Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 21/4/2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬১৩
 
শিবচরের ময়নাকাটা নদীর খনন কাজ দ্রুত সম্পন্ন করতে চিফ হুইপ ও নৌপরিহন প্রতিমন্ত্রীর নির্দেশ
 
শিবচর (মাদারীপুর), ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী  আজ মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীর খনন কাজ পরিদর্শন করেন।
 
খনন কাজ আশানুরূপ না হওয়ায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। খনন কাজ দ্রুত সম্পন্ন করতে  তাঁরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে নির্দেশ দেন।
 
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ময়নাকাটা নদীর চরটেকেরহাট হতে শিবচর আবাসন প্রকল্প এলাকা পর্যন্ত পণ্য ও যাত্রীবাহী নৌযান নির্বিঘœ ও নিরাপদে চলাচলের লক্ষ্যে ১৪ লাখ ঘনমিটার মাটি খননের উদ্যোগ গ্রহণ করে বিআইডব্লিউটিএ। ১২০ ফুট প্রস্থ ও ১০ ফুট গভীরতায় ১৪ কিলোমিটার নৌপথ খনন করা হবে। ২০১৭ সালের মে মাসে খনন কাজ শুরু হয়।  ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চার কিলোমিটার এলাকায় চার লাখ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। বাকি ১০ কিলোমিটার এলাকায় খনন কাজ চলমান রয়েছে।
 
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬১২
 
ইঞ্জিনিয়ার আবদুস সামাদের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক 
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুরের পিতা ইঞ্জিনিয়ার এ কে এম আবদুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা
 
  
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬১১
 
ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনে বাংলা নববর্ষ উদ্যাপন
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক মনোজ্ঞ বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নেয়। এ বছরের উৎসবের মূল উপপাদ্য ছিল “উৎসবে বাংলাদেশ”। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ ফারুক খান, পররাষ্ট্র সচিব, সাবেক রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত, সম্মানিত ব্যক্তিবর্গ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও তাদের পরিবারবৃন্দ। 
এ বছর ফোসা আয়োজিত অনুষ্ঠানে বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মকে ভিত্তি করে বাংলাদেশের উৎসবগুলোকে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাগত বক্তব্য রাখেন ফোসার সভাপতি সোনিয়া সুলতানা (নাসরীন)। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফোসার প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, ফোসার পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী এস আয়েশা আখতার জাহান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশীয় নৃত্য, লোকজ সংগীত, কবিতা আবৃত্তি ইত্যাদি। এছাড়াও ভারতীয় ও শ্রীলংকান ঐতিহ্যম-িত নৃত্য পরিবেশিত হয়। 
#
 
মারজুক/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৬১০

জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্যাপন করা হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী
     ---তথ্যমন্ত্রী
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গঠিত মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির আহ্বায়ক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘দেশে ও বিদেশে প্রচলিত ও ডিজিটাল গণমাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচারের মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্যাপন করা হবে।’

আজ বিকেলে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন হলে উপ-কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত আকারে সেগুলো সদস্য সচিবের কাছে জমা দিতে বলেন। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে জন্মশতবার্ষিকীতে দেশি পত্রিকায় ৪ থেকে ৮ পাতার বিশেষ ক্রোড়পত্র, আন্তর্জাতিক খ্যাতিমান পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বিশেষ নিবন্ধ প্রকাশসহ দেশে বিদেশে আলোচনা সভা আয়োজন।  

সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রচার উপকমিটির সদস্য-সচিব তথ্যসচিব আবদুল মালেক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুরা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, নাগরিক টিভির পরিচালক আব্দুন নূর তুষার, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও সাংবাদিক রাহুল রাহা বক্তব্য রাখেন। 

#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬০৯
 
ইঞ্জিনিয়ার এ কে এম আবদুস সামাদের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুরের পিতা ইঞ্জিনিয়ার এ কে এম আবদুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
 
ফয়সল/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬০৮
 
একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার ২৪ এপ্রিল
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
আগামী ২৪ এপ্রিল বিকাল ৫টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। 
সংসদ অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ ও এফ এম ১০৩.২ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ থেকে সরাসরি সম্প্রচার করবে।
#
আবদুল/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮৩০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৬০৭

শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিন্দা ও শোক

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) : 
শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান,  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ আজ তাঁদের শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁরা শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।  
#

দীপংকর/মাহমুদ/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬০৬
 
বরিশালের পিপি মোঃ গিয়াস উদ্দিন কাবুলের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) : 
বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মোঃ গিয়াস উদ্দিন কাবুলের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, গিয়াস উদ্দিন কাবুল ছিলেন একজন দায়িত্বশীল ও নীতিবান আইনজীবী। তিনি একটানা দশ বছর অত্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য তিনি গত ১৯ এপ্রিল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। 
 
#
 
রেজাউল/নাইচ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮১০ঘণ্টা

Handout                                                                                                                 Number : 1605

 

Foreign Minister mourns the loss of valuable lives in Sri Lanka

 

Dhaka, 8 Boishakh (21 April) :

            Foreign Minister Dr. A. K. Abdul Momen expressed his heartfelt condolences for the loss of valuable lives at the incident of multiple and simultaneous explosions at several churches and hotels in Sri Lanka.

            In a message written to Sri Lankan Foreign Minister Tilak Marapana, PC, MP, Dr Momen said, ÔÔWe are deeply shocked causing heavy casualties, including killing of hundreds of innocent people. ÕÕ

            At the same time, Dr. Momen strongly condemned such heinous and barbaric act of violence targeting innocent civilians.

            ÔÔBangladesh maintains a Ôzero toleranceÕ policy against terrorism in all its forms and manifestations and believes that such gruesome violence must be strongly handled to prevent its recurrence,ÕÕ he added.

            Foreign Minister also gave assurance to stand by the people and the government of Sri Lanka at this tragic hour. ÔÔOur thoughts and prayers are with the members of the bereaved families. We pray for a speedy recovery of the injured,ÕÕ he mentioned.

#

 

Tohidul/Nice/Sanjib/Abbas/2019/1755 Hoursতথ্যবিবরণী                                                                             নম্বর : ১৬০৪
 
শ্রীলংকাস্থ বাংলাদেশ হাইকমিশনে হটলাইন সেবা চালু
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
শ্রীলংকায় মর্মান্তিক সিরিজ বোমা হামলার সর্বশেষ তথ্য জানতে শ্রীলংকাস্থ বাংলাদেশ হাইকমিশন হটলাইন সেবা চালু করেছে। 
হটলাইন নাম্বারটি হচ্ছে +৯৪১১৭৩৯৯৪৫৩। সিরিজ বোমা হামলার সর্বশেষ তথ্য জানতে এ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
#
 
অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৬০৬ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ১৬০৩
 
শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোকপ্রকাশ করেছেন। 
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এ হামলা অত্যন্ত নিন্দনীয় ও মানবতার ওপর তীব্র আঘাত। এ পরিস্থিতিতে তিনি সকলকে মানসিকভাবে শান্ত থাকার আহ্বান জানান । 
প্রতিমন্ত্রী নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া, তিনি শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 
 
#
 
শিবলী/অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১৫৫৯ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ১৬০২
 
লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এর সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান বৈঠকে সভাপতিত্ব করেন । 
সভায় কূটনৈতিক যোগাযোগের সূত্র উল্লেখ করে জানানো হয়, দুটি বিবদমান গ্রুপের সংঘর্ষে বর্তমানে লিবিয়ার কিছু অংশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা বিধান ও প্রয়োজনে ফিরিয়ে আনার লক্ষ্যে ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাসে টি হটলাইন ও কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করা হয়েছে। 
রৌনক জাহান বলেন, লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজন হলে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হবে এবং দেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ প্রসঙ্গে আইওএম প্রতিনিধি জানান লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সবরকম সহযোগিতা প্রদানে 
এ সংস্থা প্রস্তুত রয়েছে।  
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা,  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব ড আহমেদ মুনিরুছ সালেহীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ বশিরুল আলম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এএফএম আমিনুল ইসলাম এবং আইওএম এর কান্ট্রি ডিরেক্টর জর্জিওসহ সভায় উপস্থিত ছিলেন। 
#
 
রাশেদ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৩৫৮ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                         নম্বর : ১৬০১
 
উৎপাদনশীলতা বাড়াতে শিল্প ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা জরুরি  
        -শিল্পসচিব
 
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
উৎপাদনশীলতা বাড়াতে শিল্প ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা জরুরি  বলে মন্তব্য করেছেন শিল্পসচিব মোঃ আবদুল হালিম। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে সুশাসন কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করে। সুশাসনের মাধ্যমে দারিদ্র্যমোচনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান।  
শিল্পসচিব আজ ‘উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের জন্য শিল্প কারখানায় জবাবদিহিমূলক আচরণ (অপপড়ঁহঃধনষব এড়াবৎহধহপব ভড়ৎ চৎড়ফঁপঃরারঃু এৎড়ঃিয ধহফ ঈড়সঢ়বঃরঃরাবহবংং)’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাপানভিত্তিক এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে  এ অনুষ্ঠানের আয়োজন করে।  
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামান এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের শিল্পবিষয়ক প্রোগ্রাম অফিসার ড. জোসে এলভেনিয়া (উৎ. ঔড়ংব ঊষারহরধ) বক্তব্য রাখেন। 
শিল্পসচিব বলেন, দারিদ্র্যমোচনে অব্যাহত সাফল্যের জন্য বাংলাদেশ ইতোমধ্যে ‘অসম্ভব অর্জনের দেশ (ঞযব ষধহফ ড়ভ রসঢ়ড়ংংরনষব ধঃঃধরহসবহঃং)’ হিসেবে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি অর্জন করেছে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ছাড়িয়ে গেছে। ২০১০ সালে এদেশে চরম দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৫ শতাংশ, ২০১৬ সালে তা ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের চরম দারিদ্র্যের হার ৩ শতাংশের নীচে নেমে আসবে বলে তিনি উল্লেখ করেন।  
মোঃ আবদুল হালিম আরো বলেন, শিল্পখাতে ব্যাপকহারে দক্ষ ও সৃজনশীল জনবল গড়ে তোলার পাশাপাশি লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব। সেবা শিল্পখাতে এ ধরনের জনবল সৃষ্টি ও প্রযুক্তির প্রয়োগের প্রয়াস উৎপাদনশীলতা ও সেবার মান বাড়াতে অগ্রণী ভূমিকা রাখবে। শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে বর্তমান সরকার পরিবেশবান্ধব সবুজ ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে গুণগত শিল্পায়নের পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। 
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের ২০ জন প্রশিক্ষণার্থী এবং ৩ জন উৎপাদনশীলতা ও সুশাসন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। এতে শিল্প ব্যবস্থাপনায় সুশাসনের মাধ্যমে উৎপাদনের প্রতিটি স্তরে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এর ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে উৎপাদনশীলতা ও ব্যবস্থাপনা দক্ষতার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। 
#
 
জলিল/অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১৩৫৮ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৬০০
 
প্রযুক্তি নির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে
        -আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যৎ তথ্য প্রযুক্তিনির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আইওটি, রোবটিক্স, ব্লকচেইন, বিগডাটার মতো নতুন প্রযুক্তি তথা চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ে আমাদের তরুণদের চিন্তাভাবনা করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত ‘ইয়ুথ লিডারশিপ কনক্লেভ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘টুগেদার টুয়ার্ডস টুমোরো’।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সিনিয়র সহসভাপতি ফারহানা এ রহমান, রবি এর সিইও মাহতাব উদ্দিন ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের নেশান্যাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ ঘোষণার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের আগে পৃথিবীর কোন দেশ নিজেদের ডিজিটাল ঘোষণা দেয়নি কিংবা ডিজিটাল ভিশন দিতে পারেনি। তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে গত ১০ বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৬ লাখ থেকে প্রায় ১০ কোটিতে উন্নীত হয়েছে। তিনি বলেন, আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী। তাদেরকে তিনটি সি গভীরভাবে উপলব্ধি করতে হবে ও বুঝতে হবে। ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিংকিং এবং কলেবোরেশন এর ৩টি সি য়ের সমন্বয়েই নিজেদের মাইন্ড সেট করতে হবে। যেকোন সমস্যা সমাধান করে নিজেদের এগিয়ে নিতে হবে। 
পলক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রাইভেট সেক্টরের তরুণ উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম ও নতুন প্রকল্প নিয়ে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্বের জায়গা করে নিতে পারব বলে তিনি উল্লেখ করেন। 
 
#
 
শহিদুল/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১২৩৭ ঘণ্টা  
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon