Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ১৭/১০/১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৩২

নিউমুরিং কন্টেইনার টার্মিনালে চারটি বার্থে কার্যক্রম চালু

চট্টগ্রাম, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এর নতুন ৫টি বার্থের মধ্যে চারটি বার্থে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অপারেশন কার্যক্রম চালু হয়েছে। টার্মিনালগুলো হচ্ছে এনসিটি ২, ৩, ৪ ও ৫। দীর্ঘদিন এসব বার্থে অপারেশন কার্যক্রম বন্ধ ছিল।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ আনুষ্ঠানিকভাবে এ অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন।

    ৩২ একর জায়গায় নির্মিত এনসিটির বার্থগুলোতে একইসাথে ৫টি মালবাহী জাহাজ বার্থ নিতে পারবে। নতুন এ অপারেশন কার্যক্রম চালুর কারণে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত ১২ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে।

    এনসিটি-২ প্রাঙ্গণে বার্থ অপারেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন বার্থ চালু যুগান্তকারী পদক্ষেপ। ক্রমবিকাশমান আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা এবং মধ্যম আয়ের দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের ব্যবহার বহুমাত্রিক করা হচ্ছে। 
    
    অন্যান্যের মধ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং সাইফ পাওয়ার টেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

#

সাইফুল/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                           নম্বর : ৩০৩১                    
শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে
                                                                     --মৎস্য প্রতিমন্ত্রী
খুলনা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে। রফতানির জন্য প্রস্তুত মাছে কোনো অপদ্রব্য আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত। 
প্রতিমন্ত্রী আজ খুলনা আভা সেন্টারে ‘অ্যাকোয়াকালচার মেডিসিনাল প্রোডাক্ট নিয়ন্ত্রণ নির্দেশিকা’ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মৎস্য অধিদপ্তর ও বেস্ট প্রজেক্ট-বেটার ফিশারিজ কোয়ালিটি, ইউনিডো এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী এ নির্দেশিকাটি অ্যাকোয়া মেডিসিনের নিবন্ধন, উৎপাদন, আমদানি, বিতরণ, খুচরা বিক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, মৎস্য বিশেষজ্ঞ এবং ব্যবহারকারীগণকে অনুসরণীয় নির্দেশনা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক বাজারে মাছের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা গেলে বাংলাদেশ মাছ রপ্তানিতে এগিয়ে যাবে। 
তিনি আরো বলেন, দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। 
মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামান, খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ এর উপপরিচালক প্রফুল্ল¬ কুমার সরকার, বিএফএফইএ’র সহসভাপতি মো. আব্দুল বাকী এবং উপপরিচালক 
ড. গোলজার হোসেন উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেস্ট প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ড. সালেহ আহমেদ।
অবহিতকরণ সভায় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য হ্যাচারি, মৎস্য চাষি, এবং ড্রাগ এসোসিয়েশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
    পরে তিনি পল¬øীবিদ্যুৎ সমিতির আওতায় ডুমুরিয়ার সাহস ইউনিয়নের লতাবুনিয়া, বাঁশতলা, দিঘলিয়া, গোনাইমারী, খুটাখালী এবং ছোটবন্দ গ্রামে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন। এর ফলে তিনশ’ ৭৭টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট থেকে 
১৪ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।
এছাড়া, প্রতিমন্ত্রী ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ডুমুরিয়া পূজা উদ্যাপন পরিষদ, পূজা মন্দির কমিটি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন পূজাম-পের প্রতিনিধিদের মাঝে অনুদান প্রদান করেন।
#
সুলতান/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/২০১০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৩০

 

কোস্টগার্ড ও খুলনা কাস্টমস্ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

 

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

 

          আজ কোস্টগার্ড পশ্চিম জোন এর রূপসা স্টেশন এবং খুলনা কাস্টমস্ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে খুলনা জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকা হতে ভারতীয় ১ হাজার ১০৪ পিস শাড়ি, ৫১৯ পিস থ্রিপিস, ৬ হাজার ১৪৮ মিটার  থান কাপড় এবং ৩২৩ কার্টন ৪ প্যাকেট সিগারেট  জব্দ করে।

 

          জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮১ লাখ টাকা। জব্দকৃত ভারতীয় পণ্যগুলো খুলনা কাস্টমস্ অফিসে হস্তান্তর করা হয়েছে।

 

#

 

মারুফ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০২৯

অতি দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে
                                                     -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শতভাগ শিশু স্কুলে ভর্তি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, ছাত্রছাত্রী সংখ্যা সমতা বিধানের সাফল্যের ধারাবাহিকতায় অতি দরিদ্র শিক্ষার্থীদের একটি অর্থপূর্ণ শিক্ষাস্তরে নিয়ে যেতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। 

    মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে এলজিইডিভবন মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে সেকায়েপ প্রকল্পের কর্মসূচি অনুযায়ী কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।

    জনাব নাহিদ বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দাযিত্ব গ্রহণের সময় দরিদ্র পরিবারের বিপুলসংখ্যক শিশু স্কুলের বাইরে ছিল। তিনি বলেন, উপবৃত্তি, বিনামূল্যে বই, বেতন মত্তকুফ, স্কুলে দুপুরের খাবার প্রদানসহ দরিদ্র শিশুবান্ধব নানা কর্মসূচির ফলে শতভাগ শিশু স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। বিপুলসংখ্যক এ  দরিদ্র শিশু শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী শিক্ষাস্তরে টেনে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সহযোগিতার আহ্বান জানান।

    সেকায়েপ প্রকল্পের পরিচালক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইয়িদ বক্তব্য রাখেন। 

    অনুষ্ঠানে মন্ত্রী ২১৫ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে মোটরসাইকেল, ল্যাপটপ, ফটোকপি মেশিন ও স্ক্যানার প্রদান করেন। 

#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                             নম্বর : ৩০২৮

আটঘরিয়ায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য 
হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আটঘরিয়া (পাবনা), ২ কার্তিক (১৭ অক্টোবর) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ পাবনার আটঘরিয়া উপজেলায় আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ১১ শয্যাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ‘দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ (৩৭ ইউনিট)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে এ চারতলা ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত রং ব্যবহার করে আধুনিক স্থাপত্যকৌশলে দৃষ্টিনন্দন এ ভবন নির্মাণ করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে গণপূর্ত বিভাগ ১৭৬ কোটি টাকা ব্যয়ে সারাদেশে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

পরে মন্ত্রী দেবোত্তর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


পাবনা জেলা প্রশাসক কাজী আশারফ উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মোমিন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাউসুদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৭২৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                   নম্বর : ৩০২৭

চীনে সিল্ক রোড সম্মেলনে অংশগ্রহণ শেষে স্পিকার দেশে ফিরেছেন

ঢাকা, ২ কার্তিক (১৭ অক্টোবর) : 

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল ১৪ থেকে ১৬ অক্টোবর ঞযব ঈবহঃৎধষ ঈড়সসরঃঃবব ড়ভ ঃযব ঈড়সসঁহরংঃ চধৎঃু ড়ভ ঈযরহধ (ঈচঈ) এর আমন্ত্রণে চীনের বেইজিং এ অনুষ্ঠিত অংরধহ চড়ষরঃরপধষ চধৎঃরবং’ ঝঢ়বপরধষ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব ঝরষশ জড়ধফ এ অংশগ্রহণ শেষে আজ ঢাকা ফিরেছেন। 

প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পংকজ নাথ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং নূরজাহান বেগম ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং (গধ গরহময়রধহম) এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   

    সফরকালে স্পিকার অংরধহ চড়ষরঃরপধষ চধৎঃরবং’ ঝঢ়বপরধষ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব ঝরষশ জড়ধফ এর সমাপনী পর্বে বক্তৃতা করেন। এছাড়া, তিনি চীনের বেইজিং এর গ্রেট হল অভ্ পিপলস এ চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও (খর ণঁধহপযধড়) এবং ঝঃধহফরহম ঈড়সসরঃঃবব ড়ভ ঘধঃরড়হধষ চবড়ঢ়ষব’ং ঈড়হমৎবংং এর চেয়ারম্যান ঝাং দেজিয়াং (তযধহম উবলরধহম) এর সাথে  সাক্ষাৎ করেন। 

#

মঞ্জুর/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০৮ ঘণ্টা     

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon