Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৯

তথ্যবিবরণী ২১/০৩/২০১৯

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৩৬
 
জাটকার জাল উৎপাদক ও সরবরাহকারীদের শাস্তির আওতায় আনতে হবে
    ---মৎস্য প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মাচ) :
 
১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় মৎস্য সংরক্ষণ সপ্তাহ-২০১৯ এর শেষ দিনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে আজ এক সমাপনী ও মূল্যায়ন সভায় জানানো হয়, সপ্তাহ জুড়ে ১ হাজার ১২০টি মোবাইল কোর্ট ও অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮টন জাটকাসহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। এছাড়াও ১১ কোটি টাকা মূল্যের প্রায় ৫৬ লাখ মিটার জাল আটকের পাশাপাশি প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়, ১০৩টি মামলা দায়েরসহ ১০৩ জনকে জেলে পাঠানো হয়েছে। রাজধানীতে ৬ হাজার ৩০০ কেজি জাটকা জব্দের পর তা ১১২টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মৎস্য সংরক্ষণ সপ্তাহ চলাকালে ঢাকা মহানগরীতে জাটকাবিরোধী ১০টি অভিযান পরিচালিত হয়।   
   
অন্যদিকে নিয়মিত জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসে ৫ হাজার ৫১১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৩ কোটি ৬৬ লাখ টাকার প্রায় ৭১টন জাটকাসহ প্রায় দেড়কোটি মিটার জাল আটক করা হয়। এ সময় সাড়ে ১০ লাখ টাকা জরিমানাসহ ২২৮টি মামলায় ৭৭জনকে কারাগারে প্রেরণ করা হয়।   
 
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল মনি বোস ও ইলিশ ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মাসুদ আরা মমি বক্তৃতা করেন।  
 
প্রতিমন্ত্রী মন্ত্রণালয়সহ অধীনস্থ সকল দফতরের কাজের মান বৃদ্ধি ও গতি ত্বরান্বিত করার ওপর জোর দিয়ে বলেন, জাটকা ধরার সকল প্রকার জালের মূলোৎপাটন করতে হবে। বক্তারা গরিব জেলেদের জেল-জরিমানার বদলে জাটকার জাল উৎপাদক, সরবরাহকারী, দাদনদার, দালাল ও জোতদারদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন। ধৃত জাটকা মাছ যেমন এতিমখানায় দেয়া হয়, তেমনই ধৃত জাল ধ্বংসের বদলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ভুক্ত প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে কাঁচামাল হিসেবে সরবরাহ করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানীসহ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।  
#
 
শাহ আলম/মাহমুদ/রাহাত/আব্বাস/২০১৯/২১৫৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১৩৫
 
হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিদের মধ্যে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তী প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। 
উল্লেখ্য, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনো খালি আছে। তাই ইতোপূর্বে আহ্বানকৃত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে এ বছর হজ পালন করতে আগ্রহী ব্যক্তিবর্গকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন অথবা ঢ়ৎঢ়@যধলল.মড়া.নফ; সড়ৎধযধলংবপঃরড়হ@মসধরষ.পড়স ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে । যথাসময়ে পাসপোর্ট যাচাইয়ের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সকল ব্যক্তিকে আগামী ২৭ মার্চের পূর্বে পাসপোর্ট দাখিল করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। 
মন্ত্রণালয়ের অন্য এক বিজ্ঞপ্তিতে এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের  গত ১০ মার্চ জারিকৃত বিজ্ঞপ্তিতে বর্ণিত সময়সীমা ২১ মার্চ তারিখের পরিবর্তে আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে যথাসময়ে পাসপোর্ট যাচাইয়ের সুবিধার্থে আগামী ২৭ মার্চের পূর্বে পাসপোর্ট দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। 
#
 
আনোয়ার/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৩৪
 
জলবায়ু ঝুঁকিতে কৃষি
          ---কৃষিমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :   
 
আজ (সোমবার) কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিসিজেএফ) নেতৃবৃন্দ মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় মন্ত্রী বলেন, ভৌগোলিক কারণেই পরিবেশ দূষণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষিখাত। 
 
সংগঠনের সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। 
 
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে গম উৎপাদন কমে যাচ্ছে, ফসলের অনেক জাতের উৎপাদন কমে যাচ্ছে। এখন পরিবেশের সাথে মানানসই, তাপ সহনশীল গমের জাতসহ অন্যান্য ফসলের জাত উদ্ভাবনের দিকে মনোনিবেশ করতে হবে। জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে এর মোকাবেলা করতে হবে। তিনি বলেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রমের কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে। দেশে নদ-নদীর সংখ্যা কমে গিয়েছে। সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, দেশের প্রায় ১০০ নদ-নদীর অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আর দেশে এমন অনেক নদী আছে যেগুলোকে আর নদী বলা যাবে না তার মধ্যে বুড়িগঙ্গা, বালু, তুরাগ অন্যতম। জলবায়ু পরিবর্তনের বতর্মান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার প্রায় আড়াই কোটি মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এছাড়া পানিতে লবণাক্ততা দক্ষিণাঞ্চল থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।  
 
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা করণীয় সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ ও দেশে বিদেশে সভা সিম্পোজিয়ামে অংশগ্রহণের অপরিহার্যতা স্বীকার করে মন্ত্রী বলেন, সবাই মিলে এই সমস্যার মোকাবেলা করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয় সব করা হবে। পরিশেষে বিসিসিজেএফ এর উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসিরুজামান, অতিরিক্ত সচিববৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫২ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১১৩৩
 
বাংলাদেশকে জানতে হলে জাতির পিতা সম্পর্কে জানতে হবে
                                            --  মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশকে জানতে হলে জাতির পিতা সম্পর্কে জানতে হবে। একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমারা স্বাধীনতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। 
মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে বিটিআরটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মূল শক্তি ছিলো এ দেশের মানুষ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে  বাংলাদেশকে পাকিস্তান বানানোর ঘৃণ্য ষঢ়যন্ত্র করা হয়েছিল। ১৯৭৫ থেকে ১৯৯৬, এই ২১ বছর বাংলাদেশকে পশ্চাৎপদতার দিকে দাবিত করা হয়েছিল। রাজাকারদের গাড়িতে পতাকা দিয়ে মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা করা হয়েছে। ধর্মকে নিয়ে নির্লজ্জ রাজনীতি করা হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। তিসি মাত্র ৯ মাসে জাতীয় সংবিধান উপহার দিয়েছিলেন। বহিঃবিশ্বের সাথে টেলিযোগাযোগ সম্পসারণে ১৯৭৫ সালের ১৪ জুন বেনবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন।  
মন্ত্রী স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানের ২৩ বছরের শাসনের ১৩ বছর জেল খেটেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় মৃত্যুর মুখোমুখী দাঁড়িয়েও তিনি বলেছিলেন, ‘আামি বাঙালি, আমি মুসলমান। মুসলমান একবাই মরে বার বার মরে না’।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ার ভূ-উপগ্রহ  কেন্দ্র স্থাপন করেন। তিনি বলেন, জাতির পিতা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও ধনী দারিদ্র্যের বৈষম্য নিরসনে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। 
মন্ত্রী  গত দশ বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনামূলক অর্থনৈতিক সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী 
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। গত দশ বছরে দেশে মাথা পিছু আয় ৫৫৬ ডলার থেকে ১৯০৯ ডলারে উন্নীত হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশ কোথায় যাবে তা আমরা কল্পনাও করতে পারি না। মন্ত্রী বিটিআরসিকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যত ডিজিটাল অগ্রগতি হবে ডিজিটাল অপরাধও তার সাথে পাল্লা দিয়ে বাড়াবে। জনগণকে ডিজিটাল অপরাধ থেকে নিরাপদ রাখার সর্বোচ্চ প্রস্তুতি গহণের লক্ষ্যে অতীতের মেধা ও দক্ষতার আমূল পরিবর্তন সাধন করতে হবে। তিনি বলেন, ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই দুটি বছর জাতির উৎসবের বছর উদ্যাপনের বছর। এই সময়ের জন্য তিনি যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপযোগী হিসেবে নিজেদের তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক এবং কমিশন সদস্য আমিনুর রহমান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
#
 
শেফায়েত/মাহমুদ/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৩২
 
ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে টঘঐঈজ-এর সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :   
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে আজ ঢাকায় তাঁর সচিবালয়স্থ দপ্তরে টঘঐঈজ এর সহকারী হাইকমিশনার (চৎড়ঃবপঃরড়হ) ঠড়ষশবৎ ঞঁৎশ সাক্ষাৎ করেন। 
 
সাক্ষাৎকালে তাঁরা বলপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ বাসস্থানের বিষয়ে সরকার সচেতন ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তনই সরকারের মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, এ দেশে তাদের অবস্থান যতই দীর্ঘায়িত হবে সমস্যা ততই বাড়বে। তাই রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে প্রতিমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। 
 
এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল, অতিরিক্ত সচিব  মোহাম্মদ আবুল কালাম  ও অতিরিক্ত সচিব মোঃ মোহসীন এবং টঘঐঈজ  এর পক্ষে জবমরড়হধষ ইঁৎবধঁ ভড়ৎ অংরধ ধহফ ঃযব চধপরভরপ এর পরিচালক ওহফৎরশধ জধঃধিঃঃব, উরারংরড়হ ড়ভ ঊীঃবৎহধষ জবষধঃরড়হ -এর পরিচালক ঔধসবং খুহপয এবং টঘঐঈজ এর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন কার্লস উপস্থিত ছিলেন।
 
#
 
সেলিম/মাহমুদ/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/২০৪০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৩১
 
শিক্ষার বাণিজ্যিকীকরণ কাম্য নয়
                    --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনি বলেছেন, জ্ঞান বিতরণ একটি মহৎ কাজ। তাই শিক্ষকরা পরম শ্রদ্ধার, পূজনীয় ও অনুকরণীয়। কিন্তু সা¤প্রতিক সময়ে শিক্ষকদের কিছু কর্মে এবং অতিরিক্ত অর্থলোভ ঐ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দেশবাসীকে হতাশ করছে। সকলকে মনে রাখতে হবে অর্থের চেয়ে সম্মান বড়। শিক্ষার বাণিজ্যিকীকরণ কোনোভাবেই কাম্য নয়। সরকার শিক্ষাকে বাণিজ্যের ঊর্ধ্বে রাখতে চায়। 
মন্ত্রী আজ রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টরে ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি অভ্ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  আই ইউ বিএটি’র  উপাচার্য  অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি  অধ্যাপক ড. আবুল কালাম আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মানোন্নয়ন কাজ করার। সরকার চায় শিক্ষাকে ব্র্যান্ডিং করতে। আমরা  মেইড ইন জার্মানি দেখলে নির্দ্বিধায় কোন জিনিস কিনি, একজন ননটেকনিকেল মানুষও  আইফোন বা স্যামসাং মোবাইল ফোন প্রায় এক লাখ টাকা দিয়ে বিনা সংকোচে কেনে, কারণ তারা ঐ পণ্যের মান সম্পর্কে নিশ্চিত। একইভাবে আমাদের গার্মেন্টস সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সবাই জানে বাংলাদেশের গার্মেন্টস ভাল। এটাই হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক তেমনি আমরা আমাদের শিক্ষাকে ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ জানবে বাংলাদেশের শিক্ষার মান ভাল। বিদেশ থেকে ছেলে মেয়েরা বাংলাদেশে পড়তে আসবে। তাই আগামী দিনে কোয়ালিটি এডুকেশন  এবং কারিগরি শিক্ষা হবে আমাদের প্রধান অগ্রাধিকার। কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।  
#
 
খায়ের/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১১৩০
 
মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে বিশ^ নেতৃবৃন্দের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
 
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও বিশ^ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সহিংসতার কারণে পালিয়ে আসা মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পরিচয় দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে আসা প্রায় আট লাখ রোহিঙ্গার জন্য দ্রুত আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সীমিত সম্পদের বাংলাদেশ অতিরিক্ত এই বিশাল জনগোষ্ঠীর চাপ দীর্ঘদিন বহন করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ^ নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে ভূমিকা রাখতে হবে। 
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিতাড়িত মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবায় সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের চারটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ইউএনএফপিএ, ইউনিসেফ, আইওএম এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ স্মারকে স্বাক্ষর করেন। এই স্মারক অনুযায়ী বিশ^ ব্যাংক প্রদত্ত ৫০ মিলিয়ন ইউএস ডলার অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা কার্যক্রমে ব্যয় করা হবে। সরকারের এই কার্যক্রমে জাতিসংঘের চার সংস্থা সহযোগিতা করবে। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী যখন পালিয়ে বাংলাদেশে আসে তখন তারা ছিল আরো দুর্দশাগ্রস্ত। তাদের ওপর চালানো হয়েছিল শারীরিক নির্যাতন যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এতো বিপুল সংখক মানুষের জন্য দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ সফলভাবেই মোকাবেলা করেছে। আকস্মিক এই মানবিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য সারা বিশে^ প্রশংসিত হয়েছে।
বিশ^ ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন (উধহফধহ ঈযধহ) বলেন, মিয়ানমারের নাগরিকদেরকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়, আবাসন ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিশাল উদারতা প্রদর্শন করেছে। এতো বিপুল সংখ্যক অতিরিক্ত মানুষের জন্য মৌলিক সেবা সহায়তা দিতে বিশ^ ব্যাংক বাংলাদেশের পাশে আছে। বিশ^ ব্যাংক থেকে শীঘ্রই আরো প্রায় ৩০০ মিলিয়ন ডলার সাহায্য আসবে বলে এ সময় তিনি জানান। 
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, ইউএনএফপিএ’র কান্ট্রি ডিরেক্টর আসা টরকেলসন (অংধ ঞড়ৎশবষংড়হ), ইউনিসেফ, বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং আইওএম এর প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯২৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১২৯
 
বিআইডব্লিউটিএ’র অভিযান
১৭৩টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ, এক একর তীরভূমি অবমুক্ত
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ মিরপুরের জহুরাবাদ, পালপাড়া, কাউন্দিয়া এলাকায় তুরাগ নদীর উভয় তীরে দু’টি তিনতলা ভবন, সাতটি দোতলা ভবন, ২৩টি একতলা ভবন, ৩৮টি আধাপাকা ভবন ও ১০৩টি টিনের ঘরসহ মোট ১৭৩টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং এক একর তীরভূমি অবমুক্ত করেছে। 
আগামী ২৫, ২৭ ও ২৮ মার্চ সকাল ৯টা থেকে তুরাগ নদীর তীরে মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদ, পালপাড়া, কাউন্দিয়া ও সিন্নিরটেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১২৮
 
পার্বত্য মেলা শুরু
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :   
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত ৪ দিনব্যাপী পার্বত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে কৃষিমন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে পার্বত্য মেলা ২০১৯-এর উদ্বোধন করেন। পর্বতবাসীর কৃষ্টি-সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণের জন্য জাতিসংঘ ১১ ডিসেম্বরকে পর্বত দিবস হিসেবে ঘোষণা করেছে। 
 
‘এই মেলা পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করবে। সারা বিশ্বে পার্বত্য শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের সম্পর্কে অবহিত হবেন। সংস্কৃতি জাতিতে জাতিতে মেলবন্ধন রচনা করে। সাংস্কৃতিক উৎকর্ষতার মাধ্যমেই আমরা বিভেদ বৈষম্য এবং অনৈক্য দূর করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিতে পারি’, বলেন মন্ত্রী।  
 
মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোবাইল এসএমএস, পোস্টার, ফেস্টুন ও বিজ্ঞাপনের মাধ্যমে মেলার সার্বিক দিক সম্পর্কে জনসাধারণকে সম্যকভাবে অবহিত করা হচ্ছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলাম।
 
পার্বত্য মেলা-২০১৯ যথাযথভাবে পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ), বিশ্ব খাদ্য সংস্থা (ঋঅঙ), মানুষের জন্য ফাউন্ডেশন, আরণ্যক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব সার্বিক সহযোগিতা করছে।
 
#
 
গিয়াস/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮২৪ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১২৭
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে
 
সিঙ্গাপুর, ৭ চৈত্র (২১ মার্চ) :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স¦াস্থ্যের উন্নতি হচ্ছে। সফল বাইপাস সার্জারি শেষে তিনি এখন আইসিইউতে রয়েছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁকে কেবিনে স্থানান্তরে আশাবাদী চিকিৎসকগণ। 
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যদেরকে এ তথ্য জানান।
উল্লেখ্য, গতকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
এ সময় হাসপাতাল লবিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসলামুল হক, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম,  কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, জাতীয় হৃদরোগ হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম, ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগ দপ্তর উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মোঃ আল আমিন হোসেনসহ কাদেরের পরিবারের সদস্যগণ ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।
#
 
নাছের/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১২৬

সমবায় ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব
                        --- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘আমাদের দেশ থেকে সমবায় ধারণা নিয়ে এশিয়ার কয়েকটি দেশ একে যথেষ্ট কার্যকর ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমবায় ব্যবস্থার মাধ্যমে দেশে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।’
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে সমবায় অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৭৬ হাজার সমবায় সমিতির সাথে প্রায় ১ কোটি ৮ লাখ লোক জড়িত। কাজেই বৃহৎ এ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকা-ে নিয়োজিত রাখতে সমবায় ব্যবস্থা অবদান রাখতে পারে। তিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে সমবায় পদ্ধতির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। মন্ত্রী সমবায় অধিদপ্তরের লাইব্রেরি ঘুরে দেখেন ও লাইব্রেরি সংলগ্ন বঙ্গবন্ধু কর্নারের ফলক উন্মোচন করেন। এর আগে সমবায় অধিদপ্তরের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মন্ত্রী সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন ও সমবায়ের কার্যক্রমকে আরো গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন।
#

হাসান/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১২৫
 
স্পিকারের সাথে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি’র সাক্ষাৎ
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জধমহধৎ এঁফসঁহফংংড়হ সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা আগামী ২৬-২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন।
স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। তিনি 
এ কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ প্রতিনিধিকে অনুরোধ জানান।
জধমহধৎ এঁফসঁহফংংড়হ দিল্লীতে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং আইএমএফ এর কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
 
তারিক/অনসূয়া/নাছির/সেলিনা/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫০১ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১২৪ 
বিশ্ব পানি দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
পানি ও কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। কৃষিপ্রধান বাংলাদেশে ফসল উৎপাদনে, সেচকাজে পর্যাপ্ত পানি প্রাপ্তির নিশ্চয়তা বিধানের কোনো বিকল্প নেই। তাই জাতিসংঘ ঘোষিত এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ‘খবধারহম হড় ড়হব নবযরহফ’ সামগ্রিক বিবেচনায় তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। 
শস্য উৎপাদনে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক মৌসুমে পানি প্রাপ্তির অনিশ্চিয়তার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। আবার অতিবৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার কারণেও জনদুর্ভোগ এবং সম্পদের মারাত্মক ক্ষয়-ক্ষতি হচ্ছে। সরকার দেশে পানিধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নদী ড্রেজিং এবং ব্যাপক আকারে খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রাকৃতিক জলাধারসমূহের রক্ষণাবেক্ষণসহ নতুন জলাধার ও ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক পানি ও সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে এ সকল প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
‘বিশ্ব পানি দিবস ২০১৯’ উদযাপন সফল হোক - এ কামনা করি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
 
হাসান/অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১২০০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                   নম্বর : ১১২৩ 
 
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
 
 
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
২১ মার্চ দেশব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ও ১৪তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০১৯’ উদযাপিত হচ্ছে।   
টেলিভিশন চ্যানেল সমূহে নি¤েœর স্লোগানটি স্ক্রল আকারে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
 
মূল বার্তা:                                       
Todays handout (10) (1).docx Todays handout (10) (1).docx