Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ২২ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩২৭৯

আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে
 প্রতিনিধিদলের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

ঢাকা, ৭ই কার্তিক (২২শে অক্টোবর) :

    সুইজারল্যান্ডের জেনেভায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৫তম এসেম্বলি। এ এসেম্বলিতে যোগদানের লক্ষ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল জেনেভার উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।

    প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন : বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, চিফ হুইপ
আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, রেজওয়ান আহম্মদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌসী, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, এম এ আউয়াল এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

    বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউয়ের বর্তমান প্রেসিডেন্ট। আইপিইউয়ের ১৩৬তম এসেম্বলি ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

#

স্বপন/আফরাজ/নবী/মোশারফ/আব্বাস/২০১৬/২১৩১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩২৭৮

মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের মৃত্যুতে নৌপরিবহণমন্ত্রীর শোক

ঢাকা, ৭ই কার্তিক (২২শে অক্টোবর) :

    নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান মুক্তিযুদ্ধের সংগঠক হেমায়েত উদ্দিন আহমেদ বীরবিক্রমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    উল্লেখ্য, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩২৭৭

শিশুর পরিমিত পুষ্টি চাহিদা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখতে হবে                                                                                    
                                                                       ---স্পিকার
ঢাকা, ৭ই কার্তিক (২২শে অক্টোবর) :

        স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুস্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রবেশদ্বার। তিনি গ্রামীণ শিশুদের পরিমিত পুষ্টির চাহিদা মেটাতে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখার  জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তিনি গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) কর্তৃক আয়োজিত ১৯তম দ্বিবার্ষিক এবং ৪র্থ আন্তর্জাতিক শিশু বিষয়ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
স্পিকার বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। সহস্্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ ও ৫ নং সূচকে  শিশু ও মাতৃমৃত্যুরোধে বাংলাদেশের অর্জন বিস্ময়কর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য ক্ষেত্রে এ অনন্য অর্জনের জন্য জাতিসংঘ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন, সম্পদের যথাযথ ব্যবহার  এবং সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
স্পিকার বলেন, তৃণমূল পর্যায়ে গর্ভবতী মায়েদের পরিচর্যা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি স্বল্পমূল্যে পাওয়া যায় এমন ধরনের পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে জনপ্রতিনিধি ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি সরকার কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি ক্লিনিক, ইপিআই কর্মসূচি, আইএমসিআই কর্মসূচির বিবরণ দিয়ে বলেন, সেবা প্রত্যাশীদের চাহিদানুসারে সেবা প্রদানকারী সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করায় এমডিজির লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হয়েছে।
স্পিকার আরো বলেন, নবজাত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন এবং এর ফলে দেশ ও বিদেশে শিশুস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। এসময় তিনি বাংলাদেশে স্বতন্ত্র পেডিয়াট্রিক ফ্যাকাল্টি ঘোষণার আহ্বান জানান।  
প্রফেসর ডা. মোহাম্মদ শহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. কামরুল হাসান খান, সেভ দ্য চিলড্রেনের জয় রিগস পার্লা, প্রফেসর ডা. হামিদুর রহমান, প্রফেসর ডা. ইয়াকুব জামাল এবং প্রফেসর ডা. এম এ কে আজাদ চৌধুরী বক্তৃতা করেন। অনুষ্ঠানে শিশু স্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রফেসর এম আর খান এবং প্রফেসর এম কিউ কে তালুকদারকে বিপিএ-এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় এবং শিশুস্বাস্থ্যসহ স্বাস্থ্যক্ষেত্রে তাঁদের অবদানের প্রশংসা করা হয়।
#

হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৩৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩২৭৬

 মিল্কভিটার মুনাফা ১৮ কোটি টাকা

ঢাকা, ৭ই কার্তিক (২২শে অক্টোবর) :

    বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড পরিচালিত মিল্কভিটা বিগত ১ বছরে ১৮ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সারাদেশের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী কৃষকদের কাছ থেকে দৈনিক গড়ে ১ লাখ ২৪ হাজার লিটার তরল দুধ সংগ্রহপূর্বক পাস্তুরিত করে বাজারজাত করছে। এতে করে দেশে দুধের চাহিদা অনেকাংশে মিটছে।

    আজ ঢাকায় তেজগাঁওয়ে দুগ্ধভবনে মিল্কভিটার সার্বিক কর্মকা- নিয়ে আয়োজিত এক পর্যালোচনাসভায় এসব তথ্য জানানো হয়।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  বক্তৃতা করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলাম ও মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন।

    প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটার সবধরনের কেনাকাটায় ই-টেন্ডারিং ব্যবস্থা সুনিশ্চিত করে টেন্ডার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। তিনি বলেন, বিপণন ব্যবস্থা আধুনিকায়ন ও পণ্যের গুণগত মানোন্নয়ন প্রয়োজন। মালামাল পরিবহণ ব্যবস্থার অনিয়ম বন্ধ করতে হবে। কোন সমিতি ভেজাল দুধ সরবরাহের চেষ্টা করলে সংশ্লিষ্ট সমিতি ও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ী প্রতিষ্ঠানটির হৃত গৌরব ফিরিয়ে আনতে ব্যবস্থাপনা কমিটি, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে অধিকতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ ব্যাপারে কোন গাফিলতি বা শৈথিল্য বরদাশ্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
#

আহসান/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬৫৫ ঘণ্টা

 

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon