Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৫

তথ্যবিবরণী 02/8/2015

Handout                                                                                   Number: 2141

 

President to Visit Vietnam 9-12 August

Dhaka, 2 August:  

 

          President Md. Abdul Hamid is expected to pay a state visit to Vietnam from 9 to 12 August at the invitation of the President of Vietnam, Truong Tan Sang.

 

          A Foreign Ministry Press release today said, the visit is expected to further deepen the cordial and cooperative relations between the two countries and strengthen the ties of friendship and trust between Bangladesh and the Southeast Asian country.

 

          During the visit, the Bangladesh President is expected to hold discussions with his counterpart covering the entire gamut of Bangladesh-Vietnam relations and will exchange views on regional and international issues of common concern. Among the bilateral issues, exchange of visits, connectivity, trade and investment, cooperation in the fields of tourism and culture . will be given special emphasis.

 

          The Prime Minister, the Deputy Prime Minister, the Secretary General of Communist Party, the Chairman of the People’s Committee of the Ho Chi Minh City of Vietnam and a business delegation of Vietnam are also expected to meet the Bangladesh President.

 

#

Arafat/Saifullah/Sanjib/Abbas/2015/2157 Hours

 

Handout                                                                                   Number : 2140

 

Israeli Attack on Palestinian House 

Dhaka Condemns the Cowardly Attack

Dhaka, 2 August : 

          Bangladesh has expressed deep condolences and sympathies to the victims of arson attack perpetrated by the Israeli settlers on 31 July on a Palestinian house in the town of Duma in the West Bank that burned an 18 month old Palestinian infant to death and injured his parents and four year old brother.

A Press release issued by the Ministry of Foreign Affairs in Dhaka said this today.

Bangladesh considers it as ‘cowardly attack’ and demands for bringing the perpetrators involved in this heinous crime to justice-the press release added .

 Ministry of Foreign Affairs also said, Bangladesh reiterates unequivocal commitment in realizing the inalienable rights of the brotherly people of Palestine for independent homeland and a sovereign and viable State of Palestine.

 

 

#

Arafat/saifullah/Abbas/2015/2146 Hours

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২১৩৯

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই
                         -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

কালীগঞ্জ, গাজীপুর, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতীয় অর্থনৈতিক কর্মকা-ে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে যথাযথ আইন প্রণয়নের পাশাপাশি তাদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
প্রতিমন্ত্রী আজ গাজীপুরের কালীগঞ্জের নোয়াপাড়ায় শহীদ ময়েজ উদ্দিন মহিলা আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, গার্মেন্টস, অটোমোবাইল ও সিএনজি মেরামত এবং সিএনজি চালনার মতো কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোঃ জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এ মাসে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে নারী উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক অগ্রগতির গলা চেপে ধরেছিল। হত্যা, সন্ত্রাস, দুর্নীতিতে ছেঁয়ে গিয়েছিল আমাদের এই প্রিয় দেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পেয়েছে তার সঠিক নেতৃত্ব ও সঠিক পরিচয়। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।
#
খায়ের/সাইফুল্লাহ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ২১৩৮

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মোঃ শামসুল হক টুকু এবং মোঃ রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ১২টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিপরীতে রপ্তানি/ভরতুকি/নগদ সহায়তা (ঈধংয ওহপবহঃরাব) প্রদানের ওপর ২০০৫-০৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ইস্যুভিত্তিক অডিট  রিপোর্ট ২০১০-১১ এর আপত্তির অনুচ্ছেদ ১, ২, ৩, ৪, ৫ ও ৬ সর্বমোট ৬টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ  করা হয়।
  বৈঠকে চামড়ার জুতা,সেন্ডেল ও ব্যাগ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার নির্ধারিত হার অপেক্ষা বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত হারে প্রদান করায় ৩,৬৬,৬৯,৮৪৩ টাকা রাজস্ব ক্ষতি এবং রপ্তানি পণ্যের উপকরণের ওপর কাস্টমস বন্ড ফ্যাসিলিটি ভোগ করার পরও উক্ত রপ্তানি পণ্যের বিপরীতে বিধি বহির্ভূতভাবে পুনরায় নগদ সহায়তা প্রদান করায় ৬১,১৮,৩৪৬ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি  দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ এবং পরিশোধিত টাকা পুনরায় আদায়পূর্বক কোষাগারে জমাদানের সুপারিশ করে।
বৈঠকে বাজার হতে ক্রয়কৃত সিগারেট ও বিড়ি রপ্তানির বিপরীতে বিধি বহির্ভূতভাবে নগদ সহায়তা প্রদান করায় ৬,০২,৪৫,৩৯৫/- টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ, পরিশোধিত টাকা পুনরায় আদায়ের ব্যবস্থা গ্রহণ এবং কৃষি ও শিল্প পণ্য কোনটি তা স্পষ্টীকরণপূর্বক বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারির সুপারিশ করে।
বৈঠকে রপ্তানি পণ্যের মূল্য প্রত্যাবাসনের পর নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করা সত্ত্বেও অনিয়মিতভাবে নগদ সহায়তা প্রদান করায় ১২,০২,৩৩,০৯৭/- টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ, দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং অনাদায়ী টাকা পুনরায় আদায়ের লক্ষ্যে গণদাবি আইন-১৯১৩ প্রয়াগ করে আদায়পূর্বক কোষাগারে জমাদানের সুপারিশ করে।
বৈঠকে রপ্তানি পণ্য লেদার ফুট ওয়্যার এর নগদ সহায়তার নির্ধারিত হার /সিলিং না থাকা সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে সর্বনি¤œ হার অপেক্ষা অতিরিক্ত হারে নগদ সহায়তা প্রদান করায় ৪,৪১,১৬,৩২৪/- টাকা সরকারের রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি হাইকোর্টের নির্দেশনার আলোকে অনধিক তিন মাসের মধ্যে আপত্তিটি পুনঃ নিরীক্ষণের ব্যবস্থা করে প্রতিবেদন পিএ কমিটিতে প্রেরণের সুপারিশ করে এবং আদায়কৃত টাকার প্রমাণক ০৭ দিনের মধ্যে জমাদান সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
  বৈঠকে সুপারি ও মেহগনী ফলের প্রদর্শিত রপ্তানির বিপরীতে অনিয়মিতভাবে রপ্তানি ভরতুকি/নগদ সহায়তা প্রদান করায় ৫,৩৯,৫৬,৫৯৭/-টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
সিএন্ডএজি মাসুদ আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড.এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি,সোনালী, কৃষি এবং অগ্রণী ব্যাংকের এমডিসহ অন্যান্য বেসরকারি ব্যাংকের এমডি ও সংশ্লিষ্ট কর্মকর্তা, অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/সাইফুল্লাহ/মোশাররফ/নবী/জসীম/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ২১৩৭
সেমিনারে মৎস্য মন্ত্রী
চিংড়ি শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার তাগিদ

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, খাদ্য নিরাপত্তা একটি আন্তর্জাতিক ইস্যু, বর্তমান সরকার দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তার উপাদান শুধু পর্যাপ্ত খাদ্য উৎপাদন নয়, বরং খাদ্য উৎপাদনের পাশাপাশি ভোক্তার নিকট মানসম্পন্ন খাদ্য প্রাপ্তি এবং নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিতকরণ উপাদানগুলোও সমভাবে গুরুত্বপূর্ণ।
    জাতীয় মৎস্য সপ্তাহ’১৫ উদযাপনের অংশ হিসেবে মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশের চিংড়ি সেক্টরের উন্নয়নে কোড অভ্ কন্ডাক্ট (আচরণবিধি) প্রবর্তন উপলক্ষে বাংলাদেশ ¯্রম্পি এন্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০১৪-১৫ অর্থবছরে ৮৩ হাজার ৫২৪ মে.টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে আয় হয়েছে ৪ হাজার ৬৬১ কোটি টাকা। রপ্তানিকৃত মাছ ও চিংড়ির সিংহভাগই এসেছে অভ্যন্তরীণ জলাশয়ে চাষ থেকে। এটি সম্ভব হয়েছে মৎস্যচাষ অনুশীলন বিষয়ে চাষি পর্যায়ে প্রশিক্ষণ প্রদান, আইনের যথাযথ প্রয়োগ, মৎস্য মাননিয়ন্ত্রণ পরীক্ষাগারসমূহের আধুনিকায়ন, এনআরসিপি বাস্তবায়ন ও ডাটাবেইজ তৈরি কার্যক্রম বাস্তবায়নের ফলে।
    মন্ত্রী বলেন, ২০-৩০ এপ্রিল ২০১৫ সময়কালে ঊট-ঋঠঙ অঁফরঃ ঞবধস ইউরোপিয়ন ইউনিয়নে রপ্তানির ক্ষেত্রে মৎস্য ও মৎস্যপণ্যের ঙভভরপরধষ ঈড়হঃৎড়ষ ঝুংঃবস এবং জবংরফঁবং ্ ঈড়হঃধসরহধহঃং ঈড়হঃৎড়ষ ঝুংঃবস এর ওপর অডিট এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শনশেষে বাংলাদেশের ঙভভরপরধষ ঈড়হঃৎড়ষ ঝুংঃবস সংক্রান্ত বিষয়ে ইতিবাচক প্রতিবেদন প্রদান করেছে।
    মন্ত্রী বলেন, চিংড়ি শিল্পের উন্নয়নে বিদ্যমান আইন ও বিধিমালার পাশাপাশি এ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে এ শিল্পের বিকাশ আরো ত্বরান্বিত হবে। এজন্য হ্যাচারি মালিক, চিংড়ি চাষি, খাদ্য উৎপাদনকারী, আড়ৎ/ডিপো/বরফকল মালিক, মৎস্য আহরণে নিয়োজিত নৌকা ও ট্রলার, পরিবহণকারী, প্রক্রিয়াজাতকরণ কারখানার মালিক ও মৎস্য/চিংড়ি চাষে ব্যবহৃত গবফরপরহধষ ঢ়ৎড়ফঁপঃং ব্যবসার সাথে জড়িত ব্যক্তিবর্গ এ সকল ঈড়ফব ড়ভ ঈড়হফঁপঃ অনুসরণে সচেষ্ট হবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
    মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.সৈয়দ আরিফ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাষিশ বোস,ওয়ার্ল্ড ফিস এর কান্ট্রি ডিরেক্টর ক্রেইগ মেইজনার, বিএসএফএফ এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, ফ্রোজেন ফুড এক্সপোর্ট এসোসিয়েশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্য রঞ্জন বিশ্বাস বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএফএফ এর পরিচালনা পরিষদের সদস্য ড. মাহমুদুল করিম।
    পরে মন্ত্রী ঈড়ফব ড়ভ ঈড়হফঁপঃ এর মোড়ক উন্মোচন করেন।                                              
#
আকতারুল/সাইফুল্লাহ/মোশাররাফ/নবী/জসীম/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩৬

বখতেয়ার নূর সিদ্দিকীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক


ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মুক্তিযুদ্ধের সংগঠক, প্রগতিশীল গণআন্দোলনের বরেণ্য নেতা বখতেয়ার নূর সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবাণীতে বলেন, বখতেয়ার নূর সিদ্দিকীর মৃত্যুতে আমরা এক প্রগতিশীল রাজনীতিবিদকে হারালাম। স¦াধীন বাংলাদেশে সামরিক-সৈ¦রাচারবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনসহ সকল প্রগতিশীল গণআন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, বখতেয়ার নূর সিদ্দিকী চট্টগ্রামের নন্দনকানস্থ নিজ বাসভবনে গতরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


#

শহিদুল/সাইফুল্লাহ/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/২০১৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩৫

মুক্তিযোদ্ধা কোটায় সঠিকভাবে নিয়োগের বিষয়টি মনিটর করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
                                                                       ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শরীয়তপুর, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

        মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তাঁর মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় সঠিকভাবে নিয়োগের বিষয়টি মনিটর করবে।
    মন্ত্রী আজ শরীয়তপুর জেলার নবনির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনশেষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এ মন্তব্য করেন।
    তিনি বলেন, শতকরা ৩০ ভাগ কোটার বিধান থাকলেও অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক দপÍর সঠিকভাবে তা মেনে চলছে না। এ জন্য মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
    তিনি আরও বলেন, জুলাই থেকে মাসিক ভাতা ৮ হাজার টাকা  এবং জানুয়ারি মাস থেকে দশ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । বয়স নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা সমান ভাতা পাবেন। মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লী তৈরি করা হবে।
    উল্লেখ্য সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।
    শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম সাত্তার খানের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য
বি এম মোজাম্মেল, সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান এবং শরীয়তপুর জেলা প্রশাসক রাম চন্দ্র দাসসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

#

মারুফ/সাইফুল্লাহ/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/২০১০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২১৩৪

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের অনুষ্ঠানে স¦াস্থ্যমন্ত্রী
দেশের সকল জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে

 

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎকদের পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় ৩৫০ চিকিৎসকের পদোন্নতি দেওয়া হবে। তাঁদেরকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বদলি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী পদোন্নতির পর ঢাকায় থাকার জন্য তদবির না করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করতে মানসিকভাবে তাঁদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় কর্মরত আছেন এমন চিকিৎসকদেরকে স্বেচ্ছায় রাজধানীর বাহিরে বদলি হওয়ার আবেদন করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ থেকে ৭ আগস্ট মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সকল জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। এর ফলে আইসিইউ’র জন্য গ্রামের মানুষকে আর ঢাকায় আসতে হবে না। জেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নীত করা হবে।

 মোহাম্মদ নাসিম মাতৃদুগ্ধ পানে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে যেন তাঁরা সন্তানদেরকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য উৎসাহ যোগাতে পারেন।
কর্মজীবী নারীদের সন্তানদের মায়ের দুধ খাওয়ানোর সুবিধার্থে দেশের সকল সরকারি, বেসরকারি অফিস, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমলে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপনের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এ উদ্যোগ মানবিক দায়িত্ব। নারী ও শিশু উভয়ের কল্যাণেই এ ধরনের কর্নার স্থাপন জরুরি। এর জন্য সরকারি আদেশ বা আইন প্রণয়নের অপেক্ষায় থাকা উচিত নয়।
মন্ত্রী বলেন, চটকদারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে টিনজাত দুধ খাওয়ানোকে নিরুৎসাহিত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এজন্য শুধু আগস্টের প্রথম সপ্তাহ নয়, বছরের প্রতিদিনই মানুষকে বোঝাতে হবে যে মায়ের দুধের কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন
ডা. এস কে রায় বক্তৃতা করেন।

আলোচনাশেষে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন।
#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/মোশারফ/আব্বাস/২০১৫/২০০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৩

প্রবীণ হাসপাতাল লটারি উদ্বোধনকালে তথ্যমন্ত্রীর আহ্বান
পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও প্রবীণদের দেখভাল করতে হবে


ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রবীণরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানের জন্য সমাজের সম্পদব্যক্তি। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও তাঁদের সুখ-দুঃখে দেখভাল করতে হবে। এটি যেমন সমাজের দায়িত্ব, তেমনি রাষ্ট্রেরও ।”

    দুস্থদের জন্য আরো সরকারি বরাদ্দ এবং বয়স্কদের বিনোদন, স্বাস্থ্যসেবা ও সুবাসস্থান প্রয়োজন। সেই সাথে সরকারি বরাদ্দের বাইরে প্রবীণদের জন্য বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন আছে বলেন তিনি।

    আজ জাতীয় প্রেস ক্লাবে প্রবীণ হাসপাতাল লটারি-২০১৫’র উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। একইসাথে লটারির টিকেট কিনে প্রবীণদের জন্য ভূমিকা রাখতে সকলকে উৎসাহিত করেন মন্ত্রী।

    উল্লেখ্য ১৯৬০ সালে চিকিৎসাবিদ ডাঃ একেএম আবদুল ওয়াহেদ ঢাকায় ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান’ গড়ে তোলেন। এর উদ্যোগে সরকারি-বেসরকারি সহযোগিতায় আগারগাঁওয়ে প্রতিষ্ঠা হয়েছে ৫০শয্যার প্রবীণ নিবাস । দিন দিন প্রবীণ নিবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ার কারণে এর সম্প্রসারণ প্রয়োজন।

    প্রবীণ হাসপাতালে যাওয়া শতকরা ৩০ ভাগ গরিব, অসহায় ও দুস্থ প্রবীণকে বিনাখরচে এবং সংঘের সদস্য রোগীদের অর্ধেক খরচে চিকিৎসা দেয়া হয়। এছাড়া সব শ্রেণির প্রবীণদের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

    প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের মহাসচিব অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান এবং লটারির আহ্বায়ক জিএনআর আবুল বাশার।

    আগামী ২৪ সেপ্টেম্বর প্রবীণদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহায়ক ২০ টাকা মূল্যের এ লটারির ড্র হবার কথা।
#

আকরাম/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৯৫৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩২

নেপালের পরিবহণ মন্ত্রীর সাথে ওবায়দুল কাদেরের বৈঠক
ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়ে ঐকমত্য

কাঠমান্ডু, ২ আগস্ট :
    ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়ে একমত হয়েছেন দু’দেশের পরিবহণ মন্ত্রী। আজ কাঠমান্ডুর ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ে দু’দেশের মন্ত্রীদ্বয়ের বৈঠকে এ ঐকমত্য পোষণ করা হয়।
    নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী বিমলেন্দু নিধির মাঝে আজ প্রায় ঘণ্টাব্যাপী সৌহাদ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস্ উপস্থিত ছিলেন।
    বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এসময় দু’মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সকলপক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ করবেন বলে জানান।
    নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী সাম্প্রতিককালে ভূমিকম্পের পরপরই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
    বৈঠকে জানানো হয়, বিবিআইএন চুক্তি কার্যকরের লক্ষ্যে আগামী অক্টোবরে চারদেশের মধ্যে কার-র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে চারদেশের সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়।
    এছাড়া সার্ক মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট এর বিষয়টি এগিয়ে নিতে দু’মন্ত্রী একমত হন। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহণমন্ত্রীদের সভা আহ্বান করতে যাচ্ছে সার্ক সচিবালয়।
    এসময় বাংলাদেশ প্রতিনিধিদল এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ওয়ালিদ/সাইফুল্লাহ/মোশাররাফ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৩১
আইটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে শেখ হাসিনা
শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন


ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

    ডিজিটাল বাংলাদেশ গড়ার সিদ্ধান্তকে জাতির জন্য যুগসন্ধিক্ষণের সঠিক বাঁক হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ‘সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশ’ (জবধষরুরহম উরমরঃধষ ইধহমষধফবংয) রিপোর্টের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিশ্বাঙ্গনে বাংলাদেশকে যুক্ত করে অপর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা জাতির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

    টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন শ্রীলংকার লার্ন এশিয়া (খওজঘঊধংরধ) গবেষণা সংস্থার সহায়তায় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে এ প্রতিবেদন প্রস্তুত করে।

    তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে এবং শ্রীলংকার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ উপদেষ্টা ও লার্ন এশিয়ার প্রধান ড: রোহান সামারাজিভা (জড়যধহ ঝধসধৎধলরাধ), একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি এডভাইজার অনির চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী রাজিভ শেঠী (জধলরা ঝযবঃঃু) অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন।

    তথ্যপ্রযুক্তি বাংলাদেশকে যে স্বচ্ছ কাঁচের ঘরে রূপান্তর করছে, সেখানে নারী-শিশুর মর্যাদা, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডিজিটাল স্বাক্ষরতা, মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি, তথ্যপ্রযুক্তি যন্ত্রপাতির ওপর করহ্রাস, দক্ষ ¯েপক্ট্রাম ব্যবস্থাপনা, উন্নতর ই-সেবাদান পদ্ধতি, সরকারি বিভাগগুলোতে কলসেন্টার স্থাপনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিদানের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।

    ‘ডিজিটাল বাংলাদেশ ও এর সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সমন্বিত সাইবার আইন গড়ে তুলতে হবে’, বলেন হাসানুল হক ইনু।
#

আকরাম/সাইফুল্লাহ/মোশারফ/আব্বাস/২০১৫/১৯৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :

জাতীয় সংসদের ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন।
    বৈঠকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবল নিয়োগ এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি গোপালগঞ্জ ইডিসিএল (এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড)-এর বিল্ডিং নির্মাণকাজ সমাপ্তের পূর্বেই কারখানার জন্য প্রয়োজনীয় মানসম্মত যন্ত্রপাতি ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবল নিয়োগের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে।
এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নীলুফার/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১২৯


জাপানী ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী


ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জাপানি ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে। গ্রন্থটি জাপানি ভাষায় অনুবাদ করেছেন জাপানের নাগরিক কাজুহিরো ওয়াতানাবে (কঅতটঐওজঙ ডঅঞঅঘঅইঊ)। তিনি আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর  সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কাজুহিরো ওয়াতানাবে (কঅতটঐওজঙ ডঅঞঅঘঅইঊ) জাপানি ভাষায় অনুদিত ও প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের একটি কপি স্পিকারের কাছে হস্তান্তর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।   
#

মঞ্জুর/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা

 


 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১২৮

পররাষ্ট্রমন্ত্রীর সাথে কুয়েত এর রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ


ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নিযুক্ত কুয়েত এর রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফিরি (অষর অযসধফ ঊনৎধযববস অষ-উধভরৎর) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও রাষ্ট্রদূত আলী আহমাদ বাংলাদেশ ও কুয়েত এর মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। উভয়েই দু-দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon