Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৬ই অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৫২

পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

আনত্মর্জাতিক ডাক সার্ভিসের কার্যক্রমে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ ২০১৭-২০২০ মেয়াদে ৪ বছরের জন্য ‘পোস্টাল অপারেশন কাউন্সিল’ (পিওসি) এর সদস্য নির্বাচিত হয়েছে। আজ তুরস্কের ইসত্মাম্বুলে ইউনিভার্সাল পোস্টাল  ইউনিয়ন (ইউপিইউ) এর ২৬তম কংগ্রেসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এশিয়া-ওশেনিয়া অঞ্চল থেকে এবার বাংলাদেশ, ভারত, অস্ট্রলেয়িা ও চীন সদস্য নির্বাচিত হয়েছে। এ অঞ্চলে বাংলাদশেরে প্রতদ্বিন্দ্বী দশে ছলি অস্ট্রলেয়িা, চীন, জাপান, কোরয়িা, সংযুক্ত আরব আমরিাত, সঙ্গিাপুর, থাইল্যান্ড, নউিজল্যিান্ড, সৌদ িআরব, ইন্দোনশেয়িা, মালয়শেয়িা, কুয়তে, ভারত, শ্রীলংকা ও লবোনন।  নির্বাচনে ১৪৭টি দেশ ভোট প্রদান করে। 

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত এজেন্সি, যার কাজ হলো আনত্মর্জাতিক ডাক যোগাযোগের ড়্গেত্রে সদস্য রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করা ও তাদেরকে নীতি সহায়তা দেয়া। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সার্বিক কার্যক্রমের অঙ্গ প্রতিষ্ঠান পোস্টাল অপারেশন কাউন্সিলের ভূমিকা অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ। পোস্টাল অপারশেন কাউন্সিলের উলেস্নখযোগ্য কার্যাবলির মধ্যে রয়েছে ডাক সার্ভিস বিষয়ক গবেষণা, আনত্মর্জাতিক ডাক মাশুল হার নির্ধারণ, ডাক ব্যবস'ার আধুনিকায়ন, ডাক সার্ভিস উন্নতকরণ, অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমসহ পোস্টাল ঞবপযহরপধষ ঝঃধহফধৎফ নিয়ে কাজ করা।   

কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ অর্জনে দশেরে ভাবমূর্ত উনি্নত হব েএবং বাংলাদেশ ‘পওিস’ি সদস্য হসিবে েআনত্মর্জাতিক পরিম-লে নতেৃত্ব এবং  নীতিনির্ধারণী ক্ষত্রে েভূমকিা রাখবে।

    উলেস্নখ্য, বাংলাদশে ে১৯৭৩ সাল েইউপইিউ এর সদস্য লাভরে পর থকে েএ পর্যন্ত পাঁচ বার পওিস িএবং ছয় বার কাউন্সলি অব অ্যাডমিনিস্ট্রেশন (সএি) নর্বিাচতি হয়ছেে।

#

এনায়েত/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

Handout                                                                                             Number: 3151

 

Myanmar press delegates meet Information Minister

 
Dhaka, 6 October :

 

            A six member press delegation from Myanmar led by Thiha Saw, General Secretary of the Myanmar Press Council (MPC) called on Information Minister Hasanul Haq Inu at his office today.

 

            Information Minister briefed the Myanmar journalists on the milestone roles of government under the leadership of Prime Minister Shekh Hasina for free flow of information, freedom of media and journalists’ welfare. He said, it is the government of Sheikh Hasina that opened private sector for television, FM radio and community radio. The government institutionalized the welfare of journalists by establishing Journalist Welfare Trust at the same time, he added.

 

            General Secretary of MPC exclaimed that there was no state-run newspaper in Bangladesh and narrated how Myanmar was transiting from military rule to democratic process under the leadership of State Counsellor Aung San Suu Kyi.

 

            Two other MPC members U Chit Naing and U Zeyar along with Vice President of the Myanmar Journalists Association U Myat Khaing, Member of the Myanmar Journalists Network (MJN) U Kyaw Zeyar Tun, Member of the Myanmar Journalists Union (MJU) Daw Padamya Nini also joined the call on.

 

            Director General of External Publicity wing of Ministry of Foreign Affairs (MOFA) Md. Lutfor Rahman, Director AFM Aminul Islam and PR Officer of the Ministry of Information were present along with conducting officers of MOFA.

 

#

 

Akram/Mahmud/Zashim/Selimuzzaman/2016/1920 Hrs

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৫০

ভারতে বাংলাদেশ-ভারত বৈঠক
ত্রিপুরা  থেকে ১০০  মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধানত্ম 

নয়াদিলিস্ন (ভারত), ৬ই অক্টোবর : 

    গতকাল নয়াদিলিস্নস' বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দ্বিপাড়্গিক সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পড়্গে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ এবং ভারতের পড়্গে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ প্রতিমন্ত্রী পিযুষ গোয়াল।

    বৈঠকে ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ানত্ম করা হয়েছে। ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা সম্পন্ন করে আলোচনার উদ্যোগ নেয়া হবে। স্রেডার সাথে ইইএসএল-এর সমঝোতা স্মারক স্বাড়্গরিত হয়েছে। এর মাধ্যমে আসাম-বাংলাদেশ-বিহারের ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিচালনা লাইন হতে বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হবে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার লিঃ কোম্পানি ভারতে প্রতিটি ২৫০ মেগাওয়াট ড়্গমতা সম্পন্ন তিনটি ইউনিটের বিদ্যুৎ কেন্দ্র স'াপন করবে। 

    বৈঠকে ক্রস বর্ডার বিদ্যুৎ বাণিজ্যের ফ্রেমওয়ার্ক আপডেট, আসাম থার্মাল পাওয়ার প্রজেক্ট হতে ৫০০ মে.ওয়াট বিদ্যুৎ আমদানি, ভুটান হতে বিদ্যুৎ আমদানি  এবং ভুটান, ভারত ও বাংলাদেশের সাথে ত্রি-দেশীয় সভার সময় নির্ধারণ, ভারতের কোম্পানি ইইএসএল-এর সাথে স্রেডার সমঝোতা স্মারক চুক্তি এবং ১১তম জেএসসি সভার সিদ্ধানত্মগুলো পর্যালোচনা করা হয়।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি বিষয়ে ভারতের ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রম্নত সিদ্ধানত্ম নেয়া প্রয়োজন। তিনি বিদ্যুৎ সপ্তাহ-২০১৬-এ প্রতিমন্ত্রী পিযুষ গোয়ালকে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত থাকার আমন্ত্রণ জানান। 

    বৈঠকে উভয় দেশের স্ব-স্ব মন্ত্রণালয়ের সংশিস্নষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন। 

#

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৪৯

সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

জাতীয় সংসদের সংসদ কমিটির ১০ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম সাগুফতা ইয়াসমিন, মো. আসলামুল হক, তালুকদার মো. ইউনুস এবং নাজমুল হক প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার বৈঠকে  উপসি'ত ছিলেন।

বৈঠকে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিশ্চিত করার লড়্গ্যে সংসদ সদস্য ভবনে অপরিচিত ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ রাখার সুপারিশ করা হয়। 

কমিটি নিরাপত্তা ব্যবস'া জোরদারের জন্য সদস্য ভবন এলাকায় রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস'া, পারিবারিক অতিথি ব্যতীত অন্য দর্শনার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং সদস্য ভবনসমূহের ছাদ বা অন্য কোনো জায়গায় অবৈধ অবস'ানকারীদের তলস্নাশি এবং অপসারণ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে। 

বৈঠকে সদস্যবৃন্দের বাসার গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য ‘ছক’ মোতাবেক জমা দেয়ার জন্য পুনরায় তাগাদা জানিয়ে অনুরোধ করার সুপারিশ করা হয়। কমিটি সংসদ সদস্য ভবনে বসবাসরত সংসদ সদস্যদের পরিবারের সদস্য, বাসার সহযোগী কর্মী ও ড্রাইভারদের পাসের ব্যবস'া করার সুপারিশ করে। 

কমিটি সংসদ সদস্য ভবনের অভ্যনত্মরে স্টিকারবিহীন কোনো গাড়ি প্রবেশ করতে না দেয়ার সুপারিশ করে। 

জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন। 

#

হালিম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৪৮

এ মাসেই জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে জামদানি

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বিসিকের আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দেবে। 

বিশ্ব মেধাসম্পদ সংস'ার (ডওচঙ) ৫৬তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। গত ৪ অক্টোবর জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস'ার মহাপরিচালক ফ্রান্সিস গারি (ঋৎধহপরং এঁৎৎু), এশিয়া প্যাসিফিক গ্রম্নপের প্রতিনিধি হিসেবে ভারতসহ সংস'ার সদস্যভূক্ত দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। 

সিনিয়র শিল্প সচিব বলেন, জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার মেধাসম্পদের সুরক্ষার প্রতি সর্বোচ্চ গুরম্নত্ব দিচ্ছে। ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের নিবন্ধন দিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে জিআই আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। নাগরিকদের সৃজনশীল উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় বিদ্যমান মেধাসম্পদ আইন ও বিধিমালার সংশোধন করা হচ্ছে বলে তিনি জানান। 

সম্মেলনে সিনিয়র শিল্পসচিব দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি এলডিসি গ্রম্নপের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্‌ অধিদপ্তরের (উচউঞ) রেজিস্ট্রার 
মো. সানোয়ার হোসেন প্রতিনিধিদলে সদস্য হিসেবে সম্মেলনে উপসি'ত ছিলেন। 

#

জলিল/মাহমুদ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৪৭

সচিবালয়ে রোববার ভূমিকম্প ও অগ্নিকা- সচেতনতামূলক মহড়া

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

    আগামী রোববার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমিকম্প ও অগ্নিকা- সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হবে।

    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ সচিব মো. শাহ্‌ কামাল আজ তাঁর মন্ত্রণালয়ের সভাকড়্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ সচিব বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশে বেশ কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এছাড়া প্রায়শই বিভিন্ন স'ানে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। সচিবালয় একটি স্পর্শকাতর এলাকা। এখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ কাজ করেন। তাই সচিবালয়ে কর্মরত সকলের ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এরই অংশ হিসেবে সচিবালয়ে মহড়া অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের সকল এলাকায় এ মহড়ার আয়োজন করা হবে। স'ানীয় অধিবাসীগণ জেলা-উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় নিজ নিজ উদ্যোগে এ মহড়ার আয়োজন করতে পারেন। তিনি আরো বলেন, ভূমিকম্পের প্রসত্মুতি হিসেবে সরকার আধুনিক উদ্ধার যন্ত্রপাতি ক্রয় করেছে। এর সাহায্যে দেশের বিভিন্ন স'ানে, শহরে ও শিড়্গাপ্রতিষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকা- প্রসত্মুতি মহড়া চলছে।

    পুরনো ঢাকাকে ভূমিকম্পের অধিক ঝুঁকিপূর্ণ উলেস্নখ করে তিনি বলেন, পুরনো ঢাকায় ভূমিকম্প সচেতনতা তৈরি করতে জনসচেতনতামূলক প্রোগ্রাম ও মহড়া করা হচ্ছে। আগামী ১২ অক্টোবর পুরনো ঢাকার সদরঘাট এলাকায় বড় ধরণের মহড়ার আয়োজন করা হবে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরে চিহ্নিত ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবনসহ বিভিন্ন শহরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে। তারা এসব ভবনগুলো ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। আশা করা যায় জানুয়ারি মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে। নিজের বাঁচার তাগিদেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার জন্য তিনি ভবন মালিকদের অনুরোধ জানান।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ পিএসসি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোসত্মফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপসি'ত ছিলেন। 

#

ওমর/মাহমুদ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৪৬
গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্র অভিযান
ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 
    শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, এখন থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্র গ্রহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল অভিযান পরিচালনা করবে।
    আজ মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে গৃহকর্মী সুরড়্গা ও কল্যাণ নীতি ২০১৫ বাসত্মবায়নের লড়্গে গঠিত গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলের প্রথম সভায় তিনি এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি গৃহকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অনেক গৃহকর্মী সামান্য ভুল-ত্রম্নটির কারণে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। সরকার কোন ক্রমেই এসব অন্যায়-অমানবিক আচরণ সহ্য করবে না। এ জন্য কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এখন থেকে এ ধরনের ঘটনা জানতে পারলে সঙ্গে সঙ্গে মনিটরিং সেল অভিযান পরিচালনা করবে এবং নির্যাতনকারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস'া গ্রহণ করবে।
    প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মী সুরড়্গা ও কল্যাণ নীতি বাসত্মবায়নের বিষয়ে সবাইকে অবহিত করতে কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেলের শাখা কমিটি করা হবে। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোনো শিশুকে কোনো অবস'াতেই কোনো কাজে লাগানোর সুযোগ নেই। তবে ১২-১৮ বছরের মধ্যে শিশুকে ঝুঁকিপূর্ন নয় এমন হালকা কাজে নিয়োগ দেয়া যেতে পারে। তিনি বলেন, গৃহকর্মী নিয়োগ দিতে হলে তার কর্মঘন্টা, মজুরি নির্ধারণ, সাপ্তাহিক ছুটি ও থাকার ব্যবস'া নিশ্চিত করতে হবে। 
    উলেস্নখ্য, গৃহকর্মী সুরড়্গা ও কল্যাণ নীতি ২০১৫ বাসত্মবায়নে এবছর ১৩ জুলাই ২২ সদস্যের গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস'ান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মনিটরিং সেলের চেয়ারম্যান এবং সচিব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মনিটরিং সেলের প্রথম সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ইসরাফিল আলম, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মামুদ, বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী, গৃহ-শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন  সংস'া ও সংগঠনের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
পরে মনিটরিং সেলের সদস্যগণ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন নির্যাতিত চাঁদপুরের ৯ বছরের শিশু গৃহকর্মী জান্নাতুল ফেরদৌসকে দেখতে যান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জান্নাতের চিকিৎসার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।
#
আকতারম্নল/মাহমুদ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩১৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হসত্মানত্মর অফিসের উদ্বোধন

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

বিশ্বব্যাংক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হসত্মানত্মর অফিসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশে রপ্তানিমুখী শিল্পায়নের ধারা বেগবান করতে দক্ষতা ও উদ্ভাবনখাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরম্নত্ব দিতে হবে। দেশের ৬০ শতাংশেরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নীচে হলেও দক্ষতা ও কারিগরি জ্ঞানের অভাবে শিল্পায়নে এর সুফল কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এ অবস'ার পরিবর্তনে তরম্নণ শিক্ষার্থীদের মধ্যে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীল উদ্ভাবনের প্রয়াস জোরদার করতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্প কারখানার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা জরম্নরি। 

আজ বাণিজ্য অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। 
  
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর ২০ লাখ তরম্নণ-তরম্নণী চাকুরির বাজারে আসলেও মাত্র ২ লাখ লোকের কর্মসংস'ান হচ্ছে। কারিগরি জ্ঞানে দক্ষ জনবলের চাহিদা থাকলেও সাধারণ শিক্ষায় ডিগ্রিধারী শিক্ষার্থীরা তা পূরণ করতে পারছে না। ফলে বিদেশি দক্ষকর্মীরা বাংলাদেশ থেকে প্রতিবছর ৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে। এখাতে বিরাট অংকের অর্থ সাশ্রয়ের জন্য তারা দেশেই সৃজনশীল উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি তারা তরম্নণ উদ্ভাবকদের মেধাস্বত্ত্ব সুরক্ষায় মেধাসম্পদ আইনের আধুনিকায়নের পরামর্শ দেন। 

শিল্পমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতি ও কাঠামোর দুর্বলতার কারণে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী শিক্ষার্থীদের অনেকেই কর্ম জীবনে সাফল্য পাচ্ছেন না। এ অবস'ার পরিবর্তনে বিশ্ববিদ্যালয়-শিল্প কারখানা-সরকার ত্রিপক্ষীয় সম্পর্ক বাড়াতে হবে। পাশাপাশি শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম ঢেলে সাজাতে হবে। পাঠক্রমে সৃজনশীলতা, কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষার বিষয়টি অনত্মর্ভুক্ত করতে হবে। দক্ষ জনবলের চাহিদা পূরণে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সেক্টর কর্পোরেশনগুলো ইতোমধ্যে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলে তিনি উলেস্নখ করেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকায় আমেরিকান সেন্টারের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জর্জ মেসথোজ (এবড়ৎমব গবংঃযড়ং), বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন গবেষক মো. মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ এবং প্রযুক্তি  হসত্মানত্মর অফিস প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বক্তৃতা করেন।
#
জলিল/মাহমুদ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৪৪

সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়ছে
           --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে সে দেশে জনশক্তি রপ্তানি বাড়ছে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে জনশক্তি নিয়োগ করছে। 
    আজ মন্ত্রীর সাথে সৌদি আরবের দাম্মানের দ্বার আল তৌহিদ গ্রুপের চেয়ারম্যান সামি ফারহান মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করলে মন্ত্রী এ কথা বলেন। দ্বার আল তৌহিদ গ্রুপে বাংলাদেশের অনেক জনশক্তি নিয়োজিত রয়েছে। এ গ্রুপ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো ১৭৫ জন কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে বৈদ্যুতিক কাজ, প্লাম্বারের কাজ ও নির্মাণ শ্রমিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর জনশক্তি রপ্তানির গতি বাড়ায় এরা সৌদি আরবে কাজ করার সুযোগ পাচ্ছে।
    সৌদি ব্যবসায়ী সামি ফারহান বলেন, বাংলাদেশের শ্রমিকেরা অত্যন্ত কর্মঠ, নিষ্ঠাবান এবং বিশ্বাসী। দীর্ঘদিন যাবত এদেশের অনেক কর্মী তাঁর সংস্থায় কাজ করছে। তাঁর সংস্থার জন্য আরো শ্রমিক প্রয়োজন। তিনি বলেন, নির্মাণ শিল্পসহ তৈরি পোশাকেও তাঁর সংস্থার বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে তিনি বিনিয়োগ করতে আগ্রহী। 
    জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত একটি দেশ। সরকার বৈদেশিক বিনিয়োগে সার্বিক সহায়তা দিচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাঁকে সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
    উল্লেখ্য, সৌদী ব্যবসায়ী বাংলাদেশে এসে কয়েকটি তৈরি পোশাক নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন। তিনি চট্টগ্রামের মিরসরাইতে ইকোনমিক জোন পরিদর্শন করবেন।
    এ সময়ে দাম্মানের ‘প্রবাসী নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন। 

#
কিবরিয়া/মাহমুদ/মোশারফ/আব্বাস২০১৬/১৭১৯ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৪১
দুর্গাপূজায় রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৭ই অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় গাম্ভীর্য এবং অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দুর্গাপূজা কিংবা অন্যান্য পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত। তাই ধর্মের গ-িতে কখনো আবদ্ধ থাকেনি উৎসব। ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সার্বজনীন হাজার বছর ধরে।      
    সব ধর্মের মূলবাণী মানবকল্যাণ। দুর্গোৎসব সত্য-সুন্দর আর মঙ্গলালোকে উদ্ভাসিত হোক, দূরীভূত হোক সকল অশুভ আর পঙ্কিলতা। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি এবং ধর্মের মূলবাণী আমাদেরকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বুদ্ধ করুক। বিশ্ব মানবতার জয় হোক- এ কামনা করি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।     বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐক্য, পরমতসহিষ্ণুতা আর ধর্মনিরপেক্ষতার চর্চা এ দেশের মানুষের অনন্য বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণœ রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করুক, কল্যাণময় হোক জগৎবাসীর- এ কামনা করি।
    শারদীয় দুর্গোৎসব সবার জন্য কল্যাণ বয়ে আনুক- এ প্রত্যাশা করি। 
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১০৪৫ ঘণ্টা
 


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৪২
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ই অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। 
    দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। 
    বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।
    আমি আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলবো।
    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।   
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রশিদ/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১০৪৫ ঘণ্টা    
 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৪৩

  খাদিজার হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে 
   পুলিশ কমিশনার ও ডিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশ 

ঢাকা, ২১শে আশ্বিন (৬ই অক্টোবর) : 

    সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে দেখতে বুধবার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী এ সময় সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সাথে টেলিফোনে কথা বলেন এবং খাদিজার উপর হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

    খাদিজার চাচা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য আত্মীয়স্বজনের সাথে মন্ত্রী এ সময় কথা বলেন। তিনি খাদিজার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 
    শিক্ষামন্ত্রী খাদিজার চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আহত খাদিজার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। 
    জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই’। তিনি বলেন, হামলাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।
#

সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিক/কামাল/২০১৬/১৫০৯ ঘণ্টা

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon