Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০৯/১২/২০১৫

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৩৮

বঙ্গবন্ধু মনেপ্রাণে বাঙালি ছিলেন বলেই জাতিকে একত্রিত করতে পেরেছিলেন
                                                              -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 
          ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনেপ্রাণে একজন বাঙালি ছিলেন বলেই ১৯৭১ সালে সকল বাঙালিকে একত্রিত করতে পেরেছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো এবং স্বাধীনতার সূর্য  ছিনিয়ে এনেছিলো। 
    ডেপুটি স্পিকার আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস'া (এফডিসি) এর জহির রায়হান মিলনায়তনে ‘দৈনিক আজকের বিনোদন’ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, পূবালী গ্রম্নপের চেয়ারম্যান জাফর ইকবাল, এডভোকেট সাহানা তাহনিমা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরম্নন সরকার রানা এবং দৈনিক আজকের বিনোদনের প্রধান সম্পাদক ইমদাদুল হক রানা বক্তব্য রাখেন।
    ডেপুটি স্পিকার বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ সত্মম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্র ও সাংবাদিকদের ভালোবাসতেন। তাঁরই সুযোগ্য উত্তরসূরী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ৮ম ওয়েজবোর্ড বাসত্মবায়ন করেছেন।
    তিনি বলেন, পাকিসত্মান শাসনামলে আমাদের সংস্কৃতি ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বাঙালির সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে লালিত। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাঙালি জাতিকে উজ্জীবিত করতে হলে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। তাই তিনি শিল্পমন্ত্রী থাকাকালীন আইনসভায় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল উত্থাপন করেন এবং আইনসভায় সেটি পাশ হয়।
    ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বাঙালি জাতির জন্য তাঁর জীবন উৎসর্গ করে গেছেন।  তিনি বঙ্গবন্ধুর স্মৃতিকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বুকে চির অমর করে রাখতে তাঁর জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণসহ বিভিন্ন শিল্পকর্ম নির্মাণের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান।
#
স্বপন/মিজান/জসীম/সেলিম/২০১৫/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৬৩৭
বাজার তদারকি  
২৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, নওগাঁ, পঞ্চগড়, মৌলভীবাজার, ফরিদপুর, রাজশাহী ও মাদারীপুরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর বনানী এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, কন্টিনেন্টাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও হোটেল খাবার দাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে নওগাঁর পোরশা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা, রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, পঞ্চগড় সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে 
৬ হাজার টাকা, ফরিদপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ টাকা এবং মাদারীপুরের কালকিনি উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও শিল্প ও বনিক সমিতি এসব তদারকি কার্যে সহায়তা করে। 
#

আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৬৩৬

স্পিকারের সাথে সাইপ্রাসের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সাথে আজ তাঁর সংসদভবনস্থ বাসভবনে বাংলাদেশে সাইপ্রাসের নবনিযুক্ত অনাবাসী হাইকমিশনার দিমেত্রিওস এ. থিওফাইলেকটন (উবসবঃৎরড়ং অ. ঞযবড়ঢ়যুষধপঃড়হ) সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক, উভয় দেশের সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাঁরা সাইপ্রাস ও বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে উভয় পার্লামেন্টের প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন। 

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের একত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে উভয়ে একমত প্রকাশ করেন।  তাঁরা দু’দেশের সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

#

শিবলী/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা

Handout                                                                         Number : 3635

 

Outgoing Malaysian High Commissioner calls on Foreign Minister

 

Dhaka, December 9 :

 

The outgoing Malaysian High Commissioner Norlin binti Othman paid a farewell call on the  Foreign Minister Abul Hassan Mahmood Ali today at the office of the  Foreign Minister.

 

Foreign Minister while expressing satisfaction over the existing close relations between Malaysia and Bangladesh, pointed out that increased interactions in the political, economic and commercial areas have elevated the existing relations to newer heights.  The Minister appreciated the High Commissioner’s valuable contribution in enhancing meaningful cooperation between the two brotherly countries. The outgoing High Commissioner thanked Bangladesh for the warm hospitality she enjoyed during her stay. She particularly thanked the Foreign Minister for the support and cooperation extended to her that made her tenure in Bangladesh very productive.

 

They exchanged views on different aspects of bilateral relations and expressed satisfaction on significant progress made in areas of bilateral trade, investment, Bangladeshi workforce in Malaysia, education, defense and other emerging areas of cooperation.

 

           The outgoing High Commissioner appraised the Foreign Minister about increased interest generated among Malaysian investors, SMEs and business houses to come to Bangladesh for investment and business. Foreign Minister stressed on disseminating information of invest-friendly environment and opportunities in Bangladesh to the potential Malaysian investors to encourage them to forge mutually beneficial economic ventures in Bangladesh. The High Commissioner also mentioned about the prospect of Bangladeshi handicrafts and tourism sector.

 

     Foreign Minister wished the outgoing High Commissioner success in her next assignment and hoped that as a genuine friend of Bangladesh she would continue promoting Bangladesh in the days ahead.

#

Khaleda/Afraz/Mizan/Zashim/Selim/2015/19.30 Hrs

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৩৪

পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত এডোয়ার্দু ডি. লাইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল (ঊফঁধৎফঁ উ. খধরমষবংরধ ু উবষ জড়ংধষ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে দেশটির সামনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন। তিনি আগামী বছর বাংলাদেশ ও স্পেনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার প্রস্তাব করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর স্পেন সফরের বিষয়েও প্রস্তাব দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্পেনিশ ভাষায় অনুবাদের প্রস্তাব দিলে পররাষ্ট্রমন্ত্রী তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ও স্পেনের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার হিসেবে উল্লেখ করে বলেন, স্পেন বাংলাদেশের রপ্তানিপণ্যের পঞ্চম বৃহত্তম বাজার। তিনি বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দু’দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ফেডারেশন অভ্ চেম্বারস্ এন্ড ইন্ডাস্ট্রিজ এর একটি প্রতিনিধিদলের স্পেন সফরের প্রস্তাব করেন। বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি স্পেনে কাজে নিয়োজিত আছেন  জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পেনে আরো অধিকসংখ্যক শ্রমিক নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।
 পররাষ্ট্রমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#


খালেদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাইপ্রাসের হাইকমিশনারের সাক্ষাৎ 

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
     পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সাইপ্রাসের অনাবাসী রাষ্ট্রদূত দেমেত্রিও এ. থিওফিলাকতু (উবসবঃৎরড়ং অ. ঞযবড়ঢ়যুষধপঃড়ঁ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সাইপ্রাসের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে জানান, সাইপ্রাসে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাত্র পড়াশুনা করছে। এছাড়া বাংলাদেশি কর্মীগণ পর্যটনসহ বিভিন্ন সেবা ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তিনি এসব ক্ষেত্রে ছাত্রছাত্রী ও কর্মীদের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
#


খালেদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০০৫ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৩২

জাতীয় প্রেসক্লাবে সমবায় বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সমবায়ের ভূমিকা’ বিষয়ক আলোচনা ও সমবায় বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সমবায়ী প্রতিষ্ঠান ‘সম্প্রীতি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এস এম আকাশ প্রবন্ধ উপস্থাপন করেন।
ইউনিয়নের সভাপতি মো. আবদুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, সমবায়ের যুগ্মনিবন্ধক মো. রুহুল আমিন এবং বিশিষ্ট সমবায়ী নেতা নির্মল রোজারিও, মাহবুব হোসেন ও এমদাদ হোসেন মালেক।
প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, সমবায়খাতকে বিকশিত করতে হলে দুর্নীতি ও আয়করমুক্ত করা উচিত। বর্তমান সরকার সৎ ও প্রকৃত সমবায়ীদের পৃষ্ঠপোষকতা করছে। এতে করে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। কতিপয় ভুঁইফোঁড় ও দুর্নীতিবাজদের কারণে সমবায় অঙ্গন কলুষিত হচ্ছে। এদের বিতাড়িত করতে সমবায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সমবায় বিষয়ক গ্রন্থটির প্রশংসা করে বলেন, বইটির মাধ্যমে নতুন ও পুরাতন সকল সমবায়ী উপকৃত হবেন।
#

আহসান/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৬৩১

কমিউনিটি রেডিওকে আরো টেকসই করা হবে 
                                  -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ করে তুলতে কমিউনিটি রেডিও’র আর্থিক উন্নয়নসহ একে কীভাবে আরো টেকসই করা যায় আলোচনাসাপেক্ষে তা বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সরকারের আগামী পরিকল্পনায় প্রয়োজনে এর সংখ্যাবৃদ্ধিও বিবেচনায় আনা হবে।

    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি রেডিও’র ভূমিকা শীর্ষক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    প্রান্তিক জনগণকে তাদের অধিকার সম্পর্কে অবগত করার জন্য কমিউনিটি রেডিওকে নিরন্তর কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, নারী-পুরুষ সমতা, বাল্যবিবাহরোধ প্রভৃতি বিষয়ে কমিউনিটি রেডিওকে সচেতনতামূলক কাজ করতে হবে এবং পাশাপাশি জনসাধারণের মধ্যে প্রযুক্তির প্রসারেও উদ্যোগী হতে হবে। ফলে সত্যিকার অর্থেই জনজীবন আরো উন্নত হবে বলে দৃঢ় আশাপ্রকাশ করেন তিনি।

    তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে উন্নয়ন বরাদ্দসহ যে নানা পদক্ষেপ নিচ্ছে, সেই প্রয়োজনীয় তথ্য প্রান্তিক জনগোষ্ঠীকে জানানোর মাধ্যমে কমিউনিটি রেডিও টেকসই উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। 

    বিসিআরএ’র সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামের সভাপতিত্বে  সভায় অন্যান্যের মধ্যে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান, পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ওয়েব ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মহসিন আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা।
#

আকরাম/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬৩০

বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ আমাদের কাছে গুরুত্বপূর্ণ
                                     --পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংকের সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির  মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে আমরা কাজ করছি। তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
    পরিকল্পনা মন্ত্রীর সাথে আজ ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা‘(গধৎঃরহ জধসধ) সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন।
    সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
    মার্টিন রামা বিভিন্নক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।
    পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এ সময় উপস্থিত ছিলেন।
#

শেফায়েত/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা  তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬২৯ 

আউটসোর্সিং-এ কাঙ্খিত ফল পেতে 
মানব সম্পদ উন্নয়নজোরদার করা প্রয়োজন
                            -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)-এ কাঙ্খিত ফল পেতে মানব সম্পদ উন্নয়ন প্রক্রিয়া পদ্ধতিগত ও কৌশলগতভাবে জোরদার করা প্রয়োজন। আমাদের তরুণরা খুবই মেধাবী ও সাহসী। একটু উৎসাহ, উদ্দীপনা পেলেই তারা বিপিওতেও সাফল্য নিয়ে আসবে। 
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে বিপিও সামিট ২০১৫ উপলক্ষে আয়োজিত “ওহভৎধংঃৎঁপঃঁৎধষ ধহফ ঙঢ়বৎধঃরড়হধষ জবধফরহবংং” শীর্ষক সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
    প্রতিমন্ত্রী বলেন, কৃষি হতে তৈরিপোশাক এবং তৈরিপোশাক হতে তথ্য প্রযুক্তির দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। বিদ্যুৎখাতেও ঊজচ (ইআরপি) এবং গওঝ (এমআইএস) শুরু হতে যাচ্ছে এবং এর জন্য প্রয়োজন যথাযথ সফ্টওয়্যার। এ সফ্টওয়্যার তৈরি করবে আমাদের তরুণরাই। 
    তিনি বলেন, আউটসোর্সিং এখন উপার্জন করার অন্যতম মাধ্যম তা আজ গ্রামের মানুষও জানে। তাদের কাছে পৌঁছে দিতে হবে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুৎ এখন সবাই পাবে, দেশে কোন বিদ্যুতের ঘাটতি নেই। 
    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিট কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মিজ ফাদিয়া খান। 
#

