Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০১৯

তথ্যবিবরণী ০৪/০৩/২০১৯

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৮৬৬
 
অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও বিএনপি নেতাদের সহমর্মিতার জন্য ধন্যবাদ
                                                                                    --- তথ্যমন্ত্রী
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ধন্যবাদ।
আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় সদ্যপ্রয়াত প্রখ্যাত সাংবাদিক মোঃ শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রেসক্লাবের এসভায় যোগ দেন ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, গতকাল ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অসুস্থ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত। এ সময় মন্ত্রী বলেন, বেগম জিয়ার পুত্র আরাফাত রহমানের মৃত্যুসংবাদে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার বাসায় গেলে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেন নি।
মন্ত্রী বলেন, সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ভুল করলেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গতকাল হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
এর আগে বক্তৃতায় প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
এর পরই তথ্যমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ অফিস আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ড. হাছান মাহমুদ তাঁর বক্তব্যে এয়ার এম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরের সিঙ্গাপুর রওনা হবার কথা জানান এবং সকলের কাছে আন্তরিকভাবে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। সকলের দোয়া ও সুচিকিৎসার মাধ্যমে দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন আশাবাদ ব্যক্ত করেন ড. হাছান। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সহসভাপতি রুহুল আমিন রুহুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল স্বপন, আফসার হোসেনসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা মাহফিলে দোয়ায় অংশ নেয়।
#
 
আকরাম/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৮৬৫
 
টেকসই উন্নয়নে ভূ-স্থানিক ডাটার গুরুত্ব অপরিসীম
                               --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই ভূ-স্থানিক ডাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভূ-স্থানিক ডাটা সংগ্রহ সময় সাপেক্ষ ও ব্যয় সাধ্য। তাই বাস্তবতা বিবেচনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ডাটা প্রোভাইডিং প্রতিষ্ঠানসমূকে একই প্ল্যাটফর্মে  নিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি  বলেন, এতে সময় এবং অর্থের অপচয় বন্ধ হবে। প্রযুক্তি আগামী দিনের জন্য শুধু বাংলাদেশের জন্যই নয় সারা দুনিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ। 
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়,  সার্ভে অভ্ বাংলাদেশ এবং জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত ‘চরষড়ঃ চৎড়লবপঃ ভড়ৎ উবংরমহরহম ওফবধষ ঘধঃরড়হধষ ঝঢ়ধঃরধষ উধঃধ ওহভৎধংঃৎঁপঃঁৎব (ঘঝউও) ড়ভ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা এবং আইওটিসহ আগামী দিনের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি  নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের টেকসই ও অবকাঠামোগত উন্নয়নে 
ভূ-স্থানিক ডাটার গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে ভূ-স্থানিক ডাটা  প্রস্তুত ও ব্যবহার করছে। এনএসডিআই এর মাধ্যমে  সকল ভূ-স্থানিক ডাটা একই প্ল্যাটফর্মে  সংরক্ষিত থাকবে এবং এতে ডাটার ডুপ্লিকেসি থাকবে না। ভূ-স্থানিক ডাটা ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডাটা ব্যবহার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য উপাত্ত বিনিময় সহজতর হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে  আন্তর্জাতিক এনএসডিআই সেমিনারে বাংলাদেশে এনএসডিআই এর গুরুত্বের কথা তুলে ধরার পর প্রযুক্তি সংশ্লিষ্টরা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন।  এনএসডিআই বাংলাদেশের জন্য এখন আর  কোনো স্বপ্ন নয়।
প্রতিরক্ষা সচিব মোঃ আক্তার হোসেন, সার্ভেয়ার জেনারেল অভ্ বাংলাদেশ ব্রিগেডিয়ার মুনিরুজ্জামান এবং জাইকার বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতুষী হিরুতা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
 
শেফায়েত/মমিনুল/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৯/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৮৬৪
 
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে অভূতপূর্ব গতি সঞ্চারিত হয়েছে
 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে ৭ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে এবং এ বছর ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা আগামী বছর ৮ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। আমাদের রয়েছে প্রতিযোগিতামূলক বেতন-ভাতায় সহজে প্রশিক্ষণযোগ্য নিবেদিত প্রাণ জনশক্তি, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে স্বল্প ব্যয় এবং আমাদের বৃহৎ শুল্কমুক্ত কোটামুক্ত বাজারে প্রবেশ সুবিধা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব চেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং  আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে বিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি, টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণের মতো বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। 
আজ শেরে বাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি। এ সময় বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব গতি সঞ্চারিত হওয়ায় সৌদি রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর সৌদিতে প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে গমন করে। আগামী দিনগুলোতে দুদেশের মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতার ধারা অব্যাহত রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে তিনি আগামী ৭ মার্চ সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
মন্ত্রী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, এই দেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে আঞ্চলিক যোগাযোগ, বিদেশি বিনিয়োগ এবং গ্লোবাল আউট সোর্সিংয়ের একটি কেন্দ্রে পরিণত করেছে। দেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগকে টেকসই করার জন্যই সরকার এই শিল্পাঞ্চলগুলো গড়ে তুলেছে। আমরা সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দুই হাজার একর জমি বরাদ্দ করেছি, যেগুলো বিনিয়োগকারীরা নিজস্ব চাহিদা মোতাবেক তারা ব্যবহার করতে পারবেন। দু’টি দেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। এ বিনিয়োগ আরো বৃদ্ধি করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করতে হবে।
#
 
গাজী তৌহিদুল/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৬৩
 
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমা ছিল 
৫ মার্চ।
#
 
আনোয়ার/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৬২
 
উচ্ছেদ অভিযান জোরদার করতে বিআইডব্লিউটিএ-কে নৌসচিবের নির্দেশ 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ ঢাকা শহরের চারদিকের নদীগুলোসহ দেশের সকল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নদীসমূহের তীরভূমিসহ নদীগর্ভ হতে অবৈধ স্থাপনা, ভরাট উচ্ছেদ ও অপসারণের লক্ষ্যে অভিযান জোরদার করতে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন । 
আজ ঢাকা নদী বন্দর টার্মিনাল সদরঘাট থেকে বসিলা পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
এ বছরের ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ কার্যদিবসে বুড়িগঙ্গা-তুরাগে পরিচালিত প্রথম পর্ব অভিযানের স্থানসমূহে উচ্ছেদকৃত আবর্জনা ও ভরাটকৃত অংশ অপসারণসহ চলমান ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণকে নিয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়। 
পরিদর্শনকালে  নৌপরিবহন সচিব নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে দখল-দূষণমুক্ত প্রবাহমান নদী গড়ে তোলার লক্ষ্যে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে জিরো টলারেন্স মনোভাবে জেলা প্রশাসন, রাজউক, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে চলমান উচ্ছেদ অভিযান আরো জোরদার করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দেন।
সচিব এ সময় উচ্ছেদকৃত এলাকা যাতে পুনরায় বেদখল না হয়ে যায় সেজন্য কঠোর মনিটরিং ও পাহাড়াদার নিয়োগের ব্যবস্থাসহ ওয়াকওয়ে প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দেন।
#
 
জাহাঙ্গীর/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০১৫ঘণ্টা

Handout                                                                                                         Number : 861

Foreign Minister meets Investors and Business Leaders in Dubai

Dhaka, 4 March 2019 :

            Foreign Minister Dr. Abdul Momen met with an influential congregation of top business, finance and investment leaders in Dubai during his short visit to the city state on 2 March 2019 at Hotel Hyatt Regency.

            The Foreign Minister briefed the business leaders about the Vision 2021, Vision 2041 and the Delta Plan 2100 – as envisaged by the Prime Minister Sheikh Hasina. He recalled the close bonds of friendship and amity that the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman had shared with the visionary leader and founding father of the United Arab Emirates Sheikh Zayed. He briefed the industry leaders about the vision of Sonar Bangla pursued by the Prime Minister to reach a higher middle-income country landmark by 2021, achieve the 17 SDGs by 2030 and emerge as a developed country by 2041. Foreign Minister outlined his vision of the foreign policy of Bangladesh on the basis of 'economic diplomacy’ – which envisages partnerships across business and administrative platforms for the development of the nation. Highlighting that Bangladesh is no more an aid-seeking country and it envisages a future where the skillsets of its people would be entwined with the financial and technological prowess of the industry.  The Foreign Minister emphasized the quick-learner’s trait of the Bangladesh people and sought the industry captains to utilize this inherent capability of the people.

            Candid discussions were held for attracting more investment in skill development, human resource augmentation, power and energy sector capacity building and ICT sector development. Agro-processing, fisheries and other sectors of the emerging vectors of the Blue Economy were also discussed. Foreign Minister Dr. Momen noted that Bangladesh wants to emerge as a hub for technological, trade, business and financial connectivity. He mentioned that the physical connectivity initiatives of the government is geared towards creating more fluidity in the business and investment sectors. Foreign Minister assured the business leaders that the Foreign Ministry will remain engaged and utilize portfolios to facilitate win-win proposals and help streamlining bureaucratic hurdles.

            The industry captains expressed their readiness to move into Bangladesh with investments and technology if the Government could connect them with their hosts inside the country. Some of the industry captains complained about the bureaucratic hurdles – including the presumably lengthy renewal processes and the unavailability of smoother international payment systems – particularly in Foreign Exchange transactions. They also sought longer visa approvals for business and support for acquiring land areas for developing industrial facilities. The business leaders also highlighted to the Foreign Minister the need for adopting better technology at comparatively lower cost profiles.  Representatives from some of the most reputed educational institutions proposed for cooperation in the field of technical education -  particularly in the field of ICT, agro-processing and ocean-based (blue economy sector) research.

#

Tohidul/Mominul/Mosharaf/Rezaul/2019/1838  hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৬০
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে ঝওঅগ প্রতিনিধি দলের সাক্ষাৎ
 
 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেছেন, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। গত দশ বছরে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। রেমিট্যান্স অনেক স্থিতিশীল। তাই বাংলাদেশে বিনিয়োগ অবশ্যই লাভজনক।
আজ বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে তাঁর কার্যালয়ে সোসাইটি অভ্ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফেকচারার্স (ঝওঅগ)- এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
ঝওঅগ এর প্রতিনিধিদলের সদস্য সুগাত সেন বলেন, বর্তমানে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। মোটর কার ও বাস তৈরির জন্য ভারতের প্রথম গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে অটোমোবাইল বা অটোমোবাইল যন্ত্রাংশ তৈরি করে তা বিশ্ববাজারে বিক্রির সাথে সাথে ভারতেও বিক্রির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
কাজী আমিনুল ইসলাম আরো বলেন, অটোমোবাইল শিল্প একটি স্থান বা জায়গা সম্পর্কিত শিল্প। এই শিল্পকে বিকশিত করতে স্থান বা ভূমির ব্যবহার যুক্তিসহ বিবেচনা করে কাজ করতে হবে। কারণ মধ্যম ও উচ্চ আয়ের দেশ হওয়ার জন্য হাই ভ্যালু অ্যাক্টিভিটির সাথে সাথে গতিশীল যানবাহনের দরকার হবে। এর জন্য স্থানীয় অটোমোবাইল তৈরির কারখানার বিকল্প নাই।
#
 
শরীফা/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫৯
 
পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে
                                      --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। সরকার উন্নয়নের যে মহাপরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে তা বাস্তবায়নের অগ্রদূত প্রকৌশলীরা। সময়ের চাহিদা মোতাবেক অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নিয়ে দ্রুত বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ৫৯তম কনভেনশন উপলক্ষে আয়োজিত ‘ঊহমরহববৎং ভড়ৎ খবধফবৎংযরঢ় রহ ঝঁংঃধরহধনষব ওহভৎধংঃৎঁপঃঁৎব উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয’ শীর্ষক জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, আমাদের উন্নয়ন আমাদেরকেই করতে হবে। সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করলে সাফল্য আসবেই। আপনাদের কার্যক্রমের গুণগতমান ও পরিমাপ ক্রমহারে বৃদ্ধি পাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নত হচ্ছে। 
আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অনারারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী মোঃ মনজুর মোরশেদ।
#
 
আসলাম/মমিনুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫৮ 
 
স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তার
সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার ফল বাতিল 
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আগস্ট, ২০১৮ এর স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম শ্রেণির (নন-ক্যাডার মেডিক্যাল) ৭ জন কর্মকর্তার ফলাফল বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (পদোন্নতি জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৭ এর ৫(১) বিধি মোতাবেক এসব প্রার্থীর ফলাফল বাতিল করা হয় বলে পিএসসি জানিয়েছে।
ফলাফল বাতিল সংক্রান্ত পিএসসির সাম্প্রতিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘চাকুরী সংক্রান্ত কোন প্রকার ভুল তথ্য প্রদান করে অথবা তথ্য গোপন করে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলেও ফলাফল প্রকাশের পর পরবর্তীকালে তা উদঘাটিত হলে পরীক্ষার ফলাফল বাতিল বলে গণ্য হবে’। 
পিএসসি আরো বলেছে, ‘প্রকাশিত ফলাফলে অসাবধানতাবশতঃ কোন ভুলত্রুটি পরবর্তীতে পরিলক্ষিত হলে কর্মকমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে’। 
পর্যালোচনান্তে পরীক্ষার ফলাফল বিধিবহির্ভূত হওয়ায় কর্মকমিশন স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম শ্রেণির (নন-ক্যাডার মেডিক্যাল) ৭ জন প্রার্থীর উত্তীর্ণ বিষয়/বিষয়সমূহের ফলাফল বাতিল করা হয়েছে। 
প্রার্থীরা হলেন ডাঃ বাসু দেব দে (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২০৮৫২, রেজি: নং ৭০০০৭৯ (ফলাফল বাতিলকৃত বিষয়- আইন, বিধি ও পদ্ধতি-২য় পত্র); ডাঃ সৈয়দা সাবরিনা সিদ্দিকা (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২২৩০৪, রেজি: নং ৭০০৩৬৯ (ফলাফল বাতিলকৃত বিষয়-বাংলাদেশ ও চলতি বিষয়াবলী-১ম পত্র), পদ সংশ্লিষ্ট (স্বাস্থ্য)-৩য় পত্র; ডাঃ ফারজানা জামান মুনা (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২৩৪৬৫, রেজি: নং ৭০০৪১৯ (ফলাফল বাতিলকৃত বিষয়-বাংলাদেশ ও চলতি বিষয়াবলী-১ম পত্র), পদ সংশ্লিষ্ট (স্বাস্থ্য)-৩য় পত্র; ডাঃ রোকসানা পারভীন (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২২৮৬৮, রেজি: নং ৭০০৪২২ (ফলাফল বাতিলকৃত বিষয়-বাংলাদেশ ও চলতি বিষয়াবলী-১ম পত্র), পদ সংশ্লিষ্ট (স্বাস্থ্য)-৩য় পত্র; ডাঃ মোঃ নাজমুল আরিফিন (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২৩২১২, রেজি: নং ৭০০৭২৪ (ফলাফল বাতিলকৃত বিষয়-বাংলাদেশ ও চলতি বিষয়াবলী-১ম পত্র), পদ সংশ্লিষ্ট (স্বাস্থ্য)-৩য় পত্র; ডাঃ মোহাম্মদ আশরাফুল আলম (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২২৫৭৯, রেজি: নং ৭০০৮১৫ (ফলাফল বাতিলকৃত বিষয়- আইন, বিধি ও পদ্ধতি-২য় পত্র); ডাঃ বিপুল চন্দ্র ঘোষ (নন-ক্যাডার) (স্বাস্থ্য), আইডি নং ১২০৫০১, রেজি: নং ৭০২৪০৮ {ফলাফল বাতিলকৃত বিষয়- পদ সংশ্লিষ্ট (স্বাস্থ্য)-৩য় পত্র}।
#
 
রাজা/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১২৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫৭ 
 
রবীন্দ্রনাথ ত্রিবেদীর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক
ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
বিসিএস তথ্য সমিতির সাবেক সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক অতিরিক্ত প্রেস সচিব, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন গভীর শোকপ্রকাশ করেছে।
এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এবং এসোসিয়েশনের মহাসচিব ও তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও ফায়জুল হক বলেন, রবীন্দ্রনাথ ত্রিবেদী ছিলেন তীক্ষè মেধাসম্পন্ন কর্মকর্তা এবং গুণিলেখক। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান ব্যক্তিকে হারালো। এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ত্রিবেদী ১ মার্চ শুক্রবার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ২ মার্চ শনিবার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
 
#
 
অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১২২১ ঘণ্টা
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon