Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 07/09/2015

তথ্যবিবরণী                                                             নম্বর : ২৫২৬

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকের মূলতবি বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা,এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী, মোঃ মকবুল হোসেন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।  
১৩তম  বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  
বৈঠকে  ২০১৫ সালের হজের সার্বিক ব্যবস্থাপনা  নিয়ে আলোচনা হয় এবং হজের সফলতার সাথে ধর্ম  বিষয়ক মন্ত্রণালয়ের সফলতা তথা সরকারের সফলতা নির্ভর করে বিধায় হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
বৈঠকে হাব কর্তৃক সংগৃহীত ট্রলিব্যাগের গুণগতমান যাচাই এবং আসন্ন হজ ২০১৫ এর সার্বিক কার্যক্রম তদারকি করার জন্য ইতোপূর্বে গঠিত পরিধারণ কমিটিতে  কমিটির সভাপতি বজলুল হক হারুনকে আহ্বায়ক,  সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মোহাম্মদ আমির হোসেন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহীদুজ্জামানকে সদস্য করে পরিধারণ কমিটি পুনর্গঠন করা হয়। কমিটি হজের পর হজ এবং ওমরাহ বিষয়ে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিল করবে মর্মে সুপারিশ করে। 
    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হুদা/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/২০০০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫২৫

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

কলম্বো, ৭ সেপ্টেম্বর : 

    শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনার তারিক আহসান আজ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাবীরা (গধহমধষধ ঝধসধৎধবিবৎধ) এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

    এসময় বাংলাদেশ হাইকমিশনার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

    গত ১৭ আগস্ট শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্বভার গ্রহণ করায় হাইকমিশনার মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি শ্রীলঙ্কার নতুন সরকারের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি ফরেন অফিস কনসালটেশনসহ ট্রেড শিপিং বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সেশন অনুষ্ঠান, শ্রীলঙ্কা থেকে উচ্চপর্যায়ের সফর, প্রক্রিয়াধীন বিভিন্ন খসড়াচুক্তি দ্রুত স¦াক্ষর, গভীর সমুদ্রে মাছ আহরণে সহযোগিতা ইত্যাদি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। 

    শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে হাইকমিশনারের প্রচেষ্টায় তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শ্রীলঙ্কার মেডিকেল ছাত্রদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। দু’দেশের ইতিহাস ও সংস্কৃতিতে ঐতিহাসিক যোগসূত্রতার উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

#

আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৯৫৫ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫২৪

ওয়াশিংটনে বাংলাদেশ-মার্কিন যৌথ সংলাপ ১১ সেপ্টেম্বর

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

আগামী ১১ সেপ্টেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চতুর্থ নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ অনুষ্ঠিত হবে। 

উলে¬øখ্য, উভয়দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ধারাবাহিকতায় বিগত ২০১২ সালের ১৯ এপ্রিল ঢাকায় প্রথমবারের মতো নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রথম যৌথ সংলাপে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর পালাক্রমে ঢাকা ও ওয়াশিংটনে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৩ সালে ওয়াশিংটনে এবং ২০১৪ সালে ঢাকায় যথাক্রমে ২য় এবং ৩য় যৌথ নিরাপত্তা সংক্রান্ত  সংলাপ অনুষ্ঠিত হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) মিজানুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশন্ত্রবাহিনী বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেবেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের রাজনৈতিক সামরিক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি এসিস্টেন্ট সেক্রেটারি টড সি. চ্যাপম্যান।
    
    সংলাপে আঞ্চলিক সহযোগিতা, প্রথাগত ও অপ্রথাগত (হড়হ-ঃৎধফরঃরড়হধষ) নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ-বিরোধিতা, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে যার মাধ্যমে উভয়দেশের মাঝে পারস্পারিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
#

আরাফাত/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৯১০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৩

বাজার তদারকি
৩১ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) : 
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় রংপুর, সিলেট, চট্টগ্রাম, পাবনা, নওগাঁ ও দিনাজপুরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩১টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে রংপুরের সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, সিলেটের সদর উপজেলায় ১১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৫শ’ টাকা, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, পাবনার সাঁথিয়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, নওগাঁর সাপাহার উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫২২
 
সংসদ কমিটির সংসদ সদস্য ভবন পরিদর্শন  

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের সংসদ কমিটির সপ্তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটির সদস্যদের নিয়ে আজ মানিক মিয়া এভিনিউস্থ ১ থেকে ৬ নং সংসদ সদস্যভবনে বসবাসরত সদস্যদের বিভিন্ন সমস্যাদি চিহ্নিত করে সমাধানের জন্য সরেজমিনে পরিদর্শনে যান এবং তাদের সমস্যার কথা শোনেন।   
এ সময় কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তালুকদার মো. ইউনুস এমপি এবং নাজমুল হক প্রধান এমপি তার সাথে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি, মো. নূরুল ইসলাম ওমর এমপি, মো.  ছলিম উদ্দীন তরফদার এমপি এবং উম্মে রাজিয়া কাজল এমপি পরিদর্শনে অংশগ্রহণ করেন। 
সদস্য ভবনে বসবাসরত সদস্যবৃন্দ তাদের সমস্যার কথা কমিটির নিকট তুলে ধরেন। কমিটি মানিক মিয়া এভিনিউস্থ ১ থেকে ৬ নং সদস্য ভবনে বসবাসরত সদস্যদের সমন্বয়ে কল্যাণ সোসাইটি গঠনের মাধ্যমে তাদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। 
মানিক মিয়া এভিনিউস্থ সদস্যভবনে অবস্থানরত সংসদ সদস্যদের গাড়ি রাখার জন্য গ্যারেজ নির্মাণ, দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম নির্মাণ, ১-৩ নং ভবন এলাকায় একটি নামাজ ঘর নির্মাণ, সদস্য ভবনের ছাদের প্লাস্টিকের সেড পরিবর্তন, ড্রাইভারদের জন্য বিশ্্রামকক্ষ নির্মাণ এবং সদস্যদের জন্য নতুন সোফাসেট এবং পর্দা সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন কমিটির সভাপতি। 
এছাড়া, সদস্য ভবনের নিরাপত্তা জোরদার, পিএবিএক্স টেলিফোন সচল করা এবং নির্ধারিত স্থান ছাড়া ড্রাইভারদেরকে যত্রতত্র গাড়ি পরিষ্কার না করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।   
কমিটি সংসদভবন এলাকার মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি, বিদ্যুৎ ও গ্যাস সমাস্যার সমাধান এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করার সুপারিশ করে। এছাড়াও মানিক মিয়া এভিনিউস্থ ১ থেকে ৬ নং সদস্যভবনে পুরাতন লিফট পরিবর্তন করে দ্রুত নতুন লিফট লাগানোর জন্য পিডব্লিউডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।   
  পিডব্লিউডি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।    
#
নূরুল/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫২১


স্পিকারের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
 
ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল-মুতাইরি (অনফঁষষধয ঐ গ অষ-গঁঃধরৎর) আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দু’দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। 
স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিপুল পরিমাণ কর্মী সৌদি আরবের বিভিন্ন খাতে সেক্টরে কর্মরত রয়েছে। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আরো জানান, সৌদি আরবের মজলিস আস সুরা (গধলষরং অংয-ঝযঁৎধ) বা সুরা কাউন্সিল (ঞযব ঝযঁৎধ ঈড়ঁহপরষ) এর স্পিকার যেকোন সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। 
#
শিবলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা 

 

        

 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫২০
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৮ সেপ্টেম্বর ২০১৫ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।   
    দেশের সামগ্রিক উন্নয়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য। একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সরকার দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর ও জীবন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আনুষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষাকে কার্যকর মাত্রা প্রদানের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ প্রণয়ন করা হয়েছে। শতভাগ ভর্তির সুফল ধরে রাখতে আমরা স্কুল ফিডিং কার্যক্রম চালু করেছি। বিদ্যালয় নেই এমন গ্রামে আমরা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছি। কারিগরি শিক্ষার প্রসারে ১০০টি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসকল কর্মসূচি বাস্তবায়নের ফলে শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হার ও বৈষম্য হ্রাস পেয়েছে। শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। আমরা দেশ থেকে নিরক্ষরতা দূর করতে বদ্ধপরিকর।
    সবার জন্য শিক্ষা এবং সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যসমূহ অর্জনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের রাজনৈতিক অঙ্গীকার ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব পাঁচ বছর মেয়াদি এষড়নধষ ঊফঁপধঃরড়হ ঋরৎংঃ ওহরঃরধঃরাব (এঊঋও) চালু করেন। এ উদ্যোগের প্রেক্ষিতে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত সম্মেলনে সারাবিশ্বের ১৪টি দেশ চ্যাম্পিয়ন হয়, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।  
    আসুন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করি। দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে পরিণত করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলা গড়ে তুলি।
    আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
                                                                জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                           বাংলাদেশ চিরজীবী  হোক।”
#

নুরএলাহি/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১৯ 
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এটা সর্বজন স্বীকৃত যে শিক্ষা জ্ঞান অর্জনের মূল ভিত্তি, আর সাক্ষরতা এর প্রাথমিক সোপান।
    সাক্ষরতার মাধ্যমে জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত হয়, আর জ্ঞান মানুষকে দক্ষ ও আলোকিত করে গড়ে তোলে। দক্ষ মানুষই জনসম্পদ হিসেবে বিবেচিত। জনসম্পদ একটি জাতির উন্নয়নের চাবিকাঠি। ‘রূপকল্প ২০২১’ এর অন্যতম মূল লক্ষ্য হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশ্বব্যাংকের ২০১৪ সনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন নি¤œ মধ্যম আয়ের দেশ। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আশা করা যায় বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সক্ষম হবে।
    আর্থসামাজিক উন্নয়নে শিক্ষা অপরিহার্য। শিক্ষার হার উন্নয়নের মাপকাঠিও বটে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বর্তমান সরকার শিক্ষার প্রসার ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ এবং সে লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘খরঃবৎধপু ধহফ ঝঁংঃধরহধনষব ঝড়পরবঃরবং’ বাংলাদেশের আকাক্সক্ষা ও প্রত্যয়ের অভিব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য বিষয়ের সাথে সংগতিপূর্ণ অনুষ্ঠান ও কর্মকা-ের মাধ্যমে উদ্যাপন করতে আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে দলমতনির্বিশেষে সবাই একযোগে কাজ করব-এটাই এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অঙ্গীকার।
    আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

হাসান/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা   
         

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon