Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১৪ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৫৮

তথ্য মন্ত্রণালয়ে ১১ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) :

    তথ্য মন্ত্রণালয়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে আজ বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

    সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে এ আয়োজনে অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ ও শাহাজাদী আঞ্জুমান আরা, যুগ্মসচিব  মোঃ নুুরুল ইসলাম ও  গৌতম কুমার ঘোষ, উপসচিব আব্দুর রব ও  মোহাম্মদ ইসমাইল হুসেন, সহকারী সচিব পরিমল চন্দ্র পাল ও আলী নওয়াজ, ব্যক্তিগত কর্মকর্তা আফরোজা বেগম ও নাছিম শিকদার এবং ডুপ্লিকেট  মেশিন অপারেটর  মোঃ  সোহরাব আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। তারা সকলেই ২০১৬-২০১৭ অর্থবছরে অবসরে গেছেন।

    প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের মধ্যে মোঃ নাসির উদ্দিন আহমেদ, রোকসানা মালেক, মোঃ মনজুরুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী সংবর্ধনায় অংশ  নেন।
         
#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৫৭
 
শিশুর বিকাশে বাংলাদেশ এগিয়ে
     --- মেহের আফরোজ চুমকি 
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুর প্রারম্ভিক বিকাশে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তবে সব শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনার শিশু কোথায় কার কাছে রাখছেন, কে নিরাপদ, কোথায় রাখা নিরাপদ, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে কিনা তা ভাবতে হবে।’ 
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও প্রতিকূলতা : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউ’র গোলটেবিল লাউঞ্জে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ‘ইউনিসেফ’। 
প্রতিমন্ত্রী মিয়ানমারে চলমান সহিংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি পুষিয়ে নিতে বিশ^বাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশুদের যে মানসিক ও শারীরিক ক্ষতি হয়েছে তা কিভাবে পূরণ করবে বিশ্ব? আমরা চাই না, বিশ্বের একটি শিশুরও ক্ষতি হোক। আমরা ত্রাণ দিতে পারব। কিন্তু শিশুদের মানসিক বিকাশে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারব না।’
প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্ত শিশুদের রাস্তা থেকে ফিরয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া বড় চ্যালেঞ্জ। ‘আমরা পথে কোনো শিশু দেখতে চাই না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেশে বর্তমানে জনসংখ্যার ৪৬ শতাংশ শিশু। এদের বিকাশ ঘটাতে পারলে এটি হবে সম্পদ।’ 
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিসেফের এডুকেশন সেকশনের ম্যানেজার মোহাম্মদ মহসীন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়–য়া, ডিআরইউ সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম সাবু, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, ডিআরইউ সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিআরইউর 
সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
#
খায়ের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৫৬
 
মিথ্যা প্রচারণা চালিয়ে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে
                                                         --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের কোন সংকট নেই। প্রয়োজনীয় চাল মজুত রয়েছে। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। হাওর এলাকায় পানি প্রবেশ এবং বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, চাল আমদানি করে তা পূরণ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন চাল আমদানি হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রতিদিন ট্রাকে করে চাল আসছে। একটি কুচক্রী মহল ভারত সরকারের একটি স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠির মাধ্যমে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। কিছু পত্র-পত্রিকায়ও এর ওপর ভিত্তি করে এ সংবাদ প্রচার করা হয়েছে, যা সঠিক নয়। ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি বা এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। এ ধরনের স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠিতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। 
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে দেশের সাধারণ মানুষ এ চাল ক্রয় করতে পারবেন। চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারগণকে অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে যারা এসব কাজ করছে, তাদের কাউকে ছাড় দেয়া 
হবে না। 
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরে প্রতিদিন বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। চাল আমদানির ক্ষেত্রে কোন ধরনের জটিলতা নেই। বাজারেও চালের স্বাভাবিক সরবরাহ রয়েছে। দেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
#
বকসী/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৫৫ 
 
নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) : 
 নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৪৬তম বৈঠক আজ কমিটির সভাপতি  মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, মো. নূরুল ইসলাম সুজন এবং এম আব্দুল লতিফ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি মন্ত্রণালয়কে সরকারের নীতির সাথে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত না নিতে সুপারিশ করে। বাংলাদেশ মেরিন একাডেমিতে উপযুক্ত  প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর জন্য ও কমিটি সুপারিশ করে। 
এছাড়া, বৈঠকে জানানো হয়, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক  নৌসংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। তাছাড়া এ ইনস্টিটিউট ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ইঁৎবধঁ ঠবৎরঃধং কর্তৃক ওঝঙ ৯০০১: ২০১৫ সার্টিফিকেট গ্রহণ করেছে এবং ওয়ার্কশপ প্রকিউরম্যান্ট স্কিল (ডচঝ) সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
  
#
 
সাব্বির/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬২০ ঘণ্টা
                                                                 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৫৪ 
 
দোহাজারী-রামু-কক্সবাজার প্রকল্পের পরামর্শক নিয়োগের চুক্তিস্বাক্ষর
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) : 
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সরকার রেলখাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। এজন্যই বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বিধায় নতুন প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে। এ কারণে রেলওয়েতে এখন উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। 
মন্ত্রী আজ রেলভবনে দোহাজারী-রামু-কক্সবাজার প্রকল্পের পরামর্শক নিয়োগ ও বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের আলাদা দু’টি প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেলখাত এগিয়ে চলেছে। পর্যটন কেন্দ্র কক্সবাজারে রেললাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণ করা হবে। কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে। যাত্রীরা যাতে রেলের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে দোহাজারী-রামু-কক্সবাজার প্রকল্পের পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান ও স্মেক এর পক্ষে এ এস সাবাহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরামর্শকের চুক্তিমুল্য প্রায় চারশত সতের কোটি টাকা। চুক্তির মেয়াদ ৬০ মাস। এডিবির অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
৫টি প্রতিষ্ঠান যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হল ঝগঊঈ ওহঃবৎহধঃরড়হধষ (অঁংঃৎধষরধ), ঈঅঘঅজঅওখ ঈড়হংঁষঃধহঃং (ঈধহধফধ), ঝণঝঞজঅ (ঋৎধহপব), অঈঊ ঈড়হংঁষঃধহঃং (ইধহমষধফবংয), ঝঞজঅঞঊএও ঈড়হংঁষঃরহম (ইধহমষধফবংয)
পরে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি মিটার গেজ কোচ সংগ্রহের জন্য অপর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন, অতিরিক্ত মহাপরিচালক মো. শামসুজ্জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠান পিটি ইনকার প্রেসিডেন্ট ডিরেক্টর জ.অমঁং ঐ চঁৎহড়সড়. এ সময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জরহধ চ ঝড়বসধৎহড় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি ইনকা পাঁচ শত ঊনআশি কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকায় ২০০টি মিটারগেজ কোচ সরবরাহ করবে। ২০ থেকে ৩৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোচগুলো সরবরাহ করবে। এটিও এডিবির অর্থায়য়ে সংগ্রহ করা হচ্ছে।
 উভয় অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
 
শরিফুল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৫৩
 
সীমিত সম্পদের সময়ানুগ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
                                            - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) :
দেশের সীমিত সম্পদের সময়ানুগ ও সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ বিসিএস প্রশাসন একাডেমিতে ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা ও এর প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তৃতায় একথা বলেন। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফারহিনা আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে কর্মকর্তাদের আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। কিভাবে প্রকল্প আরো দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের কাছে পরামর্শ কামনা করেন। 
ফারহিনা বলেন, প্রকল্পের মূলকাজের পূর্ববর্তী গবেষণাকর্মটি সঠিকভাবে করা ছাড়া প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। সঠিক প্রকল্প পরিকল্পনা গ্রহণে বেসলাইন তথ্য অপরিহার্য। তাই, এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা আরো বাড়াতে হবে। ফারহিনা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ও প্রজেক্ট স্টিয়ারিং কমিটির বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।  
#
মাসুম বিল্লাহ/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৫৩৬ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৫২ 
 
৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু 
 
ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর) : 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া  সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। 
মন্ত্রী বলেন, খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক, মানসিক ও মেধাবিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলায় শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখে। এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য চেতনা বন্ধুবাৎসল্যের সৃষ্টি করে। খেলাধুলা শারীরিক উন্নতি ও সুস্থ পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করে।
নাহিদ আরো বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই যথেষ্ট নয়। চারপাশের জগৎ সম্পর্কে জানতে হবে এবং এই আহরিত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, অতীতে মেয়েরা শিক্ষায় পিছিয়ে ছিল। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে এক্ষেত্রে সমতা অর্জন করা সক্ষম হয়েছে। আজ খেলার মাঠেও ছেলে মেয়েদের সমতা অর্জন সম্ভব হলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একে এম গোলাম কিবরিয়া তাপাদার, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল আলী ও জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। পরে মন্ত্রী ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লেখ্য, দেশের দশটি শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ থেকে আগত ৫ শত ২৮ জন শিক্ষার্থী এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
#
 
আফরাজ/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৭/১৪২৩ ঘণ্টা
 
 
 
Todays handout (2).docx Todays handout (2).docx