আসলাম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৯২৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬২৮ 

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে দেশের চা-বাগানসমূহের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানার জন্য একটি কমিটি গঠন করে তিন মাসের মধ্যে সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়। 
কমিটি বাউনিয়া মৌজায় ভাওয়াল এস্টেটের কী পরিমাণ ভূমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে এবং উক্ত ভূমি উদ্ধারে মন্ত্রণালয়ের পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করে। 
বৈঠকে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার অবৈধ দখলকৃত পুকুর সম্পর্কে জেলা প্রশাসকের প্রেরিত তথ্য পরীক্ষা-নিরীক্ষাপূর্বক পুনরায় কমিটির কাছে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া, জয়পুরহাটে সরকারের দখলে ও অবৈধ দখলে কতগুলো খাস পুকুর রয়েছে সেবিষয়ে তথ্য প্রদানের সুপারিশ করা হয়। 
    সরকারি জমির অবৈধভাবে লিজ নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে কমিটি।
 বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্তসচিব, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#

ইনামুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬২৭

আন্তর্জাতিক পর্বত দিবস উপযাপনে ব্যাপক কর্মসূচি গৃহীত

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 

    ১১ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘চৎড়সড়ঃরহম গড়ঁহঃধরহ চৎড়ফঁপঃং'. এ উপলক্ষে ১১ ডিসেম্বর সকাল ৯টায়, ঢাকায়  বেইলি  রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স (অফিসার্স ক্লাবের পার্শ্বে) প্রাঙ্গণে ৩ দিনব্যাপী  পার্বত্য মেলা শুরু হবে। মেলায় অর্ধশতাধিক স্টলে টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারসহ বিভিন্ন পার্বত্য পণ্য  প্রদর্শনী ও বিক্রয় হবে। 

    সকাল সাড়ে নয়টায় বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সিরডাপ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে সকাল সাড়ে ১০টায় সিরডাপ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সেমিনারে প্রধান অতিথি  এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ সিং ও  পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

    এ ছাড়াও দিবসটি উপলক্ষে বান্দরবানের রুমায় ট্রেকিং, মাউন্টেন বাইকিং ও ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। 

    উল্লেখ্য, পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের উন্নয়নে  জাতিসংঘ ২০০২ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি তৃতীয়বারের মতো পালিত হবে। 

#

মাহবুবুর/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬২৬

টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে বাংলাদেশ অধিক গুরুত্ব দিচ্ছে 
                                                           -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে বাংলাদেশ অধিক গুরুত্ব দিচ্ছে। বর্তমানে কয়লাভিত্তিক ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন। ভুটানে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে জলবিদ্যুৎ আমদানি করার বিষয়টিও প্রায় চূড়ান্ত বলে তিনি জানান।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিদ্যুৎভবনে সিঙ্গাপুরের সেমকর্প ও বাংলাদেশের কোল পাওয়ার জেনারেশন কোম্পানির মধ্যে মাতারবাড়িতে ‘৭০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (ফেজ-১)’ স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। এ বিদ্যুৎকেন্দ্রকে যথাসময়ে উৎপাদন পর্যায়ে আনতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।  

    উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের জি-টু-জি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, উন্নয়ন, অর্থায়ন, কনস্ট্রাকশন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত ছিল। এরই অংশ হিসেবে আজকের এ সমঝোতা স্মারক চুক্তি। চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোল পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম ও সেমকর্পের পক্ষে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যাং কিন ফেই (ঞধহম করহ ঋবর) স্বাক্ষর করেন।  

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কে এম হাসান বক্তব্য রাখেন। 

#

আসলাম/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                         নম্বর : ৩৬২৫
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) : 
    ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 
    এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কমিশনের প্রধান কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কাকরাইল মোড় - বিজয়নগর - তোপখানা রোড হয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। 
    মানববন্ধনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন করছে কমিশন। তিনি দেশের সাধারণ মানুষ, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে দুর্নীতি বিরোধী সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতি দমনে ইপ্সিত লক্ষ্যে পৌঁছানো যাবে। তিনি বলেন, কমিশন সাধারণ মানুষের নিকট যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ে দুর্নীতিমুক্ত সেবাপ্রদান নিশ্চিতকল্পে ‘গণশুনানি’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতির ঘটনা ঘটলে মামলা দায়ের করে অভিযোগ সংশ্লিষ্টদের আদালতে সোপর্দ করা হচ্ছে। 
    কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) এর সদস্যগণসহ সর্বস্তরের মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
র‌্যালি ও মানববন্ধন শেষে কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, গণমাধ্যম ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করে বলেই সমালোচনা বেশি হয় তবে আধুনিক সাংবাদিকতায় উন্নয়ন সাংবাদিকতা (উবাবষড়ঢ়সবহঃ ঔড়ঁৎহধষরংস) ভালো কাজের প্রচারের সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, দুদকে প্রতিদিন হাজার হাজার অভিযোগ আসে যা কমিশনের স্বল্প জনবল দিয়ে অনুসন্ধান করা প্রায় অসম্ভব। দুর্নীতি দমন কমিশনে অন্যের চরিত্র হননের জন্যও অনেকে অভিযোগ করেন। তাই এক্ষেত্রে সাংবাদিকদের আরো সচেতন হতে হবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন, কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল এবং মহাপরিচালক  ড. শামসুল আরেফিন বক্তব্য রাখেন।
    দুর্নীতি দমন কমিশনের ৭টি বিভাগীয়  কার্যালয়, ২২টি সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা, জেলা, নগর, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সততা সংঘের সদস্যরা দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 
#
মিজান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ৩৬২৪ 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ৭টি সংস্থার সাথে
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এবং সরকারি পর্যায়ে সেবার মান ত্বরান্বিত করে ই-সেবায় রূপান্তরের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ৭টি সংস্থার প্রধান কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সংস্থাগুলো হলো- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড ডকুমেন্টশন সেন্টার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজি।
    এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উদ্ভাবনী সংস্কৃতিতে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ফলে উদ্ভাবকেরা আরোও বেশি করে নাগরিক সেবাকেন্দ্রিক উদ্ভাবন নিয়ে কাজ করার জন্য উৎসাহিত হবেন। উদ্ভাবনী নিয়ে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানের জন্য ভার্চুয়াল পোর্টাল, উদ্ভাবনী বিষয়ক কর্মশালার আয়োজনের পাশাপাশি উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে সম্পর্ক তৈরিসহ ক্ষেত্রবিশেষে নিজেদের অবকাঠামো ব্যবহারের সুবিধা প্রদান করা হবে। চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন, পর্যবেক্ষণ, মূল্যায়ণ ও দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার আওতাধীন সংস্থাসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। এসকল দপ্তরগুলো এটুআই প্রোগ্রামের সহায়তায় তাদের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উদ্ভাবনসমূহ প্রচার ও বাণিজ্যিকীকরণের পাশাপাশি তাদের সেবাদান প্রক্রিয়াকে সহজিকরণের পদক্ষেপ গ্রহণ করবে। 
    অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালযের মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, মাহমুদা মিন আরা এবং এটুআই, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ মন্ত্রণালয়ের আওতাধীন ৭টি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  
#

কামরুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬২৩ 

সরকারি বাঙলা কলেজে ১০ তলা বিশিষ্ট 
২টি একাডেমিক ভবন নির্মাণ করা হবে
                             -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) :
    রাজধানী

Todays handout (6).doc Todays handout (6).doc