Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ৭ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪১৬
রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার দাফন সম্পন্ন
 
 
পিরোজপুর, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখের দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে আজ সকালে বেইলি রোডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সরকারি বাস ভবন প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় নাজিরপুর উপজেলা সদরের সাতকাছিমা মাদ্রাসা মাঠে এবং বাদ মাগরিব নিজ গ্রামের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখের দাফনের আগে পিরোজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অভ্ অনার প্রদান করে। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমসহ পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজার আগে বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান জনাব শ ম রেজাউল করিম।
#
 
ইফতেখার/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২২৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                        নম্বর ১৪১৫  
গবাদিপশু-পাখির টিকা উৎপাদনে অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হবে
        ---প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, গবাদিপশু-পাখির টিকা উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জনে শিগগিরই অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হবে। 
 
প্রতিমন্ত্রী আজ মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তিনটি টিকা-উৎপাদনকারী ল্যাব পরিদর্শন শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন।  
 
সভায় প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও কুমিল্লার ল্যাবসমূহে আমাদের চাহিদার মাত্র ১০ শতাংশ টিকা উৎপাদিত হয় এবং ৯০ শতাংশ আমদানি করতে হয়, যা প্রত্যাশিত নয়। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা চান এ দেশে শতভাগ টিকা উৎপাদনকারী অত্যাধুনিক ল্যাব স্থাপিত হোক এবং তিনি তাঁর নির্দেশনাও দিয়েছেন। প্রতিমন্ত্রী বৈদেশিক মুদ্রা ব্যয়ে টিকা আমদানির বদলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অর্থাভাবে যেন টিকা উৎপাদন ব্যাহত না হয়, সে ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।   
 
প্রাণিসম্পদ অধিদপ্তরের এ ইনস্টিটিউটে গরু ও ছাগল-ভেড়া এবং হাঁস-মুরগির বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে তিনটি আধুনিক ল্যাবে নিয়মিতভাবে মোট ১৭ প্রকার টিকা উৎপাদন করা হয়। তন্মধ্যে গরুর এফএমডি, ছাগল-ভেড়ার পিপিআর এবং হাঁসমুরগির রাণীক্ষেত রোগের টিকা উল্লেখযোগ্য। ২০১৩-১৪ অর্থবছরে মোট ১৯ কোটি ৩৭ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ১৯ কোটি ১৫ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ২৩ কোটি ৪০ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ২৪ কোটি ৭৩ লাখ এবং ২০১৭-১৮ অর্থবছরে ২৫ কোটি ৬৩ লাখ ডোজ টিকা এ সকল ল্যাবে উৎপাদিত হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরের ২৮ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে মার্চ মাস পর্যন্ত উৎপাদিত হয়েছে প্রায় ১৯ কোটি ডোজ টিকা। এ বছরও লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হবে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আইনুল হক। 
 
উল্লেখ্য, মোট ৮.১৯ একর  জমির ওপর ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উৎপাদিত ‘রিন্ডারপেস্ট’ টিকা দ্বারা বাংলাদেশ হতে রিন্ডারপেস্ট-রোগ নির্মূল হওয়ায় ২০১০ সালে ঙওঊ (বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা) কর্তৃক বাংলাদেশকে রিন্ডারপেস্ট রোগ নির্মূলের স্বীকৃতি সনদ প্রদান করা হয়।
 
সভায় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াসি উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান লিয়াকত আলী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক বক্তৃতা করেন। 
#
 
শাহ আলম/ফারহানা/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১২৩ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                        নম্বর : ১৪১৪ 
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক 
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তুলতে হবে
 
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
একাদশ জাতীয় সংসদের ‘শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটি’র সভাপতি আমির হোসেন আমু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে কমিটি’র সদস্য ও শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ,কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার অংশগ্রহণ করেন।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যাবলী সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। রপ্তানিযোগ্য ও আমদানি বিকল্প শিল্পের প্রসার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে সার উৎপাদন ও সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে  মধ্যম আয়ের দেশ বিনির্মাণে পরিবেশবান্ধব শিল্পায়নে মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। 
যে সকল প্রতিষ্ঠানের ভোজ্য তেলে ভিটামিন এ পাওয়া যায়নি সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আসন্ন রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের সকল কার্যক্রম সম্পন্নসহ প্রচারের ব্যবস্থা করার জন্য বিএসটিআই ও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
শিল্প মেলার মাধ্যমে যে পুরস্কার প্রদান করা হবে উক্ত পুরস্কার বঙ্গবন্ধুর নামে জাতীয় পুরস্কার প্রদানে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বয়লারের কারণে যেন আগুনের সূত্রপাত না হয় এবং সকল কারখানার বয়লার নিয়মিত পরিদর্শন করা ও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
 
এমদাদুল/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৪১৩ 
আইনের প্রয়োগ, সচেতনতা ও শিক্ষার সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব
  ---আইনমন্ত্রী
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রচলিত আইনের প্রয়োগ, জনসচেতনতা ও শিক্ষার সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। এক্ষেত্রে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সচেতনতা বাড়াতে হবে। জনগণকে বুঝাতে হবে যে, শুধু চালকের ভুলে দুর্ঘটনা হয় না অন্যান্য কারণেও হয়।
মন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়ক-আমাদের সবারই প্রত্যাশা। সমাজের সর্বস্তরের মানুষের প্রাণের দাবির প্রতি বর্তমান সরকারও শ্রদ্ধাশীল। আমরা চাই প্রতিটি সড়ক নিরাপদ হোক। সে বাস্তবতা বিবেচনায় রেখেই আমাদের সরকার এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ৩৫ বছর আগের একটি পুরনো আইন দিয়ে সড়ক পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই গত বছর (২০১৮) আমাদের সরকার ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ জাতীয় সংসদে পাস করেছে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অধিদপ্তরসমূহ।’ তিনি আরো বলেন, চালকদের যথাযথ প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স নিশ্চিতকরণের মতো জরুরি কাজগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ কাজ করছে।
আনিসুল হক বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সড়কের কারিগরি ত্রুটি যেমন দূর করতে হবে, তেমনই গণপরিবহনের মালিক-শ্রমিক তথা গাড়ির চালক, হেলপার, যাত্রী এবং পথচারীসহ সকলের মিলিত প্রয়াস এবং সতর্কতা, দায়িত্বশীলতা খুবই জরুরি। ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং প্রযুক্তিগত উৎকর্ষ কাজে লাগাতে হবে। একই সঙ্গে গণপরিবহনের চালকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে তাদের দায়িত্বশীল ও চাপমুক্ত রাখতে হবে। 
বিশিষ্ট সাংবাদিক ও কবি নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বিআরটিএ-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া, সাংবাদিক অজয় দাস গুপ্ত বক্তৃতা করেন।
 
#
রেজাউল/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/২১২০  ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪১২ 
 
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই
                                                              --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের জনগণই এ দেশের সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দরকার। বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। 
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে জব ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব কে এম জাকির হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকারী কর্তৃপক্ষ।
মন্ত্রী বলেন, ২০০৯ সালে বাংলাদেশে শতকরা এক শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তি হয়েছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৫ শতাংশ। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার, শীঘ্রই তা এক লাখে উন্নীত করা হবে। বর্তমানে দেশে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আছে আরো ২৩টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ১০০ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হচ্ছে। 
উল্লেখ্য, এই জব ফেয়ারে নিয়োগকারী কর্তৃপক্ষ সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং চাকরির নিয়োগপত্র দেবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। 
#
 
খায়ের/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪১১
যুবরাই গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ
                               --- কৃষিমন্ত্রী
 
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, যুব শক্তিই জাতির প্রাণ শক্তি। নেতৃত্ব, উদ্যোগ ও উদ্ভাবন- সবদিক থেকেই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য পেশায় তরুণ সমাজ অনন্য ভূমিকা পালন করছে। যুবদের জাগরণ ও উন্নয়নের জন্য কাজের সুযোগ দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবদের কর্মমুখী করার দায়িত্ব আমাদের সকলের। কর্মক্ষম যুব জনগোষ্ঠী বেশি থাকলে দেশের অর্থনীতি গতিশীল থাকে, যাকে বলা হয় জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড)। যুবদের উন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি উদ্যোগী। এ জন্য সাধারণ ও কারিগরি শিক্ষা উভয় খাতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। আজকের যুবরাই গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ আয়োজিত যুব সম্মেলন-২০১৯ এর সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। 
কৃষিমন্ত্রী বলেন, যুবরা লড়বে ২০৪১ এর উন্নত বাংলাদেশের জন্য। বর্তমান সরকার স্বনির্ভর প্রত্যয়ে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের চাহিদা অনুযায়ী নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের লক্ষ্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়নের লক্ষ্যে ২০০৩ সালের যুবনীতি পরিবর্তন করে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১৭ সালে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি জাতীয় যুবনীতি গ্রহণ করা হয়েছে।
  মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জন্য এসডিজি বাস্তবায়নে অনেক সম্ভাবনা বা সুযোগও রয়েছে। আমাদের রয়েছে মূল্যবান মানবসম্পদ। মানবসম্পদের মধ্যে সবচেয়ে কর্মঠ, সৃজনশীল, সক্রিয় এবং মূল্যবান অংশই হলো যুব সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর সূবর্ণ সুযোগ দেখা দিয়েছে। তাই এদের যথাযথ গুরুত্ব দিয়ে সম্পদে পরিণত করতে পারার ওপর নির্ভর করছে আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন। যে দেশের যুব সম্প্রদায় অলস সে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। 
পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও মোঃ আব্দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ।
#
 
গিয়াস/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৪১০
কোটি যুবকের কর্মসংস্থান হবে বর্তমান সরকারের আমলেই
                                       --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশ ডিজিটাল হওয়ার পাশাপাশি দেশে এখন শিল্পায়নও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এখন বহুগুণে সক্ষম একটি দেশ। দেশের সকল বিভাগকে আইটি সক্ষমতার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। এই কাজগুলোর জন্য বর্তমান সরকারের সময়েই অন্তত ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে। আর আমাদের দেশ বর্তমানে দক্ষ যুব শক্তিতে সবচেয়ে ভালো অবস্থায় আছে। দেশের যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একদিকে যেমন দেশের কোনো যুবক আর বেকার থাকবে না, অন্যদিকে বাংলাদেশও আগামী ২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী উন্নয়নশীল দেশে পরিণত হবে। 
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ আয়োজিত ‘যুবদের দৃষ্টিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক যুব সম্মেলন -২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশের যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু দেশের সেবায় তার গোটা জীবন নিঃশেষ করে গেছেন। পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারেননি। তার জীবনের বেশিরভাগ সময়ই তিনি জেলখানাতেই কাটিয়েছেন। যুব সমাজকে বঙ্গবন্ধুর মতো সৎ ও আদর্শবান হতে হবে। দেশের স্বাধীনতাবিরোধীরা ৭৫ এ যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতো, তিনি যদি আর মাত্র ১০টি বছর ক্ষমতায় থাকতে পারতেন, তাহলে বাংলাদেশও আজ উন্নত দেশের কাতারেই থাকতো।
পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন।
#
 
মাইদুল/ফারহানা/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৪০৯ 
এলজিআরডি ও সমবায় মন্ত্রীর সাথে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
শিক্ষা ও স¦াস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা

ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশে জাতিসংঘের সমন্বয় বিশ্লেষক রুমানা খান, খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) এর প্রতিনিধি রবার্ট সিম্পসন, ইউনিসেফের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাইরুজ মাউজি প্রমুখ।
সাক্ষাৎকালে তারা জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতার কথা তুলে ধরেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় সরকারকে আরো বিকেন্দ্রীকরণ ও নিজস্ব উৎস থেকে আয় সংগ্রহ করার ব্যাপারে তাদের সাথে মন্ত্রী একমত পোষণ করেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণ নিশ্চিত করতে না পারলে আমাদের প্রবৃদ্ধি ব্যাহত হবে।
প্রতিনিধিদল জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০ শতাংশ লোক শহরে বাস করে এবং ভবিষ্যতে প্রায় ৫০ শতাংশ লোক শহরে বাস করবে। ফলে সেবাখাতসমূহ ব্যয়বহুল ও সমস্যাবহুল হয়ে পড়বে। এ সমস্যা মোকাবিলায় তারা সরকারের সাথে আরো কিছু প্রকল্প শুরু করার প্রস্তাব করেন।
মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন যে, সরকার সাম্প্রতিক সময়ে ভবন নির্মাণ, ফায়ার সেফটি, নিরাপদ সড়ক প্রভৃতি ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে ও বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ২, ৩ ও ৬ নং লক্ষ্য অর্জনে তাদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্ত্রী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ঋড়ড়ফ ঈযধহমব ঝুংঃবস ধহফ ঘঁঃৎরঃরড়হ নিয়ে প্রকল্প শুরু করায় তাদের সাধুবাদ জানান এবং জাতিসংঘের সাথে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা ও সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
#

মাহমুদুল/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                    নম্বর : ১৪০৮ 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
 
আজ পৃথক শোকবার্তায় মন্ত্রিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
শাহেদ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯২২ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪০৭ 
সরকারি স¦াস্থ্যসেবার পরিধি বৃদ্ধি করে মাথাপিছু স¦াস্থ্য ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে
                     ---স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি স্বাস্থ্যসেবার পরিধি ও মান বৃদ্ধি করে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সরকারি হাসপাতালে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। শীঘ্রই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। যথাযথ মানের যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাসপাতালের সম্প্রসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করার কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, দেশের একজন মানুষও যেন মানসম্মত স্বাস্থ্যসেবার আওতার বাইরে না থাকে সেদিকে দৃষ্টি রেখে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। 
 
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তৃতা করেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সকল পর্যায়ের হাসপাতালে সেবার মান বাড়ানো হবে। সরকারের উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য সকল স্তরের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল থেকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহ্বান জানান মন্ত্রী। এ সময় রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নবরূপে সংস্কার করে পাঁচ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর, দেশের প্রতিটি বিভাগে একটি করে ১০০ শয্যার  ক্যান্সার ও কিডনী হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল স্থাপনসহ জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেন্টার স্থাপন, বিভিন্ন হাসপাতালে আইসিইউ’র শয্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এ বছরই সরকারি হাসপাতালগুলোতে নতুন ১০০টি আইসিইউ শয্যা বাড়ানোর কাজ সম্পন্ন হবে। শহরের হাসপাতালগুলোতে দরিদ্রদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার বিশেষ কর্নার খোলারও চিন্তা করা হচ্ছে। 
 
মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকসহ বড় বড় বিশেষায়িত হাসপাতালে দেশের সাধারণ দরিদ্র মানুষেরা প্রায় বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সংক্রামক রোগ চিকিৎসায় বাংলাদেশের সাফল্য আজ সারা বিশে^ প্রশংসিত। কিন্তু ক্যান্সার ও কিডনী রোগসহ কিছু কিছু অসংক্রামক রোগের উন্নত চিকিৎসার জন্য রোগীদেরকে বড় বড় বেসরকারি হাসপাতাল অথবা বিদেশে যেতে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশের স্বাস্থ্য সেবাকে অসংক্রামক রোগ মোকাবিলার জন্য স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে। 
 
অনুষ্ঠানে ২০১৮ সালে দেশের সেরা সেবা প্রদানকারী ২৭টি প্রতিষ্ঠান ও হাসপাতালকে ‘জাতীয় স্বাস্থ্য মন্ত্রী পুরস্কার’ প্রদান করা হয়। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটেগরি থেকে ৫টি, জেলা সদর হাসপাতাল ক্যাটেগরি থেকে ৫টি, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩টি, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ২টি, কমিউনিটি ক্লিনিক ক্যাটেগরি থেকে ৫টি, সিভিল সার্জন ক্যাটেগরি থেকে ৫টি, বিভাগীয় পর্যায় থেকে ২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
 
আলোচনা সভার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সারা দেশব্যাপী বিশ^ স্বাস্থ্য দিবসের কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী।  
#
 
পরীক্ষিৎ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯৩৩ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৪০৪ 
বেগম জিয়া আবেদন না করলে প্যারোল বিবেচনারই সুযোগ নেই
               ---তথ্যমন্ত্রী
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
‘বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবান্তর ও অমূলক, কারণ বেগম জিয়া আবেদন না করলে প্যারোল বিবেচনারই সুযোগ নেই’, বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত যুব সম্মেলন ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দ-প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি আবেদন করলেই শুধু সেটি বিবেচনা করার সুযোগ আছে। বেগম খালেদা জিয়া নিজে যদি না চান, তার আগে তাকে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনারই কোনো সুযোগ নেই বা তাকে সরকার প্যারোলে মুক্তি দেয়ার কোনো চিন্তাভাবনা করছে এমনও নয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতামতকে গুরুত্ব দিতে হবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবান্তর ও অমূলক। কারণ এখানে বেগম জিয়ার মতামতের বিষয় নেই, তিনি আবেদন করলেই শুধু তা বিবেচনার সুযোগ থাকে।’
‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের দলের সাধারণ সম্পাদককে স্কয়ার হাসপাতাল অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে যে বিশ্বমানের চিকিৎসা রয়েছে সেটি সিঙ্গাপুর এবং ভারত থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন।’
‘বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়’ বলেন ড. হাছান মাহ্মুদ।
#
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৪০৫
যুব সম্মেলনে তথ্যমন্ত্রী
স্বপ্ন ও প্রচেষ্টায় অর্জন করুন সাফল্য 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
 
এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত যুব সম্মেলন ২০১৯ উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেন, ‘জীবন একটি সংগ্রাম ও যুদ্ধক্ষেত্র। যুদ্ধ-সংগ্রামের এই জীবনে স্বপ্নের সাথে প্রচেষ্টা যুক্ত করেই অর্জিত হয় সাফল্য। স্বপ্নের সাথে প্রচেষ্টা যুক্ত হলেই সম্ভব স্বপ্নের ঠিকানা অতিক্রম করা, অসম্ভবকে সম্ভব করা। বাংলাদেশের যুব সমাজ যেমন স্বপ্ন দেখবে, তেমনি তা বাস্তবায়নে সচেষ্ট থাকলেই অর্জন করবে সেরা সাফল্য।’
পিকেএসএফ এর সভাপতি অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ ড. জসীম উদ্দিন বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পরিচালনায় আজ অর্থনৈতিকভাবে ধারাবাহিক প্রবৃদ্ধির হার বজায় রাখার ক্ষেত্রে বিশ্বে প্রথম পাঁচটি দেশের অন্যতম, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এক সময় বন্যা-জলোচ্ছ্বাসের জন্য বিদেশে পত্রিকার শিরোনাম হতো। আজ বাংলাদেশ বিশ্বের পত্র-পত্রিকায় শিরোনাম হয় যখন জাতিসংঘের মহাসচিব, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অথবা মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশ শিরোনাম হয় যখন এ দেশের যুবক নদীর মধ্যে জাল পুঁতে মাছ চাষের অনন্য উদাহরণ তৈরি করে।’
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্যশস্যে উদ্বৃত্ত, বিশ্বে সবজি ও মাছ উৎপাদনে ৪র্থ, আলু উৎপাদনে ৭ম। দেশের বিশাল যুব সমাজ বাংলাদেশকে আরো দ্রুত উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
#
আকরাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৪০৬ 
প্রয়াত টেলিসামাদের জানাজায় তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা টেলিসামাদের জানাজায় অংশ নেন ও প্রয়াতের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এফডিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘টেলিসামাদ ছিলেন একজন কালজয়ী অভিনেতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চলচ্চিত্রের কথা ভেবেছেন, আত্মনিবেদন করে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁকে মরণোত্তর সম্মাননা জানানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।’
#
 
আকরাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮৫১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪০৩ 
গৃহায়ণ ও গণপূর্ত মন্
Todays handout (13).docx Todays handout (13).docx