Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৭

তথ্যবিবরণী 15 March 2017

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৭৪১

আরো ৩০ হাজার নারীকে ‘ওয়াইফাই’ উদ্যোগের আওতায় প্রশিক্ষণ দেবে সরকার
                                                                      -- জুনাইদ আহমেদ পলক
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) : 
‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জীবনের সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কাজ করে চলেছেন। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের অঙ্গীকার পুর্নব্যক্ত করছি। এই ওয়াইফাই উদ্যোগের মাধ্যমে আগামী ২০১৮ সালের মধ্যে আরো ৩০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের জীবন, পরিবার এবং সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে।’’ 
আজ ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন এন্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) এর প্রি-লঞ্চিং অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। 
এ সময় তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ইতোমধ্যে ২০ হাজার নারীকে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চতর পর্যায়ের ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে, আগামী ৩ বছরে প্রত্যন্ত অঞ্চলে ২ লাখ ৬০ হাজার নারীকে টেকসই নারী উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করতে মোবাইল ট্রেনিং বাস চালু করা হয়েছে, ন্যাশনাল হাই-স্কুল প্রোগ্রামিং কনটেস্টের আওতায় নারীদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট চালু করা হয়েছে। নারীর সক্ষমতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তা উন্নয়নে এ সকল কার্যক্রম আরো বেশি ফলপ্রসূ ও টেকসই হবে। ফলে নারীরা সমাজ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।  
বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, এদেশের নারীরা ই-কমার্স ও এফ-কমার্সে এগিয়ে এসেছে। তারা তাদের মেধার স্বাক্ষরও রাখছে। এবার ওয়াইফাই কার্যক্রমের মাধ্যমে এদেশের উদ্যোমী নারীদের সাথে যেহেতু আন্তর্জাতিক উদ্যোগ ও সরকারের সহযোগিতা যুক্ত হলো, তাই ওরা আরো এগিয়ে যাবে। 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী,  এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, ইউএনডিপি’র জেন্ডার এন্ড পার্টনারশিপ স্পেশালিস্ট মেলিসা বালজান প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, সুশান্ত কুমার সাহা, বেসিস সহ ব্যবসায়িক খাতের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ। 
ইউএনএসকাপ-এপিসিআইসিটি’র এই ফ্ল্যাগশিপ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ফিলিপাইন, শ্রীলংকা, কম্বোডিয়া, কাজাকিস্থানে এই কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশেও এই কার্যক্রম চালু করতে ইতোমধ্যে এই উদ্যোগের আওতায় প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ (টিওটি) কর্মকা-ের অংশ হিসেবে দুই ব্যাচে ২০ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। 
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭৪০
বাংলাদেশের যক্ষ্মা চিকিৎসা পদ্ধতি অন্য দেশে অনুসরণের আগ্রহ
নয়াদিলস্নী (ভারত), ১৫ মার্চ :
    যক্ষ্মা চিকিৎসায় বাংলাদেশের গৃহীত স্বল্পমেয়াদি পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করার পরামর্শ দেওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্ব স্বাস'্য সংস'া।
আজ ভারতের নয়াদিলস্নীতে হোটেল লা মেরিডিয়ানে দড়্গিণ-পূর্ব এশিয়ায় যক্ষ্মা নির্মূলের লড়্গ্যে স্বাস'্যমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী দিনে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর বক্তৃতায় বাংলাদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরলে সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব স্বাস'্য সংস'া এবং বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিগণ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
    স্বাস'্যমন্ত্রী বলেন, মালটি ড্রাগ্‌স রেজিস্ট্যান্স যক্ষ্মা রোগীদের ড়্গেত্রে বাংলাদেশই প্রথম এই অঞ্চলে স্বল্প মেয়াদি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে শতকরা ৮৫ ভাগ সাফল্য অর্জন করতে সড়্গম হয়েছে। যে রোগের চিকিৎসায় পূর্বে ২৪ মাস সময় প্রয়োজন হতো, সেই রোগের চিকিৎসা বাংলাদেশে এখন নয় মাসেই হচ্ছে। তিনি বলেন, যক্ষ্মা নির্মূলের মাধ্যমে ১২ লাখ মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকার আনত্মরিকভাবে প্রতিশ্রম্নতিবদ্ধ। এড়্গেত্রে বিশ্ব স্বাস'্য সংস'া ও অন্য সহযোগীদের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। যক্ষ্মা প্রতিরোধে সরকার আগামী বছর থেকে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে বলে এসময় তিনি জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে যক্ষ্মা নির্ণয় ও প্রতিরোধে আগের তুলনায় অর্থ বরাদ্দ বাড়িয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে এই রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে খুঁজে বের করার মতো দুরূহ কাজটিতে বিশেষ মনোযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। নতুন রোগী সনাক্তকরণের ড়্গেত্রে বাংলাদেশ গত তিন বছরে উলেস্নখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। শৈশব ও কৈশোরকাল থেকেই এই রোগ চিহ্নিত করে চিকিৎসা প্রদানে পর্যাপ্ত পদড়্গেপ নেওয়ার ওপর তিনি এসময় গুরম্নত্বারোপ করেন। যক্ষ্মায় মৃত্যুর সংখ্যাকে শূন্যের কোটায় নামাতে হলে আঞ্চলিক সহযোগিতা  জোরদার করার পাশাপাশি এ খাতে আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ব স্বাস'্য সংস'া, উন্নয়ন সহযোগী এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস'্যমন্ত্রী।
    ভারতের স্বাস'্য মন্ত্রী জে পি নাড্ডা অধিবেশনে সভাপতিত্ব করেন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে দড়্গিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের স্বাস'্য মন্ত্রীগণসহ জাতিসংঘ, বিশ্ব স্বাস'্য সংস'া, বিভিন্ন  দেশ ও উন্নয়ন সহযোগী সংস'ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।
    যক্ষ্মা নির্মূলের লড়্গ্যে নতুন কর্মসূচি প্রণয়ন এবং বিদ্যমান কার্যক্রম মূল্যায়ন ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রস'তি নির্ধারণের জন্যে বিশ্ব স্বাস'্য সংস'ার আয়োজনে এই সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ভারত যান স্বাস'্যমন্ত্রী। তিনি তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১৭ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
#
পরীড়্গিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৩৯

৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে 
                                          -- ভূমিমন্ত্রী
বরিশাল, ১ চৈত্র (১৫ মার্চ) : 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সারা দেশে গুচ্ছগ্রাম নির্মাণ করে ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কমপক্ষে ৫ শতাংশ জমি রয়েছে অথচ বাড়িঘর নেই, এমন শ্রেণির লোকের জন্য সরকার ঘর তৈরি করে দেবে। তিনি সংশ্লিষ্টদের সরকারের গুচ্ছগ্রাম নির্মাণে জায়গা নির্বাচন করার নির্দেশ দেন।
আজ বরিশাল সার্কিট হাউজে বরিশাল বিভাগের বিভাগীয় জাতীয় জোনিং প্রকল্পের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি অফিসের কিছু কর্মচারীর কারণে ভূমি অফিস নির্মাণ করা যাচ্ছে না, ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দেওয়া যাচ্ছে না। হাজার হাজার একর খাস জমি পড়ে আছে, অথচ নানা লিটিগেশন দেখিয়ে তা বরাদ্দ হচ্ছে না। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সেমিনারে কৃষি জমি বিনষ্ট, বনসম্পদ ধ্বংস, জলাভূমি ভরাট, অপরিকল্পিত ইটের ভাটা, জমির উপরিভাগ কাটা, শিল্প বর্জ্য, পানি দূষণ ও ভূমির উর্বরতা শক্তি বিনষ্ট এগুলো থেকে রক্ষা পাওয়ার বিষয়ের ওপর জনসচেতনতামূলক আলোচনা হয়। সংশ্লিষ্ট বরিশাল বিভাগের জেলা প্রশাসক, জেডএসও, এডিসি রেভেনিউ, ইউএনও, এসিল্যান্ডগণ সেমিনারে তাদের মতামত ব্যক্ত করেন। পরে মন্ত্রী বরিশাল বিভাগের ১০জন এসিল্যান্ডকে দাপ্তরিক কাজের জন্য ল্যান্ড জোনিংয়ের পক্ষ থেকে ল্যাপটপ দেন।
বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচালক শওকত আকবর ও বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
#
রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৩৮

এসএমই খাতের বিকাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে
                                     -- শিল্পমন্ত্রী

ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ):
টেকসই এসএমই খাতের বিকাশে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এসএমই খাতের প্রসারে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ, তথ্য ও গবেষণা সেবা, সহজ শর্তে ও সিঙ্গেল ডিজিটে ঋণ সুবিধা, পণ্যের গুণগত মানোন্নয়ন ও বিপণনে সহায়তা দেয়া হচ্ছে। এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশন প্রায় ৬ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নারী ও পুরুষ মিলে এক হাজার ১২০ জন উদ্যোক্তাকে স্বল্প সুদে ৫৫ কোটি টাকা এসএমই ঋণ দেয়া হয়েছে বলে তিনি জানান। 
তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই মেলা-২০১৭ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করে। 
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এলাকাভিত্তিক কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা হচ্ছে। এসএমই খাতে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরীগুলোতে শতকরা ১০ ভাগ প্লট মহিলাদের মধ্যে বরাদ্দ দেয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন শিল্প নগরীর ক্ষেত্রেও নারীদের অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে। তিনি বিদেশের বাজারে বাংলাদেশি এসএমই পণ্যের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে অধিক পরিমাণে পণ্য রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে স্বনির্ভর করতে এসএমই উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। 
পরে শিল্পমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭ এর জন্য এসএমই ফাউন্ডেশন নির্বাচিত চার জন এবং জাতীয় এসএমই ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৬ এর বিজয়ী তিন জন উদ্যোক্তার মাঝে ক্রেস্ট, সনদ ও চেক হস্তান্তর করেন। 
    মেলায় সারা দেশ থেকে ২শ’টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না।  
#

জলিল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৭৩৭

বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে ভোক্তা অধিকার রক্ষা করা হবে
                                                  -বাণিজ্যমন্ত্রী 

ঢাকা,  ১ চৈত্র (১৫ মার্চ):    
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রচলিত বাণিজ্যের পাশাপাশি দেশে ই-বাণিজ্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ডিজিটাল প্রতারণার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে এসব ক্ষেত্রে ভোক্তা অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। 
তিনি আজ ঢাকার কাওরান বাজারে টিসিবি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কনজুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) আয়োজিত “বিশ^ ভোক্তা অধিকার দিবস-২০১৭” উদযাপন উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিকে দু‘টি প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বাংলাদেশকে ডিজিটাল এবং মধ্য আয়ের দেশে পরিনত করা। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্য আয়ের দেশে প্রবেশ করেছে। দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভোক্তারাও ডিজিটাল সুবিধা ভোগ করছেন। ই-বাণিজ্যের জনপ্রিয়তা বেড়েই চলছে। এ ক্ষেত্রে যাতে ভোক্তা অধিকার বঞ্চিত না হন, সে জন্য সরকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একসময় দেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল, আজ দেশে ১৬ কোটি মানুষ, আবাদি জমির পরিমাণ কমেছে কিন্তু প্রয়োজনীয় খাদ্যের অভাব নেই। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল।
এবারের “বিশ^ ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি”। বিষয়ের ওপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস-এর সভাপতি ও বিজয় বাংলা সফটওয়্যারের জনক মোস্তফা জব্বার। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনূষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল ইসলাম এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল।

#
বকসী/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৩৬ 

বাংলাদেশে ফরাসি ভাষাশিক্ষার সুযোগ বাড়াতে আগ্রহী ফ্রান্স 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 এ দেশে ফরাসি ভাষাশিক্ষার সুযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফিয়ে অ্যাবার্ট। আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। 
রাষ্ট্রদূত বলেন, আলিয়ান্স ফ্রাঁসেজ গত ৩৫ বছর যাবত চট্টগ্রামে ফরাসি ভাষাশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থী এখানে ফরাসি ভাষাশিক্ষা গ্রহণ করছে। আরো ভর্তি আগ্রহী শিক্ষার্থী রয়েছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় ভর্তি করা সম্ভব হয় না। চট্টগ্রামেই প্রতি বছর প্রায়  পাঁচ হাজার শিক্ষার্থীর চাহিদা রয়েছে। 
তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ককে ফ্রান্স গুরুত্বের সাথে বিবেচনা করে। এ কারণে ভাষাশিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিজস্ব জমি থাকলে সুউঁচ্চ ভবন নির্মাণ করে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা এবং সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো সম্ভব হবে। ইতোমধ্যে একটি পরিত্যাক্ত সম্পত্তির বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত গণপূর্ত মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
    গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ফ্রান্সের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের বিপুল জনশক্তি প্রবাসে কাজ করে থাকে। তাই বিদেশি ভাষাশিক্ষাকে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে। ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের নাগরিকরা দারুণভাবে উপভোগ করে। ফরাসি ভাষাশিক্ষা ও সংস্কৃতির প্রতি এদেশের মানুষ দারুন আগ্রহী এবং আলিয়ান্স ফ্রাঁসেজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রী আলিয়ান্স ফ্রাঁসেজের কার্যক্রম সম্প্রসারণের জন্য নিজস্ব ভবন নির্মাণে জমি লিজ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন এবং যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন। 
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আলিয়ান্স ফ্রাঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল জায়েগের ও আলিয়ান্স ফ্রাঁসেজ চট্টগ্রামের ফার্স্ট ডেপুটি ডাইরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৩৫

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
    নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রণজিত কুমার রায় এবং মো. আনোয়ারুল আজীম আনার বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ১নং সাব-কমিটি চট্টগ্রাম বন্দরের অর্ডিন্যান্সের খসড়া এবং জবমঁষধঃরড়হং ড়ভ ডড়ৎশরহম ড়ভ ঈযরঃঃধমড়হম চড়ৎঃ (ঈধৎমড় ্ ঈড়হঃধরহবৎ) ২০০১ এর ওপর দু’টি রিপোর্ট পেশ করে। রিপোর্ট দু’টি কমিটি কর্তৃক গৃহীত হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। 
নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়সহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/অনসূয়া/আলমগীর/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৩৪

মিজারুল কায়েসের মৃত্যুতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে শোকসভা অনুষ্ঠিত

লন্ডন, ১৫ মার্চ :
    সাবেক পররাষ্ট্র সচিব এবং লন্ডনের প্রাক্তন হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১৪ মার্চ মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের অভ্যর্থনাকক্ষে এক শোকসভার আয়োজন করা হয়।  
    লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের সভাপতিত্বে শোকসভায় যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
    উল্লেখ্য, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস গত ১০ মার্চ শুক্রবার রাত ৯টায় (বাংলাদেশ সময় ১১ মার্চ ২০১৭, সকাল ৬টায়) ব্রাজিলের ব্রাসিলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
#
নাদিম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১০৪৫ ঘণ্টা 

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon