Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী 19 April 2017

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১০৮৫

তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর
                           -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল): 
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর প্রযুক্তি নির্ভর আজকের এই তরুণ সমাজ। সুন্দর পরিবেশবান্ধব সোনার বাংলাদেশ হবে এ প্রজন্মের এই প্রতিশ্রুতিশীল তরুণদের হাত ধরেই। তারুণ্যের উদ্যমে দীপ্ত হয়ে সকল সীমাবদ্ধতা মেধা, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কৌশল দ্বারা অতিক্রম করে সোনার বাংলা গড়তে সমন্বিত প্রয়াস চালানো হবে। 

    তিনি আজ ঢাকায় ‘পাওয়ার ও এনার্জি হ্যাকথন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, সকল উন্নয়নের পিছনেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। তাই বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলের জন্যই মঙ্গলজনক। 
    আজকের এ হ্যাকাথনে গৃহস্থালিতে কার্যকর জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির সংকট, বয়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজির বাস্তবায়ন, গ্রিন ও নবায়নযোগ্য এনার্জির সমাধান, বিদ্যুতের সুলভ সংযোগ নিশ্চিতকরণ-এই ৭টি লক্ষ্য অর্জনের জন্য প্রতিবন্ধকতাসমূহ প্রযুক্তি দিয়ে কিভাবে মোকাবিলা করা যেতে পারে তা দেশের তরুণ প্রকৌশলীরা উদ্ভাবন করবে। ৩৯০টি দলের মধ্যে নির্বাচিত ১৫০টি দল আজ থেকে শুরু হওয়া একটানা ৩৬ ঘন্টা তাদের উদ্ভাবনগুলোর প্রোটোটাইপ তৈরি করবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, একাডেমী, ইন্ডাস্ট্রি থেকে ৪০ জনের বিশেষজ্ঞ দল ৭টি বিভাগের সেরা ২১টি উদ্ভাবন খুঁজে বের করবেন। এই নির্বাচিত ২১টি উদ্ভাবন এর প্রোটোটাইপকে বাস্তবায়নে ও বাণিজ্যিকরণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মেন্টরশিপ, ফান্ডিং সহযোগিতা করা হবে।  
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর এসোসিয়েশনের সভাপতি লতিফ খান বক্তব্য রাখেন।  

#

আসলাম/মাহমুদ/আলী/রেজাউল/২০১৭/১৯২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৮৪

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক 
                                                                           -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলোতে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছে। 
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং ধহফ ঞৎধফব ঋধপরষরঃধঃরড়হ-এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বৃদ্ধির জন্য ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে হবে। বিনিয়োগে আনুষ্ঠানিকতা কমানোর পাশাপাশি খরচ কমানো এবং ব্যবসা পদ্ধতি সহজ করার বিকল্প নেই। সরকার এবং ব্যবসায়ী একে অপরের পরিপূরক, সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানা, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার মো. মোর্শারফ হোসেন, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ এ সভায় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৮৩

আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের বিষয়ে সরকার আন্তরিক 
    -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, শিশু শ্রমিকদের সর্বনি¤œ বয়স নির্ধারণের ক্ষেত্রে আর্ন্তজাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের বিষয়ে সরকার আন্তরিক।
আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত আইএলও কনভেনশন ১৩৮ ধারা অনুস্বাক্ষর শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, এই কনভেনশন অনুস্বাক্ষরের আগে আমাদেরকে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সমাজে ব্যক্তি পর্যায়ে সকলকে ১৩৮ ধারার বিষয়গুলো মেনে চলতে হবে। যৌক্তিক পর্যায়ে পৌঁছালে সরকার ১৩৮ ধারা অনুস্বাক্ষর করবে।
তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ। ২০২৫ সালের মধ্যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল পর্যায়ে শিশুশ্রম নিরসন করা হবে। 
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন এবং একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, বাসস-এর ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা, সিএসআইডির নির্বাহি পরিচালক খন্দকার জহুরুল আলম বক্তৃতা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহানাজ হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসস-এর বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন। 
#

আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৮২

হাওর এলাকায় ১০ টাকা দরে চাল সরবরাহ অব্যাহত থাকবে
                            --- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

সুনামগঞ্জ, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, হাওর এলাকার মানুষের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ অব্যাহত থাকবে। আগামী ৩ মাস ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে। 
তিনি আজ সুনামগঞ্জ জেলার সদর  উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদে হাওরের দুর্গত মানুষের সাথে মতবিনিময় ও ত্রাণ সরবরাহ কালে এ কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন থেকে জানানো হয়, সব জায়গায় বাঁধ না থাকায় পাহাড়ি ঢল, আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে সিলেট অঞ্চলের ৪২টি হাওরের মধ্যে ৩৬টি হাওর ডুবে যায়। এতে প্রায় ৯০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার কোটি টাকা বলে ধারণা করা হয়। ইতিমধ্যে দুর্গত মানুষের জন্য ৭৫০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় আরো খাদ্যশস্য বরাদ্দ দেয়া হবে বলে মন্ত্রী সকলকে আশ্বস্ত করেন।
মন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে বিধ্বস্ত হয়ে যাওয়া ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন সরবরাহ করা হবে। কৃষি মৎস্য ও প্রাণি সম্পদেও ক্ষয়ক্ষতি নিরূপণ করে  প্রয়োজনীয় সহায়তা করা হবে। ত্রাণ কার্যক্রম ও হাওর রক্ষার কাজে যে কোন ধরনের অনিয়মের কঠোর শাস্তি দেয়া হবে বলে তিনি কর্মকর্তাদের  সাবধান করে দেন। 
অনুষ্ঠানে ড. জয়া সেন গুপ্তা এমপি, শাহানা রাব্বানী এমপি, পীর ফজলুর রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। 
#

ওমর ফারুক/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১০৮১

রায়ের বাজার স্মৃতিসৌধে খাবার নিয়ে প্রবেশ করা যাবে না
                                   -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) : 
    রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে কোন প্রকার খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। খাবার বা পানির বোতল নিয়ে এখানে প্রবেশ করে যত্রতত্র উচ্ছিষ্ট ফেলা হয়। এ স্থানের পরিচ্ছন্নতা, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা বজায় রাখতে সকলকে উদ্যোগ নিতে হবে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ পরিদর্শন করতে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রী সামনের সীমানা প্রাচীরের বাইরে উঁচু করে স্থাপন করা মাটির সৌন্দর্যবর্ধন এবং সেখানে বাগান নির্মাণের নির্দেশ দেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
    গণপূর্ত মন্ত্রী বলেন, স্বাধীনতার ঊষালগ্নে এদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদররা বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে রায়ের বাজার ও মিরপুরে এনে নির্মমভাবে হত্যা করে। এ স্থানের সাথে আমাদের স্বাধীনতার ইতিহাস জড়িত। এ ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম জাগ্রত হবে।
    তিনি বলেন, এ স্থানের যথেচ্ছ ব্যবহার হলে নতুন প্রজন্ম এ স্থানের গুরুত্ব বুঝতে পারবে না। এ স্থানের ইতিহাস সম্পর্কে জানারও কোন আগ্রহ থাকবে না। স্বাধীনতার পর দীর্ঘ সময় স্থানটি অবহেলা- অযতেœ পড়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করে এখানে স্মৃতিসৌধ নির্মাণ করেন। বিভিন্ন সময় অবহেলার কারণে এখানে গবাদিপশু চরানো হতো এবং ছেলেমেয়েরা খেলাধুলা করতো। সে সব দূর করে আমাদের স্বাধীনতার ইতিহাসের অন্যতম স্থান হিসেবে এর মর্যাদা রক্ষার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

#

কিবরিয়া/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৮০

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোউপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার উপস্থিত ছিলেন। 
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪টি ছাত্র হল ও ৪টি ছাত্রী হল অংশগ্রহণ করছে।
#

শফিকুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৭৯

ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) : 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম টিংকু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
এক শোক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় নাজমুল করিম টিংকু'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় । তিনি মরহুমের রুগের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
শফিকুল/অনসূয়া/গিয়াস/আসমা/২০১৭/১৫৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৭৭

কর্ণেল (অব.) শওকত আলীকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :    

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী অসুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আজ সকালে সিএমএইচ যান। 
ডেপুটি স্পিকার শওকত আলীর পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শওকত আলী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। 
তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। ডেপুটি স্পিকার শওকত আলীর আশু আরোগ্য কামনা করেন।
#

স্বপন/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৭৫ 

নৌমন্ত্রীর লন্ডন যাত্রা 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) : 
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর (আইএমও) মহাসচিবের সাথে বৈঠকে যোগদানের জন্য  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 
মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার এবং নৌপরিবহণ মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম।
শাজাহান খান আইএমও’র মহাসচিব কর ঞধপশ খরস এর সাথে বৈঠক ছাড়াও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন লন্ডন শাখার নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।  
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালে আইএমও’র সদস্য পদ লাভ করে। বাংলাদেশ উক্ত সংস্থার ‘বি’ ক্যাটাগরির সদস্য। 
#

জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/জসীম/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা 

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon