Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৬

তথ্যবিবরণী 15/05/2016

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৩২

বিদ্যাপীঠকে অর্থ উপার্জনের ব্যবসাকেন্দ্রে পরিণত করা অনুচিত
                                 ---তথ্যমন্ত্রী
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ, (১৫ মে):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানুষ তৈরির কারখানা বিদ্যাপীঠকে যেমন অর্থ উপার্জনের ব্যবসাকেন্দ্রে পরিণত করা অনুচিত, তেমনি রাজনীতিকেও জঙ্গি উৎপাদন বা খুনী-যুদ্ধাপরাধীদের হালাল করার কাজে ব্যবহার করবেন না।
    আজ রাজধানীর মিরপুরে ১০নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন (ঢাকা-উত্তরা) আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।
    তথ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ দেশের জন্য দরকার শান্তি, সুশাসন ও বৈষম্যমুক্তি। আর তা নিশ্চিত করতে প্রয়োজন বিচারহীনতার অপসংস্কৃতি থেকে মুক্তি। বিচারহীনতার কারণেই পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ সশস্ত্র জঙ্গি হামলা ঘটেছে, দেশের বুকে জমেছে স্বৈর-সাম্প্রদায়িকতার জঞ্জাল।
    মন্ত্রী বলেন, অতীতের জঞ্জাল বুকে নিয়ে সমৃদ্ধির পথে দ্রুত এগুনো সম্ভব নয়। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীসহ সকল খুনীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আর যাদের হাতে রক্তের দাগ তারাই খুনীদের পক্ষে ওকালতি করে। তিনি বলেন, রাজনীতিতে যুদ্ধাপরাধীদের কোন জায়গা নেই। বৈষম্যমুক্ত, শান্তি ও সুশাসনের সমৃদ্ধ দেশ গড়তে বুকে দেশপ্রেম নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
    স্থানীয় সমাজনেতা মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আসলামুল হক, আয়োজক সংগঠনের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির (রানা) এবং জাসদের মহানগর পশ্চিমের সভাপতি নূরুন নবী বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রীর সাথে সুইডেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    আজ তথ্যমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল (Johan Frisell) এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Leoni Margaretha Cuelenaere পৃথকভাবে সাক্ষাৎ করেন।
    এসময় বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি সুইডেন ও নেদারল্যান্ডসের সাথে তথ্য আদানপ্রদান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সাথে সে দেশগুলোর জনগণের সম্পর্ক ঘনিষ্ঠতর করার বিষয়ে আলোচনা করেন তথ্যমন্ত্রী।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৩১

কলড্রপ দিনে একটির বেশি হলে ক্ষতিপূরণ
                            -- তারানা হালিম
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে):
    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল ফোনে দিনে একটির বেশি কলড্রপ হলেই প্রতিটি কলড্রপের জন্য এক মিনিট ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। আগামী জুন থেকে এ প্রক্রিয়া শুরু হবে।
    প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে কলড্রপে ক্ষতিপূরণ দেয়ার বিষয় নিয়ে মোবাইল অপারেটরের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, কলড্রপের তথ্যের জন্য অপারেটরদের ওপর নির্ভর করতে হয়। এ তথ্যের জন্য যাতে অপারেটরদের ওপর নির্ভর করতে না হয় সেজন্য বিটিআরসি’র একটি টিম অপারেটরদের সিস্টেম পরীক্ষা করবে। তিনি বলেন, অপারেটরদের কলড্রপ যাচাই করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। এরপর যে সব সিমের নিবন্ধন থাকবে না সেগুলো বন্ধ করে দেয়া হবে। অনিবন্ধিত সিম বন্ধ হয়ে  গেলে তা টানা দুই মাসের জন্য বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সিম উঠানো যাবে না। দুই মাস পর সেই সিমগুলো কিনে নিতে পারবেন গ্রাহকরা।
    তিনি বলেন, প্রবাসী গ্রাহকের ক্ষেত্রে অনিবন্ধিত সিম কেনার সুযোগ থাকছে ১৫ মাস। এ জন্য প্রবাসীদের দেশে ফেরার প্রমাণ (এরাইভাল সিল) দেখাতে হবে। মোবাইল  কোম্পানির বিজ্ঞাপন বা প্রমোশনাল এসএমএস-এর কথা উল্লেখ করে তিনি বলেন, রাত ১২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত কোন প্রমোশনাল এসএমএস আসা যাবে না। এ বিষয়ে তিনি অপারেটরদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
    অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোবাইল অপারেটরদের ঊর্ধ্বতন প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
#
এনায়েত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৩০
 
তৈরিপোশাক শিল্পের শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল

ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে) :
                                                                  
    সরকার শ্রম আইনের আলোকে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। আগামী ১ জুলাই থেকে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে তৈরিপোশাক শিল্পের রপ্তানি আয়ের শতকরা শুন্য দশমিক শুন্য ৩ ভাগ সরাসরি এ তহবিলে জমা হবে।

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত শতভাগ রাপ্তানিমুখী শিল্পখাত হিসেবে তৈরিপোশাক শিল্পের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

    সভায় বিজেএমইএ এবং বিকেএমইএ’র মাধ্যমে শিল্পকারখানায় নিয়োজিত সকল শ্রমিকদের দ্রুত একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত হয়। শ্রম আইনের আলোকে শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টরের জন্য বিধি প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট শিল্প সেক্টরে কর্মরত সুবিধাভোগীদের জন্য ক্রেতা ও মালিকের সমন্বয়ে সেক্টরভিত্তিক কেন্দ্রীয়ভাবে একটি করে তহবিল গঠন, তহবিল পরিচালনা বোর্ড গঠন, অনুদানের পরিমাণ নির্ধারণ ও আদায়ের পদ্ধতি এবং তহবিলের অর্থের ব্যবহারের বিধানসহ আনুষঙ্গিক অন্য বিষয়ে প্রয়োজনীয় বিধানসমূহ নিয়ে আলোচনা হয়েছে।

কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এক প্রতিক্রিয়ায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিকদের কল্যাণে এ ধরনের তহবিল গঠন শ্রমবান্ধব সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

সভায় জানানো হয়, তহবিলে প্রাপ্ত অর্থের অর্ধেক টাকা সুবিধাভোগী কল্যাণ হিসাব নম¦রে এবং বাকি অর্ধেক টাকা আপৎকালীন হিসাব নম¦রে জমা হবে। তহবিলে জমাকৃত অর্থ সুবিধাভোগীগণের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হবে। চাকুরিরত অবস্থায় অসুস্থতাজনিত স্থায়ী অক্ষমতার কারণে সর্বোচ্চ দুই লাখ টাকা অনুদান প্রদান করা হবে। এছাড়া এ তহবিল হতে সুবিধাভোগীদের দীর্ঘমেয়াদি অসুস্ততা, মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান এবং সামাজিক নিরাপত্তামুলক সুবিধা হিসাবে বিশেষায়িত হাসপাতাল স্থাপনে ব্যয় করা হবে। গত ৪ এপ্রিল এক প্রজ্ঞাপন দ্বারা সরকার নয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড গঠন করে।

সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব ম আ কাশেম মাসুদ, বিজেএমই’র সভাপতি মো. সিদ্দুকুর রহমান, বিজেএমই’র সহসভাপতি মোহাম্মদ নাছিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
#

আকতারুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬২৯

জাতিসংঘের বিশ্ব তথ্যসমাজ পুরস্কার পেলো বাংলাদেশ

ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে):
    জাতিসংঘের তথ্যসমাজ বিষয়ক বিশ্বসম্মেলন পুরস্কার ২০১৬ অর্জন করেছে বাংলাদেশি বেসরকারি সংস্থা বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন)।
    জেনেভা কর্মপরিকল্পনা অনুসারে ২০১২ সাল থেকে আঠারোটি বিভাগে এ পুরস্কার প্রবর্তিত হয়। কর্মধারা সি ৯- এর গণমাধ্যম বিভাগে এবছর সেরা পুরস্কারটি জিতে নেয় বাংলাদেশি সংস্থাটি। ৩ মে জেনেভায় বিএনএনআরসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান এ পুরস্কার গ্রহণ করেন।
    গণমাধ্যমে নারী উন্নয়নকে সামনে রেখে এ পুরস্কার বিজয়কে অভিনন্দন জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ। দেশে ফিরে এএইচএম বজলুর রহমান আজ সচিবালয়ে তথ্যসচিবের সাথে সাক্ষাৎ করেন।  এসময় তথ্যসচিব বলেন, এই পুরস্কারের মাধ্যমে আমাদের কাজ বিশ্বসভায় স্বীকৃতি পেল। শুধু বিএনএনআরসি-র কর্মীবৃন্দের নয়, এই পুরস্কার বাংলাদেশের ১৬টি কমিউনিটি রেডিওতে কর্মরত ৬০ জন যুবা নারী সাংবাদিকের, যারা গণমাধ্যমে ‘কন্ঠহীনের কণ্ঠস্বর’ তুলে আনার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশে কমিউনিটি রেডিও’র প্রবর্তক, এটি তার চিরোজ্জ্বল অবদানের একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।
    বিএনএনআরসি’র ‘কমিউনিটি মিডিয়া ও সাংবাদিকতায় যুবা নারী- বাংলাদেশের গ্রামীণ  সম্প্রচার সাংবাদিকতায়  নতুন যুগের উন্মেষ’ প্রকল্পটি শুধু সর্বাধিক ভোটই পায়নি বরং ৫টি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে । প্রতিযোগিতায় বাছাইকৃত ৩১১টি প্রকল্পে ২ লাখ ৪৫ হাজার সদস্য ভোট প্রদান করেছেন, যার মধ্য থেকে ১৮টি প্রকল্প চূড়ান্তভাবে বিজয়ী ও ৭০টি প্রকল্প রানারসআপ ঘোষিত হয়।   
    ২০১৩ থেকে ২০১৫ সালে সম্পন্ন এই প্রকল্পের আওতায় ৩টি ব্যাচে বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬০ জন নারী সাংবাদিক বিএনএনআরসি’র তত্ত্বাবধানে সম্প্রচার সাংবাদিকতাসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় নিবিড় প্রশিক্ষণ নেন এবং কমিউনিটি রেডিও ও স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতায় নিয়োজিত হন। ফেলোশিপ কার্যক্রমের আওতায় নারী ও শিশুস্বাস্থ্য, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও প্রান্তিক জনগোষ্ঠীর নানাবিধ দাবী দাওয়া, বঞ্চনা ও অধিকারের কথা নিয়ে তারা ৮০০ রেডিও অনুষ্ঠান প্রযোজনা ও ৫০০ ফিচারধর্মী প্রতিবেদন স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৫৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২৮
 
কলকারখানায় শিল্পপুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ
                               -- শ্রম  প্রতিমন্ত্রী

ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে) :
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, নীতিনৈতিকতা ও মূল্যবোধকে সমুন্নত রেখে শিল্প কলকারখানার শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণে শিল্পপুলিশের সদস্যদের প্রধান ভূমিকা পালন করতে হবে।
    প্রতিমন্ত্রী আজ আশুলিয়ায় শিল্পপুলিশের তৃতীয় ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন নির্ভরকরে সুষ্ঠু সুন্দর কর্মপরিবেশের ওপর। শিল্প কলকারখানার কর্মপরিবেশ বিশেষ করে তৈরিপোশাক শিল্পের কর্মপরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বর্তমান সরকার শিল্পপুলিশ নামে নতুন শাখা প্রতিষ্ঠা করেছে।
    তিনি বলেন, শ্রম আইন বাস্তবায়নেও শিল্পপুলিশের গুরুত্বপূর্ণ  ভূমিকা রয়েছে। এজন্য শিল্পপুলিশের প্রতিটি সদস্যকে শ্রম আইন ভালভাবে জানতে হবে। এ বিষয়ে পড়াশোনা করতে হবে। প্রশিক্ষিত এসব শিল্পপুলিশ সদস্যগণ শ্রমিকদের অধিকার এবং দায়িত্ববোধ সম্পর্কে ধারনা প্রদানে সহায়তা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    শিল্পপুলিশের মহাপরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পপুলিশ-১ এর পরিচালক (পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।    মাসব্যাপী এ প্রশিক্ষণে এএসআই, নায়েক ও কনস্টেবল পর্যায়ের ১০০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
    এর আগে প্রতিমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন করেন।
#

আকতারুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬২৭

তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা সুবিধাকে সহজলভ্য করে তুলতে পারে
                                                         ---শিক্ষামন্ত্রী
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ, (১৫ মে):

    শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে সহজলভ্য করে তোলা সম্ভব। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এর কোন বিকল্প নেই। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ  গাজীপুরে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে বি এড প্রোগ্রামে শিক্ষা বিস্তারণ শীর্ষক জাতীয় কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    শিক্ষামন্ত্রী আরো বলেন, বাউবি’র প্রযুক্তি শিক্ষার প্রসার, প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের ব্যাপক কর্মসূচি এক যুগান্তকারী পদক্ষেপ। আমাদের শিক্ষা পরিচালনাকারী শিক্ষকদের তা ভালভাবে আয়ত্ব করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সহজভাবে পৌঁছে দিতে হবে। এজন্য শিক্ষকগণ নিজেদেরকে প্রস্তুত করার জন্য উদ্যোগি হবেন। বর্তমানে বাউবির ৫ লাখ ৭০ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামীতে ১০ লাখ শিক্ষার্থী এর আওতায় আসবে।

    উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অভ্ এডুকেশন ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ এর সহযোগিতায় ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অভ্ বিএড প্রোগ্রামের দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। তিনি বলেন, একবিংশ শতাব্দীর শিক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় উ›মুক্ত বিশ্ববিদ্যালয়কে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এ লক্ষ্যে অনলাইন এডুকেশন, ই-বুক, ওয়েবরেডিও, ওয়েবটিভি, মোবাইল এপসসহ  ব্লেন্ডেড এডুকেশনের সর্বোত্তম ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে।

    শিক্ষা কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা বিস্তারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের মাধ্যমে মোবাইল এপসের একটি ডিজিটাল ডিসপ্লে প্রদর্শিত হয়। অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন, ডিজি-ডিরেক্টরেট সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন প্রফেসর ফাহিমা খাতুন ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। কর্মশালায় ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

#
সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯২৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬২৬

ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠা সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ
                                                          ---এলজিআরডি মন্ত্রী
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ, (১৫ মে):

স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অবাধ তথ্য প্রবাহের এ যুগে অপরাধ প্রবণতা বাড়ছে। অপরাধ বিশ্লেষণ, প্রতিকার ও কর্মপন্থা নির্ধারণের বিষয়ে দক্ষ জনবল ও গবেষক তৈরিতে ক্রিমিনোলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠা বর্তমান সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ।

মন্ত্রী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমদ মিলনায়তনে ক্রিমিনোলজি বিভাগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. ফারুক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, অপরাধের উৎস উদ্ঘাটন করে অপরাধীকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে ক্রিমিনোলজি বিভাগের কর্মপন্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি গবেষণাকর্মের মাধ্যমে সমাজে অপরাধ নিরসনে নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিভাগের অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কাজে কৃতিত্বের সঙ্গে এগিয়ে চলছে বিভাগটি।

#
শহিদুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২৫
 
 আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

ঈশ^রদী, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিপন্থী বা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ ঈশ^রদীর শেরশাহ রোডে মন্ত্রীর বাসভবনে আটঘরিয়া উপজেলার অন্তর্গত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে ঈশ^রদী উপজেলার ইউপি নির্বাচনে স্থানীয় প্রশাসনের করণীয় সম্পর্কে মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
    মন্ত্রী স্থানীয় প্রশাসনকে বলেন, আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ্য প্রার্থীদেরকেই নির্বাচন করেছে। দলীয় প্রভাবে নয়- যোগ্য প্রার্থীই ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ভোট গ্রহণ চলবে।
    ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, পাবনা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আখতারুজ্জামান মুক্তা এবং আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
#

 রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬২৪

বাজেট অধিবেশন আহ্বান

ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ, (১৫ মে):

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৩ সালের ১৮ জ্যৈষ্ঠ, ২০১৬ সালের ১ জুন বুধবার বিকাল ৫টায় জাতীয় সংসদভবনের সংসদকক্ষে দশম জাতীয় সংসদের ১১তম (২০১৬ সালের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানিয়েছেন।

#
হালিম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২৩
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে) :
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে বাংলাদেশে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নুর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব (ঘঁৎ অংযরশরহ ইরহঃর গড়যফ ঞধরন) সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নতুন হাইকমিশনারের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, দু’দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত বিষয় এবং বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগকারীগণের বিনিয়োগ ক্ষেত্র ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
    আসিয়ান (অঝঊঅঘ)-এ বাংলাদেশ ডায়ালগ পার্টনার হওয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে ইকোটুরিজম উন্নয়নের ক্ষেত্রেও মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
শাহ্রিয়ার আলম হাইকমিশনারকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#

খালেদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২২
 
দ্রুত গ্রাহকসেবা নিশ্চিতে প্রযুক্তির সহায়তা নিতে হবে
                 -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে আরো সক্রিয় হতে হবে। এতে অধিকসংখ্যক গ্রাহকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সম্ভব হবে, গ্রাহকদের মনোভাব জানা যাবে এবং সরাসরি প্রত্যুত্তর দেয়া যাবে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, জনগণের কাছে দ্রুত পৌঁছাতে হলে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া প্রয়োজন। সময়োপযোগী ও যথাযথ তথ্য দ্রুত ও তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

আসলাম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৪ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬২১

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১ জ্যৈষ্ঠ, (১৫ মে):
    জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মো. আব্দুল ওয়াদুদ, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ব্যাংক রিজার্ভ ও আমানতের নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধে করণীয়, বেসিক ব্যাংকের অনিয়ম সংক্রান্ত আলোচনা, সরকারি ও বেসরকারি ব্যাংকসমূহের ওহঃবৎবংঃ জধঃব ংঢ়ৎবধফ- এর বর্তমান অবস্থা সম্পর্কিত আলোচনা এবং বাংলাদেশে অফশোর ব্যাংকিং প্রসঙ্গে আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ইতোমধ্যে ফেরত পাওয়া গেছে এবং আরো প্রায় ১৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। বাকি অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা অব্যাহত রেখেছে। চুরির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে দেশের জনগণের কষ্টার্জিত অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ঘটনায় জড়িতদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জোর সুপারিশ করা হয়। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দেয়া হয়।
    বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর ব্যাংকিং এর সার্বিক ঝুঁকি হ্রাস এবং তুলনামূলকভাবে মুক্ত ও সহজ অফশোর ব্যাংকিং সুবিধার সার্বিক সুফল নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান অফশোর ব্যাকিং নীতিমালা সময়োপযোগী করার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করেছে বলে বৈঠকে জানানো হয়।
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা

 

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon