ড


ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :
    আজ কোস্টগার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা খান জাহান আলী সেতুসংলগ্ন এলাকা হতে যাত্রীবাহী দোলা পরিবহণের বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৭৬০) থেকে  অবৈধ পথে আসা ভারতীয়  ১২০টি শাড়ি এবং ১১৫টি থ্রিপিস  আটক করে।
    এছাড়া চাঁদপুরের একটি অপারেশন দল গতকাল মেঘনা নদীর এখলাসপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি জাহিদ-৭’ হতে ৩ হাজার ২৪০ কেজি জাটকা জব্দ করেছে।
    আটককৃত শাড়ি, থ্রিপিস ও জাটকার মূল্য প্রায় ১২ লাখ ৩৮ হাজার টাকা।
    আটককৃত অবৈধ পথে আসা ভারতীয় কাপড় খুলনা কাস্টম অফিসে হস্তান্তর করা হয় এবং জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
#
আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৩০
 
আইক্যাপের সফল আয়োজনে বাংলাদেশকে ইউএনএইডসের অভিনন্দন

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :

এইডস বিষয়ক দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ১২তম সম্মেলন আইক্যাপ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ইউএনএইডসের সিনিয়র উপদেষ্টা এবং মূল্যায়ন কমিটির প্রধান ড. সলিল পানাকাদান (উৎ. ঝধষরষ চধহধশধফধহ)। এ সম্মেলন আয়োজনে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বের প্রশংসা করেন।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে তিনি এই অভিনন্দন জানান।

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলে বাংলাদেশ সবার আগে সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে ইউএনএইডসের সিনিয়র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত এইডস মোকাবিলায় বাংলাদেশ সফলভাবে এগিয়ে চলেছে। এইডসের মতো মহামারীর বিরুদ্ধে কঠিন যুদ্ধের চ্যালেঞ্জে বাংলাদেশের এই সাফল্যকে ধরে রাখতে হলে কর্মসূচির বাস্তবায়নে নজরদারি বাড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এইডস প্রাদুর্ভাবের কম ঝুঁকিতে থাকলেও ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের অবাধ যাতায়াত দেশের অভ্যন্তরে নতুনভাবে এইডস বিস্তারে ভূমিকা রাখতে পারে। সরকার এদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলের চ্যালেঞ্জে জয়ী হতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার জন্য ইউএনএইডসের প্রতি তিনি আহ্বান জানান।

সাক্ষাৎকালে আগামী জুনে নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এইডস বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোহাম্মদ নাসিমকে অনুরোধ জানান ড. পানাকাদান।  

স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশে ইউএনএইডসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৩৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৮২৯

তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে গৃহীত ৩টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন।  
বিল তিনটি হল : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; বাংলাদেশ পেট্্েরালিয়াম কর্পোরেশন বিল, ২০১৬ এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিল, ২০১৬।
#

হুদা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৬


‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে বিশেষ কর্মসূচি

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :
১৫ মার্চ ২০১৬ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজুমার্স ইন্টারন্যাশনাল (সিআই) এর উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা এ দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করে থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অন্যান্য বছরের ন্যায় এবারও দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “অঘঞওইওঙঞওঈঝ ঙঋঋ ঞঐঊ গঊঘট” (এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন)।  
দিবসটির সূচনা হবে প্রত্যুষে রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এলাকায় প্যাম্পলেট ও লিফলেট বিতরণের মাধ্যমে। বিকাল ৩.০০ টায় টিসিবি অডিটরিয়ামে (টিসিবি ভবন, ২য় তলা, ১ কারওয়ান বাজার, ঢাকা)  উক্ত প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার আয়োজন করা হবে। সেমিনারে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ঢাকাস্থ প্রতিনিধি মাইক রবসন এবং এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিশিষ্ট কনজুমারস এক্টিভিস্ট অমৃতলাল সাহা।     
দিবসটি উদ্যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাজার ও দর্শনীয় স্থানে পোস্টার সন্নিবেশ করা হবে।  এ উপলক্ষে ঢাকা হতে প্রকাশিত শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাসমূহে দিবসের প্রতিপাদ্যের ওপর বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে টকশোর আয়োজন করা হবে।       
দেশের অন্যান্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উদ্যাপন উপলক্ষে সভা-সেমিনার এবং লিফলেট, প্যাম্পলেট, পোস্টার সন্নিবেশসহ স্থানীয় উপযোগী অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।  
দেশব্যাপী এই দিবসটি উদ্যাপনের মাধ্যমে দেশের আপামর জনগণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে আরো বেশি আগ্রহী হবে এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে আসবে।  
#

রেজাউল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮২৭  

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :

    জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের আগামী ৩ বছরের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন; রেশম বোর্ডের প্রকল্প ধারণা পত্র ও আগামী এক বছরের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা; পাটনীতি সম্পর্কে আলোচনা; বিজেএমসি’র বর্তমান অবস্থা এবং করণীয় সম্পর্কে আলোচনা হয়।

    বৈঠকে পাটের বহুমুখী ব্যবহার উৎসাহিত করার জন্য পাটপণ্য প্রদর্শনী মেলায় দিকনির্দেশনা প্রদান এবং পাটপণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করায় কমিটির পক্ষ থেকে পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পলিথিনের ব্যবহার রোধকল্পে পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য ভবিষ্যতে বাণিজ্যমেলায় পাটপণ্যের আলাদা প্যাভিলিয়ন স্থাপন এবং প্রতিটি জেলায় পাটপণ্য প্রদর্শনীর আয়োজন করাসহ ঢাকায় অনুষ্ঠিতব্য আগামী সিপিএ এবং আইপিইউ সম্মেলনে পাটজাত পণ্য ব্যবহার করে বাংলাদেশের পাটকে বিশ্বের দরবারে ব্রান্ডিং হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেয়া হয়।

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাকে আরো আধুনিক ও গতিশীল করার জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রণয়ন করে তাতে কি পরিমাণ বাজেট বরাদ্দ দরকার তা আগামী বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়। দেশে এবং দেশের বাইরে পাটজাত পণ্যের বহুমুখী বাজার সম্প্রসারণের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে মন্ত্রণালয়ে আলাদা গবেষণা সেল স্থাপন করার সুপারিশ করা হয়।

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।                                
  #

মিজানুর/মোবাস্বেরা/নুসরাত/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫৪৭ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮২৮

সড়ক পরিবহণ আইনের খসড়া চূড়ান্তকরণে জাতীয় কর্মশালা

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :

    সড়ক পরিবহণ আইনের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আগামী এপ্রিলে জাতীয় কর্মশালা আয়োজন করা হবে। এ কর্মশালায় সড়ক পরিবহণ খাত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, এনজিও, বুদ্ধিজীবী, আইনজ্ঞসহ অংশীজনদের মতামত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

    মন্ত্রী আজ সকালে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পরিবহণ খাতের বিভিন্ন সমস্যাদি পর্যালোচনা বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের একথা জানান।

    সভায় নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

    এসময় মন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনে স্টিকার স্থাপনের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন, মালিকানা, যানবাহন কর, ফিটনেসসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি হালনাগাদ থাকবে সে সকল যানবাহনকে স্টিকার প্রদান করা হবে। এ স্টিকার প্রতিটি যানবাহনের সামনের আয়নায় স্থাপন করতে হবে।

    মন্ত্রী আরো জানান, ট্রাক, কাভার্ড ভ্যানের চেসিসের আয়তন অবৈধভাবে বৃদ্ধিরোধসহ বিভিন্ন অনিয়ম বন্ধে এলজিআরডি প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩০ এপ্রিল ২০১৬ এর মধ্যে প্রয়োজনীয় সুপারিশমালাসহ প্রতিবেদন জমা দিবে। কমিটিতে বুয়েট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ সদস্য থাকবেন।

    সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিএমপি’র কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

#

নাছের/মোবাস্বেরা/নুসরাত/আলী/কামাল/২০১৬/১৬১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৫


লন্ডনের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ


ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ‘কমনওয়েলথ আফ্রিকা শীর্ষসম্মেলন ২০১৬’ এ অংশগ্রহণের জন্য আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
লন্ডনে অবস্থানকালে তিনি সিপিএ সদর দপ্তর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একই সময় তিনি সেখানে সিপিএ’র কানাডিয়ান প্রতিনিধিদলের সাথেও বৈঠক করবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশে যাত্রা করবেন এবং লুসাকায় ১৯-২৩ মার্চ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৪তম সম্মেলনে যোগদান করবেন।
তিনি ২২ মার্চ ঢাকা ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
মোতাহের/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৩


সাভারের বিশমাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত  
সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ


ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :


    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোন ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবেনা), ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। সেইসাথে রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে।  
#

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৪
স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণকালে  
জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান

ঢাকা, ৩০ ফাল্গুন (১৩ মার্চ) :


    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার   আহ্বান জানানো হয়েছে।  
#

এনায়েত/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আসমা/২০১৬/১৩০০ ঘণ্টা

 

    

Handout                                                                                                                  Number : 822

 

 

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon