Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ৩০ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৫৫
 
উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে জিআরপি (গভর্নমেন্ট রিসোর্স প্লানিং) সফটওয়্যারের অংশ হিসেবে প্রকিউরমেন্ট এবং এসেট ম্যানেজমেন্ট মডিউল তৈরির জন্য সকল স্টেকহোল্ডারের কাছ থেকে চাহিদা গ্রহণ করে বিস্তারিত এনালাইসিস করে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস প্রস্তুত করা হয়েছে। 
 
আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষ দিনব্যাপী এক পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তায় বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরে ব্যবহারের জন্য জিআরপি সিস্টেম তৈরি করা একটি বিশাল কর্মযজ্ঞ এবং একটি বড় চ্যালেঞ্জ, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এর উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 
 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান, প্রকল্পের স্টেকহোল্ডারগণ, বুয়েটের মনোনীত পরামর্শক দল এবং সিনেসিস আইটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
এ দু’টি মডিউল উন্নয়ন  হলে এর মাধ্যমে ই-জিপির সাথে সমন্বয় করে সকল প্রকার কেনাকাটা খুব সহজেই সম্পন্ন করা যাবে এবং ক্রয়কৃত এসেটসমূহ যথাযথ ব্যবহার ও মেইন্টেনেন্স এ দক্ষতা বৃদ্ধি হবে। এভাবে অফিস অটোমোশন এবং পেপারলেস অফিস তৈরি করে দ্রুত সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের গতি ত্বরান্বিত হবে।
 
বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি পাইলট প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে আইসিটি ডিভিশনের ছয়টি সংস্থা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের চারটি সংস্থার জন্য মোট ৯টি মডিউল উন্নয়ন করা হচ্ছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় এই জিআরপি বাস্তবায়ন করা হবে। কর্মশালায় সঞ্চালন ও স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায়। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
#
 
শহিদুল/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/২৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫৪
 
দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারিগরি শিক্ষার ওপর
                                    --- শিক্ষা উপমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর।
উপমন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি আয়োজিত এক সভায় এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে কর্মসংস্থান বেশি থাকায় আগামীতে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা সাধারণ ধারার চেয়ে বেশি হবে। এ ক্ষেত্রে সরকার তাদেরকে নীতিগত এবং আর্থিক সহায়তা প্রদান করবে বলেও জানান উপমন্ত্রী। শুধু সরকারি উদ্যোগে এই খাতের কাক্সিক্ষত বিস্তার সম্ভব নয় জানিয়ে মহিবুল হাসান চৌধুরী দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বেসরকারি বিনিয়োগ আরো বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
উপমন্ত্রী বলেন, মূল জনগোষ্ঠীকে দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে সাধারণ ধারার শিক্ষার্থীদেরকেও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা যেতে পারে। এ জন্য বিদ্যমান পলিটেকনিকগুলোর অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ সময় উপমন্ত্রী বেসরকারি পলিটেকনিকগুলোকে তাদের দুর্বলতা দূর করে যথাযথ মান বজায় রাখার পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডা. মোঃ ফারুক হোসেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোঃ মাহবুবুর রহমান।
#
 
জাহিদ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২২৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৫৩
 
দেশের জাতীয় আয়ের সিংহভাগ আসবে মেধাসম্পদ থেকে
                                               --- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মেধা সম্পদের গুরুত্ব অপরিসীম। আগামীতে দেশের জাতীয় আয়ের সিংহভাগ আসবে মেধা সম্পদ থেকে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ গভীর ক্রীড়ানুরাগী ছিলেন। তাঁদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার পর দেশে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরণের খেলাধুলার চর্চা বিস্তার লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায়  বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে মেধা ও সাফল্যের  স্বাক্ষর রাখছে।
মন্ত্রী আজ রাজধানীর পুরানা পল্টনে ক্রীড়া পরিষদ মিলনায়তনে বিশ্ব মেধা সম্পদ দিবস ২০১৯ উপলক্ষে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব মোঃ আবদুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সাবেক টেনিস তারকা জোবেরা রহমান লিনু।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ ও স্থানীয় খেলাধুলাসমূহ আমাদের ঐতিহ্য ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। এসকল খেলাধুলাকে ভৌগলিক নির্দেশক উপকরণ হিসেবে স্বীকৃতি প্রদান করে সুরক্ষিত করতে হবে। অনেক ক্রীড়া ফেডারেশন পৃষ্ঠপোষকতার অভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেনা মন্তব্য করে প্রতিমন্ত্রী এসকল ফেডারেশনকে সহায়তার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।  
শিল্প সচিব বলেন, আন্তর্জাতিক ট্রেডমার্ক ব্যবস্থা  মাদ্রিদ প্রোটকলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের জনবল বৃদ্ধিসহ  তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পেটেন্ট আইনকে যুগোপযোগী করা হবে। 
#
মাসুম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫২ 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :

আজ জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৈঠকে নিরাপদ, নিয়মিত, সুষ্ঠু ও দায়িত্বশীল অভিবাসন এবং প্রতি উপজেলা থেকে প্রতিবছর একহাজার জন  যুব/ যুব মহিলাদের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, কমিটির সদস্য সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান, আয়েশা ফেরদৌস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বৈঠকে উপস্থিত ছিলেন ।

#

রাশেদ/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৭৫১
 
বাংলাদেশের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার
                                        --- অর্থমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে সরকারের ধারাবাহিক সাফল্যে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার। আমরা ২০১৯-২০ অর্থবছরে  ৮ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। 
মন্ত্রী আজ শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় রাজস¦ বোর্ডের পরামর্শক কমিটির ৪০তম সভায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, এবার আমাদের রাজস্ব আহরণ টার্গেট দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা। এটা অর্জন করতে হবে। তবে কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবে না। সবার সঙ্গে উইন উইন অবস্থানে রাজস্ব আদায় করা হবে। সরকারের চাহিদা বেড়েছে। দেশের উন্নয়নে আমাদের রাজস্ব আহরণ বাড়াতে হবে। আমাদের প্রায় ৪ কোটি মানুষ মধ্যম আয়ের। কিন্তু তাদের ১০ শতাংশও কর দেয় না। যারা কর প্রদান করে না তারা অনেক বেশি আর্থিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও কর না দিয়ে ক্রমাগতভাবে অব্যাহতি পেয়ে যাচ্ছে। আমি জাতিকে এ অপবাদ থেকে মুক্তি দিতে চাই। যারা কর দেননি তাদেরকে এবার কর প্রদান করতে হবে- তাদেরকে অবশ্যই করের আওতায় নিয়ে আসা হবে। এবারের কর ব্যবস্থায় মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো ভাবেই কোন খাতে কর না বাড়িয়ে করের ক্ষেত্র প্রসারিত করে রাজস্ব বাড়ানো। কর নেওয়া হবে কারো উপর করের বোঝা বাড়িয়ে নয় বরং করের আওতা বাড়িয়ে পরিমাণ বৃদ্ধি করা হবে।
এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, দাবির ক্ষেত্রে কোথাও আপনাদের উপর ন্যায় ছাড়া অন্যায় হবে না। আমরা এবার বাজেটটিকে উপস্থাপন করব খুব সংক্ষিপ্ত আকরে এবং সহজবোধ্যরূপে, যাতে করে বাজেটটি সকলের বোধগম্য হয়। যাদের জন্য বাজেট সেই সর্বস্তরের মানুষ যাতে সহজে বাজেটটি বুঝতে পারে। বাজেট দেখলেই যেন তাদের কাছে দুর্বোধ্য কিছু, ভীতিকর কিছু মনে না হয়। 
মন্ত্রী বলেন, আমি আপনাদেরই একজন, আমি এখানে এসেছি দায়বদ্ধতা থেকে। আগামী ৫ বছর কর কমবে ছাড়া বাড়বে না তবে করের আওতায় বাড়বে। আপনাদেরকে অনুরোধ করি কোন প্রকার ঘুষ দিবেন না এবং ঘুষ নিবেন না। পবিত্র কোরআনে ঘুষ দেওয়া নেওয়াকে হারাম করা হয়েছে। আশা করছি এখন থেকে আর দুর্নীতিতে কেউ সহায়তা করবেন না এবং কেউ দূর্নীতি করবেন না। পাশাপাশি আমাকে পরামর্শ দেওয়ার জন্য এফবিসিসিআই সদস্য, সরকারের সদস্য, সাবেক এনবিআর কর্মকর্তাদের একটি পরামর্শ কমিটি থাকবে যারা আমাকে পরামর্শ দিবে কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যায়, কিভাবে সঠিক সেবাটি নিশ্চিত করা যায়। আমার সকলে দেশের জন্য কাজ করব, দেশকে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌছে নিয়ে যাবো।
এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মেশাররফ হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।
#
তৌহিদুল/ফারহানা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা
 তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫০ 
 
বিএনপির শপথ নেওয়াকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ছয় সদস্যের পাঁচজনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘বিএনপি শেষ পর্যন্ত শপথ নিলো। আমি তাদের এ শপথ নেয়াকে অভিনন্দন জানাই।’
 
মন্ত্রী আজ রাজধানীতে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘তারুণ্য কথা’ আয়োজিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘আছো সত্তায়, আছো চেতনায়’ শীর্ষক ১০০টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সময় উপস্থিত ছিলেন। 
 
শপথ নেয়া নিয়ে বিএনপির দু’ধরনের বক্তব্যের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল সকালেও রিজভী সাহেব বলেছেন, সরকার শপথ নেবার জন্য বিএনপির ওপর চাপ দিচ্ছে, আর শপথ নেবার পর ফখরুল সাহেব বললেন, সরকারের কোনো চাপে নয়, তারেক রহমানের নির্দেশেই শপথ নেয়া হয়েছে। আমি আশা করি ফখরুল সাহেবও শপথ নেবেন।'
 
হাছান মাহ্মুদ বলেন, ‘আমরা একটি তর্কভিত্তিক বহুমাত্রিক সমাজ গড়তে চাই। বিএনপি যেমন এখন সকাল-বিকাল দু’বেলা সরকারের বিরুদ্ধে বাইরে কথা বলছেন এখন তারা সংসদে বলতে পারবে। আমরা মনে করি, সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া  বিরোধী দলগুলোর কাজ। কারণ গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে।’
 
বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদানের সময় বৃদ্ধি প্রার্থনা করেছেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সেটি আলমগীর সাহেবই বলবেন।’
 
ড. হাছান মাহ্মুদ এ সময় বঙ্গবন্ধুর ওপর চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গড়ার পাশাপাশি মানুষের আত্মিক ও চেতনাগত উন্নয়নের মধ্য দিয়ে উন্নত জাতি গঠন আবশ্যক। আর এজন্য শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চাকে  নিয়ে যেতে হবে মানুষের কাছে, সবখানে।’
 
তারুণ্য কথা’র আহ্বায়ক মোঃ আতিকুর রহমান দীপুর সভাপতিত্বে  অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও অধ্যাপক জামাল আহমেদ তাদের চিত্রকর্মের মাধ্যমে প্রদর্শনী উদ্বোধন করেন ও আওয়ামী লীগের প্রচার উপকমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ সভায় বক্তব্য রাখেন। সভাশেষে প্রদর্শনী ঘুরে দেখেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ।
#
আকরাম/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৪৯
 
তুলা চাষ চাষিদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে
                                              --- কৃষিমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, তুলা চাষ বিভিন্নভাবে চাষিদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছে। বর্তমানে হাইব্রিড বীজ প্রবতর্নের মাধ্যমে চাষি পর্যায়ে তুলা চাষের ব্যাপক সাড়া পড়ছে। দেশে বর্তমানে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য উপকূলীয় অঞ্চলে এমনকি রবি মৗসুমে আমন ধান কাটার পরে তুলা চাষ করা হয়।
আজ মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে উবঢ়ঁঃর অংংরংঃধহঃ ট.ঝ ঞৎধফব জবঢ়ৎবংবহঃধঃরাব ভড়ৎ ংড়ঁঃয ধহফ পবহঃৎধষ অংরধহ অভভধরৎ (উঅটঝঞজ) তবনধ জবুধুঁফফরহ এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। আর এই দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি। বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী রাষ্ট্রও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কৃষির উন্নয়নে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র।
#
গিয়াস/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা
 

wMqvm/dvinvbv/iwdKzj/Rqbyj/2019/2055NÈv

Handout                                                                                                        Number : 1748

 

Australian Ambassador appreciates the leadership

role of Prime Minister Sheikh Hasina

Dhaka, 17 Baishakh (April 30) :

            Australian Ambassador for Women and Girls, Dr. Sharman Stone met State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at his office in Dhaka today.

            State Minister briefed the visiting Ambassador about Bangladesh’s success in establishing gender equality and promoting women empowerment. Ambassador Stone highly appreciated the leadership role of Prime Minister Sheikh Hasina, in advancing education for girls and financial and social inclusion of women in the society for which Prime Minister achieved Global Women’s Leadership Award in Australia in 2018.

            Ambassador assured Australia’s continued assistance for Bangladesh to address social issues causing gender based violence and improve the ability of women to develop a more inclusive economy. Shahriar Alam also briefed the Ambassador about the measures taken by Bangladesh Government to mainstream women and girls in national plans.

#

Tohidul/Farhana/Nice/Sanjib/Salim/2019/2000 Hrs.

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৭৪৭

 
 ঈদের পূর্বে ৩ দিন ও পরের ৩ দিন নিত্য প্রয়োজনীয় পণ্য 
ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) : 
আজ ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরের ৩ দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে নৌপথে সকল মাছ ধরার জাল পাতা বন্ধ রাখা। সভায় আরো সিদ্ধান্ত হয়, রাতের বেলায় সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। পহেলা জুন থেকে ৮ জুন পর্যন্ত দিনের বেলায়ও সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। 
সভায় জানানো হয়, ঢাকার সদরঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসারসহ কমিউনিটি পুলিশের ব্যবস্থা এবং সদরঘাট থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত রাস্তা হকারমুক্ত রাখা হবে। সদরঘাটে পর্যাপ্ত সংখ্যক স্টিলের ডাস্টবিন স্থাপন, জনগণকে ডাস্টবিন ব্যতীত নদীতে কিংবা পন্টুন/গ্যাংওয়েতে ময়লা আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করা এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ নিশ্চিতকরণ পর্যায়ক্রমে সকল ঘাটে এ ব্যবস্থা চালু করা হবে। টার্মিনালসমূহে সতর্কমূলক বাণী মাইকে ও মনিটরে প্রচারের ব্যবস্থা করা হবে। 
এছাড়া ঘাট ইজারাদার কর্তৃক যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং লঞ্চে যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ে এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্পিডবোটে চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে হবে। 
নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক, যাত্রীদের হয়রানি ও ভীতিমূলক অবস্থা প্রতিরোধ করার জন্য রাতে পুলিশের টহলের ব্যবস্থা এবং নদীতে এলোমেলোভাবে ট্যাংকার, লঞ্চ, কোস্টার বার্জ ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কোন ক্রমেই লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। প্রত্যেক লঞ্চের সিড়িতে দুই পার্শ্বে প্রশস্ত রেলিং এর ব্যবস্থা করতে হবে। সদরঘাট, নদীর মাঝপথ থেকে নৌকা দিয়ে যাত্রী লঞ্চে/নৌযানে উঠতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য বাংলাদেশ কোস্টগার্ডকে নিয়োজিত করতে হবে। কেবিনের যাত্রীদের ছবি/মোবাইল নম্বর/জাতীয় পরিচয় পত্র নম্বর সংরক্ষণ করতে হবে বলে সভায় জানানো হয়।
নৌযানে পর্যাপ্ত বয়া এবং নৌপথে বাতি ও মার্কিং এর ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, লঞ্চ মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে ব্যবস্থাপনার দিকসমূহ নির্ধারণ করবে। সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করবে। 
ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে ঈদের ছুটি পুনর্বিন্যাস করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএ এর সঙ্গে সভা করবে। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার, লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু, শহীদুল ইসলাম ভূইয়া, বদিউজ্জামান বাদল, নৌযান শ্রমিক নেতা মোঃ শাহ আলম ও জাহাঙ্গীর আলম।
#
জাহাঙ্গীর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৭৪৬
 
 
পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে
                                           --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে চিঠি লেখা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ এ বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যাতে রমজান মাসকে সামনে রেখে কেউ চাঁদাবাজি বা পণ্যের মূল্য বৃদ্ধি করার সুযোগ না পায়। 
মন্ত্রী আজ ঢাকায়  বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ২ মে বিশ^ ভোক্তা দিবসের আলাচনা সভা উপলক্ষে প্রেস কনফারেন্সে  এসব কথা বলেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই ভোক্তা। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে। সবাই সতর্ক হলে প্রতিরোধ করা সম্ভব। আমরা কাউকেই চাঁদাবাজি বা কোনো পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ দিতে চাই না। ভোক্তা যাতে ন্যায্যমূল্যে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পান, সে জন্য সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করেছে।
  টিপু মুনশি বলেন, দেশের সকল জেলা. উপজেলা ও ইউনিয়নের  ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তার অধিকার রক্ষায় সরকার আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। ভোক্তাকে অধিক সচেতন করা আমাদের দায়িত্ব। কনজিউমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন ভোক্তা অধিকার বঞ্চিত হয়ে অভিযোগ করলে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ নগদ অর্থ প্রদান করা হচ্ছে। বিভিন্ন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গত ২৪ এপ্রিল পর্যন্ত ৪৬ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্য থেকে অভিযোগকারীকে ৮১ লাখ ৩০ হাজার ৩০২ টাকা প্রদান করা হয়েছে।
  বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে। পণ্যের মজুত চাহিদার চেয়ে অনেক বেশি রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোন পণ্যের সংকট হবে না। বিগত দুই বছরের তুলনায় এবার অনেক পণ্যের মূল্য কম আছে। সারা বছর পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে।
  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর এ সময় উপস্থিত ছিলেন।
#
লতিফ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৪৫
 
মেঘনা ও গোমতি সেতুতে টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দেশে প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু ব্যবহারকারী যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনের টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলো। এতে টোল প্রদানে যানবাহনকে টোলপ্লাজায় থামতে হবে না, প্রয়োজন হবে না নগদ অর্থ প্রদানের। যাত্রী ও পণ্য পরিবহন হবে সময় ও ব্যয় সাশ্রয়ী।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম আজ মেঘনা সেতু টোলপ্লাজায় উইন্ডশিল্ড বেইজড্ ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজায় একটি করে লেইনে এ পদ্ধতি চালু করা হল। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লেইন সংখ্যা বাড়ানো হবে বলে। এ সময় সড়ক সচিব ইটিসি জনপ্রিয় করতে পরিবহন মালিক, শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে সড়ক সচিব জানান।
উল্লেখ্য, ইটিসি পদ্ধতিতে গাড়ির সামনের আয়নার উপরিভাগে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সাথে টোলগেটের এন্টেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে। যানবাহন টোলপ্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কর্তন হবে ব্যাংক হিসাব হতে। টোল আদায়ের পর পরই ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে টোল আদায় এবং ব্যাংক হিসাব থেকে কর্তনের সর্বশেষ তথ্য। এ প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ দশ সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। ইটিসি সেবা গ্রহণের জন্য যানবাহনকে এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ কাজে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, টোলপ্লাজা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএস’র নির্বাহি পরিচালক মেজর (অব.) জিয়াউল হাসান সারওয়ার। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও শিশির কুমার রায়, বিআরটিএ’র চেয়াম্যান মোঃ মশিয়ার রহমানসহ মহাসড়ক ব্যবহার ও ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৪৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৪৪
 
ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে
                      --- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রীভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।
এ সময় প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপািক্ষক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তাঁরা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তাঁর কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
#
তৌহিদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৪৩
 
 
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
 
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৫তম ড্র আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
একক সাধারণ পদ্ধতিতে এই ড্র পরিচালিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজের জন্য ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ  মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
#
আওলাদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী     
Todays handout (8).docx Todays handout (8).docx