Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ডিসেম্বর ২০২১

তথ্যবিবরণী ২৩ ডিসেম্বর ২০২১

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬০৫৬

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক গণমাধ্যমে নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো : 

         মূলবার্তা :  

        ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, বিকাল ৩টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।।”

#

জাকির/পাশা/সাহেলা/রফিকুল/রাহাত/২০২১/২০২৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৬০৫৫

 

 সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত পরীক্ষা স্থগিত

 

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

 

২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, বিকাল ৩টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

 

আজ সমাজসেবা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

#

 

বশির/পাশা/সাহেলা/রাহাত/মোশারফ/রফিকুল/মাহমুদ/শামীম/২০২১/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৬০৫৪

সরকারি পাটকলগুলো শীঘ্রই উৎপাদনে ফিরবে আশা শ্রম প্রতিমন্ত্রীর

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শীঘ্রই বন্ধ থাকা সরকারি পাটকলগুলো উৎপাদনে ফিরবে। নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাটশিল্পের সুদিন ফেরাতে হবে। যে কোনো প্রকারেই হোক ঐতিহ্যবাহী পাট শিল্পকে রক্ষা করতে হবে।

          আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ) এর ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          শ্রম প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাট শিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি অ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাট শিল্পের উন্নয়নে আমাদের সকলকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।

          শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানিতে বন্ধুপ্রতিম দেশ ভারতের অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে আমাদের ভারত সরকারের সাথে আলোচনাকে ফলপ্রসূ করতে হবে।

          পরে প্রতিমন্ত্রী বিজেএমএ এর দুই বছর মেয়াদি ১০ সদস্যের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। নতুন এ কমিটি ঐতিহ্যবাহী পাট শিল্পের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          বিজেএমএ এর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তৃতা করেন। সাধারণ সভায় উভয় কমিটির নেতৃবৃন্দসহ এসোসিয়েশনের সকল সদস্য অংশগ্রহণ করেন।

#

আকতারুল/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২১/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৬০৫৩

ক্রেতাদের স্বার্থ রক্ষায় ডেভেলপার কোম্পানিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

                                                                                              -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষকে প্রতারিত করবেন না। মানুষ মাথাগুঁজার একটু ঠাঁই খুঁজে পেতে জীবনের সকল সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করেন। প্রতারিত হলে আর কিছুই থাকে না। ক্রেতাদের স্বার্থ রক্ষায় ডেভেলপার কোম্পানিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাস করেন, তারা সবাই একটি নিজস্ব আবাসস্থল প্রত্যাশা করেন। সরকার আবাসন খাতের কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের আবাসন খাত অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নের সাথে সাথে আবাসন খাতেরও উন্নয়ন হয়েছে। এ শিল্প খাত দিন দিন বড় হচ্ছে। বিপুল জনগোষ্ঠী এ খাতে কাজ করছে। সরকার পরিকল্পিতভাবে ঢাকাসহ বড় বড় শহরগুলো গড়ে তোলার জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। এজন্য আবাসন খাতের ব্যবসায়ীদেরও সহযোগিতা প্রয়োজন।

          বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অভ্ ফেমে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ৫ দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধু দু’টি উদ্দেশ্যকে সামনে রেখে সারাজীবন সংগ্রাম করে গেছেন। একটি দেশের স্বাধীনতা, আর একটি বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে পাকিস্তান আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে, সেই পাকিস্তান আজ বাংলাদেশ থেকে প্রায় ৫০ শতাংশ পিছিয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার জয় বাংলা স্লোগানকে বাংলাদেশ জিন্দাবাদ করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। আজ বাংলাদেশ নিজের পায়ে দাড়িয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত দেশ হবে। এজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

          রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীন (কাজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্থ মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। গেষ্ট অভ্ অনার হিসেবে বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমীন উল্ল্যাহ নূরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইনথেখাবুল হামিদ, রিহ্যাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা।

#

বকসী/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২১/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :৬০৫২

 

 স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এমওইউ নবায়ন

 

ঢাকা, ৮পৌষ (২৩ ডিসেম্বর) :   

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বিশেষায়িত হাসপাতালসমূহে এ চিকিৎসা দেওয়া হবে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

 

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্য সেবা বিভাগের  পক্ষে সিনিয়র  সচিব লোকমান হোসেন মিয়া সমঝোতা স্মারকে সই করেন। এ সময়  মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এর আগে ২০১৮ সালে তিন বছরের জন্য এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। একজন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা এসব হাসপাতাল থেকে পাবেন। এর মধ্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন টেস্ট, ওষুধ, বেড, পথ্য এবং নার্সিং সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

 

বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৫ সালের নীতিমালায় সংশোধনী এনে ২০২১ সরকারি হাট-বাজারসমূহের ইজারালব্ধ আয়ের চার শতাংশ অর্থ ব্যয় নীতিমালা জারি করা হয়েছে। এতে বলা হয়, মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালসহ, মেডিকেল কলেজ ও ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ৭৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা চিকিৎসাসেবা দিতে পারবে। 

 

যে ২২ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা-

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসায়েন্সেস হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-সিলেট, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-বরিশাল, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন-ঢাকা এবং বারডেম জেনারেল হাসপাতাল-ঢাকা।

#

খায়ের/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/শামীম/২০২১/ ১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৬০৫১

 দেশের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব

                                                                              -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি আজ বিশ্বসম্প্রদায়ের কাছে স্বীকৃত এবং দেশ যে এগিয়ে যাচ্ছে তা মানুষের কাছে তুলে ধরা আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদফতর পরিচালিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প থেকে প্রকাশিত 'জাতির পিতা শেখ মুজিব' গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এ আহ্বান জানান। প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ এবং প্রকল্প পরিচালক দেওয়ান ওমর ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন। 

          তথ্যমন্ত্রী বলেন, জাতির উন্নয়ন-অগ্রগতি যদি অব্যাহত রাখতে হয়, দেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, হতাশাগ্রস্ত মানুষ দিয়ে তা সম্ভবপর নয়। সবসময় খারাপ সংবাদ পরিবেশন করলে মানুষ হতাশাগ্রস্তই হবে এবং হতাশ মানুষ দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। কোনো নেতিবাচক খবরের যদি সংবাদমূল্য থাকে তবে তা অবশ্যই প্রকাশিত হবে। কিন্তু একইসাথে আজকে বাংলাদেশ যে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, সে অগ্রগতির কথাটাও মানুষকে জানানো অত্যন্ত প্রয়োজন। 

          এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এবং  কমিশনের অনেক সিদ্ধান্তের সাথে সময়ে সময়ে দ্বিমত পোষণকারী এবং কেউ কেউ যাকে বিএনপিপন্থী বলেন, সেই মাহবুব তালুকদারও সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশনার হিসেবে স্থান পেয়েছেন, সেটিই প্রমাণ করে যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন ঠিক ছিল এবং সংলাপ কার্যকর। এবারো নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করছেন, গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই তা করা হচ্ছে এবং অনেক গণতান্ত্রিক দেশ আছে সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এধরনের সংলাপ হয় না, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

          মন্ত্রী এ সময় বিএনপি সবকিছুকে না বলার নেতিবাচক রাজনীতি থেকে সরে আসবে আশাপ্রকাশ করে বলেন, ‘তাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে, সেটিও তারা সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে বলে আসতে পারবেন, এটিই গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেটা রাজপথে বলছেন, সেটিও তারা সংলাপে বলতে পারেন।’

          দুইশত পৃষ্ঠার ‘জাতির পিতা শেখ মুজিব’ গ্রন্থটিতে ১৯৪০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনকালের বিভিন্ন ঘটনার আলোকচিত্র ও বক্তৃতার উদ্ধৃতি সন্নিবেশিত রয়েছে।

        নারী ক্ষমতায়নের কারণে দেশ এতদূর এগিয়েছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

          এদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন বলরুমে বেসরকারি সংস্থা ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’ আয়োজিত ‘লাইফস্টাইল এন্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি এওয়ার্ড এন্ড এক্সপো ২০২১ -ম্যাজেস্টিক এফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

          মন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘নারীর ক্ষমতায়নের কারণে আজ দেশ এতদূর এগিয়েছে। এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণেই দেশে নারী ক্ষমতায়ন ঘটেছে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসার বিকল্প নেই।’

          মারিয়া মৃত্তিক, নুসরাত চৌধুরী, পারসা ফাতেমা, নবী ইসমাইল প্রমুখ নারী উদ্যোক্তা অনুষ্ঠানে তাদের সাফল্যের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষে লাইফস্টাইল ও বিবাহসজ্জা শিল্প উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

#

আকরাম/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২১/১৮২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৬০৫০

দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল

                                                    -- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, দেশকে বন্যা, নদীভাঙণসহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতবর্ষী ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পথে। ডেল্টাপ্ল্যান সফল করতে নিরলসভাবে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়। উন্নত পানিসম্পদ ব্যবস্থাপনাই পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে ডেল্টাপ্ল্যান এক অনিবার্য পদক্ষেপ। 

          আজ রাজধানীর গ্রীণরোডের পানিভবনে দুই দিনব্যাপী ‘পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২১ ও ৬ষ্ঠ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

          অনুষ্ঠানে রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি খন্দকার মাঈনুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ এনামুল হক উপস্থিত ছিলেন।

#

আসিফ/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২১/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৬০৪৯

ঐতিহ্য ও সংগ্রামের তীর্থভূমি চট্টগ্রাম

                             -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঐতিহ্য ও সংগ্রামের তীর্থভূমি চট্টগ্রাম। লড়াই-সংগ্রামের ঐতিহাসিক এ জনপদে মহান ভাষা আন্দোলনের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ রচিত হয়েছিল। স্বাধীনতার প্রথম কাব্যনাটক ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ মঞ্চস্থ হয়েছিল এবং প্রথম পথনাটক 'যাই দিন ফাগুনে দিন' রচিত ও মঞ্চস্থ হয়েছিল চট্টগ্রামে। চট্টগ্রাম জন্ম দিয়েছে বীরকন্যা প্রীতিলতা, মাস্টারদা সূর্যেসেনসহ স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদেরকে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু ছয় দফার ডাক দিয়েছিলেন। এ জনপদের রয়েছে লোক সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ রচিত হয়েছিল চট্টগ্রামের পণ্ডিত বিহারে।

          প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজিত  ৫ম নাট্যোৎসবের ১ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রধান অতিথি বলেন, শুধু পাঠদান করাই বিশ্ববিদ্যালয় তথা শিক্ষাঙ্গনের মূল উদ্দেশ্য নয়। একজন সার্বিক মানুষ সৃষ্টির জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। পড়াশুনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একজন শিক্ষার্থী যখন কাজ করবে তখন তার মধ্যে বিকশিত হবে মানবিক মূল্যবোধ। তিনি বলেন, বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির কবলে জিম্মি হয়েছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপার সৌন্দর্যের সবুজ ক্যাম্পাস। তিনি বলেন, ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে সকল ধরণের অপশক্তিকে প্রতিহত করতে। প্রতিমন্ত্রী এ সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য নাট্যকলা, সংগীত, চলচ্চিত্র, নৃত্যকলাসহ বিভিন্ন পারফরমিং বিভাগগুলোকে নিয়ে একটি পৃথক অনুষদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

          চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সম্মানিত অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। স্বাগত বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন।

          পরে প্রতিমন্ত্রী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী সম্প্রীতির কবিতা আবৃত্তি আয়োজনের চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

#

ফয়সল/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২১/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৬০৪৮

লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্স উন্মোচন

ময়মনসিংহ, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

            দেশে প্রথমবারের মতো লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর ফলে লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধান গবেষণায় নতুন দিগন্তের সূচনা হবে বলে সংবাদ সস্মেলনে জানানো হয়।

          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ ময়মনসিংহে বিনায় এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের ২ মিলিয়ন হেক্টর জমি লবণাক্ত, যেখানে বছরে ১টি ফসল হয়। খাদ্য নিরাপত্তা টেকসই করতে ও ভবিষ্যতে খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার লবণাক্ত, হাওড়সহ প্রতিকূল এলাকায় বছরে ২-৩টি ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। পূর্ণাঙ্গ জিনোম উন্মোচনের ফলে লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু জাতের ধান উদ্ভাবন ও সম্প্রসারণ সহজতর হবে।

          সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনা ও বাকৃবির যৌথ এ গবেষণায় বিভিন্ন মাত্রার গামা রেডিয়েশন প্রয়োগ করে প্রায় অর্ধলক্ষাধিক মিউট্যান্ট সৃষ্টি করে তা থেকে নানামুখী পরীক্ষা নিরীক্ষা শেষে গ৬ জেনারেশনে ৩টি উন্নত মিউট্যান্ট শনাক্ত করা হয়েছে। প্রাপ্ত মিউট্যান্টগুলো প্যারেন্ট অপেক্ষা উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন এবং ৮ ফঝ/স মাত্রার লবণাক্ততা ও ১৫ দিন জলমগ্নতা সহিষ্ণু।

          জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আকষ্মিক বন্যা ও লবণাক্ততা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ধান চাষ ব্যাহত হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের কার্যকরী উপায় হচ্ছে  লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের উন্নত জাত উদ্ভাবন। এ লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ড. মির্জা মোফাজ্জল ইসলামের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রায় এক দশক ধরে কাজ করে চলেছেন।

          সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ চাল আমদানিতে ২য় নয়। গত জুলাই থেকে ১৮ ডিসেম্বর  পর্যন্ত মাত্র ১৫ লাখ টন চাল দেশে আমদানি হয়েছে, যদিও ২৬ লাখ টন চাল আমদানির আইপিও দেয়া হয়েছে। চাল আমদানিতে বাংলাদেশ দ্বিতীয়-এ  ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি।

          সংবাদ সম্মেলনে বিনার ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার, বাকৃবির ভিসি অধ্যাপক লুৎফুল হাসান, ব্রির ডিজি শাহজাহান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

#

কামরুল/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২১/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৬০৪৭

 

৩১ ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যবই

                                                                                                                                   -- শিক্ষামন্ত্রী


ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :   

          শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৯৫ শতাংশের বেশি বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে যাবে। বাকি বই পৌছাবে আগামী ৭ জানুয়ারির মধ্যে। শিক্ষার্থীরা সময় মতো বই হাতে পাবে বলে জানান তিনি।’


          মন্ত্রী আজ  রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি বলেন, ‌‘১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। সেটাও আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।’
তিনি বলেন, অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে। এতে কোনো রকম সমস্যা হবে না।’


          ২০২৩ সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। নিম্নমানের বই দিলে সরবরাহকারী মুদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলেও তিনি জানান।


          শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি ক্লাস শুরু করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। ইউরোপ, আমেরিকায় ব্যাপকভাবে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের আরো একটু দেখা দরকার। আমরা ভালো আছি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ে মার্চ মাসে। কাজেই মার্চ না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না আমরা নিরাপদ অবস্থায় আছি কি না।’ 

#

খায়ের/পাশা/সাহেলা/রফিকুল/মাহমুদ/শামীম/২০২১/ ১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর: ৬০৪৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর) :

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৮২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। 

          গত ২৪ ঘণ্টায় ২ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত ২৮ হাজার ৫৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

#

দলিল/পাশা/সাহেলা/মাহমুদ/আব্বাস/২০২১/১৭১৫ ঘণ্টা

2021-12-23-14-46-7c10c7d1325350e35c914005f4e10b93.doc 2021-12-23-14-46-7c10c7d1325350e35c914005f4e10b93.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon