Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০১৬

তথ্যবিবরণী ১২/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮২১

দুবাইয়ে গেস্নাবাল এডুকেশন এন্ড স্কিলস ফোরামে শিড়্গামন্ত্রী

দুবাই (সংযুক্ত আরব আমিরাত), ১২ মার্চ :

    দুবাইয়ে অনুষ্ঠানরত গেস্নাবাল এডুকেশন এন্ড স্কিলস ফোরাম-২০১৬ এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ। 

    সম্মেলনে যোগদানকালে শিড়্গামন্ত্রী বাংলাদেশের শিড়্গার উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে এ ব্যাপারে অভিজ্ঞতা বিনিময় করেন। 

    ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতকরণ সংক্রানত্ম জাতিসংঘের টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন দেশের ১ হাজার ৫শ’ প্রতিনিধির অংশগ্রহণে দু’দিনব্যাপী এ সম্মেলন আজ শুরম্ন হয়েছে। শিড়্গাসংক্রানত্ম বিশ্বের সবচেয়ে বড় এ সম্মেলনে ২২টি দেশের শিড়্গামন্ত্রী অংশ নিচ্ছেন। সম্মেলনে শিড়্গার মানোন্নয়নে বিভিন্ন উদ্ভাবনমূলক কার্যক্রমে শিড়্গক ও শিড়্গাসংক্রানত্ম ব্যক্তিবর্গের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হবে।  শিড়্গার মানোন্নয়ন, কর্মমুখী ও কারিগরি শিড়্গার প্রসার ও কর্মসংস'ান সৃষ্টির লড়্গ্যে ২০১৩ সাল থেকে প্রতি বছর গেস্নাবাল এডুকেশন এন্ড স্কিলস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। 

    সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব 
মো. মঞ্জুর হোসেন এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহম্মেদ।

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ এ সম্মেলনে যোগদানের লড়্গ্যে গতকাল দুবাই পৌঁছেন। তিনি সম্মেলনে যোগদান শেষে সোমবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

#

সাইফুলস্নাহ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮২০

কবি রফিক আজাদের মৃত্যুতে পর্যটন মন্ত্রীর শোক

ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় গ্রন'কেন্দ্রের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় কবি রফিক আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১৯

কার্গো কমপেস্নক্স পরিদর্শন
বিমানবন্দরে অফিস করেছেন বেসামরিক বিমান মন্ত্রী

ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরে অফিস করেছেন। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস'া পর্যবেড়্গণ, এর ব্যবস'াপনাকে আনত্মর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সমন্বিত পরিকল্পনা বাসত্মবায়ন এবং বাংলাদেশ থেকে কার্গো পণ্য পরিবহণে যুক্তরাজ্যের অস'ায়ী নিষেধাজ্ঞার প্রেড়্গাপটে তিনি আগামী ৩১ মার্চ পর্যনত্ম দিনের একটি সময়ে  বিমানবন্দরে অফিস করবেন। অফিসিয়াল কার্যক্রম ছাড়াও মন্ত্রী আজ বিমানবন্দরের কার্গো কমপেস্নক্স পরিদর্শন করেন। তিনি স্ক্যানার, পণ্য শিপমেন্টের সিকোয়েন্স, রেক পর্যবেড়্গণ করেন। 

    পরে তিনি আগত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বিমানবন্দরের কার্গো কমপেস্নক্সের উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস'া ঢেলে সাজানোর প্রেড়্গাপটে ৩১ মার্চের মধ্যে কার্গো পরিবহণে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

    সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বিমান বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস'াপনা পরিচালক আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক, মন্ত্রীর একানত্ম সচিব এটিএম নাসির মিয়া, সিভিল এভিয়েশনের মেম্বার অপারেশন মোসত্মাফিজুর রহমান এবং হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হোসেন এসময় উপসি'ত ছিলেন।

    উলেস্নখ্য, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস'ার উন্নয়নে ইতোমধ্যে পুরো বিমানবন্দরকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। লাউড স্পিকারে নির্দিষ্ট বিরতি দিয়ে নিরাপত্তা বার্তা প্রচারিত হচ্ছে। আনত্মর্জাতিকমানের স্ক্যানার বসানো হয়েছে। সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিড়্গণ চলমান রয়েছে। 

#

তুহিন/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮১৮

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যনত্ম চমৎকার
                  -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডুমুরিয়া (খুলনা), ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যনত্ম চমৎকার। দেশের প্রতিটি ধর্মের মানুষ শানিত্মপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন করতে  হবে।

প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। এমাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালির মুক্তির দলিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। কৃষি, শিক্ষা, মৎস্য, বিদ্যুৎসহ সকল সেক্টরে বাংলদেশ অভূতপূর্ব সফলতা অর্জন করছে। 

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর অধিকার ও ক্ষমতায়ন বৃদ্ধি, মাতৃ মৃত্যুহার হ্রাস এবং জঙ্গিবাদ দমন করে বিশ্বের কাছে দৃষ্টানত্ম স'াপন করছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের উন্নয়ন ব্যতীত দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও নারীদের ব্যাপক হারে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। 

ডুমুরিয়া পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরম্নণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাংবাদিক মল্লিক সুধাংশু এবং জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাশ বক্তৃতা করেন।

#

সুলতান/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮১৭

কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় গ্রন'কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের শোক

ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    জাতীয় গ্রন'কেন্দ্রের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় গ্রন'কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় তারা কবি রফিক আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আখতারম্নজ্জামান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮১৬

কবি রফিক আজাদের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    স্পিকার আজ এক শোকবার্তায় বলেন, কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন মানবতার কবি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর এই মৃত্যু সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ড়্গতি।

    স্পিকার তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানান।

এছাড়া পৃথক শোকবার্তায় কবি রফিক আজাদের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

নুরম্নল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮১৫

ঢাকা মহানগরীর কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    ঢাকা মহানগরীতে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের অংশগ্রহণে ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ঢাকায় মোহাম্মদপুর শারীরিক শিড়্গা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 

    সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক এলাকার ১৭টি দলে ৩৯টি ইভেন্টে ৬৫০ জন ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সৃজনশীলতা প্রয়োগ করে দ্রম্নততা ও দড়্গতার সাথে সেবা প্রদানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান।

    তিনি বলেন, এ ধরনের আয়োজন কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন কর্মজীবনের একঘেয়েমি দূর করে নবউদ্দীপনা সৃষ্টি করবে। এছাড়া তরম্নণ তরম্নণীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

    সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরিন আখতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তারসহ বিভিন্নসত্মরের কর্মকর্তা কর্মচারী এসময় উপসি'ত ছিলেন।

#

তৌহিদ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮১৪

অনলাইনে হজের প্রাক-নিবন্ধন ২০ মার্চ শুরম্ন
                    -- ধর্মমন্ত্রী
ঢাকা, ২৯ ফাল্গুন (১২ মার্চ) :

    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সৌদি ই-হজ ম্যানেজমেন্টের সাথে সমন্বয় সাধন এবং বাংলাদেশের হজযাত্রীদের হজে গমন সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের হজ ব্যবস'াপনায় ই-হজ সিস্টেম চালু করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে এবছর প্রথমবারের মতো অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরম্ন হবে।
    
    ধর্মমন্ত্রী আজ বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলনকেন্দ্রে হজ এজেন্সি এসোসিয়েশন অভ্‌ বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী ৯ম হজ ও ওমরাহ ফেয়ার-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, আজ থেকে শুরম্ন হওয়া তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার- ২০১৬ হজযাত্রীদের নানা তথ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেবে। হজযাত্রীগণ যাতে মধ্যস্বত্বভোগী ও দালালদের প্রতারণার স্বীকার না হন সে বিষয়ে এ মেলা গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

    তিনি বলেন, বাংলাদেশের হজ ব্যবস'াপনার সাথে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জড়িত। সংগঠনটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কাজ করে থাকে। হাবকে তিনি তাদের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এসময় মন্ত্রী বলেন, হজ যাত্রীরা আলস্নাহর মেহমান। তাঁদের ব্যবস'াপনা করতে বাংলাদেশ ও সৌদি সরকার প্রদত্ত নিয়মনীতি অনুসরণ করতে হবে। তাঁদের যাতায়াত ও থাকা-খাওয়ার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। হজ ব্যবস'াপনার ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারী যিনিই হউন না কেন তাকে শাসিত্মর মুখোমুখি হতে হবে। 

    মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আ. জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোসত্মফা কামাল ও হাবের মহাসচিব শেখ মো. আব্দুলস্নাহ এসময় উপসি'ত ছিলেন।

#

আনোয়ার/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪৫ ঘণ্টা

Todays handout (6).doc Todays handout (6).doc