Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৬

তথ্যবিবরণী 24.06.2016

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৭৬

কোনো ধর্মে গুপ্তহত্যা, নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না 
                                                        --  মৎস্য প্রতিমন্ত্রী

ফুলতলা (খুলনা), ১০ আষাঢ় (২৪ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, রমজান মুসলমানদের জন্য গুরম্নত্বপূর্ণ মাস। ইসলাম হলো শানিত্মর ধর্ম। প্রতিটি সমপ্রদায়ের মানুষ শানিত্মপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করছে। ধর্ম যার যার উৎসব সকলের। কোনো ধর্মে গুপ্তহত্যা, নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না।

প্রতিমন্ত্রী আজ খুলনা ফুলতলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা, দোয়া এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনীতি এখন শক্ত অবস'ানে রয়েছে। জনগণের আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে মাদকদ্রব্যের অবৈধ্য ব্যবসা ও ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। এ অঞ্চলকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে। দেশের বিরম্নদ্ধে যারা গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি দেশের আরো উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আশরাফ হোসেন আশু এবং সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

#

সুলতান/মাহমুদ/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৭৫

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিক
                                -- আইনমন্ত্রী

ভিয়েনা (অস্ট্রিয়া), ২৪ জুন:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়।

        মন্ত্রী গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিয়েনা (অস্ট্রিয়া) আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

        আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ জনগণকে আইনি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে যার সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে। বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ অতীতের যে কোন সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি মনে করেন।

মন্ত্রী বলেন, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠত হয় সেখানে গণতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কিছুতেই পিছপা হতে চাই না। বর্তমানে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।

        অনুষ্ঠানে ভিয়েনা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

#

রেজাউল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৭৪

ভিয়েনায় বাংলাদেশ ও রাশিয়ার বিচারমন্ত্রীর বৈঠক

ভিয়েনা (অস্ট্রিয়া), ২৪ জুন:

অস্ট্রিয়া সফররত বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রী অষবীধহফবৎ কড়হড়াধষড়া ২২ জুন ভিয়েনায় এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে দু’দেশের দুর্নীতি প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি প্রয়োগে তাঁরা একমত পোষণ করেন এবং এড়্গেত্রে একে অপরের সহযোগিতার আশ্বাস দেন।
 
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উলেস্নখ করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন। এসময় তিনি সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে এবং সুশাসন বাসত্মবায়নে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাশিয়ার বিচারমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশের বিচার ব্যবস'া আধুনিকায়নে রাশিয়া সরকারের সহযোগিতা চান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হকসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।

উলেস্নখ্য, আইনমন্ত্রী আনিসুল হক অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত পাঁচ দিনব্যাপী (২০-২৪ জুন)  জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) ৭ম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ১৯ জুন ঢাকা ত্যাগ করেন। 

আগামী ২৭ জুন সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

#

রেজাউল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৭৩
¬¬¬চতুর্থ সবুজ শিল্প সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় চতুর্থ সুবজ শিল্প সম্মেলনে (৪ঃয এৎববহ ওহফঁংঃৎু ঈড়হভবৎবহপব) যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি আগামীকাল (২৫ জুন) কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৮ থেকে ৩০ জুন কোরিয়ার উলসানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দক্ষিণ কোরিয়ার উলসান মেট্রোপলিটন সিটি, কোরিয়া সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়, কোরিয়ান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (কড়ৎবধহ ওহঃবৎহধঃরড়হ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ অমবহপু/কঙওঈঅ) এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (টঘওউঙ) যৌথভাবে এর আয়োজন করেছে।

এবারের সম্মেলনে ‘টেকসই শহরের জন্য সবুজ শিল্প’ (এৎববহ ওহফঁংঃৎু ভড়ৎ ঝঁংঃধরহধনষব ঈরঃরবং) শীর্ষক প্রতিপাদ্যের ওপর আলোচনা হবে। এতে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ইথিওপিয়া এর শিল্প ও বাণিজ্যমন্ত্রী, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকার ও শিল্প প্রতিনিধি, নগরবিদ, শিক্ষাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ প্রায় ৫শ’ জন প্রতিনিধি অংশ নেবেন। তারা শিল্প ও নগরের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সবুজ প্রযুক্তি এবং ইকো-উদ্ভাবনের বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনে শিল্পমন্ত্রী সবুজ শিল্পায়নে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগ তুলে ধরবেন। তিনি বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবেলা করে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় এলাকায় পরিবেশ সুরক্ষায় সবুজ বেষ্টনী, সামাজিক বনায়নসহ সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে আলোকপাত করবেন।

সম্মেলনে পরিবেশগত ভারসাম্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ উৎপাদনশীলতা, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিল্প ও নগরনীতির কৌশল এবং সম্পদ ও দক্ষতার যথাযথ প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি উপস্থিত প্রতিনিধিরা মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে শিল্পদূষণ থেকে পরিবেশ সুরক্ষায় উলসান সিটির সাফল্য সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে। এতে অংশগ্রহণের ফলে বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে কার্যকর কর্মসূচি প্রণয়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।  

 শিল্পমন্ত্রীর ১ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

#
শামসুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬২৪ ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৭২

¬¬¬প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন করা হবে
                                                ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
      

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ প্রসারিত করতে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল  স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার । তিনি বলেন, প্রথম পর্যায়ে ১০০ উপজেলায় এ ধরনের টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৩৮৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে গৃহীত প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।    
         
    শিক্ষামন্ত্রী আজ ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে  কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন ।

    অনুষ্ঠানে ১১৯টি সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষগণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসের সাথে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন ।

    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনও  অনুষ্ঠানে বক্তৃতা করেন ।

    শিক্ষামন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের  প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২০ সাল নাগাদ মোট শিক্ষার্থীর ২০ শতাংশ কারিগরি শিক্ষায় নিয়ে আসা গেলে দেশে বেকারত্ব অনেকাংশে দূর হবে। তিনি বলেন, গত সাড়ে ৭ বছরে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের ফলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির  হার ১ থেকে  ১৩ শতাংশে উন্নীত করা সম্ভব  হয়েছে। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হলে মোট  শিক্ষার্থীর অর্ধেকের বেশি  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নিয়ে আসতে হবে বলে মন্ত্রী জানান ।

#
সাইফুল্লাহ/মাহমুদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৬২৮ ঘণ্টা  

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon