Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 04/04/2019

তথ্যবিবরণী               নম্বর :  ১৩৬৯
 
জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে
           ---স¦রাষ্ট্রমন্ত্রী
 
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
স¦রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সীমান্তে মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।
সীমান্তবর্তী ৩২টি জেলার সংসদ সদস্যদের নিয়ে আজ ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্যবৃন্দ তাদের স্ব স্ব এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে আমরা কাজ করছি। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সীমান্তবর্তী দুইটি দেশের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। সীমান্তে হত্যা বন্ধে আলোচনা চলছে। তাছাড়া নিয়মিত মহাপরিচালক পর্যায় এবং ডিসি-ডিএম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। মিয়ানমারের সঙ্গেও আমরা একইভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
আসাদুজ্জামান খান বলেন, সীমান্তে সারভেইলেন্স সিস্টেম চালু করেছি। তাছাড়া সীমান্তে লিংকরোড হচ্ছে। সীমান্তে গরু পাচারও কমেছে কারণ দেশে গরু উৎপাদন বেড়েছে। মন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সবাই মিলে মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোন মাদক কারবারিকে প্রশ্রয় দেয়া যাবে না। আমরা মাদক আইনকে যুগোপযোগী করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে ইয়াবাকে মাদকের অন্তর্ভূক্ত করেছি। বর্তমানে করাবন্দিদের অর্ধেকের বেশি মাদক আইনে বন্দি। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দরকার।
মন্ত্রী বলেন, অপরাধ দমনের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করছি। বিজিবির বিওপির সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিজিবিতে আরো ১৫ হাজার সদস্য নিয়োগ দেয়া হবে। এতে আরো ৪টি অত্যাধুনিক হেলিকপ্টার যোগ হবে। কোস্টগার্ড এবং র‌্যাব ও পুলিশের আরো আধুনিকায়ন করা হয়েছে। পুলিশে সাইবার ক্রাইম দমনে সাইবার ইউনিট গঠন করা হয়েছে। সভায় সীমান্ত এলাকার সাধারণ মানুষ যাতে কোন ধরণের হয়রানির শিকার না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
সভায় সীমান্তবর্তী ৩২টি জেলার ৬২ জন  সংসদ সদস্য, জননিরাপত্তা বিভাগের সচিব, আইজিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের মহাপরিচালকবৃন্দ, এনবিআরের প্রতিনিধি, ৮টি বিভাগের কমিশনারবৃন্দ, সীমান্তবর্তী ৩২টি জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
 
#
অপু/ফারহানা/রাহাত/এনায়েত/আব্বাস/২০১৯/২২৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৩৬৮
 
বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ দেশে আমূল পরিবর্তন আনবে
                                          --- সালমান এফ রহমান
 
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার গৃহীত পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন হলে বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ দেশে আমূল পরিবর্তন আনবে। 
উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্মাণাধীন বিডা ভবনের সার্বিক অগ্রগতি, আভ্যন্তরীণ সাজসজ্জা এবং ফ্লোর বিন্যাস সংক্রান্ত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সালমান এফ রহমান বলেন, বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যেমন বিডা, বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ), বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ), পিপিপিএ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি) প্রভৃতি বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ যদি নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে পারে, তবে দেশে আভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে।
সভায় গণপূর্ত ও স্থাপত্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন বিডা ভবনের সার্বিক অগ্রগতি, আভ্যন্তরীণ সাজসজ্জা এবং ফ্লোর বিন্যাস উপস্থাপন করেন। 
#
 
শহীদুল/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩৬৭
 
রাজবাড়ীতে একটি নতুন রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হবে
                                               ---রেলপথ মন্ত্রী
রাজবাড়ী, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজবাড়ীতে একটি নতুন রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হবে। ফলে দেশেই রেলওয়ে কোচ নির্মাণ করা সম্ভব হবে। রাজবাড়ীতে রেলওয়ের অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে। ভবিষ্যতে রেলওয়ের আরো ৪টি ডিভিশন হবে যার একটির হেডকোয়ার্টার হবে রাজবাড়ী। রাজবাড়ীকে ঘিরে অনেক পরিকল্পনা নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী আজ রাজবাড়ী জেলায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
 
মন্ত্রী রেলওয়ের বেশ কিছু চলমান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ১০ বছরে রেলের আমূল পরিবর্তন হবে। রেল ব্যবস্থা উন্নত বিশ্বের ন্যায় হবে। রেল তার হারানো জৌলুশ অচিরেই ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেলকে এক সময় ধ্বংশের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করে এর উন্নয়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী পরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
 
এসময় স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক শহীদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
 
শরিফুল/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা  
তথ্যবিবরণী               নম্বর : ১৩৬৬ 
 
পৌরবাসীর সেবা নিশ্চিত করতে পৌরসভাকে সচেষ্ট হতে হবে
                                   ---কৃষিমন্ত্রী
 
শেরপুর, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
বর্তমান সরকার সকল পৌরসভায় সমানভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। জনগণের সেবা প্রদানের স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। পৌরবাসীর সেবা নিশ্চিত করতে পৌরসভাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। পৌরসভা হতে হবে শতভাগ জনবান্ধব প্রতিষ্ঠান। পৌরবাসীরও দায়িত্ব পৌরসভাকে সর্বাত্মক সহযোগিতা করা।  
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক শেরপুর জেলার শহীদ দারোগা আলী পৌর পার্কে শেরপুর পৌরসভার সার্ধশত বার্ষিকী (১৫০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে এসব কথা বলেন। 
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, শেরপুর চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি। 
 
#
গিয়াস/ফারহানা/রাহাত/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/২০৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী               নম্বর :  ১৩৬৫
 
সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা জুন মাসে
 
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ২০১৯ সনের জুন মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি যথাসময়ে দৈনিক পত্রিকায় এবং কর্মকমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক কর্মকর্তাগণকে ড়হষরহব এ আবেদনপত্র (ংড়ভঃ পড়ঢ়ু) আগামী ১০ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১২টা থেকে শুরু করে ২০ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১২টার মধ্যে নির্ভুলভাবে দাখিল করতে হবে এবং ড়হষরহব আবেদনপত্র দাখিলের পর সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল (পদোন্নতির জন্য) পরীক্ষা নীতিমালা, ২০১৮ অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ২০১৯ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রের ংড়ভঃ পড়ঢ়ু এর যধৎফ পড়ঢ়ু এর যথাস্থানে পরীক্ষার্থী এবং তার এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম সংবলিত সিল স¦াক্ষরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই সরাসরি সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, শের-ই-বাংলা নগর, পিএসসি সড়ক, আগারগাঁও, ঢাকা ১২০৭ বরাবরে প্রেরণ করতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত আবেদনপত্রের যধৎফ পড়ঢ়ু যাচাই-বাছাই পূর্বক পরীক্ষা গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখের পর কমিশনে প্রাপ্ত আবেদনপত্র, কারণ যাই হোক না কেন, সরাসরি বাতিল বলে গণ্য হবে। 
পরীক্ষায় অংশ গ্রহণের শর্তাবলী : কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ১ম শ্রেণির পদে চাকরির মেয়াদ 
(২০১৯ সালের ১ জুন তারিখে) ন্যূনপক্ষে চার বছর পূর্ণ এবং চাকরিতে স্থায়ী হতে হবে; নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র (ড়হষরহব-এ দাখিলকৃত ংড়ভঃ পড়ঢ়ু ও মুদ্রিত যধৎফ পড়ঢ়ু)  কমিশনে পৌঁছাতে হবে; নির্ধারিত ৩০ এপ্রিল ২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র সরাসরি কমিশনে পৌঁছাতে/জমা দিতে হবে; একজন কর্মকর্তা একসাথে তিনটি অথবা কম সংখ্যক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন;  আবেদনপত্রের কপি (যধৎফ পড়ঢ়ু) -এর যথাস্থানে পরীক্ষার্থী এবং তার এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম সংবলিত সিলসহ স¦াক্ষর থাকতে হবে; কোনো কর্মচারীর বয়স ৫০ বৎসর পূর্ণ হওয়ার পর তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।  
উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করা না হলে আবেদনপত্র/প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
 
#
রাজা মিয়া/ফারহানা/রাহাত/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/১৯২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৩৬৪
 
বিটিসিএল এর গ্রাহক সেবা অটোমেশন করার নির্দেশ টেলিযোগাযোগ মন্ত্রীর
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার নির্বিঘœ গ্রাহক সেবা নিশ্চিত এবং বিদ্যমান জনবলকে  আধুনিক প্রযুক্তি উপযোগী করে তৈরি এবং বিডি ডোমেইন নিবন্ধন ফি ও টেলিফোন সংযোগের ডিমান্ড নোট পদ্ধতি পরিবর্তনসহ বিদ্যমান গ্রাহক সেবা অটোমেশন করে বিটিসিএলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য লাগসই কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিটিসিএলকে জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। 
মন্ত্রী  আজ ঢাকায় বিটিসিএল সদর দপ্তরে বিটিসিএল  কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ এবং উপমহাব্যবস্থাপক খান আতাউর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিটিসিএল পরিচালিত বিভিন্ন কর্মকা- সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী প্রতিটি কর্মকা-ের ওপর সুচিন্তিত মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। ডিমান্ড নোট পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে অটোমেশন পদ্ধতিতে ঘরে বসেই যাতে গ্রাহক  সেবা  পেতে পারেন এ বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। 
মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী আজ বিশ্বের শীর্ষ পাঁচ ক্রমবর্ধমান অর্থনীতির দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। অগ্রগতির অগ্রযাত্রা আরো বেগবান করতে ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তারই দিকনির্দেশনায় বাংলাদেশ ৫জি প্রযুক্তির যুগে প্রবেশ করার প্রস্তুতি সম্পন্ন করছে। শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য যাতে না হয় সেই লক্ষ্যে দেশের ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্কসমূহ ৫জি উপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বিটিসিএল এর  টেলিফোনভিত্তিক ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা এডিএসএল ও জিপন কিভাবে আরো গ্রাহক আকৃষ্ট করা যায় সে বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি এই প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির বিষয়টির ওপরও তিনি আলোকপাত করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, কোনো অন্যায়ের সাথে মাথানত না করে কর্মকর্তাদেরকে নতুন উদ্যোমে কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। 
#
 
শেফায়েত/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা  
 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৩৬৩

মাটি ও মানুষের উন্নয়নে কৃষি অর্থনীতির বিকাশ অপরিহার্য 
                                        --- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, একবিংশ শতাব্দীতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ মাটি ও মানুষের উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি তথা কৃষি অর্থনীতির বিকাশ অপরিহার্য। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শ্রমশক্তির প্রায় অর্ধেক জনগোষ্ঠী কৃষির সঙ্গে জড়িত। তাই সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষিখাতের ওপর আরো জোর দিচ্ছে। 
মন্ত্রী আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়  পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস্ এন্ড এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ২০১৯  এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিমরা ট্রেড ফেয়ারস এন্ড এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেড এর পরিচালক কাজী সারোয়ার উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম।
মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগার পাশাপাশি এদেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতির আশানুরূপ পরিবর্তন লক্ষ্যণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। তিনি আশা প্রকাশ করে বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা কৃষিক্ষেত্র ছাড়াও দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গ্রামে ভবন নির্মাণ করে কৃষি জমির ওপর চাপ কমিয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। তিনি গ্রামীণ অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানান। 
মোঃ তাজুল ইসলাম বলেন, স্বাধীনোত্তর দেশের সংকটকালীন মুহুর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নের যে রূপরেখা প্রদান করেছিলেন তার ফলেই পরবর্তীতে দেশ খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল। তিনি বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের নিবিড়তা বাড়াতে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি ও কৃষিসংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদক, প্রযুক্তি সম্প্রসারণকারী শিল্প ও প্রতিষ্ঠাসমূহের অবদানের প্রশংসা করেন।
পরে মন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। উল্লেখ্য, মেলায় ১৬ টি দেশের প্রায় ৬৮৮ টি স্টল রয়েছে।
#

হাসান/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা  

Handout                                                                                                                 Number : 1362

USA and Bangladesh are close to one another

 politically, economically and commercially

                                             --- Foreign Minister

Dhaka, 4 April :

            US Ambassador to Bangladesh Earl Robert Miller met with Foreign Minister Dr. A K Abdul Momen today at the latter’s office today.

            The Bangladesh Foreign Minister noted that ties between Bangladesh and the USA are strong. The two countries are close to one another politically, economically and commercially. He observed that USA has the scope to invest more in the gas, oil and energy sectors of Bangladesh. The Foreign Minister said that Bangladesh welcomes forward looking connectivity and infrastructure projects in the region. He also noted that maritime sector of the region can be harnessed to improved business connectivity and shared prosperity of the people.

            The upcoming meeting between Bangladesh Foreign Minister and the US Secretary of State Mike Pompeo which is scheduled to take place in Washington DC on 8 April 2019 was also discussed at the meeting. The Foreign Minister thanked the US Secretary of State for the invitation to Washington DC for bilateral talks.

            The US Ambassador expressed the hope that meeting between Foreign Minister Momen and Secretary Pompeo will be very fruitful. He assured that USA will stand beside Bangladesh on the Rohingya issues and the US investors consider Bangladesh as an important business destination. He noted that bilateral trade between Bangladesh and the USA has expanded in recent years. He was appreciative of Bangladesh’s socio-economic progress. 

#

Tohidul/Farhana/Rahat/Rafuqul/Joynul/2019/1820hours  

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৩৬১
 
গণমাধ্যম স¦াধীনভাবে কাজ করছে
                       --- তথ্যমন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে’। তিনি বলেন, ‘সংসদের বাইরে থেকে বিএনপি টিভি-রেডিও-সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না।’
আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দু’টি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- টিভিতে না কি তাদের এক-দুই সেকেন্ডের বেশি দেখানো হয় না। অথচ একথাটিই তিনি টিভিতে প্রায় এক মিনিট ধরে বলেছেন। তারা প্রায় প্রতিদিনই দু’বার করে গণমাধ্যমে কথা বলেন, প্রেস ব্রিফিং করেন, আর বলেন যে তাদের কথা বলতে দেয়া হয় না।’
এ সময় বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র লাগাতার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি’র নেতাদের বক্তব্য শুনে মনে হয়, তারা ডাক্তারদের চেয়েও বেশি জানে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তা দু:খজনক। এই হাঁটুর ব্যথা নতুন নয়, এরপরও খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বেগম জিয়ার জন্য কারাগারে সার্বক্ষণিক ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও নার্সের পাশাপাশি উপমহাদেশের ইতিহাসের সব রীতিনীতি ভেঙে বেগম জিয়ার পছন্দের গৃহপরিচারিকা ফাতেমাকে কারাগারে তার সাথে দেয়া হয়েছে। 
এদিকে বিসিটিআই’র ডিপ্লোমাপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সময় তা সমাজের ওপর কি প্রভাব ফেলবে তা সবার আগে বিবেচনায় আনতে হবে। আর মনে রাখতে হবে, ভৌত বা বস্তুগত উন্নয়নের পাশাপাশি আত্মিক ও মানবিকবোধের উন্নয়নের মাধ্যমে সম্ভব জাতির উন্নয়ন।’
বিসিটিআই’র প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে তথ্যসচিব আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে এবং এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলাম, বিটিভি’র সাবেক মহাপরিচালক ম. হামিদ এবং অন্যতম কোর্স পরিচালক মারুফ নেওয়াজ সমাপনী সভায় বক্তব্য রাখেন।
#
 
আকরাম/ফারহানা/রাহাত/এনায়েত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৩৬০
 
জেনেভায় ট্রেড পলিসি রিভিউ সভায় বাংলাদেশের প্রশংসা 
দেশের জন্য ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাণিজ্য সংস্থার পরামর্শ মোতাবেক বাংলাদেশ বিশ^বাণিজ্যে সক্ষমতা অর্জন করেছে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সুনামের সাথে এগিয়ে চলছে। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের রপ্তানি প্রত্যাশার চেয়েও ভালো। বাংলাদেশ বিশ^বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। বরাবরই বাংলাদেশ বিশ^বাণিজ্য সংস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। 
মন্ত্রী ৩ এপ্রিল  জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের ৫ম ট্রেড পলিসি রিভিউ-এর প্রথম সভায় বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ ও সংস্কারসমূহ তুলে ধরে এসব কথা বলেন। ডব্লিউটিও  ট্রেড পলিসি রিভিউ বডির চেয়ারম্যান অ্যাম্বাসাডর টিহাংকি সভায় সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে প্রবেশের প্রথম ধাপ সফল ভাবে অতিক্রম করেছে। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বিশ^বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল বাংলাদেশের ডব্লিউটিও এর সহযোগিতা প্রয়োজন হবে। বিশেষ করে ট্রিপস চুক্তির মেয়াদ বৃদ্ধির সুবিধা বাংলাদেশের প্রয়োজন। ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত এলডিসিভুক্ত দেশগুলো এ সুবিধা পাবে। ঔষধ শিল্পের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। বাংলাদেশে ব্যবসা পরিচালনায় বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশ পেপারলেস ট্রেডে সক্ষমতা অর্জন করেছে এবং ডব্লিউটিও এর পেপারলেস ট্রেড পলিসি চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভিশন-২০২১” ঘোষণা করেছেন। ২০২১ সালেই আগেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশে^র উন্নত দেশ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। বাংলাদেশ সরকার বিনিয়োগে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। আগামী ১৫ বছরে এখানে ১০ মিলিয়নের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। অতিরিক্ত রপ্তানি আয় হবে ৪০ বিলিয়ন মার্কিন ডলার।
মুক্ত আলোচনায় সদস্য দেশসমূহ বাংলাদেশের অব্যাহত উন্নয়ন, ২০১২ হতে ২০১৮ পর্যন্ত অব্যাহত ভাবে প্রায় ৮% জিডিপি অর্জন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎসহ অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে উন্নয়ন এবং অনেক রোহিঙ্গা রিফিউজিদের আশ্রয়দানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। সভায় বাংলাদেশের আমদানি শুল্ক কমানোসহ বাণিজ্য ও বিনিয়োগের নীতিমালাসমূহ উদারীকরণের জন্যও একাধিক দেশের প্রতিনিধি অনুরোধ জানান।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, জেনেভাস্থ বালাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি শামীম এম আহসানসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল ট্রেড পলিসি রিভিউ সভায় অংশগ্রহণ করেন।
#
 
বকসী/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী               নম্বর : ১৩৫৯ 

স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) : 
সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় নি¤েœর স্লোগানটি স্ক্রল আকারে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
মূল বার্তা:                                                                      
প্রথম জাতীয় শিল্পমেলা ৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান। সুসজ্জিত এসি স্টল। সকল ধরণের উন্নতমানের পণ্য সুলভে পাওয়া যাচ্ছে। কোন এন্ট্রি ফি নেই। আপনারা স্বপরিবারে আমন্ত্রিত।
#
অনসূয়া/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৫৮
বিস্কুট শিল্পের টেকসই বিকাশে একটি নীতিমালা প্রণয়নের দাবি
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
দেশের উদীয়মান বিস্কুট এবং ব্রেড শিল্পের টেকসই বিকাশে একটি নীতিমালা (চড়ষরপু এঁরফবষরহব) প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করা হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হলে, খাদ্য শিল্পের গুণগতমান উন্নয়নের পাশাপাশি এ শিল্পখাতে শৃক্সক্ষলা বজায় রাখা সম্ভব হবে।  
বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতারা আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে মন্ত্রণালয়ে বৈঠককালে এ দাবি জানান। 
বৈঠকে সংগঠনের সভাপতি মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা শরীফ এম আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ জামাল রাজ্জাক, মোবারক আলী, মোঃ নাজিম উদ্দিন ও মাজহারুল হাসান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
বৈঠকে নিরাপদ খাদ্য শিল্পখাত গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিস্কুট এবং ব্রেড শিল্পের গুণগত মানোন্নয়ন, পণ্য বৈচিত্রকরণ, রপ্তানি বৃদ্ধিসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের ব্রেড ও বিস্কুটের নাম নকল করে প্রায় একই নামে কিংবা কাছাকাছি নামে ট্রেডমার্ক নিবন্ধন সংগ্রহ করে নি¤œমানের খাদ্যপণ্য বাজারজাত করার ফলে মূল উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে ভোক্তা সাধারণও নি¤œমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। তারা ট্রেডমার্কস্ নিবন্ধন এবং পণ্য বাজারজাতকরণের অনুমতি প্রদানের ক্ষেত্রে বিষয়টি সর্বোচ্চ সতর্ক থাকার পরীক্ষার জন্য ডিপিডিটি এবং বিএসটিআই’র প্রতি নির্দেশনা দিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 
শিল্পমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব কারখানা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। খাদ্যের গুণগতমানের ক্ষেত্রে সরকার কোনো ধরণের ছাড় দেবে না। জনপ্রিয় ব্র্যান্ডের খাদ্যপণ্য নকলের অসাধু প্রবণতারোধে শিল্প মন্ত্রণালয় কঠোর অবস্থান নেবে। তিনি অভ্যন্তরীণ বিশাল বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে বিশ্বমানের খাদ্য শিল্প গড়ে তোলার পরামর্শ দেন। একই সাথে তিনি হালাল খাদ্যের রপ্তানি বাড়াতে হালাল সার্টিফিকেশন সম্পন্ন ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের তাগিদ দেন। 
বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। 
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পখাত থেকে বাংলাদেশ সাড়ে ৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। এ শিল্পখাতের উদ্যোক্তারা বিশ্বের ১শ’ ৪৪টি দেশে বাংলাদেশি কৃষিজাত পণ্য রপ্তানি করছে। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে আগামী পাঁচ বছরের মধ্যে এ শিল্পখাতে ১০ হাজার কোটি টাকা রপ্তানি সম্ভব হবে। তারা প্রক্রিয়াজাত খাদ্য পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেন। 
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসারে সম্ভব সব ধরণের নীতি সহায়তা অব্যাহত রাখবে। এ শিল্পখাতে রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। প্রক্রিয়াজাত খাদ্য পরীক্ষার জন্য বিএসটিআই গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধির সুপারিশকে তিনি স্বাগত জানান। এখাতের উদ্যোক্তাদের চাহিদামাফিক বিএসটিআই এর  গবেষণাগারে নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। 
এ সময় বাপা’র সাধারণ সম্পাদক ইকতাদুল হক, অর্থ সম্পাদক গোলাম শরীফ চৌধুরী, নির্বাহী সদস্য এম এ ছাত্তারসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। 
#
জলিল/অনসূয়া/রবি/কুতুব/২০১৯/১৫১৭ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৫৭ 
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে 
ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) :
আগ
Todays handout (12).docx Todays handout (12).docx