Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ৩ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                নম্বর:  ৫২৬

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :    

মূলবার্তা:

জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি সরকার সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল-মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

 

#

 

ফয়সল/আকরাম/রানা/মোশারফ/সেলিম/২০২৪/২২৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৭২৫

জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের নির্দেশ ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, আমরা যেন তা ভুলে না যাই। গণঅভ্যুত্থানের সেই স্পিরিট মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

          আজ ঢাকায় আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

          উপদেষ্টা বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এই সুযোগটা এসেছে তাই  ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।  

          ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সাথে এগোচ্ছে। ডাক বিভাগ যে সেবাগুলো প্রদান করে পরিবর্তিত পরিস্থিতিতে সেবাগুলো অতি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন।

          মতবিনিময়কালে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মোঃ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪০ঘণ্টা

Handout                                                                                                      Number: 724

Nepal Ambassador calls on Foreign Adviser  

Dhaka, 3 September:

            Ambassador of Nepal to Bangladesh Ghanshyam Bhandari paid a courtesy call on the Adviser for Foreign Affairs Md. Touhid Hossain today at the Ministry of Foreign Affairs.

            Ambassador of Nepal congratulated Adviser for Foreign Affairs on his new appointment. He referred to the congratulatory messages of the Prime Minister and Foreign Minister of Nepal and their good wishes to the Chief Adviser and Adviser for Foreign Affairs and reaffirmed the commitment of the Government of Nepal to work with the interim government for the benefit of the peoples of both countries. Adviser thanked the Government of Nepal for their good wishes.

            During the meeting, Adviser highlighted the spirit of the recent students-led revolution in Bangladesh. The Adviser expressed satisfaction with the excellent bilateral relations between Bangladesh and Nepal and hoped for increased engagements to further enhance these ties.

            Both sides exchanged views on collaboration on sectors of mutual interests including trade, connectivity, energy and education. Both sides recognized the significance of strengthening regional cooperation through SAARC and BIMSTEC.

#

Masum Billah/Akram/Khair/Ferdus/Rafiqul/Joynul/2024/2200 hour 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭২৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে দাতা সংস্থাগুলো

                                            --- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থাগুলো পুনর্বাসনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

          তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর, আইওএমএফ চিফ অভ্ মিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ডাব্লিউএফপি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এবং ইউএনআরসিও হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ারস অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

          প্রতিনিধিদল চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ইতিমধ্যে বন্যায় ৭১ জন মারা গেছেন। বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে।

          তিনি বলেন, পুনর্বাসনসহ মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ দ্রুত এগিয়ে চলছে। বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ।

          তিনি বলেন, ‘মাঠপর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের পর কোন কোন বিষয়ে তারা সহযোগিতা দিতে পারেন সেটা আমরা নির্ণয় করে দিলে তারা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমি আশাবাদী যে, সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আমরা ভবিষ্যতে পুনর্বাসন কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো।’ ফারুক ই আজম আরো বলেন, মাঠ প্রশাসন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

          এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, কে এম আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

এনায়েত/আকরাম/খায়ের/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৭২২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

          আজ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সাক্ষাৎ করতে এলে ধর্ম উপদেষ্টা একথা বলেন।

          ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক বলে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

          অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

          এছাড়া সাক্ষাৎকালে দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান।

          এ সময়  ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

#

আবুবকর/আকরাম/রানা/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৭২১

৫৭ বাংলাদেশির সাধারণ ক্ষমা পাওয়া বিরাট সাফল্যের

                                                   --- পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সাধারণ ক্ষমা পাওয়াকে দেশের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন মানুষকে দীর্ঘমেয়াদি জেল দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউএই’র প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাঁদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ইউএই’র প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তাঁদেরকে ক্ষমা করে দিয়েছেন।

          আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন ।

          ইউএই’র প্রেসিডেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমা পাওয়ায় এই ৫৭ জন এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবেন এবং তাঁদের পরিবার বড় বিপদ থেকে মুক্ত হয়েছে। তিনি বলেন, তাঁরা ইউএইতে কাজও করতে পারবেন।

          মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কারণ, তারা সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা প্রদান করছে না। একটি বিশেষ ক্যাটেগরিতে তাদের আইনানুযায়ী করছে, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।

          ‘রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশ করছে কি না’ এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য আছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা ঢুকে গেছে। এটা কীভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে।  সরকার নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পক্ষে না। উপদেষ্টা পরিষদের সভায় এটা নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে। 

          রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কি না এমন অন্য এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সীমান্ত সিল করা কঠিন; এটা স্বীকার করি। এখানে অনেকগুলো সোর্স কাজ করে, স্থানীয় লোকজনেরও কারও কারও স্বার্থ জড়িত আছে; সব মিলিয়ে এই অনুপ্রবেশ ঘটে। আমাদের চেষ্টা করতে হবে সেটা আটকানোর।

          এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যানিটারিয়ান অ্যান্ড টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত কোরহান কারাককের (Korhan Karakoc) নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি (Ghanshyam Bhandari) বৈঠক করেন।

#

কামরুল/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা

Handout                                                                                                      Number: 720

UAE President pardons 57 Bangladeshi demonstrators

Dhaka, 3 September:

            The President of the United Arab Emirates (UAE) Sheikh Mohamed bin Zayed Al Nahyan has graciously issued a pardon for 57 Bangladeshi expatriate workers who were previously convicted to various prison terms for participating in demonstrations across several UAE cities in July in response to the mass killings in Bangladesh during the anti-discrimination student’s movement. A foreign ministry release in Dhaka said this today.

            This decision follows a recent telephone conversation on 28 August with UAE President Sheikh Mohamed bin Zayed Al Nahyan by the Chief Advisor Professor Muhammad Yunus. The discussion encompassed a wide range of bilateral issues, including trade, investment, and employment of human resources, with particular attention to the cases of detained Bangladeshi citizens and the release of 57 Bangladeshi expatriate workers.

            Subsequently today the UAE Attorney General issued a directive to suspend the execution of the sentences, which included the cancellation of the penalties and the arrangements for the deportation of those convicted.

            This decision exemplifies UAE’s commitment to humanitarian values, the strong and enduring bond of fraternity and friendship between Bangladesh and the UAE, as well as the compassionate leadership of the UAE.

            The Government of Bangladesh expresses its profound gratitude to the Prisident and the government of the UAE for their swift and considerate intervention.

#

Masum Billah/Akram/Khair/Ferdus/Rafiq/Joynul/2024/2040 hour 

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৭১৯

পরিবেশ উপদেষ্টার নির্দেশে চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান

চট্টগ্রাম, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় চট্টগ্রামে আজ পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

          মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সদর ও চট্টগ্রাম দপ্তর, স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা ও খুলশী থানার আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযানে পাহাড় কাটার প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

          আকবর শাহ থানার লেকসিটি এলাকায় পাহাড় কাটার আলামত পাওয়ায় মালিক সিডিএ প্রকৌশলী ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।  হারবাতলী এলাকায় মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে ১৫ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। দক্ষিণ খুলশী এলাকায় মোবাইল কোর্টে মোঃ মাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি পরিশোধ করেছেন।

          রূপনগর ও ইমামনগরে পাহাড় কাটার প্রস্তুতি হিসেবে গাছপালা পরিষ্কার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিরপুর আবাসিক এলাকায় রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটার প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

          স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম (জসিম) -এর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ উপরিউক্ত এলাকায় পাহাড় কর্তন করছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে; ইতোপূর্বে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

          আজকের অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেলার প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় থেকে পরিবেশ অধিদপ্তরকে এ ধরণের অভিযান অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। মাইকিং করে স্থানীয়দের পাহাড় কর্তনের বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে বলা হয়। পাশাপাশি পাহাড় কর্তন সংক্রান্ত কোনো তথ্য পেলে পরিবেশ অধিদপ্তরকে তৎক্ষণাৎ অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

#

দীপংকর/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৭১৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সাথে

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

          আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

          এ সময় উপদেষ্টা দেশের জ্বালানি খাতের উন্নয়নে ইউএনডিপি’র সহযোগিতা চান। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে সকল সেক্টরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এর বেশির ভাগ ক্ষেত্রে যৌক্তিক মূল্যের চেয়ে অনেক বেশি খরচে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অতি সম্প্রতি পরিদর্শনকৃত একটি পাওয়ার প্লান্টের উদাহরণ দিয়ে তিনি বলেন, জ¦ালানি সরবরাহের ব্যবস্থা না করেই ৯ হাজার কোটি টাকা খরচ করে খুলনায় একটি পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। ৩৯ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রক্ষেপণ অনুযায়ী এর ঢাকা-ভাঙ্গা অংশে বছরে আয় ধরা হয়েছিল ১৪০০ কোটি টাকা। অথচ গত ছয় মাসে সেখানে আয় হয়েছে মাত্র ৩৭ কোটি টাকা। এসব প্রকল্প যথাযথ সম্ভাব্যতা যাচাই ও বাস্তব প্রয়োজনীয়তার নিরীখে গ্রহণ করলে এমন দূরবস্থা হতো না।

          উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। জনগণের প্রত্যাশা, প্রয়োজনীয়তা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এমন প্রকল্প গ্রহণ করবে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় জিটুজি পদ্ধতি প্রধান্য দেয়া হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

          নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ যেন সম্পন্ন করা হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, দীর্ঘসূত্রিতায় প্রকল্পের ব্যয় বেড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

          ইউএনডিপি’র প্রতিনিধিদল দেশের জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ ও রেল নেটওয়ার্কের উন্নয়ন বিশেষ করে এ সকল ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি র ব্যবহার বৃদ্ধিতে সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তারা সৌরশক্তি, অবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য অন্যান্য জ্বালানি র ব্যবহার বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া ইতিপূর্বে অনুমোদিত প্রায় ৬ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান দ্রুততম সময়ের মধ্যে সরবারহের প্রতিশ্রুতি দেন।

          সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।

#

রেজাউল/আকরাম/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৪/২১২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৭১৭

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

          সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায়, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

          সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

#

ফয়সল/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৭১৬

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিল স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফ দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রায় সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন। আজ স্থানীয় সরকার উপদেষ্টা তিন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার চারশত পঁচিশ টাকার চেক প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।

          গত ২৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সকল দপ্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দুই কোটি বিশ লাখ আট হাজার তিনশত আটনব্বই টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের সমপরিমাণ অর্থ পঁচাশি লাখ বত্রিশ হাজার সাতাশ টাকাসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বসাকুল্যে মোট তিন কোটি পাঁচ লাখ চারশত পঁচিশ টাকা প্রদান করা হয়েছে।

#

পবন/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

Handout                                                                                                      Number: 715

Environment Advisor Calls for Collective Global Efforts to Protect Environment

Dhaka, 3 September:

            Environment, Forest, and Climate Change Advisor Syeda Rizwana Hasan emphasized the need for countries to work together in protecting international rivers, forests, and wetlands. She stressed the importance of ensuring environmental and climate justice, holding countries responsible for climate change and pollution accountable for compensation. Rizwana also advocated for a nature-centric approach to biodiversity conservation, urging discussions on the rights of nature.

            Environment Advisor made these remarks on Tuesday at the 8th IUCN Regional Conservation Forum in Bangkok, Thailand, held under the theme “Reimagining Conservation in Asia: A Nature-Positive Future.” The IUCN presented its vision and action plan for the next 20 years at the conference.

            The advisor leading Bangladesh delegation at the three-day conference, stated that the notion of a conflict between development and the environment is misguided and that the realization of IUCN's vision would prove this. She proposed regular updates to the 20-year vision and emphasized the importance of including youth in all plans.

#

 Dipankar/Akram/Khair/Ferdows/Rafiq/Joynul/2024/1945 hour 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭১৪

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদী, বন, ও জলাভূমি রক্ষায় দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। পরিবেশগত এবং জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দূষণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে এবং প্রকৃতির অধিকার নিয়ে কথা বলতে হবে।

          আজ থাইল্যান্ডের ব্যাংককে 'রিইমাজিনিং কনজারভেশন ইন এশিয়া: আ নেচার পজিটিভ ফিউচার' প্রতিপাদ্যে ৮ম আইইউসিএন রিজিওনাল কনজারভেশন ফোরামে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। কনফারেন্সে আইইউসিএন আগামী ২০ বছরের ভিশন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

          পরিবেশ উপদেষ্টা বলেন, উন্নয়ন ও পরিবেশের বিরোধিতার ধারণা সঠিক নয়। আইইউসিএন উপস্থাপিত ভিশন অর্জিত হলে এটি প্রমাণিত হবে। তিনি ২০ বছরের ভিশনকে নিয়মিত আপডেট করার প্রস্তাব করেন এবং সকল পরিকল্পনায় যুবকদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

          ৩ থেকে ৫ সেপ্টেম্বর চলমান এই কনফারেন্সে উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনও রয়েছেন।

#

দীপংকর/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭১৩

ত্রাণ উপদেষ্টার কাছে বন্যার্তদের সহায়তায় আরো প্রায় ৪৮ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৪৭ কোটি ৭১  লাখ ৪ হাজার ৯১৯. ২৭ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

          এ সকল প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ৪২ কোটি ৮০ লাখ টাকা, পিএইচপি ফ্যামিলি ১ কোটি টাকা, নিকেতন সোসাইটি, গুলশান ২৫ লাখ টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর/দপ্তর/সুরক্ষা/শিক্ষা প্রতিষ্ঠান ৭৩ লাখ ৯৬ হাজার ২৬৩.২৭ টাকা, ওয়ান ব্যাংক পিএলসি ২ কোটি টাকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৮ লাখ ৪২ হাজার ৯২৪ টাকা, এসেট ডেভেলপমেন্ট এন্ড হোল্ডিং লিমিটেড ২০ লাখ টাকা, কান্ট্রি ফিল্ডস এন্ড ফার্মহাউস কোম্পানি লিমিটেড ৫ লাখ টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড ১০ লাখ টাকা, শান্তা মারিয়াম ফাউন্ডেশন ৩০ লাখ টাকা, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অভ ক্রিয়েশন টেক ১০ লাখ টাকা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ১ লাখ ৯৩ হাজার ৭৮ টাকা ও ওমেরা চিল্ডেন লিমিটেড ৬ লাখ ৭২ হাজার ৬৫৪  টাকা প্রদান করেছে।

          এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/আকরাম/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৭১২

স্বাস্থ্য উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর):

          বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে আজ স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

          বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজের চিত্র তুলে ধরেন এবং  বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সহযোগিতা কামনা করেন।

          হেলেন লাফেভ জানান, তাঁর দেশ বন্যা মোকাবিলায় সহায়তাসহ আহতদের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য নিয়ে  কাজ করতে আগ্রহী। এছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধে ইউএসএইড প্রান্তিক লেভেলে পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি সিডিএ বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ, মহামারির সময় জরুরি প্রস্তুতি এবং জনস্বাস্থ্য বিষয়ে মার্কিন সংস্থা সিডিসির কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।

          স্বাস্থ্য মন্ত্রণালয়ের স¦াস্থ্য সেবা বিভা

2024-09-03-16-53-58bc840c15ad6eac875266910e5bd168.docx