Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৫

তথ্যবিবরণী ১৭/৮/২০১৫

তথ্যবিবরণী                                   নম্বর : ২৩০৬

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে
                                              ---মির্জা আজম
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) : 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং যে কোনো মূল্যে এদেশে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এদেশের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি টেন্ডার ও চাঁদাবাজিকে ঘৃণা করার জন্য ছাত্রলীগ ও যুবলীগ এর প্রতি আহ্বান জানান।
জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল মানুষের কল্যাণ করা। যত দিন যাচ্ছে ততই মানুষ বঙ্গবন্ধুকে নতুন করে চিনছে। পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন বিভোর। বঙ্গবন্ধু এদেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েই ক্ষান্ত হননি। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন। কৃষকদের স্বার্থে তিনি কৃষিঋণ ও কৃষিজমির খাজনা মওকুফ করেছিলেন, ৩৩ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। কৃষকের মুক্তিসহ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিতে চেয়েছিলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন যুদ্ধাপরাধীদের বিচার চলতেই থাকবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন তার বাস্তবায়ন জাতি ইতোমধ্যে অনুধাবন করতে পেরেছেন। মির্জা আজম বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও তথ্যপ্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে এখন মডেল হিসেবে চিহ্নিত করছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন তার বাস্তবায়নও অবশ্যই হবে।
তিনি বলেন, মানুষ এখন আর ভিক্ষা চায় না, মানুষ চায় বিদ্যুৎ, পাকা রাস্তা। এজন্য গত পাঁচ বছরে ২৮ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাকসুদ কামাল, কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. রহমত উল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বক্তব্য রাখেন।
#

রেজাউল/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৫/২২০৩ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩০৪

বাজার তদারকি
২১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) : 
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় খুলনা, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা ও নাটোরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২১টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
    পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও খাদ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে খুলনা সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা, চট্টগ্রাম সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, সিলেটের শাহপরান উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, নেত্রকোনা সদরে ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫’শ টাকা এবং নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।   
#
আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩০৩

শিক্ষক সমাজের প্রতি শিক্ষামন্ত্রী
নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে


ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) : 
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    স¦াধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদ সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম এবং জাতীয় প্রেসক্লাব সভাপতি মোঃ শফিকুর রহমান।
    শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, গতানুগতিক শিক্ষার মাধ্যমে দেশের প্রত্যাশিত অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ভিশন-২০২১ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক জ্ঞান অর্জন করে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে  নিবেদিতপ্রাণে দায়িত্ব পালনের জন্য মন্ত্রী শিক্ষকসমাজের প্রতি আহ্বান জানান।
    মন্ত্রী তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধুর সাথে তাঁর স্মৃতিচারণ করে বলেন, মানুষের প্রতি অগাধ বিশ্বাস ছিল এ মহান নেতার। দলমত নির্বিশেষে সবাইকে গভীরভাবে ভালবাসতেন তিনি। মানুষকে কাছে টানার এক বিরল সম্মোহনী শক্তি ছিল তাঁর। জনাব নাহিদ বলেন,  যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা কেবল একজন মহান নেতাকেই হত্যা করেনি, তারা একটি আদর্শকে হত্যা করতে চেয়েছিল, একটি দেশের ইতিহাসকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। তিনি বলেন ষড়যন্ত্রকারীদের সেই অপচেষ্টা সফল হয়নি। আজকের বাংলাদেশ তার প্রমাণ।

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৫/১৯৪৪ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৩০২
 
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর 
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


কলকাতা, ১৭ আগস্ট : 
    বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক স¥ারক বক্তৃতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে পি বসু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন যাদবপুর শ্বিবিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপিকা সুচেতা ঘোষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কালীন সময়ের দূরদর্শনের সংবাদকর্মী উপেন তরফদার, প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অভ্ ইন্টারডিসিপ্লিনারি স্ট্যাডিস এর ডিন অধ্যাপক আশিস মুজমদার।
    অধ্যাপিকা সুচেতা ঘোষ তাঁর বক্তৃতায় বলেন, শেখ মুজিবুর রহমানের যে অকুণ্ঠ ভালোবাসা বাঙালি ও বাংলাদেশের মানুষের প্রতি ছিল তা রাজনৈতিক সত্তাকে অতিক্রম করে গিয়েছিল। বঙ্গবন্ধুর বার্তা ও স¦প্ন বাংলাদেশের জনগণের পাথেয় হয়ে থাকবে।
    উপেন তরফদার বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারাবিশ্বের মুক্তিকামী মানুষের আলোর দিশারী। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করবে।
    সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতীয়তাবাদের স্তম্ভ। তিনি ছিলেন বাঙালির আস্থা। সাধারণ মানুষের ওপরও ছিল তাঁর প্রবল বিশ্বাস।
    অধ্যাপক আশিস মজুমদার বলেন, বঙ্গবন্ধুর আজীবনের স¦প্ন ছিল দেশগ-ির সীমানা ছাড়িয়ে সাধারণ মানুষের মুক্তি। মানুষের মুক্তির জন্যই বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন।
    সভাপতির বক্তব্যে উপহাইকমিশনার জকি আহাদ বলেন, অর্ধশতাব্দী কালের পার্থিব জীবনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতিকেই উদ্বুদ্ধ করেননি বরং তাঁর বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের জনগণকে চূড়ান্ত দিক নির্দেশনা দিয়ে গেছে। আহাদ বলেন, স¦াধীন বাংলাদেশে বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় কাক্সিক্ষত সোনার বাংলা দেখে যেতে না পারলেও তাঁর আদর্শে অঙ্গীকারবদ্ধ তাঁরই সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ উন্নতির চরম শিখরে তথা সোনার বাংলায় পরিণত হবে।
    পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, গুণীজন এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

#
 
মোফাকখারুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩০০

 
সচিবালয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক 
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী


ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) : 
    আজ বাংলাদেশ সচিবালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী’ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য অধিদফতর আয়োজিত এ প্রদর্শনী  আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। 
    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, এস এম হারুন-অর-রশীদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, যুগ্মসচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইসতাক হোসেনসহ মন্ত্রণালয় ও তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    প্রদর্শনী উদ্বোধনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন ‘এর মাধ্যমে সচিবালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো। জাতির পিতার বেশকিছু দুর্লভ আলোকচিত্র এখানে স্থান পেয়েছে। এ আলোকচিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে শোকাবহ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচিবালয়ে পরম শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি।’
    আলোকচিত্র সঠিক ইতিহাস তুলে ধরে উল্লে¬খ করে হাসানুল হক ইনু বলেন, ‘পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়েছিল। কুচক্রীদের পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার তার নিজস্ব পথে চলতে শুরু করেছে। এ পথচলা অব্যাহত রাখতে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।’
    ‘জাতীয় শোক দিবসে কেক কেটে আনন্দ-উল্লাস করা একটি ন্যাক্কারজনক ঘটনা’,  বলেন তিনি। 

#

আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২২৯৯
 
জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি

ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) : 
জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৫ এর সময়সূচি

    ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষামন্ত্রণালয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী বাংলা ১মপত্র (১০১), বাংলা ২য়পত্র (১০২), ইংরেজি ১মপত্র (১০৭), ইংরেজি ২য়পত্র (১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪), গণিত/সাধারণ গণিত (১০৯), ইসলাম ও নৈতিক শিক্ষা (১১১)/হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (১১২)/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (১১৩)/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা (১১৪), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (১৪৭), বিজ্ঞান (১২৭), কর্ম ও জীবনমুখী শিক্ষা (১৫৫), কৃষিশিক্ষা (১৩৪)/ গার্হস্থ্য বিজ্ঞান (১৫১)/ আরবি (১২১)/ সংস্কৃত (১২৩)/পালি (১২৪) এবং চারু ও কারুকলা (১৪৮) যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর/২০১৫ সালে অনুষ্ঠিত হবে।
#
জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৫ এর সময়সূচি

    শিক্ষামন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০১৫ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
    সময়সূচি অনুযায়ী কুরআন মাজীদ ও তাজবিদ (১০১), আকাইদ ও ফিকহ (১৩৩), বাংলা ১মপত্র (১৩৪), বাংলা ২য়পত্র (১৩৫), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৪০), ইংরেজি ১মপত্র (১৩৬), ইংরেজি ২য়পত্র (১৩৭), আরবি ১মপত্র (১০৩), আরবি ২য়পত্র (১০৪), গণিত (১০৮), কর্ম ও জীবনমুখী শিক্ষা (১৪১)/ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (১৪২), সামাজিক বিজ্ঞান (১২৯)/বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৪৩), সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত)/বিজ্ঞান (১১৭)/বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) (১৪০) এবং কৃষিশিক্ষা (১১৩)/গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত)/গার্হস্থ্য বিজ্ঞান (১১৪) পরীক্ষা যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে।

#

আফরাজ/মিজান/মোশারফ/রেজাউল/২০১৫/১৭০৫ ঘণ্টা 

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon