Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৮

তথ্যবিবরণী 19/10/2018

Handout                                                                                                           Number : 2887

 

12th ASEM Summit

Foreign Miniser delivers his statement

 

Dhaka, October 19 : 

 

The 12th Asia- Europe Summit (12th ASEM) held in Brussels on 18-19 October 2018 with the theme 'Global Partners for Global Challenges'. Foreign Minister of Bangladesh A H Mahmood Ali led the Bangladesh delegation in this 12th ASEM Summit.

 

            Today, Bangladesh Foreign Minister delivered his statement in the second plenary titled 'Reinforcing the Multilateral System: Advancing the ASEM Partnership on Global Challenges.'

 

            In his speech he projected before the forum Bangladesh’s democratic, secular and progressive identity as well as her effort to promote global peace, progress and prosperity as envisioned by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Citing the issue of forcibly displaced Myanmar nationals who took shelter in Bangladesh, Foreign Minister Ali expressed his gratitude to the international community for their continued support to Bangladesh for resolving this complex issue with Myanmar and expressed his hope that the first batch of eight thousand Rohingya people would be able to return to their original villages in Rakhine State soon. He also stressed the need for creating great connectivity between Asia and Europe in order to develop infrastructure, institutions and people to people contact for overall progress.

 

            Leader from fifty three ASEM partners attended this grand Summit. In the summit it is decided that Cambodia will host the next ASEM Summit in 2020.

 

            There were two plenaries and one retreat sessions altogether during the summit where leaders of Asia and Europe exchanged views on contemporary issues of global importance such as SDGs, migration, climate change, cyber security, fair trade, women rights, forcibly displaced people etc.

 

#

Tohidul/Mahmud/Abbas/2018/2355 Hours 

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৮৮৬ 
 
কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের 
                                             -- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৪ কার্তিক (১৯ অক্টোবর) :
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোরিয়ার সাথে বাংলাদেশর বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশে কোরিয়ার অনেক বিনিয়োগ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোরিয়ার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। সরকার বাংলাদেশে বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। কোরিয়া থেকে বাংলাদেশ অনেক যন্ত্রপাতি আমদানি করে থাকে, সে কারণে আমাদের আমদানি বেশি। বাংলাদেশে বিশ^মানের ঔষধ উৎপাদন করছে। কোরিয়া কম মূল্যে বাংলাদেশ থেকে বিশ^মানের ঔষধ আমদানি করতে পারে। বাংলাদেশ এখন ১২৯টি দেশে ঔষধ রপ্তানি করছে। 
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে কোরিয়া বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দু’দিনব্যাপী বাণিজ্য মেলা ‘শোকেস কোরিয়া-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
উল্লেখ্য, শোকেস কোরিয়া ২০১৮-তে কোরিয়ার ২০টি এবং বাংলাদেশের ১৩টি মোট ৩৩টি কোম্পানির ১০০টি  স্টল রয়েছে। প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক্স, গাড়ি, সিরামিক, পেপার, কসমেটিক্স। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এ মেলা আগামী বছর কোরিয়ায় অনুষ্ঠিত হবে।
 
কোরিয়া বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন, কোরিয়া ইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সা‘দাত, এলজি ইলেক্ট্রনিকের ব্যবস্থাপনা পরিচালক ডং কন সন এবং শোকেস কোরিয়ার অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সাহাবউদ্দিন খান।
 
#
 
বকসী/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২৮৮৫
 
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই 
                                                     -- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ৪ কার্তিক (১৯ অক্টোবর) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সারা বিশে^ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে যে আনন্দ, সুখ, স্বচ্ছন্দ, প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ ভাগাভাগি করে নেয়, অনুরূপভাবে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। 
 
মন্ত্রী আজ ঈশ^রদী ঠাকুর বাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গোৎসব ১৪২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ^রদীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন। 
 
অধ্যাপক স্বপন কুমার কু-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, মুক্তিযোদ্ধা চান্না ম-ল এবং পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল উপস্থিত ছিলেন।
 
#
 
রেজুয়ান/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৭২০ ঘণ্টা 

Handout                                                                                                           Number : 2884


Foreign Minister met European Leaders

on the sidelines of 12th ASEM Summit

 

Dhaka, October 19 : 

 

            Foreign Minister Abul Hassan Mahmood Ali met President of the Swiss Confederation Alain Berset, the Maltese Foreign Minister Carmelo Abela and Portuguese Secretary of State for European Affairs Ambassador Anna Paula Zacarias yesterday on the sidelines of 12th ASEM Summit currently underway (18-19 October 2018) at the European Union HQs in Brussels.

 

             President of Swiss Confederation Alain Berset reassured 'strong support' for resolution of the Rohingya crisis. He further said that '[he] couldn't be more thankful' for what Bangladesh has done hosting the Rohingyas, including sincere efforts to find a stable and peaceful resolution of the crisis. 

 

            President Berset also thanked the Foreign Minister for his very successful visit to Bangladesh on 4-7 February 2018, first ever by any Swiss President since establishment of diplomatic relations between the two countries in 1972, when he met with President Abdul Hamid, Prime Minister Sheikh Hasina, Speaker Shirin Sharmin Chowdhury, as well as Foreign Minister Ali himself and also paid a visit to the Rohingya camps and one hospital supported by Switzerland in Cox'sbazaar. He further mentioned about his brief meeting with Prime Minister Sheikh Hasina on the sidelines of the recently concluded UN General Assembly held in New York (September 2018) and expressed deep satisfaction about the ongoing excellent bilateral relations between Bangladesh and Switzerland. 

 

            Foreign Minister Ali thanked Swiss President for full support in the Rohingya crisis and expressed hope that Bangladesh and Switzerland will remain committed to further strengthen the existing excellent relations both bilaterally and also at multilateral foras.  

 

            Maltese Foreign Minister Carmelo Abela conveyed that Malta is keen to have more engagements with Bangladesh, as both sides 'need to foster good cooperation' to take the relationship to higher level. He further referred to the pending bilateral instruments i.e., MoUs on Political Consultations and Collaboration between respective Foreign Service training institutes. The Maltese Foreign Minister reiterated his invitation to Foreign Minister Ali to visit Malta and sign those instruments. He also sought Bangladesh's support for Maltese candidature for the non-permanent seat of the UN Security Council for the term 2023-2024.  

 

            Foreign Minister Mahmood Ali also attended the opening ceremony of 12th ASEM Summit in the evening, where more than 45 heads of states/governments, and a few foreign ministers including himself, are leading respective country delegations. He also attended the official Summit Dinner. 

 

#

Tohidul/Selim/Parvez/Salimuzzaman/2018/1700 Hrs 

Todays handout (3).docx Todays handout (3).docx