Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০১৯

তথ্যবিবরণী - 29.9.2019

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৭৩১

দক্ষ কর্মী তৈরিতে সরকারের উদ্যোগ সফল করার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 

          প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল করতে সকলের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বিদেশে গমনেচ্ছুদের দক্ষতার পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে সরকারের উদ্যোগ সফল করার আহ্বান জানান।

          মন্ত্রী আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের বিদায় এবং নব নিয়োগপ্রাপ্ত সচিব মোঃ সেলিম রেজার বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদ্য বিদায়ি সচিব রৌনক জাহান, নব নিয়োগপ্রাপ্ত সচিব মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এবং অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম প্রমুখ।

#

রাশেদুজ্জামান/ইসরাত/রফিকুল/রেজাউল/২০১৯/২১১২ ঘণ্টা

তথ্যবিবরণী          নম্বর: ৩৭৩০ 
 
২৩ অক্টোবর সারাদেশে পবিত্র আখেরি চাহার শোম্বা
 
ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মহরম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ অক্টোবর মঙ্গলবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ২৩ অক্টোবর সারাদেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে। 
 
আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
 
সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন/অর্থ) মোঃ জহিরুল ইসলাম মিয়া, তথ্য অধিদফতরের সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
#
আনোয়ার/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/২০৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী          নম্বর: ৩৭২৯ 
     মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে
            ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রতিটি মানুষই তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আমরা যদি অপরের কল্যাণে কাজ করতে পারি তবেই আমাদের জীবনের সার্থকতা। সকলেই যদি এই মহান আদর্শ ধারণ করে জীবন অতিবাহিত করে তবে সমাজের সকলেরই কল্যাণ হয়। 
মন্ত্রী আজ গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আজীবন সাধারণ মানুষের সেবায় কাজ করে গেছেন। তিনি কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গেছেন। সমাজসেবায় তাঁর অনন্য সাধারণ অবদানের জন্য তাঁকে আন্তর্জাতিক সমাজসেবক বলা হতো। মন্ত্রী বলেন, শহীদ ময়েজউদ্দিন জাতির পিতার নির্মম হত্যাকা-ের তীব্র প্রতিবাদ করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা যদি সবাই একসাথে কাজ করে দেশের উন্নতি করতে পারি তবেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ খান প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত শহীদ ময়েজউদ্দিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির পিতা। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সেনাশাসক এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী আহূত সকাল-সন্ধ্যা হরতালে একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় কতিপয় দুস্কৃতকারী কর্তৃক নির্মমভাবে ছুরিকাহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
#
দীপংকর/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩৭২৮
মাদক ও জঙ্গিবাদ  থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখবে
                                                                      -- শিক্ষামন্ত্রী
সিলেট, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :  
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নাধীন রয়েছে। এতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড-সহ সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। মাদক ও জঙ্গিবাদ থেকে ছেলেমেয়েদের বিরত রাখতে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা পালন করবে।
মন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয়  ক্রীড়া প্রতিযোগিতায়  প্রধান অতিথির  বক্তৃতায়  এসব কথা বলেন। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী  শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। 
মন্ত্রী বলেন, এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে। এর আগে মন্ত্রী সিলেট সরকারি  অগ্রগামী  বালিকা উচ্চ বিদ্যালয়  ও কলেজে  সিলেট বিভাগের ১৮টি উপজেলার ৫২২টি স্কুলের মিড ডে মিল কার্যক্রম  উদ্বোধন  করেন। এ সময় মন্ত্রী বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী  উপকৃত হবে।  পর্যায়ক্রমে  সারা দেশে তা চালু করা হবে। শিশুরা ক্ষুধার্ত  থাকলে লেখাপড়ায় মনোযোগ  দিতে পারে না। তাই শিশুর  মানসিক বিকাশে শিশুর পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ।  
মন্ত্রী এ সময় সিলেট পলিটেকনিক  ইনসিটটিউটে এসডিজি  বাস্তবায়নে  ‘কারিগরি  ও বৃত্তিমূলক  শিক্ষার ভূমিকা’ শীর্ষক  এক কর্মশালায়  প্রধান অতিথি  হিসেবে বক্তৃতা করেন।
 
#
 
খায়ের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৭২৭

গত দশ বছরে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে

                                -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিগত দশ বছরে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ছয় দিনব্যাপী “আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০১৯”এর চতুর্থ দিনের সাংস্কৃতিক পর্বের অংশ হিসেবে আলোচনাসভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

          কবি ও সাংবাদিক নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, কবি মাসুদুল আলম বাবুল, কবি বিমল গুহ প্রমুখ৷ 

#

ফয়সল/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৯/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩৭২৬

জ্যাক শিরাকের শেষকৃত্য  

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্যমন্ত্রী

                                             

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

          ফ্রান্সের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আজ প্যারিস যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীকাল এই শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দের সাথে অংশ নেবেন ড. হাছান।

 

          উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর জ্যাক শিরাক মৃত্যুবরণ করেন। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত থাকাকালে তাঁর আমলেই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ব্যবস্থায় যোগ দেয়। আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সাত বছরের জন্য নির্বাচিত হতেন। তিনি ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনেন। সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করে দীর্ঘদিন গণমাধ্যমের শিরোনাম ছিলেন।

 

          বুধবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 

#

 

আকরাম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৩৭২৫

স্বাধীনতা পদকপ্রাপ্ত ময়েজ উদ্দিনের স্মরণ সভায় কৃষিমন্ত্রী

গাজীপুর, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 

          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা  ময়েজ উদ্দিন বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সাথে গভীরভাবে সম্পৃক্ত।  ছয় দফা আন্দোলন থেকে বাংলার স্বাধীনতা যুদ্ধের বিজয় পর্যন্ত তিনি এক অনবদ্য ও অম্লান ভূমিকা পালন করে গেছেন।

          আজ গাজীপুরের কালিগঞ্জ নোয়াপাড়া শহীদ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজ উদ্দিন এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, রাজনৈতিক জীবনে লোভ, সুবিধাবাদিতা ও কাপুরুষতা তাকে স্পর্শ করেনি। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থ ও গণমানুষের স্বার্থকে তিনি সবসময় মর্যাদা দিয়েছেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী আসাম্প্রদায়িক চেতনায় বলীয়ান ছিলেন তিনি। স্বাধীনতা পদকপ্রাপ্ত  ময়েজ উদ্দিন আহম্মেদ ১৯৮৪ সালের ২৭ শে সেপ্টেম্বর ঢাকা মহানগরের অদূরে কালিগঞ্জে হরতাল চলাকালীন এক মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন তিনি। 

          সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

#

গিয়াস/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৯২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৩৭২৪

বিএনপি গঠনতন্ত্রের ৭ম ধারা বাদ দিয়ে দুর্নীতিবাজদের জায়েজ করছে

                                                               -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 

            প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুর্নীতি-মাদকের বিরুদ্ধে অভিযান করেছেন, বিএনপি তখন তাদের গঠনতন্ত্রের ৭ম ধারা বাদ দিয়ে সমস্ত দুর্নীতিবাজদের তাদের দল করার সুযোগ করে দিয়েছে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

            আজ রাজধানীতে প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ মান্নান স্মরণে আয়োজিত সভায় মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ সভায় অংশ নেন।

            মন্ত্রী বলেন, ‘বিএনপি আগে যখন ক্ষমতায় ছিল, তখন অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্যে হাওয়া ভবন করে সমস্ত ব্যবসা থেকে টোল আদায় করতো, খোয়াব ভবন করে আমোদ ফুর্তি করতো। প্রধানমন্ত্রী আজকে দল-মতের ঊর্ধ্বে সমস্ত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন, আর বিএনপি সাত নম্বর ধারা বাদ দিয়ে সমস্ত দুর্নীতিবাজদের দল করার সুযোগ করে দিয়েছে। এখানেই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য।’ 

            মন্ত্রী বলেন, ‘সাত নম্বর ধারায় ছিল, কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় বা দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয়, কারো বিরুদ্ধে যদি এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয়, তিনি তাদের দলের কোনো পদেই থাকতে পারবে না। সেই সাত নম্বর ধারাটি বাদ দিয়ে বিএনপি সমস্ত দুর্নীতিবাজদের তাদের দল করার সুযোগ করে দিয়েছে।’ 

            আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নেতারা রাজনীতিকে ব্রত হিসেবে নেয়। আর বিএনপির কাছে রাজনীতি ব্রত নয়। তাদের কছে রাজনীতি হচ্ছে ক্ষমতা এবং ভোগ বিলাসের সোপান। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগে আজকের যারা জাতীয় নেতা, তাদের প্রত্যেকের পেছনে অনেক সংগ্রামের ইতিহাস আছে, জীবনকে মৃত্যুর মুখোমুখি করার অনেক ঘটনা আছে, যেটি বিএনপি নেতাদের নাই।

            ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকেছে, পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে যারা আওয়ামী লীগের লেবাস পরে দলে অনুপ্রবেশ করেছিল, যাদের নৈতিক স্খলন ঘটেছে, তাদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন, তিনি ক্যাসিনো বন্ধ করছেন, মাদক বন্ধ করছেন, অনিয়ম বন্ধ করছেন’, বলেন ড. হাছান।

            তথ্যমন্ত্রী এ সময় প্রয়াত চট্টগ্রামের নেতা এম এ মান্নানকে অত্যন্ত সৎ, সদালাপী, প্রাজ্ঞ নেতা হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, এই ধরণের নেতাদের স্মরণে আলোচনা সভা হওয়া প্রয়োজন।

#

আকরাম/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৯/১৯২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর:  ৩৭২৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওরওয়া-এর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

 

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

            ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওরওয়া (ORWA-Old Remians Welfare Association) এর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল এ নির্বাচনে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান।  

 

            বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, এ সংগঠনের মাধ্যমে সাবেক ছাত্রদের সংগঠিত করে তাদের সম্ভাবনাগুলো দেশের কাজে লাগানো হবে। সম্মিলিতভাবে একে অপরের সহযোগিতা করে সামষ্টিক উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

 

#

সাদিক/নাইচ/রফিকুল/আব্বাস/২০১৯/১৯২৩ ঘণ্টা

তথ্যবিবরণী নম্বর: ৩৭২২
 
তথ্য অধিকার পুরস্কার-২০১৯ এর প্রথম স্থান অর্জন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় 
 
ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :
জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য অধিকার পুরস্কার-২০১৯ এর প্রথম স্থান অধিকার করেছে। ‘মন্ত্রণালয় পর্যায়’ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করে। আজ বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
 
তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে বিশ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করেছে।  
 
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
#
সাদিক/নাইচ/রফিকুল/আব্বাস/২০১৯/১৯২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩৭২১

তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্যমন্ত্রী

তথ্য অধিকার নিশ্চিত করছে সরকার

                                             

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

 

          তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘আমরা ২০০৯ সালে ৬ জানুয়ারি সরকার গঠন করার পর সংসদে প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাশ করা হয়। এটির মাধ্যমে বর্তমান সরকার প্রমাণ করেছে যে, সরকার মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করার জন্যেই কাজ করছে। আজকে এ পর্যন্ত তথ্য প্রদান সংক্রান্ত এক লাখ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।’

 

          আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ র‌্যালিতে অংশ নেন।

 

          মন্ত্রী বলেন, আমরা তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। একইসাথে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে। আমরা মনে করি, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা আছে, যাতে আমার স্বাধীনতা বা আরেকজনের স্বাধীনতা অপরের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না করি।  

 

           প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর আজকে বাংলাদেশে গণমাধ্যমের যে ব্যাপক বিকাশ ঘটেছে, এটি বাংলাদেশে অতীতে হয়নি, অন্য কোনো দেশেও গণমাধ্যমের এত দ্রুত বিকাশ হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ২০০৮ সালে পত্রিকার যে সংখ্যা ছিল, এখন তা দ্বিগুণেরও বেশি এবং বাংলাদেশে তখন  প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাইভেট টেলিভিশনের যেটির যাত্রা শুরু হয়েছিল এখন সেটির ৩০টি সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স দেয়া আছে, চালু আছে কয়েক হাজার অনলাইন গণমাধ্যম। এছাড়া গত ১০ বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে  ব্যাপ্তি বাংলাদেশে ঘটেছে, তা মানুষের ভাব ও অনুভূতি প্রকাশের, কথা বলার এবং মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দেয়ার দুয়ার অবারিত করেছে, এটিও শেখ হাসিনার কারণেই হয়েছে। 

 

          বেলুনমালা উড়িয়ে র‌্যালি উদ্বোধন করে  জাদুঘর পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তথ্যমন্ত্রী।

#

 

আকরাম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯০১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৩৭২০

 

গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবে সরকার

---স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

 

            স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, গ্রাম আদালতকে সক্রিয়করণের মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং আদালতে মামলার জট কমানোর জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে গ্রাম আদালত কার্যকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।

            মন্ত্রী আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে গণমাধ্যমের নেতৃস্থানীয় সাংবাদিকদের নিয়ে ‘গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            মন্ত্রী বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প অল্প খরচে জনগণের কাছে দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে সরকারকে সহায়তা করছে। ইউনিয়ন পরিষদে প্রতিষ্ঠিত গ্রাম আদালত উভয় পক্ষের মনোনীত সদস্যদের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করে থাকে। ফলে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য সরকার সারাদেশে গ্রাম আদালতগুলোকে কার্যকর করতে পদক্ষেপ গ্রহণ করেছে।

            অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিন্ক, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।

 

#

মাহমুদুল/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৫৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৩৭১৯

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ব্রুনেই এর হাইকমিশনারের সাক্ষাৎ

 

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

            বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই এর হাইকমিশনার হাজী হারিস ওসমান (ঐধলর ঐধৎরং ঙঃযসধহ) সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

            সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের জন্য বাংলাদেশে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ১২টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ব্রুনেই এর সাথেও সমঝোতা স্বাক্ষর রয়েছে। বিষয়গুলো পর্যালোচনা ও নিরীক্ষা করা হচ্ছে।

 

            ব্রুনেই এর হাইকমিশনার বলেন, ব্রুনেই বাংলাদেশে গ্যাস রপ্তানি করতে চায়। এ সময় তিনি ব্রুনেইয়ে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন।

 

#

আসলাম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩৭১৮

মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা আনা হবে

                     ---পরিকল্পনা মন্ত্রী

                                              

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

          পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মন্ত্রণালয়ের সকল কাজে স্বচ্ছতা আনা হবে।  সরকার চায় প্রতিটি কাজ জনগণের নজরে আসুক এবং জনগণ সেগুলো পরীক্ষা করুক। সরকার প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ে সম্পন্ন করার ব্যাপারে সচেতন রয়েছে বলে তিনি জানান।

 

          মন্ত্রী আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং বিশ্বব্যাংক যৌথভাবে আয়োজিত ‘অ্যাসেসমেন্ট অভ্ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন ।

 

          মন্ত্রী বলেন, প্রতিটি কাজ সরকারি নিয়মকানুন প্রতিপালন করে সম্পন্ন করতে হবে। আইএমইডি’র তথ্যমতে দেশের ৭০ ভাগ প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়ন হয় না এটাকে অগ্রহণযোগ্য বিষয় বলে মন্তব্য করেন তিনি।

 

          এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, সেন্টার প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মোঃ আলী নুর, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Mercy Miyang Tembon এবং বিশ্বব্যাংক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।  

#

 

শাহেদ/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩৭১৭            

সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়নি

                                      - সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) : 

          সম্প্রতি সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনকে গুঞ্জন হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেছেন, এ আইন সংশোধনে মন্ত্রণালয় কোন উদ্যোগ নেয় নি।

          মন্ত্রী আজ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সন্নিকটে এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন আন্ডারপাসের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন।

          মন্ত্রী জানান, প্রায় সাতান্ন কোটি টাকা ব্যয়ে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এর সত্ত

Todays handout (19).docx Todays handout (19).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon