Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০১৭

তথ্যবিবরণী ৩ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৪৩

কুলকাঠী ইউনিয়নকে ভিক্ষুক, যৌতুক ও বাল্য বিবাহমুক্ত ঘোষণা করলেন আমু

নলছিটি (ঝালকাঠী), ১৯ ফাল্গুন (৩ মার্চ) :   
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নকে ভিক্ষুক, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বর্তমান সরকার গৃহীত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির ফলে এ ইউনিয়ন সামাজিক অগ্রগতির ক্ষেত্রে প্রধান তিনটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর ধারাবাহিকতায় ঝালকাঠী জেলাসহ দেশের সকল ইউনিয়নকে  ভিক্ষুক, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করা হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী আজ নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
কুলকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম. আকতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝালকাঠী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইকুল্লা পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়ার তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস লস্কর বক্তব্য রাখেন।  
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূর ও তৃণমূল পর্যায়ে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। ফলে জনগণের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৭০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী কুলকাঠী ইউনিয়নের তালিকাভুক্ত ২ জন ভিক্ষুকের মধ্যে প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করেন। এর আগে বিভিন্ন সময় ১৬ জন তালিকাভুক্ত ভিক্ষুককে আয় বৃদ্ধিমূলক উপকরণ সরবরাহের মাধ্যমে পুনর্বাসন করা হয়।  
#
জলিল/মাহমুদ/আবব্াস/২০১৭/১৭০৫ ঘণ্টা

 

Todays handout.docx Todays handout.docx