Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী 08/11/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৪৪

আরো ২১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) : 

    দেশের নতুন আরো ২১টি সিনিয়র মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হলো। পূর্বে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল।
 
    শিড়্গাসচিব মো. সোহরাব হোসাইন আজ ঢাকায় আনত্মর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে  আনুষ্ঠানিকভাবে এই ২১টি সিনিয়র মাদ্রাসার অধ্যড়্গগণের কাছে স্ব স্ব মাদ্রাসার অনার্স পাঠদানের অনুমতিপত্র হসত্মানত্মর করেন।
 
    ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দীন, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিড়্গা বোর্ডের চেয়ারম্যান এবং  জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী উপসি'ত ছিলেন।
 
    দেশে বর্তমানে ১ হাজার ২শ’ ৭৪টি ফাজিল ও কামিল মাদ্রাসায় ৩ লাখ ১৮ হাজার ৩০৮ জন শিড়্গার্থী অধ্যয়নরত আছে। নতুন অনার্স কোর্স চালু করা ২১টি মাদ্রাসা হল: কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, বগুড়া সরকারি মুসত্মাফাবিয়া আলিয়া মাদ্রাসা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা, রায়পুর কামিল মাদ্রাসা, লোহাগোড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, বরিশাল বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসা, কুমিলস্না ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, টাঙ্গাইল দারম্নল উলুম কামিল মাদ্রাসা, ডবলমুড়িং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা, ভোলা দারম্নল হাদিস কামিল মাদ্রাসা, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নাটোর আল-মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর দারম্নল উলুম কামিল মাদ্রাসা ও গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা।

#

সুবোধ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৪৪৩

ইকোনমিক জোনে বিনিয়োগে শ্রীলংকার ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
কলম্বো, শ্রীলংকা (৮ নভেম্বর):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ সরকার স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। ১০০ স্পেশাল ইকোনমিক জোনে শ্রীলংকার ব্যবসায়ীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।  অনেক দেশকে স্পেশাল ইকোনমিক জোন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।  
    বাণিজ্যমন্ত্রী আজ সন্ধ্যায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় হোটেল গালাডারিতে বাংলাদেশ হাইকমিশন এবং দ্য ন্যাশনাল চেম্বার অভ্ কমার্স অভ্ শ্রীলংকা আয়োজিত ‘বাংলাদেশ শ্রীলংকা ফ্রন্টিয়ার্স অভ্ ইকোনমিক অপারচুনিটিস এন্ড এনগেজমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃৃতায় এসব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া  বিশ্বের বেশির ভাগ উন্নয়নশীল ও উন্নত দেশ এলডিসির সদস্য হিসেবে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করছে।
    মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক ভালো। ভারতের অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছেন, দারিদ্র্যবিমোচন, শিশু মৃত্যুর হার হ্রাসসহ বেশ কিছু সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের থেকেও এগিয়ে আছে। বাংলাদেশ রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে আইসিটি, ঔষধ, জাহাজ নির্মাণ, ফার্নিচার, কৃষিজাত পণ্য রপ্তানিতে সরকার বিশেষ সহযোগিতা দিয়ে যাচ্ছে। অনেক অপ্রচলিত পণ্য রপ্তানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২১ সালে দেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
    বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) ৫ম সভায় নেতৃত্ব দিতে গত ৭ নভেম্বর সন্ধ্যায় কলম্বো পৌঁছেন বাণিজ্যমন্ত্রী। তিনি ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
    মতবিনিময় অনুষ্ঠানে শ্রীলংকার ন্যাশনাল চেম্বার অভ্ কমার্স অভ্ শ্রীলংকার প্রেসিডেন্ট তিলক গোদামান্না, সিলন বিসকিট লিমিটেডের পরিচালক নিলম জয়াশিং, মিলিয়াম এ্যাংলিশ ইনস্টিটিউটের স্টিটিভেন ব্রাডি মিলিজ, বাংলাদেশের বিজিএমইয়ের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফাহিম বক্তব্য রাখেন।
    কলম্বোয় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
#
লতিফ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৪২

সমবায়ভিত্তিক উৎপাদনশীল প্রকল্প প্রণয়ন করতে হবে
                                -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) : 

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সমবায় খাতের হৃতগৌরব পুনরম্নদ্ধার ও বিকশিত করতে সমবায়ভিত্তিক উৎপাদনশীল ও কর্মমুখী নতুন নতুন প্রকল্প প্রণয়ন করতে হবে। এসব প্রকল্প বাসত্মবায়নের মাধ্যমে গ্রামীণ বেকার যুবক-যুবতী ও হতাশাগ্রসত্ম বিপুল জনগোষ্ঠীকে সমবায় সমিতিতে নিবন্ধিত করে ব্যাপক কর্মসংস'ান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচন তথা জাতীয় আর্থসামাজিক উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা সম্ভব হবে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় পলিস্ন উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস' বিভিন্ন সংস'ার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিভাগের সচিব ড. প্রশানত্ম কুমার রায় সহ সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।

প্রতিমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানসলালিত বিশেষায়িত প্রকল্প হিসেবে উলেস্নখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোনো গাফিলতি বা শৈথিল্য বরদাশ্‌ত করা হবে না। তিনি পলিস্ন জনপদ, মিল্কভিটার আধুনিকায়ন ও পলিস্ন দারিদ্র্যবিমোচন কর্মসূচির আইসিটি প্রকল্পসহ চলমান জনকল্যাণকর কর্মসূচিসমূহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস'া বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দেন।

বিভাগের সচিব ড. প্রশানত্ম কুমার রায় বলেন, প্রকল্প অধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংশিস্নষ্ট বিষয়ে সময়োপযোগী প্রশিড়্গণ গ্রহণের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানার্জন করতে হবে। এ অর্জনসমুহ কর্মড়্গেত্রে সঠিকভাবে কাজে লাগিয়ে জনাকাঙড়্গা পূরণ করতে হবে। প্রকল্প প্রণয়নের পূর্বে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপানত্মর কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সৎ, দড়্গ ও আনত্মরিক হতে হবে।  

#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা

Handout                                                                                                               Number : 3441

High Commissoner of Brunei calls on Foreign Minister

Dhaka , 8 November:

            The newly appointed High Commissioner of Brunei Darussalam to Bangladesh Hajah Masurai Haji Masri paid a courtesy call on Foreign Minister A H Mahmood Ali at the Ministry of Foreign Affairs in Dhaka today.

            Foreign Minister congratulated her for being appointed High Commissioner to Bangladesh and assured the High Commissioner of all sorts of cooperation in discharging her responsibilities in Bangladesh. The Foreign Minister mentioned that Bangladesh attaches importance to her relations with Brunei Darussalam as both the countries share common values and aspirations. He stressed on the need for exchange high level visits between the two countries.

            The High Commissioner thanked the Foreign Minister for receiving her and assured him of her sincere effort to further deepen bilateral cooperation between the two brotherly countries. She particularly emphasized on promoting investment between the two countries and assured that she would put special effort in this area. Foreign Minister advised her to establish contact with the businessmen and potential investors of both the countries and facilitate their effort.

            The High Commissioner informed the Foreign Minister that since 2000, total 26 Bangladeshi students got scholarship from the Brunei government for higher studies in Brunei and many other students are pursuing higher studies there under scholarship from Bruneian University and Institutions.

            The Foreign Minister informed the High Commissioner about high standard of our Medical Colleges and Post Graduate Institutes like BSMMU and invited Bruneian students to pursue higher studies in medicine in Bangladesh. He particularly mentioned that fellowship and other post graduate courses offered by the BSMMU are highly rated internationally. The Foreign Minister also invited more participants from Bruneian Armed Forces in the NDC and Staff Courses in Bangladesh.

#

Khaleda/Afraz/Sanjib/Joynul/2016/1820hours

Handout                                                                                                    Number : 3440

Bhutanese Ambassador calls on Foreign Minister

Dhaka, November 8:

 

The newly appointed Bhutanese Ambassador to Bangladesh Sonam Tobden Rabgye paid a courtesy call on Foreign Minister Abul Hassan Mahmood Ali at the latter’s office in Dhaka today.

 

During the meeting, welcoming the new Bhutanese Ambassador to Dhaka, the Foreign Minister recalled his diplomatic assignment in Bhutan in the 80s. They also discussed issues of mutual interest. Foreign Minister recalled his recent visit to Bhutan when he was amazed at the tremendous progress and development Bhutan has achieved over the years. He also recalled his long association with the Bhutanese Royal Family and lauded the pragmatic role of His Majesty the Kings especially the role of 4th King of Bhutan.

 

The new Ambassador conveyed the regards of the Bhutanese Foreign Minister to Mahmood Ali. The Ambassador also expressed thanks for granting a plot in Dhaka for the construction of the Embassy and stated that according to the desire of Prime Minister Sheikh Hasina, they would build a structure commensurate with Bhutanese culture and heritage.

 

Under the framework of sub-regional cooperation, Foreign Minister put particular emphasis on joint development of hydro-power projects and operationalization of BBIN Motor Vehicle Agreement between Bangladesh and Bhutan. He stated that Bangladesh is willing to invest USD 1 billion in the Dorjilung Hydro-power project (1125 MW) under trilateral cooperation with India and Bhutan. He opined that there is tremendous potential in the region and the prospect of sub-regional ‘growth quadrangle’ in the form of BBIN will be able to bring mutual benefits to our people.

 

The Ambassador briefed the Foreign Minister about the developments in Bhutan in various sectors including the hydro-power projects, BBIN Motor Vehicle Agreement etc. and informed about the progress on operationalization of flights between two countries by US-Bangla airlines. He also expressed Bhutan’s interest to import internet bandwidth from Bangladesh.

 

Foreign Minister assured the new Ambassador of Bhutan all cooperation in the discharge of his duties during his tenure in Bangladesh.

 

#

 

Khaleda/Afraz/Sanjib/Salim/2016/1800তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৩৯

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশের সমপর্যায়ের
                                       -- রাশেদ খান মেনন

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
    বেসামরিক বিমান পরিবহণ পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হযরত শাহজালাল  বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশসমূহের আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করছে।
    মন্ত্রী আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কনফারেন্স কক্ষে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
    গত ৬ তারিখের ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ঘটনার পর কোন সিডিউল পরিবর্তিন করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাকে অটুট ও নিñিদ্র করতে আনসার সদস্য সোহাগ আলী সবচেয়ে মূল্যবান জীবন বিসর্জন দিয়েছেন। দায়িত্বপালনরত সকল নিরাপত্তা সংস্থার তৎপরতায় অল্প সময়ের মাঝে বিপজ্জনক ব্যক্তিকে আটক করা সম্ভব হযেছে, কোন যাত্রীর ক্ষতি হতে দেয়া হয়নি। বিশ্বব্যাপী বিমানবন্দরের অনাকাক্সিক্ষত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দর, তুরস্কের কামাল আতাতুর্ক বিমানবন্দর, বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে আরো বড় ধরণের ঘটনা ঘটেছে কিন্তু সংশ্লিষ্ট দেশের ওপর তেমন নেতিবাচক প্রতিক্রিয়া হয়নি, বাংলাদেশের ক্ষেত্রেও ঘটবে না বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
    রাশেদ খান মেনন বলেন, সরকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে সমুন্নত রাখতে সম্ভব সকল পদক্ষেপ নেবে। নিরাপত্তা কর্মকা- আরো নিবিড় করতে সিভিলি এভিয়েশনের মেম্বার অপারেশন মুস্তাফিজুর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনরত সকল সংস্থাসমূহকে সমন্বিতভাবে দায়িত্বপালনের অনুরোধ জানান, যাতে একটি সংস্থার সাথে অন্য সংস্থার কোন সমন¦য়হীনতার সৃষ্টি না হয়। এ জন্য নিয়মিতভাবে সমন্বয়সভা আয়োজন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
    নিহত আনসার সদস্য সোহাগ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সোহাগ আলী আমাদের জানিয়ে দিয়েছে, দেশপ্রেম ও দায়িত্ববোধ কাকে বলে। তিনি সোহাগ আলীর পরিবারকে তাঁর পক্ষ থেকে ১ লাখ টাকা ও সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।
    মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব স্বপন কুমার সরকার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক, সিভিল এভিয়শনের মেম্বার (অপারেশন) মুস্তাফিজুর রহমানসহ ডিজিএফআই, এসবি, এনএসআই, এপিবিএন, এ্যাভসেক, আনসার ও পুলিশের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন ।
#
মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

 তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৩৮

মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স  নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি 

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) : 

          জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের আলোকে প্রকৃত মুক্তিযোদ্ধাগণের একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের লক্ষ্যে ‘মুক্তিযোদ্ধা’ এর সংজ্ঞা ও বয়স  নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

    প্রজ্ঞাপনে সংজ্ঞায় বলা হয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬  মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যনত্ম সময়ের মধ্যে যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাঁরাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন’। যথা: ক) যে সমসত্ম ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ট্রেনিং/প্রশিক্ষণ ক্যাম্পে নাম অনত্মর্ভুক্ত করেছেন; খ) যে সকল বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস'ানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং যে সকল বাংলাদেশি বিশিষ্ট নাগরিক বিশ্বে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন; গ) যাঁরা মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অধীনে কর্মকর্তা, কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন; ঘ) সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর, আনসার বাহিনীর সদস্য যাঁরা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন; ঙ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) সাথে সম্পৃক্ত এমএনএগণ (গঘঅ) ও এমপিএগণ (গচঅ) (গণপরিষদ সদস্য); চ) পাকিসত্মানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত নারীগণ (বীরাঙ্গনা); ছ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ এবং দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিকগণ; জ) স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ; ঝ) মুক্তিযুদ্ধকালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিমের ডাক্তার, নার্স ও সহকারীবৃন্দ।  

    উলেস্নখ্য, মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অনত্মর্ভুক্তির ড়্গেত্রে মুক্তিযোদ্ধার বয়স ২৬-০৩-১৯৭১ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে।

#

মারম্নফ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭১০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৩৭

গণশিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) : 
দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম এবং আলী আজম বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে প্রাথমিক ও গণশিড়্গা বোর্ড গঠনের সুপারিশ করা হয়। এছাড়া এনসিটিবির ছাপাখানার অনুরূপ প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স'াপনের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়। 
কমিটি উপানুষ্ঠানিক শিড়্গা ব্যুরোর লড়্গ্য ও উদ্দেশ্য অর্জনে তথা উপানুষ্ঠানিক শিড়্গা আইন ২০১৪, প্রেড়্গিত পরিকল্পনা (২০১১-২০২১), সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজি লড়্গ্যমাত্রা অর্জনের জন্য কার্যক্রম গ্রহণ, উপানুষ্ঠানিক শিড়্গা ব্যুরোর সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, জেলা পর্যায়ে স'ায়ী জীবিকায়ন দড়্গতা প্রশিড়্গণ কেন্দ্র নির্মাণ, শিড়্গার্থীদের জন্য ইনসেনটিভ প্রদানের ব্যবস'া করা, উপানুষ্ঠানিক শিড়্গা কার্যক্রমের আওতায় স'ায়ী কমিউনিটি লার্নিং সেন্টার (ঈখঈ) ও প্রশিড়্গণ কেন্দ্র স'াপন এবং সরকারের নিজস্ব খাত থেকে কার্যক্রম বাসত্মবায়নের জন্য নিয়মিত প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করে। 
বৈঠকে জাতীয় প্রাথমিক শিড়্গা একাডেমির কার্যক্রম দৃশ্যমান করার সুপারিশ করা হয়। এছাড়া প্রশিড়্গণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিড়্গক ও শিড়্গকগণের সর্বোচ্চ পেশাগতমান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিড়্গা বাসত্মবায়নের সুপারিশ করা হয়। 
 কমিটি ২০১৭ শিড়্গাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক সত্মরের সকল পাঠ্যপুসত্মকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ সেস্নাগান ‘মানসম্মত শিড়্গা, জাতির প্রতিজ্ঞা’ অনত্মর্ভুক্ত করে যথাসময়ে শিড়্গার্থীদের নিকট বই পৌঁছানোর সুপারিশ করে। 
বৈঠকে ২০১৭ শিড়্গাবর্ষের প্রাক-প্রাথমিক সত্মরের বিনামূল্যের টিচিং প্যাকেজ মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের আনত্মর্জাতিক দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধানেত্ম স্বচ্ছতা রাখার সুপারিশ করা হয়। তাছাড়া সরবরাহকৃত টিচিং প্যাকেজ মুদ্রণ যাতে মানসম্মত করারও সুপারিশ করা হয়। 
কমিটি সরকারিকরণ বিদ্যালয়ে ৩য় ধাপের শিড়্গকদের বেতন ভাতা আগামী ৭দিনের মধ্যে প্রদানে দ্রম্নত ব্যবস'া গ্রহণের সুপারিশ করে। তাছাড়া জাতীয় শিড়্গা নীতি অনুযায়ী ৮ম শ্রেণি পর্যনত্ম প্রাথমিক শিড়্গার অনত্মর্ভুক্তির বিষয়টি দ্রম্নত বাসত্মবায়নের সুপারিশ করে। 
বৈঠকে প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।
#
হালিম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৩৬

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ায় এগিয়ে আসতে স্পিকারের আহ্বান
ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
        স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমান সরকারের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীসহ দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
স্পিকার আজ ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়েজিত ‘গণপ্রকৌশল দিবস-২০১৬ ও আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে দেশের অগ্রগতি সাধিত হচ্ছে। গত কয়েক বছর যাবৎ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ থেকে ৭ শতাংশ ধারাবাহিকভাবে অর্জিত হচ্ছে।
     তিনি বলেন, বর্তমান সরকার শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় অর্থনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত করা হয়েছে এবং বর্তমানে বাজেটে এ বাবদ ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্পিকার বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করছে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, মেট্রেরেল প্রকল্পেসহ বহু বৃহৎ কর্মসূচি গ্রহণ করছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে জনমিতির সুবিধার সুবর্ণ সময় পার করছে। তিনি দেশের তরুণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার আরো বলেন, বাংলাদেশের জনশক্তির অর্ধেক নারী। এই নারী জনগোষ্ঠীকে পশ্চাতে রেখে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। তিনি দক্ষতা উন্নয়নের সকল কর্মসূচিতে এবং উন্নয়নের মূল ¯্রােতে নারীদেরকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কর্মসূচিতে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আইডিবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তৃতা করেন।

#
কামাল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ৩৪৩৫

পর্যটন মন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর):   
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্ল্যাক আজ সচিবালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে মন্ত্রী হযরত শাহজালাল বিমান বন্দরে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং স্থাপনকৃত নিরাপত্তা সরঞ্জামাদি সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশসমূহের আন্তর্জাতিক বিমান বন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করছে।
    এ সময় মন্ত্রী চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরোপিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহণে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখতে হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান।
    হাইকমিশনার জানান, যুক্তরাজ্য সরকার বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ব্যাপারে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। স্বল্প সময়ের মাঝে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    এ সময় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব স্বপন কুমার সরকার এবং অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক উপস্থিত ছিলেন।

#

মাহবুব/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৪৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৩৪

গলাচিপা পৌর মেয়রের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) : 
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব খলিফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে মন্ত্রী বলেন, ওহাব খলিফার মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ সমাজ সেবক ও দেশপ্রেমিককে হারালো। তাঁর অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ রাখবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। 
#
শহীদুল/অনসূয়া/সাহেলা/গিয়াস/তানিয়া/২০১৬/১৪৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                               নম্বর : ৩৪৩২

       জেইসি’র ৫ম সভায় নেতৃত্ব দিতে বাণিজ্যমন্ত্রী শ্রীলংকায়
কলোম্ব, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :  
         বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের (জেইসি) ৫ম সভায় নেতৃত্ব দিতে ৭ নভেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বো পৌঁছেছেন। তিনি বাংলাদেশের সরকারি ও ব্যবসায়ী সহ ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।         
         ৮ ও ৯ নভেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোয় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় যোগদানের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী শ্রীলংকার ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা সভায় যোগদান করবেন।  এছাড়াও তিনি শ্রীলংকার অর্থ মন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 
        বর্তমানে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্য রয়েছে। গত ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ শ্রীলংকা থেকে পণ্য আমদানি করেছে ৪৫ মিলিয়ন ডলার এবং একই সময়ে রপ্তানি করেছে ৩০ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশের ঘাটতি বাণিজ্য ১৪ দশমিক ৫৫ মিলিয়ন ডলার। শ্রীলংকার বাজারে তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, পাটজাত পণ্যসহ বেশ কিছু বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। শ্রীলংকার বাজারে শুল্কমুক্তসহ বিভিন্ন বাণিজ্য সুবিধা প্রদান করা হলে রপ্তানি অনেক বাড়বে।
         সফরকারী দলে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিজিএমই-এর সভাপতি এবং প্রথম ভাইস-প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)-এর প্রেসিডেন্ট, এফবিসিসিআই-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রমুখ। 
                                                        #
লতিফ/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১২০০  ঘণ্টা   

Handout                                                                                                           Number : 3433

 

Bangladesh-USA important partners in democratic governance

                                                               - Ambassador Ziauddin

 

 Washington DC, 8 November :

            Bangladesh Ambassador to the United States Mohammad Ziauddin has said Dhaka and Washington consider each other as important partners in democratic governance and integration with global economy.

            'Bangladesh and the USA have, over four decades, built a strong bilateral relationship based on common values and mutual respect,' he told faculty members, scholars and students at the University of Notre Dame, Indiana on 7 October.

            Delivering a lecture on 'Bangladesh’s policy priorities and its relationship with the United States and the regional powers' at Keough School of Global Affairs, the Ambassador said the bilateral relations with Washington have been institutionalized by the government of Prime Minister Sheikh Hasina while officials of the two countries  hold regular dialogues on trade, security and military affairs. Bangladesh also participates in President Obama’s four initiatives, especially on health, food security and climate change.

            Ambassador Ziauddin said both Bangladesh and the USA condemn mindless violence and extremism in the name of ideology or political expression.

            He said the USA has become Bangladesh’s largest single export destination and the bilateral trade reached US$ 7 billion last year. The USA is also Bangladesh’s second largest development partner and largest investor. Last year FDI from the USA to Bangladesh was US$ 560 million, accounting for one-fourth of total global FDI into Bangladesh. He said, Bangladesh is working on Duty Free Quota free access of goods to the US market as enjoyed by some other LDCs.

            The Ambassador noted that Bangladesh has been able to maintain equal robust relationship with the USA, China, India, Japan, Russia and the European Union because all these big powers respect Bangladesh's stance for friendship with all and malice towards none.

            As an LDC steeped with multifarious problems, the Ambassador said Bangladesh has been fortunate to have many friends who enable the country to fight poverty and improve the overall well-being of its people. Bangladesh’s GDP, he said, has grown from $6 billion in 1971 to $ 220 billion in 2016; literacy rate raised from 25 percent to 75 percent; life expectancy from 47 years to 72 years, poverty level reduced to 24 percent and annual GDP growth has crossed 7 percent in the last fiscal year. Bangladesh is now the 33rd largest economy in the world in terms of Purchase Power Parity. It is also the second largest supplier of apparel in the world.

            Outgoing UN Secretary General Ban ki-Moon inspired by these developments frequently mentioned in his speeches that 'Bangladesh is a role model of development.'

#

Shamim/Anasuya/Dipankor/Sahela/Tania/2016/1230 hours

Todays handout (11).docx Todays handout (11).docx