Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৪

তথ্যবিবরণী ২৫ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫২২৮

 

বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে

গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি প্রতিমন্ত্রী পলকের আহ্বান           

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আদর্শ অনুসারী হয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীর নিতে হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জুন মাস বাঙালি জাতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্ববহ একটি মাস উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মাসেই ঐতিহাসিক ‘ছয় দফা’ বাঙালির মুক্তির সনদ ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৯ সালের এই জুন মাসেই বাংলার মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, যেই দলের ছায়াতলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ১৯৫২ সালে অর্জন করেছি মায়ের ভাষা বাংলা, ১৯৭১ সালে পেয়েছি সার্বভৌমত্ব ও মহান স্বাধীনতা এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সকল উন্নয়ন ও মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ৭৫ বছরের গৌরবময় পথচলার ঐতিহাসিক এই যাত্রায় সকল সংকট ও সংগ্রামে সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলো বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মায়ের ভাষা ও স্বাধীনতা থেকে শুরু করে আজকের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের যত অর্জন সবকিছুই হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন—রাজনৈতিক স্বাধীনতা তখনই সফল হয়, যখন একটি দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করে। রাজনৈতিক মুক্তি ও অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয়, যখন একটি সাংস্কৃতিক বিপ্লব সফল হয়। বাংলার মানুষের সেই রাজনৈতিক মুক্তির জন্য আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছেন ও অর্থনৈতিক মুক্তির ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে আমাদের অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক বিপ্লবকে সফল করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

#

বিপ্লব/পাশা/শফি/মোশারফ/সেলিম/২০২৪/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫২২৭

বাংলাদেশ এবং ভুটান পরিবেশ ও জ্বালানি সহযোগিতা জোরদার করবে

                                                                                --- পরিবেশমন্ত্রী

থিম্পু, ভুটান, ১১ আষাঢ় (২৫ জুন):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভুটান পরিবেশ ও জ্বালানি সহযোগিতা জোরদার করবে। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বের একটি মডেল হিসেবে কাজ করতে পারে। সহযোগিতার মাধ্যমে আমাদের দু’দেশের জন্য উজ্জ¦ল, সবুজ ভবিষ্যৎ তৈরি করতে পারি। তিনি বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে।

          পরিবেশমন্ত্রী ভুটানে আজ সেদেশের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী গেম শেরিং-এর সাথে তাঁর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন।

          সাবের হোসেন চৌধুরী দক্ষিণ এশিয়া কোওপারেটিভ পরিবেশ প্রোগ্রামের (SACEP) বিদায়ী চেয়ারম্যান হিসেবে ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী গেম শেরিংকে SACEP -এর নতুন চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ, নেপাল ও ভুটানের পরিবেশ মন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের জন্য গেম শেরিংকে আমন্ত্রণ জানান।

          মন্ত্রী শেরিং ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানান এবং বলেন, ভুটান টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠক আমাদের যৌথ প্রচেষ্টায় পরিবেশ রক্ষা ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

           বৈঠকে উভয় দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই জ¦ালানি চর্চার উন্নতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে যৌথ অঙ্গীকারের প্রতি গুরুত্বারোপ করা হয়। উভয় মন্ত্রী বন সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৌশল বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

          এর আগে পরিবেশমন্ত্রী ভুটানের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী নামগায়েল দর্জির সাথে তাঁর কার্যালয়ে একটি বৈঠক করেন। রয়েল সিভিল সার্ভিস কমিশনার তাশি পেম ও মঙ্গলবার লে মেরিডিয়ান থিম্পুতে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।

#

দীপংকর/পাশা/শফি/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

Handout                                                                                                               Number: 5226

 

Bangladesh and Bhutan to strengthen environmental and energy Cooperation
                                                                                           -- Environment Minister

 

Thimphu (Bhutan), June 25:

 

Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said, Bangladesh and Bhutan will strengthen Environmental and Energy Cooperation. Our bilateral cooperation can serve as a model for regional and global partnerships. With collaboration, we can overcome any obstacles and create a brighter, greener tomorrow for our nations and the world. He said, It is incumbent upon us to take decisive actions that will safeguard our natural resources for future generations.

 

Environment Minister said this in a bilateral meeting with Minister of Energy and Natural Resources of Bhutan, Gem Tshering, at his office in Thimphu, Bhutan on today.

 

Environment Minister Saber Chowdhury as outgoing Chairman of the South Asia Cooperative Environment Program (SACEP) congratulated SACEP's new Chairman, Energy and Natural Resources Minister Gem Tshering of Bhutan. He also invited Gem Tshering for the tripartite meeting of environment ministers of Bangladesh, Nepal and Bhutan to be held in Dhaka next July.

 

Minister Tshering thanked Environment Minister Saber Chowdhury for his visit to Bhutan and said Bhutan is committed to pursuing sustainable development. This meeting marks a step forward in our joint efforts to foster environmental stewardship and energy cooperation.

 

The meeting underscored the shared commitment of both nations to addressing pressing environmental challenges, enhancing sustainable energy practices, and mitigating the impacts of climate change. Both ministers engaged in productive discussions focusing on mutual cooperation in forest conservation, renewable energy development, and the implementation of climate-resilient strategies.

 

Earlier, Minister had a meeting with the Minister of Industry, Commerce, Employment and Tourism of Bhutan Namgyal Dorji at his office. Royal Civil Service Commissioner Tashi Pem also met Minister of Environment Saber Chowdhury at Le Meridien Thimphu on Tuesday.


#


Dipankar/Pasha/Shafi/Mosharaf/Salim/2024/19.40 Hrs.

 

 

Handout                                                                                                                Number: 5225

Ono Keiichi calls on FM Dr. Hasan Mahmud

Dhaka, June 25:

Senior Deputy Minister for Foreign Affairs of Japan Ono Keiichi called on Foreign Minister Dr. Hasan Mahmud on Today. Japanese Ambassador Iwama Kiminori and officials of both the countries were present during the meeting at Foreign Ministry in the capital.

Foreign Minister Dr. Hasan thanked the Senior Deputy Minister for visiting Bangladesh to attend the 5th Bangladesh-Japan Foreign Office Consultations. He recalled the unwavering Japanese support for the cause of the independence of Bangladesh and stated that the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’s official visit to Japan in October 1973 laid the rock-solid foundation of today’s exemplary Bangladesh-Japan relations. 

During the meeting, FM expressed satisfaction at the good progress of JICA-assisted mega-infrastructure projects in Bangladesh, namely, Matarbari Deep Sea Port, Dhaka Metro Rail, Hazrat Shahjalal International Airport 3rd Terminal, Bangabandhu Railway Bridge over Jamuna river. 

Dr. Hasan expressed satisfaction on the visit of the Japanese Trade Negotiating Team for EPA to Dhaka last month to attend the 1st round of Japan-Bangladesh Economic Partnership Agreement (EPA) Negotiations. He expressed hope that the EPA would be concluded to get Japanese financial concession by 2026 when Bangladesh will be graduated from LDC status.

Referring to the ratification by Bangladesh of the Hong Kong International Convention for the safe and environmentally sound recycling of ships, FM requested for Japanese assistance for building Treatment, Storage and Disposal Facilities (TSDF) unit in Bangladesh as early as possible so that the Bangladeshi shipyards can be world class green certified shipyards to continue their ship breaking activities without hassle.

Foreign Minister Hasan deeply appreciated the Government of Japan along with Sasakawa Foundation for the continued efforts towards a durable solution for the safe, sustainable, and dignified return of the Rohingyas to the Rakhine State of Myanmar for peace, stability, and security in the region and wished the efforts continue to grow till success. He also appreciated Japan’s humanitarian assistance to the Rohingyas including those relocated to Bhashan Char.  

The Japanese Senior Deputy Minister gave emphasis on the construction of Matarbari deep sea port in Bangladesh which he said will ensure greater connectivity in the region. He also looked forward to early conclusion of EPA to boost bilateral trade and investment. 

Regarding ship recycling, he informed that Japanese Experts will visit Bangladesh soon to ensure the TSDF facilities in Bangladesh. 

Ono Keiichi assured of continued Japanese support towards humanitarian assistance and repatriation process of Rohingyas and thanked Bangladesh government for hosting more than 1.2 million Rohingyas on humanitarian ground.

#

Akram/Pasha/Shafi/Mosharaf/Salim/2024/19.30 Hrs.

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫২২৪

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এবং ইউএসডিএ বাংলাদেশ ট্রেড

ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন):

          বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এবং ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা আজ রাজধানীর মতিঝিলে শিল্প ভবনস্থ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

          মতবিনিময় সভায় বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মুঃ আনোয়ারুল আলম এবং ইউএসডিএ বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের পরিচালক মাইকেল জে পার ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

          সভায় বিএবি’র বিদ্যমান এ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অটোমেশন, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, এ্যাক্রেডিটেশনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অধিক সংখ্যক কৃষি পণ্য পরীক্ষাগারকে এ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

          মতবিনিময় সভায় বিএবি’র মহাপরিচালক বলেন, নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য ও কৃষি পণ্য উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলের প্রতি পর্যায়ে মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিএবি কাজ করছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে কারিগরি বাধা অপসারণে এ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরেন। তিনি আরো বলেন, খাদ্য ও কৃষি পণ্য সংশ্লিষ্ট সকল অংশীজনদের এ বিষয়ে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে একটি সাধারণ লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। প্রকল্প পরিচালক মাইকেল জে পার প্রকল্পের আওতাধীন পাঁচটি ক্ষেত্রের মধ্যে পরীক্ষাগারে কর্মরত কারিগরি ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালীকরণ এবং পরীক্ষাগার মান ব্যবস্থাপনা উন্নয়ন প্রক্রিয়ায় বিএবিকে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ করেন। সভায় উভয় পক্ষ নীতিগতভাবে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত হন।

          সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের পরীক্ষাগার উন্নয়ন ব্যবস্থাপক আবু সালেহ মুহাম্মদ সাইফুল্লাহ।

          উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ এর অর্থায়নে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দেশের কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নীতিকাঠামো সংস্কারকরণ, কার্যোপকরণ সরবরাহ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে পরিচালন সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশে বিদ্যমান কৃষিজাত পণ্য পরীক্ষাগারের মান ব্যবস্থাপনা এবং পরীক্ষণ প্রক্রিয়ার উন্নয়ন এ প্রকল্পের অন্যতম উন্নয়ন লক্ষ্য।

#

ফয়সল/পাশা/শফি/মোশারফ/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৫২২৩

ডিএনএ ল্যাবরেটরিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে পরিণত করা হবে

                                                                             --- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন):

          মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, দোষী ব্যক্তিকে শনাক্ত করা, মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া, মামলার প্রাথমিক পর্যায় থেকে বিচার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে এবং বিচারোত্তর সত্য উদ্ঘাটনে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে। ডিএনএ ল্যাবরেটরিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে পরিণত করা হবে।

          আজ বেইলী রোডে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ডিএনএ দিবস উদ্যাপন উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

          এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৮৬ সাল থেকে অপরাধ বিজ্ঞান ও অপরাধমূলক বিচার ব্যবস্থায় ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একটি যুগান্তকারী সংযোজন। এটি বিচার ব্যবস্থাকে একটি নতুন যুগে উত্তরণ ঘটিয়েছে।

          প্রতিমন্ত্রী বলেন, হত্যা বা ধর্ষণের মতো সহিংস অপরাধ দমন, পিতৃত্ব-মাতৃত্ব নির্ণয়, মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার, কিডনি দাতা- গ্রহিতার সম্পর্ক নির্ণয়, প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, নারী পাচার ও অবৈধ অভিবাসী প্রতিরোধে ডিএনএ পরীক্ষাসহ প্রবাসী শ্রমিকদের লাশ দেশে আনার ক্ষেত্রে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর শনাক্তকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্ক্রিনিং সুবিধা সম্পন্ন আটটি বিভাগীয় শহরে আটটি মেডিকেল কলেজ হাসপাতলে বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, যেখান থেকে স্ক্রিনিং করা আলামত পরবর্তী পরীক্ষার জন্য ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়।

          উল্লেখ্য, বাংলাদেশে ডিএনএ প্রযুক্তির বহুবিধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালে ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ পাস করা হয় এবং ২০১৮ সালে ডিএনএ বিধিমালা, ২০১৮ পাস করা হয়েছে। আরো উল্লেখ্য যে, ডিএনএ আইন ২০১৪ এর ২০ (১)  ধারা বাস্তবায়নের লক্ষ্যে ৯ আগস্ট ২০২০ তারিখে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।

          সেমিনারে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ. এম. পারভেজ রহিমসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

নূর আলম/পাশা/শফি/মোশারফ/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫২২২

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক এক শূন্য।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

#

দাউদ/পাশা/শফি/মোশারফ/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৫২২১

অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল OPEC ফান্ড প্রাইভেট সেক্টর অপারেশনের ২৫তম বার্ষিকীতে যোগদান

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :    

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে OPEC ফান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৪-এ যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদল ভিয়েনা, অস্ট্রিয়া সফর করছেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ প্রতিনিধিদলের সদস্য হিসাবে রয়েছেন। গতকাল অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল OPEC ফান্ড প্রাইভেট সেক্টর অপারেশনের ২৫তম বার্ষিকীতে যোগদান করেন।

অর্থমন্ত্রী কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (KFAED) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহারের সাথে সাক্ষাতকালে KFAED কর্তৃক ১৯৭৪ সাল হতে অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে আরো সহায়তা বৃদ্ধির জন্যও অনুরোধ করেন। ভারপ্রাপ্ত মহাপরিচালক আশ্বস্ত করেন যে, বাংলাদেশের উন্নয়নকে সহায়তা করতে তহবিল আরো উদপাদনশীল প্রক্রিয়ায় অব্যাহত রাখা হবে। তিনি বাংলাদেশের সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের জন্যও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকের পর বাংলাদেশ সরকার এবং কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ডের মধ্যে খুলনা জেলায় চুনকুড়ি নদীর উপর ‘চুনকুড়ি সেতু প্রকল্প’ এর জন্য একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের মোট ব্যয় হবে ৮৬ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বৃদ্ধি করা এবং রাজধানী ঢাকার সাথে এই অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল সহজ করা।

অর্থমন্ত্রী সাইডলাইন মিটিংয়ে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আবদুলহামিদ আলখালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে অর্থমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ৩২টি প্রকল্পের অনুকূলে ৬৯৩ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার প্রদানে ও বাজেট সহায়তা প্রদান করে কোভিড ক্রান্তিকালিন সময়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য ওপেক তহবিলকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের বেসরকারি খাতে সহায়তা প্রদানে তহবিলের উদ্যোগের প্রশংসা করেন। স্মার্ট বাংলাদেশ গড়ার পত্যয়ে আরো বেশি সহোযোগিতা প্রদান করে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি ওপেক ফান্ডকে অনুরোধ করেন।

ওপেক ফান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নে বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ওপেক তহবিল অবশ্যই বাংলাদেশের উন্নয়ন সহায়তা বৃদ্ধি করবে। তিনি অর্থমন্ত্রী কর্তৃক প্রদত্ত একটি ফ্রেমওয়ার্ক চুক্তির ধারণা গ্রহণ করেন।

#

তৌ‌হিদুল/কামরুজ্জামান/সিরাজ/সাজ্জাদ/শামীম/২০২৪/১৬১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                নম্বর : ৫২২০

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পূনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :     

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত কমিশন সচিবালয়ের চলতি বছরের ২৯ এপ্রিল মাসের বিজ্ঞপ্তিটি আংশিক পনর্বিন্যাস করা হয়েছে।  

পূনর্বিন্যাসকৃত বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে অথবা http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

#

মামুন/কামরুজ্জামান/রবি/আসমা/২০২৪/১৬০০ ঘন্টা 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৫২১৯

গণপূর্তমন্ত্রীর সাথে বুয়েট গ্রাজুয়েট ক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :    

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) গ্রাজুয়েট ক্লাবের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। ক্লাবের সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বুয়েট গ্রাজুয়েট ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।  মন্ত্রী তাদের কার্যক্রম সুষ্ঠুরূপে পরিচালনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুগোপযোগী, আধুনিক ও উন্নত কারিকুলামের মাধ্যমে দক্ষ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। এ সকল পেশাজীবী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বুয়েটের প্রাক্তন গ্রাজুয়েটদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘বুয়েট গ্রাজুয়েট ক্লাব’ এসব পেশাজীবীদের একটি অভিন্ন প্লাটফর্মে একত্রিত করে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আরো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সৈয়দ জাকির হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, অভিনেতা এস এ আবুল হায়াত, বুয়েটের সাবেক অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ড. এম শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. ম তামিম, স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন এবং স্থপতি ইকবাল হাবিব।

#

রেজাউল/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ৫২১৮

হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান ও সুনীল অর্থনীতিকে আরো এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর

  • পরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :    

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এদেশকে স্মার্ট ও উন্নত করে তুলতে হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিজয় সরণীতে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

বক্তৃতাকালে প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমুদ্র অর্থনীতি বিষয়ক দূরদর্শিতার কথা স্মরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র বিজয়ের মাধ্যমে সরকার পেয়েছে সুবিশাল অর্থনৈতিক এলাকা জুড়ে বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার সুনীল অর্থনীতির বিকাশের লক্ষ্যে যেসকল বহুমুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে, তার অবারিত সুফল ভোগ করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সমুদ্র এলাকায় হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা ও এসংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, সুনীল অর্থনীতির বিকাশের লক্ষ্যে পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেল এর মত মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে এবং মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্ল্যান্ট, নতুন এলএনজি টার্মিনাল, অফশোর রিনিউয়েবল এনার্জি প্রকল্প, সমুদ্র তলদেশের তেল ও গ্যাস সাপ্লাই পাইপলাইন এর মত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এসকল জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং কারিগরি বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক সার্ভিসকে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটরস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফি কমিটির চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন বক্তৃতা করেন।

সেমিনারে মূল প্রতিপাদ্য হলো-‘হাইড্রোগ্রাফিক ইনফরমেশন-‘Enhancing safety, efficiency and subtainability in marine activities’.

#

জাহাঙ্গীর/কামরুজ্জামান/ফাতেমা/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫৪৩ ঘণ্টা

Handout                                                               Number : 5217

Bangladesh Jute Products Exhibition Center inaugurated in Bhutan

The government has taken initiatives to spread eco-friendly jute products all over the world
                                                                                                       - Environment Minister

Thimphu (Bhutan), 25 June :

Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said that under the leadership of Prime Minister Sheikh Hasina, the current government has taken various initiatives to fulfill Bangladesh's commitment to protect the world's environment by spreading Bangladeshi eco-friendly and bio-degradable jute products all over the world including Bhutan.

The Environment Minister said these while inaugurating the Bangladesh Jute Products Exhibition Center organized by the Bangladesh Embassy in Thimpu, Bhutan yesterday by the Prime Minister of Bhutan, Dasho Tshering Tobgay. 

Saber Chowdhury said that Bhutan-Bangladesh friendship will be stronger by setting up an exhibition center for jute products of Bangladesh for the first time abroad.  It will not only protect the environment but also play a positive role in bilateral trade.

Bhutan's Foreign Minister, Minister of Industry, Commerce and Employment, Minister of Health, Minister of Power and Natural Resources, Foreign Secretary, Secretary of Natural Resources and other senior officials of the Government of Bhutan were present on the occasion.  Among others, Bangladesh Ambassador to Bhutan Shivnath Roy and Embassy Counselor Sujan Debnath spoke on the occasion. Besides, leaders of Bhutan Chamber of Commerce, a large number of Bhutanese businessmen, importers and handicraft traders were present.

After the inauguration, Bhutanese leaders and businessmen visited the exhibition center and Bangladeshi jute products. They were impressed by the versatile products produced from Bangladesh jute such as bags, shoes, carpets, tissue boxes, kitchen items, clothing, office files, conference files, pen holders and home furnishings. They opined that a permanent market for Bangladeshi jute products would soon be developed in Bhutan.

According to embassy sources, the quantity and number of jute products will be increased in the near future.  As a result, the market for Bangladeshi jute products is expected to develop in different cities of Bhutan.

#

 Dipankar/Kamruzzaman/Fatema/Sazzad/Asms/2024/1330 hours 

তথ্যবিবরণী                              &nb

2024-06-25-15-08-da4a63ac22635b1c60da435bc3ab2aee.docx 2024-06-25-15-08-da4a63ac22635b1c60da435bc3ab2aee.docx