Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৬

তথ্যবিবরণী ৩১/০৫/২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮২৩

হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস'াপনা ও পরিচ্ছন্নতার আধুনিকায়নে 
সরকার মালয়েশিয়ার সাথে যৌথভাবে কাজ করতে চায়
                                             -- স্বাস'্যমন্ত্রী

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে): 

    স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস'াপনা ও পরিচ্ছন্নতার আধুনিকায়নে সরকার মালয়েশিয়ার সাথে যৌথভাবে কাজ করতে চায়। এলড়্গ্যে ঢাকাসহ বড় বড় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে সার্বড়্গনিক পরিচ্ছন্নতা কাজ পরিচালনার জন্য মালয়েশিয়ার কিছু প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে। যারা একাজে এগিয়ে আসবে সরকার তাদেরকে সব ধরনের সহায়তা দিবে।

    মন্ত্রী আজ ঢাকায় হোটেল লেক শোর- এ মালয়েশিয়া হেলথ কেয়ার মাস এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল ও জিডি অ্যাসিস্ট লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।     অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মোহাম্মেদ তাইব, ট্রাভেল কাউন্সিলের সিইও শিরিন আজলী, জিডি অ্যাসিস্ট লিমিটেডের চেয়ারম্যান নাসির এ চৌধুরী এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক ফারজানা চৌধুরী বক্তৃতা করেন।

    স্বাস'্যমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মালয়েশিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্বাস'্য ব্যবস'াকে এগিয়ে নিতে চায়।

#

পরীড়্গিৎ/আফরাজ/মোশাররফ/সেলিম/২০১৬/২২১৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২২
 
মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাকের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
    ঈশ্বরদী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাকের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গভীর শোক প্রকাশ করেন।
    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুর রাজ্জাকের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিককে হারালো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দেয়া দেশপ্রেমিক এ বীরের ত্যাগের কথা ঈশ্বরদীবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১০০ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২১
 
সরকার সুস্থধারার সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা করছে
                             -- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার রূপকল্প-২০২১ অনুযায়ী একটি নিরাপদ, সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থধারার সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা করছে। এ ব্যাপারে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ সমাজের জ্ঞানী গুণিজনের সহায়ক ভূমিকা রাখা অপরিহার্য।
প্রতিমন্ত্রী আজ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অভ্ সার্ক (ওজাস) ও সার্চ নিউজ বিডি ডট কম এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও কবিতা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দৈনিক নবচেতনা’র নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, সৈয়দ দিদার বখত, সমাজসেবী মো. নুর উদ্দিন মোল্লা, সুলতানা রাজিয়া রেজনু খান, মো. রফিকুজ্জামান ও এবি সিদ্দিক চৌধুরী রাব্বী ।
 প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। এ মহান নেতার বর্ণাঢ্য জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে স্বস্ব কর্মকা-ে তার প্রতিফলন ঘটিয়ে শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়তে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের বিরাজমান সমস্যা-সম্ভাবনা, অন্যায়, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।
প্রতিমন্ত্রী পরে স্বনামধন্য কবি ও সাহিত্যিকদের হাতে সম্মাননা পদক তুলে দেন।
#

আহসান/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮২০

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক নির্মাণে চুক্তি স¦াক্ষর
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে):
    সরকারের সম্পূর্ণ নিজস¦ অর্থায়নে প্রায় ৪ শত ৪২ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক জাতীয় মহাসড়কের মানে উন্নীত করা হচ্ছে। নির্মাণকাজ শুরুর লক্ষ্যে আজ ঢাকায় একটি হোটেলে নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি স¦াক্ষরিত হয়েছে।
    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসময় উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাত অগ্রাধিকার পাচ্ছে। তবে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে পরিবহণ খাতে। এর পরই জ্বালানি ও শিক্ষাখাত।
    অর্থমন্ত্রী বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহণ করা হয়। তাই সড়কটিকে মজবুত করে নির্মাণ করতে হবে। সড়কটির উন্নয়নকাজ চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ সড়কের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে। মন্ত্রী প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেন।
    অর্থমন্ত্রী বলেন, যে কোনো সড়ক-মহাসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ঠিকাদারের ওপর। এ বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।
    চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইফতেখার কবির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতাব উদ্দিন নিজ নিজ পক্ষে স¦াক্ষর করেন।
    সড়ক উন্নয়নে স¦াক্ষরিত হওয়া দু’টি প্যাকেজ এর চুক্তিমূল্য ৪শ’ ১৫ কোটি ৪৫ লাখ টাকা। এর আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, ১৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট, ১টি সেতু ও ২টি কালভার্ট, প্রায় ৩০ কিলোমিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণ এবং অন্য কার্যাদি সম্পন্ন করা হবে। চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ করবে ঠিকাদার প্রতিষ্ঠান।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এমরান আহম্মেদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলম, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
#
নাছের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৯

সংসদ সচিবালয় কমিশনের বৈঠক

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে):

সংসদ সচিবালয় কমিশনের ২৭তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার  মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। চিফ হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।  

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ২০১৬-২০১৭ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২৯৫ কোটি ২৬ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৪ কোটি ২১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এছাড়া ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৫-২০১৬ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়।

এছাড়া, বিগত ২৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।

#

মোতাহের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮১৮

একনেকে তিস্তা নদী রক্ষা প্রকল্প অনুমোদিত হওয়ায়
এলজিআরডি প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে):

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে রংপুর জেলার গংগাচড়া ও সদর উপজেলার তিস্তা নদীর ডান তীর রক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে অবহেলিত এ জনপদের প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।

প্রকল্পটি অনুমোদিত হওয়ায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা রংপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, এতে রংপুর জেলার কৃষি, মৎস্য চাষ, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশন ব্যবস্থার পথ সুগম হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রংপুরের তিস্তা তীরবর্তী বিশাল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটবে।

#

আহসান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৭
 
পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আ. মজিদ মন্ডল, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পাট বিল, ২০১৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে অধিকতর আলোচনার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করা হবে মর্মে সুপারিশ করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৬
 
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :
    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী শাহিদা রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
    শাহিদা রহমান আজ ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-------রাজিউন)।
#

সাইফুল্লাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৮১৫
মেডিকেল কলেজ, হাসপাতাল ও কিস্ননিককে তামাকমুক্ত রাখতে হবে
                                                           -- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে): 
     ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাসত্মবায়নের জন্য দেশের সর্বসত্মরের জনগণকে তামাক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং সমাজের মধ্য থেকে তামাকের অভ্যাস ত্যাগের আন্দোলন গড়ে তুলতে সকলকে সচেষ্ট হতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
     দেশের সকল মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিককে তামাকমুক্ত রাখতে কর্তৃপড়্গকে কঠোর পদড়্গেপ নেয়ার নির্দেশ দিয়ে স্বাস'্যমন্ত্রী বলেন, কাউকে হাসপাতাল, ক্লিনিক বা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ধূমপান বা তামাক সেবন করতে দেখলে সাথে সাথে শাসিত্মমূলক ব্যবস'া নেয়া হবে। এড়্গেত্রে হাসপাতালের চিকিৎসক বা কলেজের অধ্যাপকদেরকে বেশি সতর্ক থাকতে হবে। চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক বা অধ্যাপক যদি নিজেই ধূমপানের মতো ড়্গতিকারক নেশায় আসক্ত থাকেন, সাধারণ মানুষের স্বাস'্য উন্নয়নে তিনি কোনো ভূমিকাই রাখতে পারেন না। তাঁদের বিরম্নদ্ধে ক্যাম্পাসে ধূমপানের অভিযোগ পাওয়া গেলে শাসিত্মমূলক বদলি করা হবে। 
    আগামী শিড়্গাবর্ষ থেকে এমবিবিএস ভর্তিচ্ছুদের ধূমপানমুক্ত সার্টিফিকেট দাখিল করা বাধ্যতামূলক করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে যারা মেডিকেল বা ডেন্টাল কলেজে পড়ছে তাদেরও ধূমপানমুক্ত প্রত্যয়নপত্র জমা দেয়ার বিধান করা হবে। 
    স্বাস'্য সচিব সৈয়দ মনজুরম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরম্নল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান এবং মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বক্তৃতা করেন।
    অনুষ্ঠানে দেশে তামাক নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রমে অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়। 
বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬ চূড়ানত্ম করতে উপকমিটি
প্রসত্মাবিত বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬ চূড়ানত্ম করতে ছয় সদস্যের  একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন- স্বাস'্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মেদ,   বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র প্রতিনিধি বিএসএমএমইউ’র উপউপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস'্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ’র যুগ্মমহাসচিব অধ্যাপক ডা. আব্দুল আজিজ।  
আজ মন্ত্রণালয়ের সভাকড়্গে বেসরকারি চিকিৎসা সেবা আইন ২০১৬ এর পর্যালোচনাসভায় এ সিদ্ধানত্ম গৃহীত হয়। স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন। আগামী ৬ জুন পরবর্তী সভায় আইনটির খসড়া পুনঃউপস'াপন করার জন্য উপকমিটিকে অনুরোধ করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস'্য সচিব সৈয়দ মনজুরম্নল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস'্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।    
#
পরীড়্গিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮১৪

চাইল্ড পার্লামেন্টের অধিবেশনে শিড়্গামন্ত্রী

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে):

    শিড়্গামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও তাদের নেতৃত্বের বিকাশে সারাদেশে বিদ্যালয় ও মাদ্রাসাসমূহে প্রতি বছর শিক্ষার্থীদের প্রত্যড়্গ ভোটে স্টুডেন্টস কেবিনেট গঠন করা হচ্ছে। দেশব্যাপী এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন, নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূল কার্যক্রমে এসব স্টুডেন্টস কেবিনেট  গুরম্নত্বপূর্ণ  ভূমিকা পালন করছে।

    শিড়্গামন্ত্রী আজ রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ১৩তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় সংসদ সদস্য নূর জাহান বেগম মুক্তাও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস'ার উন্নয়নে সরকারি বাজেট বৃদ্ধি’ শীর্ষক চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে আলোচনায় দেশের ৬৪ জেলার শিশু সাংসদগণ অংশগ্রহণ করেন।

    বেসরকারি আনত্মর্জাতিক সংস'া সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এ  চাইল্ড পার্লামেন্টের আয়োজন করে।

    শিড়্গামন্ত্রী বলেন, শিড়্গা প্রতিষ্ঠানসমূহে সুষ্ঠু পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস'ার ওপর মন্ত্রণালয়ের পড়্গ থেকে জোর দেয়া হচ্ছে। সারা দেশে শিড়্গা প্রতিষ্ঠানে ছাত্রীসংখ্যা বৃদ্ধির প্রেড়্গিতে বিষয়টি আরো জরম্নরি হয়ে পড়েছে। বিদ্যালয়ে শিড়্গার্থীদের জন্য স্বাস'্যকর ও আনন্দদায়ক পরিবেশ সৃষ্টিতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিওসমূহ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনত্মব্য করেন।
#

সাইফুলস্নাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৮১৩
ব্যাংককে ট্রেড এ- ইনভেস্টমেন্ট এক্সপো
  বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ
ব্যাংকক (থাইল্যান্ড), ৩১ মে:
    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড এ- ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’ এর দ্বিতীয় দিনে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগ, ঔষধ রপ্তানির সড়্গমতা, তৈরিপোশাক রপ্তানি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ, সিরামিক, পাট ও পাটজাত পণ্য রপ্তানি, ফার্নিচার, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি, জাহাজ  তৈরি এবং টেলিযোগাযোগ খাতে রপ্তানির সম্ভাবনা বিসত্মারিত তুলে ধরা হয়।
    বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ সরকার প্রদত্ত সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরেন বাংলাদেশ ইকনমিক জোন অথিরিটির নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন বাংলাদেশে বিনিয়োগে সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধাগুলো তুলে ধরে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ আহ্বান করেন। অনুষ্ঠানে থাইল্যান্ড বোর্ড অভ্‌ ইনভেস্টমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল চকেডি কায়োস্যাং (ঈযড়শবফবব কধবংিধহম) বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। 
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 
    প্রথম প্যানেল ডিসকাশনে অন্যান্যের মধ্যে বাংলাদেশের ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক আব্দুল মুক্তাদির, জয়েন্ট ফরেন চেম্বার অভ কমার্স অভ্‌ থাইল্যান্ডের প্রেসিডেন্ট স্ট্যানলি কং (ঝঃধহষবু কড়হম), এনার্জিপ্যাকের ব্যবস'াপনা পরিচালক হুমায়ুন রশিদ, থাইল্যান্ডের ইন্টার ফার ইস্ট উই- ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ- সিইও ড. সুমেত সুতাপুকটি (উৎ. ঝঁসবঃ ঝঁঃধঢ়ঁশঃর), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন অংশ  নেন।
    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবার দেন এবং বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
    দ্বিতীয় দিনের শেষ প্যানেল ডিসকাসন পর্বে বাংলাদেশ-থাইল্যান্ড পর্যটন সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারম্নজ্জামান খান কবীর, বাংলাদেশের চা সেক্টরের সম্ভাবনা তুলে ধরেন কাজী এ- কাজী টি কোম্পানির পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশের হসত্মশিল্প বিষয়ে তুলে ধরেন নিপুণ ক্রাফ্‌ট লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক আশরাফুর রহমান। বাংলাদেশের ফার্নিচার শিল্পের বর্তমান অবস'া এবং সম্ভাবনা তুলে ধরেন হাতিল ফার্নিচার লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন।
    গতকাল ৩০ মে বাংলাদেশের তৈরিপোশাক এবং ঐতিহ্য তুলে ধরে মনোমুগ্ধকর ফ্যাশন শো’র আয়োজন করা হয়।
#
বকসী/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮১২

২ জুন জাতীয় বাজেট ঘোষণা

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে):
    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২ জুন বিকেল ৩টায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটি মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় এবং তাঁর ব্যক্তিগত দশম বাজেট। একাধারে আট বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।
    এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ঐ দিন বাজেট বক্তৃতা; সম্পূরক আর্থিক বিবৃতি; প্রজাতন্ত্রের সরকারি হিসাব; সংযুক্ত তহবিল-প্রাপ্তি; মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন); বিস্তারিত বাজেট (উন্নয়ন); নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় চল্লিশটি মন্ত্রণালয়ের কার্যক্রম; শিশুদের নিয়ে বাজেট ভাবনা; মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; মধ্যমেয়াদি বাজেট কাঠামো; বার্ষিক আর্থিক বিবৃতি; বাজেটের সংক্ষিপ্তসার; দক্ষতা উন্নয়ন- উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার, কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্প : প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৬ এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: হালচিত্র ২০১৬ ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি-২০১৫-১৬ জাতীয় সংসদে পেশ করা হবে।
    বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের িি.িসড়ভ.মড়া.নফ ওয়েবসাইটে এ বাজেটের সকল তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।
    ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক িি.িনধহমষধফবংয.মড়া.নফ, িি.িহনৎ-নফ.ড়ৎম, িি.িঢ়ষধহপড়সস.মড়া.নফ, িি.িরসবফ.মড়া.নফ, িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ, িি.িঢ়সড়.মড়া.নফ এবং বেসরকারি ওয়েবসাইট লিংক
িি.িনফহবংি২৪.পড়স  ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
    বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ ৩ জুন শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
#

শাহেদুর/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫৪ ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১১
 
কৃষিমন্ত্রী কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :   
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নামে কে বা কারা বেআইনিভাবে ফেইক ফেসবুক পরিচালনা করছে। এ বিষয়ে বিটিআরসি’র চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
    কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোন ফেসবুক আইডি পরিচালনা করেন না এবং ভবিষ্যতেও ফেসবুক পরিচালনা করার অভিপ্রায় নেই বলে জানিয়েছেন।
    ইতঃপূর্বে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরীর নামে ফেইক ফেসবুক আইডি এবং ই-মেইল আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে সেটির কার্যক্রম বন্ধ করা হয়। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরো নতুন দু’টি ফেসবুক আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মর্মে মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, যার সাথে  তাঁর কোন সংশ্লিষ্টতা নেই।
    এমতাবস্থায়, কৃষিমন্ত্রীর নামে পরিচালিত ফেইক ফেসবুক আইডি দুইটির কার্যক্রম অনতিবিলম্বে বন্ধকরণ এবং যদি মন্ত্রীর নামে অন্য কোন ফেইক ফেসবুক আইডি থাকে সেগুলো বন্ধ করাসহ ভবিষ্যতে যেন তাঁর নামে কেউ এ ধরণের ফেইক ফেসবুক আইডির কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা মডেল থানায় গত ৩০ মে সাধারণ ডায়েরি দায়ের করা হয় এবং এ বিষয়ে চেয়ারম্যান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়। এ বিষয়ে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
#

বিবেকানন্দ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১০
 
বীর মুক্তিযোদ্ধা একেএম হাবিবুর রহমানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক

ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) :   
    বীর মুক্তিযোদ্ধা একেএম হাবিবুর রহমানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
    উল্লেখ্য, আজ ময়মনসিংহ জেলার মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার একেএম হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। তিনি ময়মনসিংহ পৌরসভার সাবেক কমিশনার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ছিলেন।
#

মমিনুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮০৯


রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার প্রদান

ঢাকা, ৩১ মে (১৭ জ্যৈষ্ঠ) :        
    দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
    রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ পুরস্কার বিজয়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের মেধা, শ্রম ও অর্থ দিয়ে দুর্নীতি প্রতিরোধের আন্দোলন করেছেন-তারই স্বীকৃতি এই পুরস্কার।
    কমিশনের চেয়ারম্যান বলেন, সমাজ, সংসার, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন যেদিকেই তাকাই সেদিকেই দুর্নীতি দৃশ্যমান। আমার বিশ্বাস আমাদের আর সময়  নষ্ট  করার সময় নেই। সময় এসেছে এখনই দুর্নীতিকে প্রতিরোধ করার।
    দুর্নীতি প্রতির

Todays handout (12).doc Todays handout (12).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon