Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী 12 April 2017

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১০১৩
মানসম্মত স্বাস'্য সেবা নিশ্চিত করতে কমিটি গঠনের নির্দেশ স্বাস'্যমন্ত্রীর
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
        বেসরকারি হাসপাতালগুলোর ডায়াগনস্টিক ফি নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সেবার মান উন্নয়নে সুপারিশ প্রদানের লড়্গ্যে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিতে সদস্য সচিব হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিবুর রহমানকে মনোনীত করে বিএমএ, স্বাচিপ, বিএমডিসি, বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির একজন প্রতিনিধি অনত্মর্ভুক্ত করার জন্যেও তিনি পরামর্শ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ প্রদানের জন্যে তিনি এসময় নির্দেশ প্রদান করেন। পাশাপাশি মানহীন ও অবৈধ হাসপাতাল ও ক্লিনিক চিহ্নিত করে তার বিরম্নদ্ধে অভিযান চালানোর জন্য একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন।
        তিনি আজ সচিবালয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চেয়ারম্যান ও ব্যবস'াপনা পরিচালকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, সবার জন্য মানসম্মত স্বাস'্য সেবা নিশ্চিত করার লড়্গ্যে সরকারের সহযোগী শক্তি হিসেবে বেসরকারি হাসপাতালগুলো কাজ করে। কিন' বেসরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীড়্গার মূল্য এবং সার্ভিস চার্জ অত্যাধিক হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের পড়্গে তা বহন করা দুঃসাধ্য। তিনি এড়্গেত্রে বেসরকারি হাসপাতালকে সমন্বিতভাবে স্বেচ্ছায় উদ্যোগী হয়ে দেশের অধিকাংশ মানুষের কথা বিবেচনা করে সহনীয় মাত্রার মধ্যে ফি নির্ধারণের আহ্বান জানান।
     সভায় অন্যান্যের মাঝে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. এনামুর রহমান, স্বাস'্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সলান, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. শহীদুলস্নাহসহ রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস'াপনা পরিচালকগণ উপসি'ত ছিলেন।
এর আগে বেসরকারি মেডিকেল কলেজের মানোন্নয়নে অপর এক মতবিনিময় সভায় স্বাস'্যমন্ত্রী বলেন, সরকারের কঠোর অবস'ানের কারণে সবাই বুঝে গেছে যেনতেন ভাবে মেডিকেল শিড়্গা প্রতিষ্ঠান চালানো যাবে না। পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় বর্তমান শিড়্গাবর্ষে ৪টি কলেজের নতুন ছাত্র ভর্তি বন্ধ করা হয়েছে। কয়েকটি কলেজকে আর্থিক জরিমানা করা হয়েছে। সরকারের এই সিদ্ধানত্মগুলো সবার জন্য সতর্ক সংকেত।
সভায় অন্যান্যের মাঝে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপকা ডা. কামরম্নল আহসান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মকবুল হোসেন, বিএমএ’র সভাপতি ডা. মোসত্মফা জালাল মহিউদ্দিনসহ মন্ত্রণালয়, স্বাস'্য অধিদপ্তর, বিসিপিএস ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/আলী/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                             নম্বর : ১০১২
 
পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার দায়ে ২ জনের কারাদ-
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে আজ ঢাকার মোহাম্মদপুরে লালমাটিয়া থেকে দুইজনকে গ্রেফতার ও কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ সকালে কলেজ অভ্ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা)-এর  উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত জেসমিন নূর এইচএসসি পরীক্ষার উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসে প্রাপ্ত প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকধারী পুলিশ ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা মোবাইল ফোনসহ পরীক্ষার্থী মো. মেহেদী হাসান ও উক্ত শিক্ষিকাকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।  
ভ্রাম্যমাণ আদালত কোডা কলেজের শিক্ষিকা সিফাত জেসমিন নূরকে ২ বছর এবং পরীক্ষার্থী 
মো. মেহেদী হাসানকে ১ মাসের কারাদ- প্রদান করে।
#

আফরাজ/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                             নম্বর : ১০১১
 
বিএসসি টাওয়ারের উদ্বোধন ১৫ এপ্রিল
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
আগামী ১৫ এপ্রিল শনিবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের  (বিএসসি) নিজস্ব জমিতে নবনির্মিত ২৫ তলা বাণিজ্যিক ভবন ‘বিএসসি টাওয়ার’ এর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাওয়ারের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।  
দশ কাঠার অধিক পরিমাণ জমিতে ভূমিকম্প সহনীয় ২৫ তলা অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণে বিএসসির নিজস্ব তহবিল থেকে ৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। টাওয়ারে ২৫টি ফ্লোরে আনুমানিক ১ লাখ ২৯ হাজার বর্গফুট স্পেস রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি বেইজমেন্টসহ পাঁচটি ফ্লোর, গাড়ি উঠানামার জন্য দু’টি কার লিফট, একটি পৃথক ফায়ারম্যান লিফট, উচ্চ গতিসম্পন্ন তিনটি প্যাসেঞ্জার লিফট, দু’টি প্রশস্ত সিঁড়ি ও একটি র‌্যাম্প রয়েছে। প্রতি ফ্লোরে ভাড়াযোগ্য অফিস স্পেস রয়েছে ৪ হাজার বর্গফুট। 
বিএসসি’র নিজস্ব ভবন নির্মাণের জন্য ১৯৭৩ সালে তৎকালীন ডিআইটি থেকে বর্তমানে দৈনিক বাংলা মোড়ে প্লটটি বরাদ্দ পাওয়া যায়। তবে পরিকল্পনা করেও এ জমিতে ভবন নির্মাণ সম্ভব হয়নি। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নিজস্ব উদ্যোগ ও বিএসসি’র প্রস্তাব অনুযায়ী সংস্থার আয় বৃদ্ধির জন্য ঢাকায় আধুনিকমানের বিএসসি’র আঞ্চলিক অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী নৌপরিবহণ মন্ত্রী ২০১১ সালের ২৭ জুলাই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ভবন নির্মাণাধীন অবস্থায় ২০১৩ সালের ৯ অক্টোবর চতুর্থ তলায় বিএসসি’র আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন। 
গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর টাওয়ারটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০১০

শিড়্গামন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে শিড়্গা মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সাড়্গাৎ করে।

    সাড়্গাৎকালে বাংলাদেশে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (ঞঠঊঞ) এবং দড়্গতা উন্নয়নে ইইউ-এর সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন (চরবৎৎব গধুধঁফড়হ) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন হেড অভ্‌ কো-অপারেশন গধৎরড় জড়হপড়হর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের টিম লিডার  ঔঁৎমবহ ঐবরসধহহ এবং প্রোগ্রাম ম্যানেজার গবৎরবস ঊষ ঐধৎড়ঁপযর.

    বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিড়্গা ও প্রশিড়্গণ (টিভেট) এবং দড়্গতা উন্নয়নে শিড়্গা মন্ত্রণালয়ের কৌশলগত কর্ম পরিকল্পনা, এ খাতের উন্নয়নে ইইউ-এর সুনির্দিষ্ট করণীয়, জাতীয় দড়্গতা উন্নয়ন কর্তৃপড়্গ স'াপন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিড়্গার সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এডুকেশন সেক্টর বাজেট সাপোর্ট প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন এ খাতে ৫০ মিলিয়ন ইউরো প্রদানে আগ্রহ প্রকাশ করে।

    এ সময় শিড়্গামন্ত্রী বলেন, ইইউ বাংলাদশের গুরম্নত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং পরীড়্গিত বন্ধু। তিনি শিড়্গাখাতে বিভিন্ন প্রকল্পে ইইউ বাংলাদেশকে সহায়তা করছে। এজন্য তিনি ইইউকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। টিভেট ও দড়্গতা উন্নয়নে এ সহায়তা গুরম্নত্বপূর্ণ বলে মন্ত্রী উলেস্নখ করেন।

    শিড়্গামন্ত্রী বলেন, কারিগরি শিড়্গা আমাদের অগ্রাধিকারের অগ্রাধিকার। মোট শিড়্গার্থীর শতকরা ৬৫ ভাগ কারিগরি শিড়্গায় উন্নীত করতে কাজ করছে সরকার। ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগের বেশি শিড়্গার্থীকে কারিগরি শিড়্গার আওতায়  আনা হবে।
 
    অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব এফ এম আমিনুল হক এবং কারিগরি শিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এ সময় উপসি'ত ছিলেন।
#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                             নম্বর : ১০০৯
 
শিক্ষামন্ত্রী কমনওয়েলথ অভ্ লার্নিং বোর্ড অভ্ গভর্নর্স-এর সদস্য নির্বাচিত

ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
কমনওয়েলথ সচিবালয় শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় অবদান ও জাতীয় অর্জনের স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ অভ্ লার্নিং (সিওএল) বোর্ড অভ্ গভর্নর্স-এ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত করেছে। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রেরিত পত্রে মন্ত্রীকে তা অবহিত করা হয়েছে। ১০ সদস্যবিশিষ্ট সিওএল বোর্ডের মেয়াদ তিন বছর। কানাডার ভ্যাংকুভারে প্রতি বছর জুন মাসে এই বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়ে থাকে। 
এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের ৪টি দেশ থেকে চারজন এবং সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী ৬টি দেশ থেকে ছয়জন নিয়ে সিওএল বোর্ড গঠিত। বর্তমান সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী ৬টি দেশ হলো- কানাডা, ভারত, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, দাক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য। সিওএল ১৯৮৮ সালে গঠিত হয়েছে। 
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী বর্তমানে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত ৯টি দেশের ই-৯ ফোরামের চেয়ারপার্সন এবং ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 
#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০০৮

জাতীয় বিশ^বিদ্যালয়ের ৩য় বর্ষ  অনার্স পরীক্ষা ৬ মে শুরু
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
    জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষা আগামী ৬ মে শুরু হবে।  
    পরীক্ষা ৬ মে থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হবে। ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। 
    পরীক্ষার বিস্তারিত সময়সূিচ জাতীয় বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এ 
পাওয়া যাবে।
#
ফয়জুল/নুসরাত/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৫১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০০৭   

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির বৈঠক

ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
    জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৮ম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সদস্য বজলুল হক হারুন, আব্দুল মান্নান, মোহাম্মদ হাছান মাহ্মুদ, এনামুল হক এবং কাজী রোজী বৈঠকে অংশগ্রহণ করেন।  
    বৈঠকে লাইব্রেরির অভ্যন্তরীণ সাজসজ্জা বাস্তবায়নে গৃহীত প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়টির ওপর সাব-কমিটির একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ লাইব্রেরির অনলাইন কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটির কপি জাতীয় সংসদের লাইব্রেরিতে সংরক্ষণ করার সুপারিশ করা হয়।
    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
স্বপন/নুসরাত/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০০৬

  এটলাসের মোটর সাইকেলের বিশেষ মূল্য ছাড়

ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :

বাংলা নববর্ষ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড  মোটর সাইকেল বিক্রয়ে বিশেষ মূল্য ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। 
বৈশাখি অফার হিসেবে এটলাস সংযোজিত ৮০ সিসি মডেলের মোটর সাইকেল মাত্র ৭৬ হাজার টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। পহেলা বৈশাখ ১৪২৪ থেকে ৩১ বৈশাখ ১৪২৪ পর্যন্ত এ অফার বলবৎ থাকবে। 
আগ্রহী ক্রেতারা এটলাস বাংলাদেশ লিমিটেডের বিক্রয় কেন্দ্র ও সার্ভিস সেন্টার হতে ছাড়কৃত মূল্যে এ মোটর সাইকেল কিনতে পারবেন। 
#
শামসুল/নুসরাত/গিয়াস/রফিকূল/আসমা/২০১৭/১৩৪৫ ঘণ্টা 

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon