Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ২৪ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮১৮

হীরালাল সেনকে স্মরণের অর্থ শেকড়কে ফিরে দেখা 
                                         --- তথ্যমন্ত্রী
      
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :
‘প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেনকে স্মরণের অর্থ শেকড়কে ফিরে দেখা’, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসাথে এ স্মরণের মধ্য দিয়ে ঢাকাকে ৩৫ কোটি বাঙালির চলচ্চিত্রের রাজধানী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে, বলেন তিনি।
আগামী ২৬ অক্টোবর হীরালাল সেনের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রদীপ প্রজ্জ¦লন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। হীরালাল সেন চলচ্চিত্র সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৮৬৮ সালে ঢাকার অদূরে মানিকগঞ্জের বগজুরী গ্রামে জম্মগ্রহণকারী চলচ্চিত্রের এই পথিকৃৎকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে মন্ত্রী বলেন, হীরালাল যে চলচ্চিত্রের সূত্রপাত করেছেন, তা আজ আমাদের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখায়, ভবিষ্যৎ নির্মাণের পথনকশা দেয়, বলেন ইনু।
হাসানুল হক ইনু এসময় হীরালাল সেনের ওপর চলচ্চিত্র নির্মাণ, স্মারকগ্রন্থ প্রকাশনা ও তার নামে স্থাপনার বিষয়ে কাজ করবেন বলে জানান।
আয়োজক সংগঠনের আহ্বায়ক স্বজন মাঝি (শরীফ রেজা মাহমুদ)’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও চলচ্চিত্র গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র সংসদের প্রবীণতম সদস্য হাশেম সুফী বিশেষ অতিথি হিসেবে তথ্যমন্ত্রীর সাথে প্রদীপ জ্বালান ও বক্তব্য রাখেন।
এর আগে বিকেলে তথ্যমন্ত্রী বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি সান’ এর সাত বছরপূর্তি অনুষ্ঠানে কেক কাটেন। ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসময় উপস্থিত ছিলেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৭

মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবাদান কার্যক্রম চলছে

উখিয়া (কক্সবাজার), ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা দানের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা প্রদানসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজার সিভিল সার্জনের নেতৃত্বে ৩৬টি মেডিকেল টিম ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান করছে। এ পর্যন্ত ৩ লাখ ৬৬ হাজার ৩ শত ৩৪ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

    মিয়ানমার নাগরিকদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ১ শত জনকে হাম রুবেলার টিকা, ৭৫ হাজার ৪ শত ৪০ জনকে ওপিভি টিকা, ৭৩ হাজার ৩ শত ২০ জনকে ভিটামিন এ ক্যাপসুল, ৭ লাখ ৪ শত ৮৭ জনকে কলেরা টিকা প্রদান করা হয়েছে। ত্রিশ হাজার গর্ভবতী নারীকে এএনসি সেবা ও ৩০ হাজার নারীকে প্রসূতি সেবা প্রদান করা হয়েছে।

    সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২১ হাজার ৫ শত ৫৯ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এ শিশুদের ডাটাবেইজ সংরক্ষণ করা হচ্ছে।

    নতুন ক্যাম্প এলাকায় অগ্নি নির্বাপণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উখিয়ার রাবার বাগান এলাকায় ১টি এবং টেকনাফের উনচিপ্রাং এলাকায় ১টি অস্থায়ী ফায়ার সার্ভিস ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
 
    মিয়ানমার নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণে উখিয়া, টেকনাফ ও রামুর ১১টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার থেকে উদ্ধারকৃত ৩০ হাজার ২ শত ১৩ জন ও অন্যান্য জেলা থেকে উদ্ধারকৃত ৭ শত ৯ জনকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। নৌকাডুবিসহ নৌ দুর্ঘটনায় ১ শত ৮৬ জন মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়েছে।

     বান্দরবানে থাকা ১৭ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে ৭ হাজার জনকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ হাজার জনের স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন নির্মাণাধীন ক্যাম্পে সংযোগ সড়ক নির্মাণ, বিদ্যুতায়ন কার্যক্রম চলমান রয়েছে।

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৬

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৬৪ ট্রাকের মাধ্যমে ১৫৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২৩ হাজার ১ শত ৬০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ৪ শত ৪৪ প্যাকেট শিশুখাদ্য, ৩ হাজার ৩ শত ৫০ প্যাকেট রান্না করা খাবার, ২ হাজার ৪ শত পিস পোশাক, ১৩ হাজার ৪ শত ৫ পিস গৃহস্থালিসামগ্রী, ৫ শত পিস স্যানিটারিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৩২ মেট্রিক টন চাল, ৮৩ মেট্রিক টন ডাল, ৯৯ হাজার ২৯ লিটার তেল, ৬৭ মেট্রিক টন লবণ, ৮৮ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কিলোগ্রাম আটা, ৮১ হাজার ৮ শত ৭০ কিলোগ্রাম গুঁড়ো দুধ, ২৫ কিলোগ্রাম মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস ও ৪৮৯ বান্ডিল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৫

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৩ শত ৭১ জন পুরুষ ও ১ হাজার ৩২ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৩ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২ শত ৪০ জন পুরুষ ও ৮ শত ১৬ জন নারী মিলে ২ হাজার ৫৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩ শত ৮৮ জন পুরুষ ও ৪ শত ১৪ জন নারী মিলে ৮ শত ২ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ৬৪ জন পুরুষ ও ১ হাজার ৩ শত ৫৪ জন নারী মিলে ২ হাজার ৪ শত ১৮ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৯৪ জন পুরুষ ও ২৩ জন নারী মিলে ১ শত ১৭ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ৯৬ জন পুরুষ ও ১ হাজার ১ শত ১০ জন নারী মিলে ২ হাজার ৬ শত ৬ জন, লেদা ক্যাম্পে ৪ শত ১৮ জন পুরুষ ও ৫ শত ৯ জন নারী মিলে ৯ শত ২৭ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ৩ শত ২৯ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ২ লাখ ৭৯ হাজার ৯ শত ৬৭ জনের নিবন্ধন করা হয়েছে।

    উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ২ হাজার। তবে অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৪

ডিএসসিসি’র ব্যবস্থাপনার বাইরে সরকারি প্রচারণা নয়

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    ঢাকা মহানগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয় ও  এর অধীনস্থ বিভাগ ও সংস্থার যে কোন সরকারি প্রচারণা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত ফি প্রাপ্তি সাপেক্ষে ডিএসসিসি কর্তৃপক্ষ তাদের ব্যবস্থাপনায় ডিএসসিসি এলাকায় স্থাপিত এলইডি সাইনসমূহের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করবে।

    বিভিন্ন সরকারি দিবস ও অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট, কাট-আউট ইত্যাদি প্রচারণা ডিএসসিসি থেকে অনুমতি নিয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় না করে বরং ডিএসসিসি’র ব্যবস্থাপনায় প্রচারের অনুরোধ জানিয়ে ডিএসসিসি ইতোমধ্যে মন্ত্রণালয়সমূহে পত্র প্রেরণ করেছে।

    মন্ত্রণালয় ও  এর অধীনস্থ বিভাগ ও সংস্থার প্রচারণার প্রয়োজন হলে প্রচারিতব্য বিষয়ের সফ্ট কপিসহ নির্ধারিত ফি পরিশোধ করে ডিএসসিসি বরাবর আবেদন করতে হবে। ডিএসসিসি সার্ক ফোয়ারা থেকে বাংলামটর, হোটেল রূপসী বাংলা, কাকরাইল, মৎস্যভবন হয়ে সচিবালয় পর্যন্ত সড়কে এবং শাহবাগ এলাকায় স্থাপিত এলইডি সাইনসমূহের মাধ্যমে তা প্রচারের ব্যবস্থা করবে।

#

মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮১৩

এক বছরে ১০ হাজারের বেশি মাদক অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ 
                                                                  --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
      
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা। মাদক ও সন্ত্রাসকে সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে। মাদকসেবীকে ঘৃণা না করে পারিবারিক ও সামাজিকভাবে আদর-ভালবাসা দিয়ে সুস্থ ও শান্তিময় জীবনে ফিরিয়ে আনতে হবে। 
আজ ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিষয়ক এক আলোচনাসভা ও গুণিজন পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এসব কথা বলেন। মানিকগঞ্জের সাবেক মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার ও ফাউন্ডেশনের পরিচালক মোঃ খলিলুর রহমান। 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদক অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত ১ বছরে ১০ হাজারের বেশি মাদক অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা ও পুনর্বাসনে অর্ধশতাধিক নতুন মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নির্মাণের লাইসেন্স দেয়া হয়েছে। তিনি সীমান্ত কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মাদক ও সন্ত্রাস বিষয়ে গণসচেতনতামূলক কার্যক্রম গ্রহণে সাধুবাদ জানান। তিনি সংগঠনটির কার্যক্রম আরো এগিয়ে নিতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। 
পরে প্রতিমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক তুলে দেন এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
#

আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮১২

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
                                                                    ---স্পিকার  
      
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :
বাংলাদেশ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য অর্জন করেছে। একই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সক্ষম হবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার ও  ইউএনডিপি’র পক্ষে  আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী (ঝঁফরঢ়ঃড় গঁশযধৎলবব)  সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্পিকার ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে ইউএনডিপি’র প্রতিনিধিকে অবহিত করেন। তিনি বলেন, আগামী ১-৮ নভেম্বর ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্পিকার বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ, সাবেক মহাসচিব ও এডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট কফি আনান এবং জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক আয়োজিত ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মানবতার সংকটকালে  রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদ্বার উন্মোচন করেছেন--তাঁর এ সাহসী পদক্ষেপ সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছে।
সুদীপ্ত মুখার্জী  আসন্ন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করেন।
 ইউএনডিপি সমঝোতা স্মারকের আওতায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে কাজ করবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিকল্পনা উন্নয়ন উইংয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনডিপি’র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
তারিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১১

তথ্য না দেওয়ায় নেত্রকোণার চার কর্মকর্তাকে তথ্য কমিশনের জরিমানা

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    প্রার্থিত তথ্য না দেওয়ায় তথ্য অধিকার আইনের আওতায় দায়েরকৃত চারটি পৃথক অভিযোগের ভিত্তিতে নেত্রকোণার চার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দশ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

    তথ্যমূল্য পরিশোধ করার পরও পুরোপুরি তথ্য না দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় নেত্রকোণা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানরকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকাররম হোসেনকে তিন হাজার টাকা জরিমানা এবং ক্ষতিপূরণ হিসেবে বারোশ’ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যথাযথভাবে নিয়ম মেনে তথ্য প্রদান না করায় বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এক হাজার টাকা এবং আপিল নির্দেশনা থাকা সত্ত্বেও নিয়ম মেনে তথ্য প্রদান না করায় মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

    তথ্য অধিকার আইনে আজ ৯টি অভিযোগের শুনানি শেষে ৭টি অভিযোগের নিষ্পত্তি করা হয় এবং ২টি অভিযোগের পরবর্তী  শুনানির তারিখ নির্ধারণ করা হয়।  

#

লিটন/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮১০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ২৮১০

শ্রমিক কল্যাণ তহবিলে হেইডেলবার্গ সিমেন্ট এবং
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১ কোটি ৭০ লাখ টাকা প্রদান

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হেইডেলবার্গ সিমেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা প্রদান করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র কাছে প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিগণ তাদের নিজ নিজ কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশের চেক হস্তান্তর করেন।
হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি সেক্রেটারি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাদের কোম্পানির গত এক বছরের মুনাফার ৫ ভাগের এক দশমাংশ ১ কোটি ৯ লাখ ২৩ হাজার তিনশ’ ৭৭ টাকা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আল-আমিন রহমান তাদের কোম্পানির ৫৯ লাখ ৯১ হাজার তিনশ’ ৭১ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে প্রদান করেন।
বাংলাদেশ শ্রম আইনের আলোকে গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির মূলধন ২ কোটি টাকার উপরে অথবা মোট সম্পত্তি তিন কোটি টাকার উপরে হলে বছর শেষে  ঘোষিত লভ্যাংশের শতকরা ৫ ভাগ শ্রমিক কল্যাণে ব্যয় করতে হবে। বছরান্তে লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল প্রদান করতে হবে। এ তহবিল থেকে প্রতিষ্ঠানিক, অপ্রতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশে সব দেশি, বহুজাতিক এবং বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান সবাই যদি তাদের লাভের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেন তাহলে বাংলাদেশে আর কোন শ্রমিক অসহায় থাকবে না। এ তহবিল থেকে কোন শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে ২ লাখ, কর্মক্ষেত্রে পঙ্গু হলে সর্বোচ্চ ২ লাখ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ১ লাখ, কোন শ্রমিকের সন্তান সরকারি মেডিক্যাল কলেজ অথবা সরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে তিন লাখ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক এবং কর্মজীবীদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ এ তহবিলে প্রদান করছে। বর্তমানে এ তহবিলে মোট জমার পরিমাণ প্রায় আড়াইশ’ কোটি টাকা। এ পর্যন্ত এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। আজ পর্যন্ত এ তহবিলে দেশি এবং বহুজাতিক মিলে ৯৪টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দিচ্ছেন।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ তহবিলের মহাপরিচালক ডা. আনিসুল আওয়াল, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং পার্টনার এডভোকেট জাফরুল হাসান শরিফ, শ্রমিক প্রতিনিধি মোঃ জামাল হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ আল মাসুদ ও মোঃ এহতেসামুল হক উপস্থিত ছিলেন।
#
আকতার/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮০৯

দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ১২ নভেম্বর শুরু

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টেবর) : 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ১২ নভেম্বর রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে দশম জাতীয় সংসদের অষ্টাদশ (২০১৭ খ্রিষ্টাব্দের ৫ম) অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান করেছেন।
#

তারিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮০৮

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে
             -- তারানা হালিম

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবিলা করতে হবে। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে সাইবার বুলিং হচ্ছে। ইন্টারনেটে আপত্তিকর বিষয়ের জন্য অনেক মেয়ে আত্মহত্যা করেছে। এজন্য ব্যবহারকারী দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের নীতিমালা সংশোধন করতে হবে। তিনি সবার জন্য ইন্টারনেটের পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী আজ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ সংস্থার (এপিপি) উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য যেমন ইন্টারনেট নিশ্চিত করতে হবে তেমনি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উপমহাসচিব মাসানোরি কন্ডো (গধংধহড়ৎর কড়হফড়) বক্তব্য রাখেন।

বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, আফগানিস্তান, ভূটান, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, টোঙ্গা, ভানুয়াতুসহ ১৪টি সদস্য দেশ, সহযোগী দেশ, সম্পর্কযুক্ত সদস্য সংস্থা এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিনিধি  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

#

এনায়েত/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮০৭

জেএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে হলে ঢুকতে হবে

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) : 
আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রশ্নপত্র মুদ্রণ, বিতরণ, সংরক্ষণ ও পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।  
সভায় জানানো হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট চালু থাকবে। পরীক্ষায় কোন অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত একটি কন্ট্রোলরুম চালু থাকবে।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, এবার সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্নপত্র খোলা হবে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক বা কোন ব্যক্তি মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না। শুধু পরীক্ষাকেন্দ্রের সচিব যোগাযোগের জন্য একটি সাধারণ ফোন সাথে রাখতে পারবেন।  তিনি আরো বলেন, এ পরীক্ষায় যাতে কোন অনিয়ম, নকল বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে তীক্ষè নজর রাখতে হবে। এবার আরো উন্নত শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ, পুলিশ, র‌্যাব,  সিআইডি ও এনএসআই প্রতিনিধি এবং জনপ্রশাসন, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।  
উল্লেখ্য, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে এবং ১৮ নভেম্বর শেষ হবে।
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮০৬ 
 
গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলি) আইন, ২০১৭’র খসড়ার ওপর মতামত প্রদানের সময় বৃদ্ধি
 
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর)ঃ 
 
গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলি) আইন, ২০১৭’র খসড়া তথ্যমন্ত্রণালয়ের ওয়েব সাইটে (িি.িসড়র.মড়া.নফ)  প্রকাশ করা হয়েছে।
খসড়াটির ওপর সর্বসাধারণের মতামত প্রদানের জন্য আগামী ২৫ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবরের মধ্যে ই-মেইল: ধং.ঢ়ৎবংং@সড়র.মড়া.নফ এ প্রেরণের জন্য তথ্যমন্ত্রণালয় সকলকে অনুরোধ জানিয়েছে। 
 
#
নাসরিন/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬১৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮০৫
 
আওয়ামী লীগ নেতা রমনী রঞ্জন কর্মকারের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক 
 
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর)ঃ 
 
ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন কীর্তিপাশা ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রমনী রঞ্জন কর্মকারের (৭৯) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
 
এক শোকবাণীতে শিল্পমন্ত্রী প্রয়াত রমনী রঞ্জন কর্মকারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
উল্লেখ্য, রমনী রঞ্জন কর্মকার আজ ঢাকায় মৃত্যুবরণ করেন। 
 
#
জলিল/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৩১৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৮০৪ 
 
জাতিসংঘে-মিয়ানমারের নাগরিকদের নিজভূমিতে ফেরত নেয়ার জোর দাবি ডা. দীপু মনির 
নিউইয়র্ক, ২৪ অক্টোবর ২০১৭ :
 
জাতিসংঘ সদরদপ্তরে ২৩ অক্টোবর জাতিসংঘের রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান, সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনে জেনেভা ভিত্তিক মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হী লী এর সাথে বৈঠক করেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।
 
ডা. দীপু মনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারকে বুঝাতে হবে যে জোরপূর্বক ব্যাস্তুচ্যুত রাখাইন প্রদেশের প্রায় এক মিলিয়ন নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সাথে তাদের নিজভূমিতে অবশ্যই ফেরত নিতে হবে যার কোনো বিকল্প নেই।
 
বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে এই উদ্বাস্তু সঙ্কটের প্রভাবের কথা তুলে ধরে ডা. দীপু মনি বলেন, “জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহলকে এ সমস্যা সমাধানে জোর ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইন রাজ্যের বিপুল সংখ্যক এই বাস্তুচ্যুত মানুষকে আর আশাহত করতে পারে না”। বৈঠককালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান তার সাম্প্রতিক মিয়ানমার সফরের বিভিন্ন দিক সমন্ধে ডা. দীপু মনিকে অবহিত করেন। এ সঙ্কটের সমাধানে মিয়ানমারের করণীয় বিষয়ে জাতিসংঘের বিবেচ্য দিকগুলো নিয়ে তিনি মিয়ানমার নেতৃত্বের সাথে আলোচনা করেন মর্মে ডা. দীপু মনিকে জানান। 
 
প্যাটেন বলেন, সম্পদ ও সামর্থ্যরে সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ যেভাবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের স্বাগত জানিয়েছে, আশ্রয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, বাংলাদেশের এই অবদান বিশ্ব আজীবন স্মরণ রাখবে। 
 
বৈঠককালে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডা. দীপু মনি। অত্যন্ত সৌহার্দ্যপূণ বৈঠকে উপস্থিত ছিলেন জাত
Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon