Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০১৭

তথ্যবিবরণী ১ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                                            নম্বর : ১৭৪৪
 
দারিদ্র্য বিমোচনে রোটারিয়ানগণের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা  রাখবে
                        -- স্পিকার
 
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবায় রোটারি ক্লাবের অবদান অনস্বীকার্য।
তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “রোটারি বর্ষ উদযাপন-২০১৭” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর পূর্বে তিনি ঢাকার উত্তরা এলাকার জন্য ৪টি অ্যাম্বুলেন্স সেবা ও রোটারি বর্ষ-২০১৭ এর উদ্বোধন করেন।
স্পিকার বলেন, ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ যে কেউ রোটারি ক্লাবের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিয়োজিত হতে পারে। মানব সেবার এ দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে গেলে জাতিসংঘ নির্ধারিত টেকসই লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনে বাংলাদেশের খুব বেশি সময় লাগবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মানুষ মানুষের জন্য’-সেবার  ব্রত নিয়ে মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবতা। তিনি বলেন, রোটারি ইন্টারন্যাশনাল ১১২ বছর ধরে ১ দশমিক ২ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, রোগব্যাধির প্রতিরোধ ও নিরাময়, শিশু স্বাস্থ্য, খেলাধুলা ও শিক্ষার মানোন্নয়নে রোটারি ক্লাবের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। রোটারিয়ানগণ বাংলাদেশ থেকে  রোটারিয়ান ফাউন্ডেশনে ২০০ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে যা দ্বিগুণ আকারে বাংলাদেশে মানবতার সেবায়ই বরাদ্দ হবে-এটা খুবই প্রশংসনীয়।
স্পিকার বলেন, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশে নতুন রোটারি বর্ষে পদার্পণ উপলক্ষে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য ৪টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, যা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রোটারি ক্লাব ভবিষ্যতে তাদের সহায়তার হাত প্রসারিত করবে এবং সারা দেশকে এ সেবার সাথে যুক্ত করবে।
তিনি রোটারি ক্লাবের ন্যায় অন্যান্য সংগঠনকেও গৃহহীনদের আবাসন ব্যবস্থা, দুর্যোগ প্রবণ এলাকায় সাইক্লোন সেল্টার নির্মাণ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাজেট আকারে বড় হলেও বিদেশি অনুদান নির্ভর নয়। এ বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হয়েছে। দারিদ্র্য নিরসনসহ সকল ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাংলাদেশকে অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন করবে।
স্পিকার আরো বলেন, স্ব-প্রণোদিত হয়ে রোটারিয়ানগণ মানবতার সেবায় যে অবদান রাখছেন তা অমূল্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন -২০২১ অর্জনের লক্ষ্যে রোটারি ক্লাবগুলো সম্পৃক্ত হলে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের গভর্নর ফজলুল হক আরিফ, ভাইস প্রেসিডেন্ট রোবায়েত হোসেন, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোকেয়া হক নিরুসহ রোটারি ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 #
তারিক/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ১৭৪৩
 
করুণাময় গোস্বামীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
 
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
 
বিশিষ্ট সংগীত গবেষক ও সাহিত্যিক ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
 
আজ এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, করুণাময় গোস্বামীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতজ্ঞ, বিশিষ্ট নজরুল সঙ্গীত গবেষক ও সাহিত্যিককে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবে না।
 
তিনি প্রয়াত করুণাময় গোস্বামীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
উল্লেখ্য, ড. করুণাময় গোস্বামী গত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 
 
#
 
আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                             নম্বর :  ১৭৪২
 
একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। একাদশ-দ্বাদশ শ্রেণির তিনটি বই- সাহিত্য পাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ বইগুলো এনসিটিবি মুদ্রণ ও প্রকাশ করেছে। সাশ্রয়ী মূল্যে শিক্ষাথীরা এ বইগুলো কিনতে পারবে। 
 
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে নবম শেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া সম্ভব হয়েছে। এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে। সারা পৃথিবীতে এটা এক অতুলনীয় উদাহরণ। সবার মিলিত প্রচেষ্টায় এ অবিশ্বাস্য কাজ সম্ভব হয়েছে। তিনি বলেন, জনগণ এটাকে বড় সাফল্য মনে করে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
 
এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, এনসিটিবি’র সদস্য ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল হোসেন খান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক শ্যামল পাল। 
 
#
 
আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                   নম্বর :  ১৭৪১
 
নতুন প্রজন্মকে জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে
                                             -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির প্রত্যাশা পূরণে তাদেরকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।  
 
তিনি আজ রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্রদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজ সারাদেশে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্লাস শুরু উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রী ঢাকা কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরুর উদ্বোধন করেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান কমে নাই। শিক্ষায় অনেক উন্নতি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের মান অনেক উন্নত হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কোসহ অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শিক্ষার উন্নয়নে বাংলাদেশ রোলমডেল।
 
তিনি ঢাকা কলেজকে দেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের কাছে জাতির প্রত্যাশা অনেক। আজকের নবীন ছাত্রদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে জাতির সেই প্রত্যাশা পূরণ করতে হবে। নিজেদেরকে দেশপ্রেমে উজ্জীবিত দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 
 
শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি উন্নত করার উপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য শিক্ষকদের চর্চা আরো বাড়াতে হবে। ভালভাবে প্রস্তুতি নিয়ে, পড়াশুনা করে এসে ক্লাস নিতে হবে। আমাদের নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী। তাদের বিকাশের ব্যবস্থা করতে হবে। গত কয়েক বছর ধরে বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কলেজে এবার ১০০০ এর স্থলে ১৩০০ ছাত্র ভর্তি করা হয়েছে।  অতিরিক্ত ৩০০ ছাত্র বিজ্ঞান শাখায় নেয়া হয়েছে।
 
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ্ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এবং প্রফেসর সৈয়দা হাবিবা বক্তব্য রাখেন।
#
আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা
Todays handout (1).docx Todays handout (1).docx