Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ২৮ জানুয়ারি ‘১৬

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৫

ডিআরআরওদের প্রথম জাতীয় সম্মেলন ত্রাণমন্ত্রী
গ্রামীণ উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, স্থানীয় সরকারের উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। গ্রামীণ কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন অবকাঠামোর সংস্কার সবই এ মন্ত্রণালয়  সম্পন্ন করে থাকে। তিনি বলেন, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজের মাঠ, মসজিদ-মন্দিরের সংস্কার, গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক এ মন্ত্রণালয় থেকেই করা হয়েছে। উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণসহ প্রান্তিক মানুষের দু’বেলা অন্নের সংস্থান করেছে কাবিখার মতো প্রকল্প।
    মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও)দের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ. মতিন সরকার বক্তৃতা করেন।
    জনাব মতিন সরকার ডিআরআরওদের পক্ষ থেকে গ্রামীণ উন্নয়নে তাদের দীর্ঘদিনের শ্রম ও নিষ্ঠার কথা তুলে ধরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চাকরি জীবনের তুলনায় তাদের বেতন স্কেল সর্বনি¤œ বলে উল্লেখ করেন। বেতন স্কেল ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণ, উপজেলা প্রকল্প কর্মকর্তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, জেলা পর্যায়ে গাড়ি বরাদ্দকরণ, ডিআরআরওদের অনুপস্থিতিতে জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাকে দিয়ে দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সম্মেলনে। এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
    মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে মানুষের কাছাকাছি থেকে সবচেয়ে বেশি প্রকল্প ও সবচেয়ে বেশি বাজেটের কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এক্ষেত্রে যথাযথ তদারকি এবং এক্সপোজারের অভাবে জাতীয় পর্যায়ে এ দপ্তর তাদের ব্রান্ডিং করতে পারছেনা। কর্মতৎপরতা বাড়িয়ে নিজেদের ইমেজ তৈরীর জন্য তিনি আহ্বান জানান।
    মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইলেকট্রনিক এসেট রেজিস্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ডাটাবেজ তৈরি করা হবে। অনলাইনে কেন্দ্রের সাথে মাঠপর্যায়ের সকল তথ্য আদানপ্রদান করা হবে। ত্রাণের সর্বশেষ মজুত এবং এর অবস্থান জানা যাবে।
#

ফারুক দেওয়ান/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৩

এমডিজি’র সফলতা কাজে লাগিয়ে বাংলাদেশ এসডিজিতে সফল হবে
                                       -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, মাতৃ ও শিশু মৃত্যুহার  হ্রাস, নারীর ক্ষমতায়নসহ এমডিজি’র প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। বর্তমানে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি বলেন, এমডিজি’র সফলতা কাজে লাগিয়ে বাংলাদেশ অবশ্যই এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) অর্জনে সফল হবে।
তিনি আজ রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে দ্য এসোসিয়েট কান্ট্রি উইমেন অভ্ দ্য ওয়ার্ল্ডের ২৮তম এরিয়া কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কঠিন হলেও বাংলাদেশ এসডিজি অর্জনে সক্ষম হবে। এসডিজি’র লক্ষ্যমাত্রা ও টার্গেট বেশি। তিনি বলেন, এসডিজি’র ১৭তম লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।
এ সি ডব্লিউ ডব্লিউ’র সেন্ট্রাল ও সাউথ এশিয়া এরিয়া প্রেসিডেন্ট এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে কনফারেন্সে চ্যালেঞ্জ ফেস্ড এন্ড এচিভম্যান্টস মেইড অভ্ দ্য এমডিজিস ইন সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়া বিষয়ক কী নোট উপস্থাপন করেন মহিলা সমিতির নির্বাহী কমিটির সদস্য রিটি ইব্রাহিম। সম্মেলনে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
#

খায়ের/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/২০১২ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১২

 ঢাকায় রেস্টুরেন্ট উদ্বোধন করলেন চিফ হুইপ

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
আজ ঢাকার ধানম-ির সাতমসজিদ রোডে ‘ঝধনৎড়ংড়’ লাইভ মিউজিক রেস্টুরেন্ট উদ্বোধন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
    চিফ হুইপ রেস্টুরেন্টের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং শিল্পীদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। উদ্বোধনকালে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নতমানের সেবা এবং ভাল খাবার পরিবেশনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
    আ স ম ফিরোজ বলেন, মানসম্মত খাবার দেশীয় ক্রেতার পাশাপাশি বিদেশি ক্রেতাদেরকেও আকৃষ্ট করবে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি ‘ঝধনৎড়ংড়’ রেস্টুরেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
#

ইনামুল/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১১

স্পিকারের সাথে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ জাতীয় সংসদে তাঁর কার্যালয়ে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি (উৎ. অননধং ঠধবুর) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ২০ থেকে ৩০ এপ্রিল ইরানে অনুষ্ঠেয় ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান এবং তাঁর নিকট আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এসময় রাষ্ট্রদূত ভায়েজি বলেন, বাংলাদেশ ও ইরান দু’টি ভ্রাতৃপ্রতিম  দেশ এবং দু’দেশের মধ্যে সুদূর অতীত থেকে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়সহ ব্যবসাবাণিজ্যের প্রসারে দু’দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেন।
স্পিকার বলেন, ইরান বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। তিনি তাঁর ইরান সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও ইরানের জাতীয় সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ-ইরান সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। এই কমিটি দু’দেশের সংসদীয় রীতি-নীতি ও মনোভাবের আদান প্রদান ছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার সম্ভাব্য দিকগুলো খুঁজে বের করবে।
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসময় ইরানের স্পিকার আলী লারিজানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
#

হুদা/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩১০

ঔষধ রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে
                                         -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :   
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে ঔষধ শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থায় বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশসমূহের জন্য বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার (ট্রিপস) কাউন্সিল ২০৩৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। সরকার দেশের ঔষধ শিল্প বিকাশে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ঔষধ রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ ঔষধ শিল্প বিশ^বাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
    মন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি আয়োজিত তিনদিনব্যাপী ‘৮ম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, সরকার ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সকল পণ্য রপ্তানিতে অধিক গুরুত্ব দিয়েছে, ঔষধ তার মধ্যে অন্যতম। বর্তমানে পৃথিবীর প্রায় ১১৭টি দেশে ৭২ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঔষধ রপ্তানি করা হচ্ছে। উন্নত বিশে^র অনেক দেশে ঔষধ রপ্তানির জন্য বাংলাদেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানি সনদপ্রাপ্ত হয়েছে। ফলে উন্নত বিশে^ বাংলাদেশে তৈরি ঔষধ রপ্তানির দরজা খুলে গেছে।
    তোফায়েল আহমেদ বলেন, দেশ স্বাধীন হবার পর দেশের সাড়ে সাত কোটি মানুষের ঔষধের চাহিদার ৭০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হতো। বর্তমানে দেশের ১৬ কোটি মানুষের চাহিদার ৯৮ ভাগ ঔষধ দেশীয় উৎপাদন থেকে পূরণ করা হচ্ছে। দেশের ঔষধ শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসাবান্ধব সরকার মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার বাউসিয়া এলাকায় একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) পার্ক ও কমনল্যাব স্থাপনের জন্য ২শ’ একর জমি অধিগ্রহণ করেছে। এখন সেখানে মাটি ভরাটের কাজ চলছে।  
    বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি মো. হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা মো. আব্দুল মোক্তাদির এবং সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বক্তব্য রাখেন।
    উল্লেখ্য, এবারের এশিয়া ফার্মা এক্সপোতে প্রায় ৮০টি দেশের ৪শ’টি ঔষধ কোম্পানি অংশগ্রহণ করছে। ৩০ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এক্সপো খোলা থাকবে।
#
বকসী/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ২য় রিলিজস্লিপে আবেদন ৩০ জানুয়ারি শুরু

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :   

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজস্লিপে অনলাইন আবেদন ৩০ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। মেধাতালিকা বা ১ম রিলিজস্লিপে স্থান পায়নি, মেধাতালিকা বা ১ম রিলিজস্লিপে স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে এমন শিক্ষার্থীরা  রিলিজস্লিপে আবেদন করতে পারবে।

    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  ওয়েবসাইটে পাওয়া যাবে।

#

প্রথমবর্ষ স্নাতক (পাস)  ও প্রফেশনাল ভর্তির প্রথম মেধাতালিকায় শিক্ষার্থীদের
কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ৩১ জানুয়ারি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) ও প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে।

    উক্ত ফল বিকাল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে ¯œাতক (পাস) এর  ক্ষেত্রে  হঁ<ংঢ়ধপব>ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় এবং স্নাতক (সম্মান) প্রফেশনালের  ক্ষেত্রে হঁ<ংঢ়ধপব>ধঃযঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ হড় টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা  ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  ওয়েবসাইটে পাওয়া যাবে।

#

মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩০৮

সাব-রেজিস্ট্রারদের বেতন-বৈষম্য দূরীকরণের ব্যবস্থা নেয়া হচ্ছে
                        -- আইনমন্ত্রী

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :   

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন পে-স্কেলে সাব-রেজিস্ট্রারদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। ক্যাডার-ননক্যাডার বেতন বৈষম্য দূরীকরণের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা হবে।

    আইনমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ) এর চার সদস্যের এক প্রতিনিধিদল তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশ্যে একথা বলেন।

    বিআরএসএ’র মহাসচিব মাহফুজুর রহমান খানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি শেখ আনোয়ারুল হক, দীপক কুমার সরকার এবং যুগ্মমহাসচিব সাবিকুন্নাহার।

    আইনমন্ত্রী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ন্যূনতম সময়ে জনসাধারণকে উন্নততর সেবা প্রদানে রেজিস্ট্রেশন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণকে সেবাদানের পাশাপাশি এ বিভাগ সরকারের জন্য উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ করে থাকে। গত ২০১৪-২০১৫ অর্থবছরে এ রাজস্বের পরিমাণ ছিল ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। রেজিস্ট্রেশন বিভাগে মেধাবী জনবল আকৃষ্ট করতে বেতন বৈষম্য থাকা সমীচীন নয় বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

    আইনমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী সার্বিকভাবে বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ নিয়েছেন এবং তার উদ্যোগের ফলে সাব-রেজিস্ট্রারসহ সকল ক্যাডার-ননক্যাডার বেতন বৈষম্য দূরীভূত হবে।

#

শাহীন/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                             নম্বর : ৩০৭

 বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :   

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বিশ্বব্যাংকের ৮ সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

    আলোচনাকালে প্রতিমন্ত্রী ইআরপি, সোলার রুফটপ হতে বিদ্যুৎ, সোলার পার্ক, ট্রান্সমিশনের সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, লোড ডেসপাচ সেন্টারের আধুনিকায়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, ভুটান হতে জলবিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ ও জ্বালানি বন্ড, এলএনজি টার্মিনাল এবং এলপিজি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এসব প্রকল্প নেয়া যেতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। বিদ্যমান বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থাগুলোর দীর্ঘসূত্রিতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্প বাস্তবায়ন করতে উভয়পক্ষের আন্তরিক হওয়া উচিত। এসময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের সম্ভাবনাময় বিভিন্ন দিক প্রতিনিধিদলের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরেন।   

    বিশ্বব্যাংক বিদ্যুৎ ও জ্বালানি বন্ড সম্পর্কে আগ্রহ প্রকাশ করে বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে দ্রুত অটোমেশন এবং ইআরপি প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। বিশ্বব্যাংকের জ্বালানি উপদেষ্টা রাম বিনয় শাহী বলেন, ভুটান-ভারত-বাংলাদেশের মধ্যে আঞ্চলিক সংযোগ (ওহঃবৎ ঈড়হহবপঃরারঃু) সম্প্রসারণ করতে বিশ্বব্যাংকের পরবর্তী মন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে। যথাযথ প্রস্তাব পেলে বিশ্বব্যাংক সোলার রুফটপ ও সোলার পার্কে অর্থায়নেও আগ্রহ প্রকাশ করে।

    বিশ্বব্যাংকের সিনিয়র রিজিওনাল এডভাইজার ফিলিপ ডনগার (চযরষরঢ়ঢ়ব উড়হমরবৎ) এর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন- প্র্যাকটিস ম্যানেজার জুলিয়া বাকনাল (ঔঁষরধ ইঁপশহধষষ), জ্বালানি উপদেষ্টা রাম বিনয় শাহী (জধস ঠরহধু ঝযধযর), প্রোগ্রাম লিডার  ঝি ট্যাং (ঔরব ঞধহম), লিড ইকনমিস্ট শিউলী পারগাল (ঝযবড়ষর চধৎমধষ), সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞ মো. ইকবাল (গফ. ওয়নধষ), সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞ যোবাইর কে এম সাদেক (তঁনধরৎ ক গ ঝধফবয়ঁব) এবং সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ আনিস (গড়যধসসধফ অহরং)।

    পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন  আলোচনাকালে উপস্থিত ছিলেন।

#

আসলাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩০৬

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
    জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মুহিবুর রহমান মানিক, মো. তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, কমিটির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।
    পূর্ববর্তী ১৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন এবং ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, এ পর্যন্ত ইজিপিতে ৪ টি টার্গেট এজেন্সিসহ ৩০টি মন্ত্রণালয়ের অধীনে ১১১টি ক্রয়কারী সংস্থা যুক্ত হয়েছে যাতে নিবন্ধিত টেন্ডারারের সংখ্যা ১৮ হাজার ৭৭৭ জন এবং আহ্বানকৃত দরপত্রের সংখ্যা ৩৯ হাজার ৭৪৪টি। সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা এবং জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের মোট ১ হাজার ২৩৩টি সরকারি সংস্থার সবগুলোকে ইজিপিতে সংযুক্ত করা হবে।
    যে সকল বৈদেশিক ঋণদাতা সংস্থা ঋণদানের ক্ষেত্রে শর্ত আরোপ করে তাদের সাথে আলোচনা করে শর্তগুলো যেন নিজেদের অনুকূলে আনা যায় তার জন্য ইআরডিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়।
    পরিকল্পনা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মিজানুর/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০৫

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :

    জাতীয় সংসদের অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি
ড. মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৮ম হতে ১২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বেসিক ব্যাংক এর অনিয়মসংক্রান্ত প্রতিবেদন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ ও অগ্রিমের সুদের হারসক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বেসিক ব্যাংক এর অনিয়মসংক্রান্ত বিষয়ে বেসিক ব্যাংক, মন্ত্রণালয় এবং সংসদসচিবালয় যৌথভাবে একটি সারসংক্ষেপ প্রস্তুত করবে। সারসংক্ষেপের বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করার সুপারিশ করা হয় ।  
বীমাউন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করা, বীমা কোম্পানিগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় আনা এবং বীমাসেক্টরের আধুনিকায়নের জন্য পর্যাপ্ত দক্ষজনবল নিয়োগে  প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ ও অগ্রিমের সুদের হারসক্রান্ত বিষয়ে বাণিজ্যিক ব্যাংক ও প্রাইভেট ব্যাংকগুলোকে নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনার পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্র্নর, ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থবিভাগের অতিরিক্ত সচিব, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, অগ্রণী, সোনালী,জনতা ও রুপালী  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আলম/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৪   

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির’র ৪৩তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর -এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, মো. রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
 বৈঠকে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বাংলাদেশ ব্যাংক এর নিন্ত্রণাধীন ২২টি বাণিজ্যিক ব্যাংকের ৩৮টি শাখার রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিপরীতে রপ্তানি ভূর্তকি/নগদ সহায়তা (ঈধংয ওহপবহঃরাব) প্রদানের ওপর বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ২০০৯-২০১০ এর অডিট আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং-১,২,৩ ও ৪ এর ওপর, অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অর্থবিভাগের অধীনস্থ (বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) সরকারি ও আধা-সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের হিসাবসম্পর্কিত বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৪-২০০৫ এর অডিট আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং-১৯ এর ওপর, অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অর্থবিভাগের অধীনস্থ (বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসম্পর্কিত বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অডিট রিপোর্ট, ২০০৫-২০০৬ এর অডিট আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং-৭ এর উপর এবং অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অর্থবিভাগের অধীনস্থ (বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) সরকারি ও আধা-সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের হিসাবসম্পর্কিত বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অডিট রিপোর্ট, ১৯৮৯-১৯৯০ এর অডিট আপত্তি/মন্তব্যের অনুচ্ছেদ নং-৪০ ও ৪১ এর ওপর বিস্তারিত আলোচনা হয়।
কমিটি আলোচিত অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করে।
      বৈঠকে ব্যাংক ও আর্থিক বিভাগের সচিবসহ অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মুন্সী/আলম/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০৩   

৮ম বেতনস্কেল নিয়ে তিনসচিবের সাথে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বৈঠক


ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :

সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতির স্থায়ীব্যবস্থা নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে। তাই প্রস্তাবিত কাঠামো অতিসত্ত্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ক্যাডারের বাইরের সংস্থা ও দপ্তরের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সাথে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বৈঠকে এসব আলোচনা হয়।
সভায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সদস্যসচিব মো. ফিরোজ খান, সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, প্রকৌশলী মো. আব্দুস সবুর, মো. মোবারক আলী, স. ম. গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম প্রিন্স উপস্থিত ছিলেন।
শিক্ষা ক্যাডারের বিদ্যমান চতুর্থ গ্রেডের পদগুলো তৃতীয় গ্রেডে উন্নীত করাসংক্রান্ত বেতনবৈষম্য দূরীকরণসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় জানানো হয়। বৈঠকে উপজেলা পরিষদ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।
৮ম বেতনস্কেলের মাধ্যমে সৃষ্ট সরকারি প্রথমশ্রেণির চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। এছাড়াও নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণপ্রথা ক্রমান্বয়ে বিলোপ করার বিষয়ে ঐকমত্য হয়।
#

নুরএলাহি/আলম/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০২   


বাল্যবিবাহরোধে শৌখিন বিবাহনিবন্ধকদের প্রশিক্ষণের সিদ্ধান্ত

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :

    মন্ত্রিপরিষদ বিভাগ বাল্যবিবাহরোধে শৌখিন বিবাহনিবন্ধকদের যথাযথ প্রশিক্ষণদান এবং তাদের কার্যক্রম পরিবীক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (এটও) কর্তৃক স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশের শৌখিন বিবাহনিবন্ধকদের উপাত্তভা-ার (উধঃধনধংব) প্রস্তুত করা হয়েছে।
    উপাত্তভা-ারের ভিত্তিতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণ এবং কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
#

মাহ্ফুজা/আলম/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা

    
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০১   


 স্পিকার ব্রিটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীর আরো সুযোগ সুষ্টির আহ্বান জানিয়েছেন

ঢাকা, ১৫ মাঘ (২৮ জানুয়ারি) :

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশি বেশি সুযোগসৃষ্টির পাশাপাশি তাদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।  
তিনি আজ ঢাকার একটি হোটেলে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ‘১৮তম যুক্তরাজ্যে উচ্চশিক্ষা প্রদর্শনী -২০১৬’ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
স্পিকার বলেন, ঢাকায় এ ধরনের মেলার আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড়সুযোগ।  এ সুযোগের সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে তার উচ্চডিগ্রি গ্রহণের বিবরণ দিয়ে বলেন, বিশ্বায়নের এযুগে বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে সর্বাতœক সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি  যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগসৃষ্টির মাধ্যমে উভয়দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আ<

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon