Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 9/3/2019

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৪৮
 
অনিরাপদ ফিডমিল তৈরির বিরুদ্ধে সরকারের সাথে কাজ করুন
                                                 -- মৎস্য প্রতিমন্ত্রী
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
ট্যানারির বর্জ্য দ্বারা অনিরাপদ ফিডমিল তৈরির বিরুদ্ধে বৃহৎ পোল্ট্রি শিল্পের মালিকদের সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ট্যানারি বর্জ্য দ্বারা ফিডমিল তৈরির মাধ্যমে মানবস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অপবাদ থেকে মুক্তি পেতে সরকারি পরিদর্শন টিমের সাথে পোল্ট্রি শিল্প মালিকদেরও ট্যানারি পরিদর্শনে যাওয়া উচিত। 
 
পোল্ট্রি শিল্পের উন্নয়নসহ নিরাপদ পোল্ট্রি-নিশ্চিত করার উদ্দেশে আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়  ‘১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো’ এর  সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
 
অনুষ্ঠানে বক্তারা ট্যানারির বর্জ্য দ্বারা অনিরাপদ ফিডমিল তৈরি এবং মুরগির শরীরে নির্বিচারে এন্টিবায়োটিক প্রবেশের মাধ্যমে মানবস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ করার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারকে ট্যানারির বর্জ্য ট্যানারির বাইরে আসতে না দেওয়াসহ প্রতি ১৫দিন পরপর ট্যানারি এলাকায় অভিযান চালানোর আহ্বান জানান।  
 
ডড়ৎফ চড়ঁষঃৎু ঝপরবহপব অংংড়পরঃরড়হ (ডচঝঅ) এর বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম ম-ল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবর, বাংলাদেশ ফুড সিকিউরিটি অথরিটির চেয়ারম্যান মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
                                                       
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী পোল্ট্রি শোতে ২২টি দেশের ৮০০টি স্টল অংশ নেয়।  
 
#
 
শাহআলম/মাহবুব/পারভেজ/সেলিম/২০১৯/২৩১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৪৭
 
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকুন
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঐক্যবদ্ধ থেকে জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে, বিতরণ বা সঞ্চালনজনিত কারণে যেন জনগণ হয়রানির শিকার না হয়।  দেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রগতির সাথে খাপখাইয়ে নিজেদেরকেও দক্ষ করে গড়তে হবে।
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৯ম কার্যনির্বাহী পরিষদের  অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, জিটিসিএল জ্বালানি খাতের ধমনি স¦রূপ. জিটিসিএল ভালো থাকলে দেশের জ্বালানি খাত ভালো থাকবে, উন্নত বাংলাদেশের অবস্থা চিন্তা করে আগামীর পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।
 
এসোসিয়েশনের প্রেসিডেন্ট  প্রকৌশলী মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্বালানি  ও খনিজ সম্পদ বিভাগের সচিব  আবু হেনা মোহাম্মদ মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রুহুল আমীন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন ও জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী মোঃ আল মামুন প্রমুখ।
 
#
 
আসলাম/নাইচ/মাহবুব/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৯৪৬
 
২০১৯ সালে বসবাস উপযোগী এলাকা হিসেবে পরিচিত হবে পূর্বাচল
                                              -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘২০১৯ সালের মধ্যে বসবাস উপযোগী একটি আবাসন এলাকা হিসেবে পরিচিত হবে পূর্বাচল স্যাটেলাইট টাউন। ২০১৯ সালের মধ্যে বরাদ্দপ্রাপ্তরা সকল 
নাগরিক সুবিধাসহ এখানে বসবাস করতে পারবেন। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি’। 
আজ রাজধানীর ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ ও ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ পরিদর্শনকালীন সাংবাদিকদের উদ্দেশে প্রদত্ত 
বিফ্রিংকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।
  শেখ হাসিনা সরকার কোনোভাবেই কোনো অনিয়ম, কোনো দুর্নীতি ও কোনো অস্বচ্ছতাকে বরদাশত্ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন ‘এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আমাদের। আমরা যারা দায়িত্বে আছি, অফিস সহায়ক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সকলকে কাজের গতি বাড়াতে হবে, কাজে স্বচ্ছতা আনতে হবে, সততাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। সকল কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ত্বরান্বিত করতে হবে। যেনো তেনো উপায়ে কাজকে আটকে রাখা যাবে না, প্রকল্প প্রলম্বিত করা, প্রকল্পের ব্যয় বাড়ানো কোনভাবেই আমরা করবো না, এটা সরকারের সিদ্ধান্ত। সে লক্ষ্যে আমি নিজে মাঠে এসেছি।’
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন “সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন” উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বল্প আয়ের মানুষের জন্য, বস্তিবাসীদের জন্য, যাদের স্বচ্ছলতা আছে তাদের জন্যসহ সবার আবাসনের জন্য আমরা কাজ করছি’। মন্ত্রী আরো যোগ করেন, ‘একটি মানুষও আবাসহীন থাকবে না। পূর্বাচলে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা আধুনিক ও নাগরিক সকল সুবিধাসম্পন্ন স্যাটেলাইট টাউনের অধিবাসী হচ্ছেন। আবার তারা ক্ষতিপূরণের টাকাও পাচ্ছেন। উন্নয়নের সকল সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে’।
  মন্ত্রী বলেন, কিছু লোক আছে যারা চোখ থাকতেও অন্ধ, তাদের শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে পড়ে না। আমরা পরিবেশবান্ধব, আধুনিক পূর্বাচল সিটি গড়ে তুলে তাদেরকে সরকারের উন্নয়ন দেখাতে চাই। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পরিদশর্নকালীন দিনব্যাপী রাজধানীর কুড়িল থেকে বালু নদী পর্যন্ত ১০০ ফুট খাল খনন ও উন্নয়ন প্রকল্পের বিভিন্ন খনন ও উন্নয়ন কার্যক্রম, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন, প্রকল্প বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানসহ রাজউকের অন্যান্য সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
#
ইফতেখার/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৯৪৫
 
ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি
দু’একদিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
 
সিঙ্গাপুর, ৯ মার্চ :
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে  খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া  নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে দু’একদিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
 
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।
 
এর আগে ডা. সিবাস্টিন চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আজ সকালে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।
 
#
 
নাসের/নাইচ/মাহবুব/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৪৪
 
ক্রীড়া সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়ক
              -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
চট্টগ্রাম, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ক্রীড়া সমাজে সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়ক। জীবনকে পরিচ্ছন্ন, গতিময় ও সাবলীল করার প্রক্রিয়াগুলোর অন্যতম হলো ক্রীড়া। ছেলে-মেয়েদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ জাগিয়ে তুলতে এবং কর্মমুখর জীবনে বৈচিত্র্যের স্বাদ এনে দিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। 
 
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্থ দেহই সুস্থ মনের চালিকা শক্তি। খেলাধুলাই পারে জীবনের সকল একঘেয়েমি কাটিয়ে ভালোবাসা, সম্প্রীতি, ঐক্য ও নব উদ্যমের সঞ্চার করতে। প্রতিযোগিতা একজন মানুষকে ব্যক্তিজীবনে সৎ, সাহসী আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী করে গড়ে তোলে। এতে অংশগ্রহণের মাধ্যমে নবপ্রজন্ম সুস্থ প্রতিযোগিতাসুলভ মনোভাব নিয়ে আগামীর পথে এগিয়ে যাবে এটাই আমার বিশ্বাস।’ 
 
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী, পরিচালক স্থানীয় সরকার দীপক চক্রবর্তী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। 
 
#
 
বশার/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৪৩
 
শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে সচেতন হতে হবে
                ---শ্রম প্রতিমন্ত্রী
                                                                                                                                         
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
                            
            শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিকদের তাদের অধিকারের চেয়ে শ্রম আইন সম্পর্কে অধিক সচেতন হতে হবে। এতে শ্রমিকদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। 
 
            প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার ফেডারেশনের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
             শ্রম প্রতিমন্ত্রী বলেন, অযৌক্তিক আন্দোলনে শ্রমিকদের মর্যাদা ক্ষুণœ হয়। শ্রমিকরা তাদের 
দাবি-দাওয়া এবং অধিকার নিয়ে আন্দোলন করবেন। আমরা তাদের আন্দোলনকে সম্মান করি, তবে তাদের আন্দোলন হতে হবে যৌক্তিক এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী। শ্রমিকদের ভালোভাবে শ্রম আইন আত্মস্থ করার পরামর্শ দেন। যাতে তাদের অধিকার আদায়ের কোন আন্দোলন ব্যর্থ না হয়, তাদের মর্যাদা ক্ষুণœ না হয়। 
             বর্তমান সরকারকে শ্রমবান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সব কিছু করবে সরকার। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি সরকার শ্রম আইন সংশোধন করেছে। শ্রমিকদের যে কোন যৌক্তিক দাবি আদায়ে আলাপ-আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ লেবার ফেডারেশন ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
 
              সম্মেলনে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ্ মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন- আইটিইউসি- এপির জেনারেল সেক্রেটারি শয়া ইয়োসিডা (ঝযড়ুধ ণড়ংযরফধ) এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন খানসহ ফেডারেশন নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 
 
#
আকতার/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৪২ 
 
বাংলা চলচ্চিত্রের হƒতগৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে
     ---সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলা চলচ্চিত্রের হƒতগৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে যেখানে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে।
 
প্রতিমন্ত্রী আজ বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত “যদি একদিন” চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রধান অতিথি বলেন, “যদি একদিন” চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকসহ নায়ক-নায়িকারা সবাই খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা। আশা করছি, চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ও সমাদৃত হবে।
 
রোমান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও ভারতীয় বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের সাড়া জাগানো নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
 
অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বক্তৃতা করেন।
 
#
ফয়সল/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২০২৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৪১
 
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য সম্মাননা-২০১৮ প্রদান
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ।
 
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সৃজনশীল সাহিত্যে শ্রেষ্ঠ লেখক হিসেবে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রাবন্ধিক আবুল মোমেন সম্মাননা পান।
 
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক কাজী হাবীবুল্লাহ সিরাজী ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জমান খান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম প্রমুখ ।
 
#
শাহেদ/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/২০১৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৪০
 
দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সম্মেলনে তথ্যমন্ত্রী
নিজ সামর্থ্যে লড়ছে বাংলাদেশ, এগিয়ে আসুক বিশ্ব
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নিজস্ব সামর্থ্যে কাজ করে চলেছে বাংলাদেশ। আঞ্চলিক ও বিশ্ব সংস্থাগুলো থেকে প্রাপ্য অর্থায়নযোগ এ কাজকে আরো এগিয়ে নিতে পারে।’
 
মন্ত্রী আজ সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ২য় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সম্মেলন (২হফ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঈষরসধঃব ঋরহধহপব-ওঈঈঋ) -এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে পথ দেখিয়েছে’ বলে তিনি বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও ক্ষতির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ফান্ড গঠন করে বিশ্বের বুকে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ।’
 
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো ও যুগান্তকারী পরিবেশবান্ধব তৎপরতার জন্য ২০১৫ সালে চ্যাম্পিয়নস অভ দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ গৃহকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে পৃথিবীর প্রথম স্থানে। মোট বিদ্যুৎ ব্যবহারকারীর ৩ দশমিক ৩ শতাংশ বা ৫৫ লাখ বসতবাড়িতে ৫৬০ মেগাওয়াট এখন সৌর বিদ্যুৎ। শিগ্গিরই এ হার ১০ শতাংশে উন্নীত হবে।’
 
বেলজিয়াম থেকে পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট তথ্যমন্ত্রী এ সময় ২০১৭ সালে সারা বিশ্বের জিডিপির ২ দশমিক ২ শতাংশ সামরিক খাতে ব্যয় হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নিজেদের ধ্বংসের জন্য অস্ত্র বানাতে যে অর্থ ব্যয় করি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সে পরিমাণ  অর্থের যোগান দেই না। এটি দুঃখজনক।’
 
বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমানের সভাপতিত্বে কনফারেন্সে ড. সালিমুল হক, ইউএনএফসিসি প্রতিনিধি ড. পল ভি দেশংকর, অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের সিনিয়র কনসালট্যান্ট ক্যাথেরিন কুক-সহ দেশি-বিদেশি জলবায়ু বিশেষজ্ঞরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 
#
 
আকরাম/নাইচ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩৯
 
বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে
                                                           -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বাড়াতে হবে। গুটি কয়েক মানুষের লাভের জন্য দেশ স্বাধীন করা হয়নি। পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার সব কিছু করবে। সিন্ডিকেট করে পণ্যে অবৈধ মজুত গড়ে তুলে কৃত্রিম উপায়ে মূল্য বৃদ্ধি করা সুযোগ দেয়া হবে না। বাজারে পণ্যের চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উদ্যোগে আয়োজিত ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
টিপু মুনশি বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে পবিত্র রমজান মাসের আগেই পণ্যের অবৈধ মজুত ও দাম বৃদ্ধির সুযোগ দেয়া হবে না। ব্যবসায় প্রতিযোগিতা না থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করতে দেয়া হবে না। প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব। নিয়ন্ত্রণহীনভাবে জনগণের স্বার্থবিরোধী কাজ করতে দেয়া হবে না। ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেশের মানুষ উন্নতমানের পণ্য প্রকৃত মূল্যে ক্রয় করার সুযোগ পাবেন। 
 
বাণিজ্যমন্ত্র¿ী বলেন, বাংলাদেশ এখন বিশে^র মধ্যে ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দেশ ইতোমধ্যে নি¤œআয়ের দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পরিণত হতে শুরু করেছে। আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ হবে পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত দেশ। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দেশে-বিদেশে বাংলাদেশের উন্নয়নের প্রসংশা করা হচ্ছে। বাংলাদেশের পিছিয়ে থাকার উপায় নেই। এগিয়ে যাবে বাংলাদেশ।
 
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বাণিজ্য, শ্রম ও উন্নয়ন অর্থনীতিবীদ ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন।
#
 
বকসী/নাইচ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৯৩৮
 
বেগম জিয়াকে অসুস্থ মনে হয় না
                      -- তথ্যমন্ত্রী
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,  ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর সানগ্লাস পরা অবস্থায় দেখলে কারোরই মনে হয় না তিনি অসুস্থ। যদিও রিজভী সাহেবরা তাকে প্রতিদিনই অসুস্থ বলে দাবি করেন।’
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে আয়োজিত  কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
 
ড. হাছান বলেন, ‘আর্থরাইটিস তার নতুন রোগ না, এ রোগ নিয়েই তিনি রাজনীতি করেছেন, দু'বার প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা উপমহাদেশে নজিরবিহীন।’
 
মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সবসময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।’
 
ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানে আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।’
 
সাব-এডিটরদের কাজকে সংবাদপত্রের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী তাদের বস্তুনিষ্ঠ কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য,  উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজে সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোকতাদির অনিক, সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
#
 
আকরাম/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩৭
 
ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দের সম্পদের হিসাব বিবরণী দাখিল কার্যক্রম সম্পন্ন
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন পাঁচটি দপ্তর এবং ৬৪ টি জেলায় কর্মরত ১৭ হাজার ৫৭৬ জন কর্মচারীর মধ্যে ১৭ হাজার ২০৮ জন কর্মচারী তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। অবশিষ্ট ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত এবং দীর্ঘমেয়াদি ছুটিতে থাকার কারণে সম্পদের বিবরণী দাখিল করতে পারেননি।  আজ ভূমি মন্ত্রণালয়ের এক  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ - এত দ্রুত সময়ে কর্মচারীদের সম্পদের হিসাব গ্রহণ তার একটি প্রমাণ। এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পদ বিবরণী দাখিলের ফলে অনিয়ম-দুর্নীতি করতে সবাই নিরুৎসাহিত হবেন। তিনি বলেন, এখন হতে সম্পদের হিসাব বিবরণী দাখিলের কর্মসূচি চলমান থাকবে। নিয়মিত মনিটরিং করার মাধ্যমে পর্যায়ক্রমে ভূমি অফিস দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার পুরস্কার হিসেবে আমাকে মন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে ভূমি মন্ত্রণালয়কে আমি যেকোনো মূল্যে দুর্নীতিমুক্ত করবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে আমি এই মন্ত্রণালয়কে শীর্ষ ৫ মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে আসবো। সেই লক্ষ্য বাস্তবায়নসহ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
 
সম্পদের হিসাব গ্রহণের কার্যক্রম ভূমিমন্ত্রীর প্রথম ৯০ দিনের কার্যক্রমের অন্যতম অংশ করা হয়। বাকি গুলো হলো - ভূমি মন্ত্রণালয়ে হটলাইন স্থাপন, দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন এবং ভূমি কর মেলা উদযাপন, 'অনলাইনে খতিয়ান' সেবা চালুকরণ, ই-নামজারি কার্যক্রম পুরোদমে চালু করা, সেবা-দাতাদের দক্ষ করতে ওয়ার্কশপ আয়োজন, দেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম, ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি, অন্যান্য ভূমিসেবা ডিজিটালাইজেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা।
 
#
 
নাহিয়ান/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৮৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩৬
 
কাজী মাহবুবউল্লাহ ছিলেন অত্যন্ত জনদরদী মানুষ 
                             -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
 
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এ পৃথিবীতে বঞ্চিত, অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণে কিছু করার তাগিদ অনুভব করা মানুষের সংখ্যা অনেক কম। কাজী মাহবুবউল্লাহ তেমনই একজন বিরল ও অত্যন্ত জনদরদী মানুষ ছিলেন। 
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত “কাজী মাহবুবউল্লাহ পুরস্কার ২০১৭ ও ২০১৮” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ইকবাল মাহমুদ।
 
অনুষ্ঠানে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফ, কাজী মাহবুবউল্লাহ পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রাপ্ত  গুণিজনদের পক্ষে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী  এবং সমাজসেবক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বক্তৃতা করেন ।
 
উল্লেখ্য, কাজী মাহবুবউল্লাহ পুরস্কার ২০১৭ পেয়েছেন যথাক্রমে সাংবাদিকতায় প্রয়াত বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার, সংগীতে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও আজীবন সম্মাননা পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। ২০১৮ পুরস্কার পেয়েছেন যথাক্রমে সাহিত্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সংক্রামক রোগ প্রতিরোধের জন্য ওহঃবৎহধঃরড়হধষ ঈবহঃৎব ভড়ৎ উরধৎৎযড়বধষ উরংবধংব জবংবধৎপয, ইধহমষধফবংয (ওঈউউজই)‘র পরিচালক ফেরদৌসী কাদরী, খেলাধুলায় বিশিষ্ট মহিলা দাবা খেলোয়াড় রাণী হামিদ এবং আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। 
 
#
 
ফয়সল/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          &
Todays handout (12).docx Todays handout (12).docx