Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 22/4/2018

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৭৮

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অংশ নিন 
    ---বীর বাহাদুর উশৈসিং

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান), ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  বলেছেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করে সমাজ, রাষ্ট্র ও পরিবারে ভূমিকা রাখতে হবে। একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আজ এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। কারিগরি ও প্রযুুুক্তিনির্ভর শিক্ষা অর্জন করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অংশগ্রহণ করতে হবে। তাহলেই টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও লক্ষ্মীপদ দাস, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস প্রমুখ।

#
জুলফিকার/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৭
 
ফেইসবুককে সৃজনশীল কাজে লাগাতে হবে
                   --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ফেইসবুককে সৃজনশীল কাজে লাগাতে হবে। এটি করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। ফেইসবুকে লিখতে লিখতে বন্ধুদের অনুপ্রেরণায় বইয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ-এটি অত্যন্ত চমকপ্রদ বিষয়। আজাদুল হক সামাজিক যোগাযোগের এ মাধ্যমকে চমৎকারভাবে কাজে লাগিয়েছেন- এটি অত্যন্ত শিক্ষণীয় বিষয়।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি প্রকৌশলী আজাদুল হক রচিত প্রথম গ্রন্থ ‘আমার শৈশব-আমার কৈশোর আমার দেখা মুক্তিযুদ্ধ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিশিষ্ট কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লেখক আজাদুল হকের বাল্যবন্ধু ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থটির রচয়িতা আজাদুল হক। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান প্রকাশনা সংস্থা অন্য প্রকাশ এর কর্ণধার মাজহারুল ইসলাম।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ার অভিজ্ঞতা থেকে নয়, বরং কৈশোরে নিজের চোখে দেখা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আজাদুল হক গ্রন্থটিতে সহজ ও সরলভাবে প্রকাশ করেছেন। এ কারণে বইটি গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৬
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :
 
দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়।
 
কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে যোগদান করেন।
 
বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয় এবং বিলটিকে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
লেজিসলেটিভ ডিভিশনের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
নীলুফার/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯২৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৪
 
বিএসসিতে আসছে নতুন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ 
 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
সাতাশ বছর পর আগামী জুলাই মাসে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হবে  নতুন জাহাজ ‘এম ভি বাংলার জয়যাত্রা’। ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি) ধারণ ক্ষমতা সম্পন্ন বাল্ক ক্যারিয়ারটি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) কর্তৃক তৈরি হয়েছে। চীনের জিয়াংসু প্রদেশের ওয়াক্সি শহরে সিএমসির শিপইয়ার্ড ‘জিয়াংসু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে’ এটি নির্মিত হয়েছে। জাহাজটি ৫ জুলাই দেশে এসে পৌঁছবে। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জাহাজটির লাঞ্চিং ও নামকরণ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে আজ চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি পাঁচসদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন: বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম তারিকুল ইসলাম, যুগ্ম-প্রধান রফিক আহমেদ সিদ্দিকী এবং বিএসসি’র পরিচালক মোহাম্মদ সায়েদ উল্লাহ। 
উল্লেখ্য, চীন সরকারের আর্থিক সহায়তায় ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে বিএসসি’র জন্য ৬টি জাহাজ সিএমসি কর্তৃক নির্মিত হচ্ছে। এতে চীন সরকার দিচ্ছে ১ হাজার ৪৪৮ কোটি এবং বিএসসি দিচ্ছে ৩৯৫ কোটি টাকা। ৬টি জাহাজের মধ্যে ৩টি অয়েল ট্যাংকার ও ৩টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি। বাকি ৫টি জাহাজের মধ্যে ৪টি এবছর এবং একটি আগামী বছরে বিএসসি’র বহরে যুক্ত হবে। 
#
 
জাহাঙ্গীর/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৭৩
 
মার্কিন মানবাধিকার প্রতিবেদন একতরফা ভিত্তিহীন
  ---তথ্যমন্ত্রী
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার একতরফাভাবে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর বার্ষিক প্রতিবেদন দিয়ে আসছে। এটা তাদের একতরফা পদক্ষেপ। যে সকল দেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রতিবেদন দেয়, সৌজন্যমুলকভাবেও সেসব দেশের সরকারের বক্তব্য বা মতামত নেয় না। এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
 
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সদ্য প্রকাশিত এ প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, ‘কোনো দেশের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সেদেশের সরকারের ভাষ্য না নেয়া কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশের ওপর এ প্রতিবেদন তৈরির আগে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য নেয়া উচিত ছিল। তা না করে এ ধরনের মনগড়া ভিত্তিহীন প্রতিবেদন আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’ 
‘এ রিপোর্টে যে বেসরকারি সংস্থাগুলোর বরাত দেয়া হয়েছে তাদের বক্তব্যও পরস্পরবিরোধী’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এদের মধ্যে একটির নাম ‘অধিকার’। ২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতের সমাবেশ শেষে তারা হাজার হাজার মানুষ নিহত হয়েছিল বলে প্রতিবেদন দেবার পর তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হয়েছিল। ‘অধিকার’ এনজিও তালিকা দিতে ব্যর্থ হয়। এমনকি পরবর্তীতে তারা গুটিকতক যেসকল ব্যক্তি নিখোঁজ এবং নিহত হয়েছিল বলে দাবি করেছিল, তাদেরকেও জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল। এমন এনজিও’র বরাতে তৈরি প্রতিবেদন সঠিক হবার কথা নয়।’  
ইনু বলেন, ‘বাংলাদেশে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম খুবই সরব এবং নিঃসংকোচে মত প্রকাশ করে বলে রিপোর্টে স্বীকার করে নেবার পরও বলা হয়েছে সরকারবিরোধী বক্তব্যের জন্য তাদের সাথে সরকারের নেতিবাচক সম্পর্ক, যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
‘সমালোচনার জন্য কোনো গণমাধ্যমের সাথে সরকারে নেতিবাচক আচরণের ঘটনা নেই। এদেশের গণমাধ্যম জীবন্ত এবং সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। কথা বলার অধিকারের ওপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই। সাংবাদিক কেউ নিজেকে নিয়ন্ত্রণ করেন বা কেউ দমন পীড়নের আতঙ্কে আছেন, এমন অভিযোগও নেই’, বলেন মন্ত্রী। 
গণমাধ্যমের লাইসেন্স প্রদানের বিষয় ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী বলেন, ‘রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের লাইসেন্স আইন অনুযায়ী প্রকৃত উদ্যোক্তাদের দেয়া হয়, রাজনৈতিক বিবেচনায় নয়।’ 
এনজিও হিসেবে জামায়াতে ইসলামি সভা করার অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ খ-ন করে হাসানুল হক ইনু বলেন, ‘যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনকে সভা-সমাবেশ করতে হলে বিশ্বের সকল দেশের মতো এখানেও অনুমতি নিতে হয়। আর জামাতে ইসলামি একটি রাজনৈতিক দল। কোনো এনজিও না।’ প্রতিবেদনে উল্লেখিত বিচারকদের ঘুষ গ্রহণের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের আইনে ঘুষ খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খেলে শাস্তি হয়। বিচারকবৃন্দ এবং আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এলে তদন্ত হয়। প্রতিকার হয়। মার্কিন প্রতিবেদনের এ ঢালাও মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 
বিচার বহির্ভূত হত্যাকা-ের অভিযোগ খ-ন করে মন্ত্রী বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনার দায়মুক্তির বিধান বাংলাদেশে নেই। অতীতের সামরিক-স্বৈরশাসন আমলে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকা- ও আরো কিছু অপরাধের জন্য দায়ীদের দায়মুক্তি দেয়া হয়েছিল। শেখ হাসিনার সরকার সে দায়মুক্তির বিধান বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ‘বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটলে তদন্ত হয়, শাস্তি হয়, কারো দায়মুক্তি নেই।’
#
আকরাম/সেলিম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৮২৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৭২
 
বিচার বিভাগের উন্নয়নে পদক্ষেপ নিতে সরকার পিছপা হয়নি
             --আইনমন্ত্রী
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে সরকার কখনই পিছপা হয়নি। তিনি বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণের সব রকম ব্যবস্থা থাকবে।
মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪১তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
আইনমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃঢ়, দীঘস্থায়ী এবং টেকসই করার জন্য বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করে। প্রথমেই এজলাজ ভাগাভাগি সমস্যা দূরীকরণ এবং ভবিষ্যৎ প্রয়োজন মিটানোর জন্য আদালত ভবন নির্মাণের কাজ শুরু করা হয় এবং আজ তা অনেক দূর এগিয়ে গেছে। প্রত্যেক জেলায় পৃথক দশতলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিদ্যমান দুই তলা জেলা জজ আদালত ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে চার তলা পর্যন্ত করা হচ্ছে। অনেক জেলায় নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সমস্যা সম্পূর্ণ দূর হয়েছে। 
মন্ত্রী বলেন, অধস্তন আদালতে  নতুন পদ সৃষ্টি  করে এবং শূন্য পদে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। কেবল বিগত চার বছরে ৪২৭ জন সহকারী জজ এবং সমপর্যায়ের বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ১০৯ জন বিচারককে চলতি মাসের ১০ তারিখে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এখন অন্যান্য বিচারকদের পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকও বক্তৃতা করেন।
#
রেজাউল/সেলিম/রফিকুল/আব্বাস/২০১৮/১৮২১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭১
 
উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব সকলের
       -- নৌপরিবহন মন্ত্রী
 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সকলের। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যায়নি। তারা এখন আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তাদের সাথে রয়েছে তাদের সন্তান ও প্রজন্ম। 
 
মন্ত্রী আজ ঢাকায় সেগুন বাগিচাস্থ ডিআরইউ ভবনের স্বাধীনতা হলে মুক্তিযোদ্ধাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন। 
 
বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, মোঃ সালাহউদ্দিন, ওসমান আলী, এ বি এম সুলতান আহমেদ, জিয়াউর রহমান ও মোঃ শরিফ। 
 
শাজাহান খান বলেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর চক্রান্ত ও ষড়যন্ত্র থেমে নেই। তারা যে কোনো মুহূর্তে কালনাগিনীর মতো ছোবল দিতে পারে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়, উন্নয়নের অর্জনকে ধ্বংস করতে চায়; তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। 
 
মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় চালানোর স্বপ্ন দেখছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুকে সম্মান দিতে জানে না। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
 
#
 
জাহাঙ্গীর/সেলিম/মেশারফ/রেজাউল/২০১৮/১৭৪২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ১২৭০
 
চাঁদ সুলতানা পুরস্কারে ভূষিত হলেন অধ্যাপক শফিউল আলম
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে দুপুরের রান্না করা খাবার পরিবেশনের জন্য সারাদেশে মায়েদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছে। এপর্যন্ত সারাদেশে এ কর্মসূচি ৮০ ভাগ বাস্তবায়ন করা হয়েছে। আগামী ৩১ মে’র মধ্যে শতভাগ বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। এর ফলে সরকারের যেমন আর্থিক সাশ্রয় হবে, তেমনি শিক্ষার্থীরা মায়ের রান্না করা খাবার খেয়ে পুষ্টিতে সমৃদ্ধ হবে এবং পড়ালেখায় আরো বেশি মনোযোগী হবে। 
 
মন্ত্রী আজ ধানম-িতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে ‘চাঁদ সুলতানা পুরস্কার ২০১৭’ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ খান ও জেন্ডার ফোকাল পয়েন্ট ফেরদৌসী আখতার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান।  
 
চাঁদ সুলতানার অবদানকে স্মরণ রাখতে এবং ছড়িয়ে দিতে ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে যারা নিরলস কাজ করেছেন তাদের অবদানের স্বীকৃতি প্রদানে ২০০১ সাল থেকে ‘চাঁদ সুলতানা পুরস্কার’ প্রদান করে আসছে। এ পর্যন্ত ৬টি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তিত্ব এ পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৭ সালে চাঁদ সুলতানা পুরস্কারে ভূষিত হন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম। 
 
মন্ত্রী চাঁদ সুলতানা পুরস্কারের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক শফিউল আলমকে সনদ, স্বর্ণপদক ও একলাখ টাকার আর্থিক চেক তুলে দেন। 
#
 
রবি/সেলিম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৭৪১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৬৯
 
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
---সমবায় প্রতিমন্ত্রী
 
সিলেট, ৯ বৈশাখ (২২ এপ্রিল ) :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ সুবিধা সংবলিত সমবায়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। 
 
প্রতিমন্ত্রী আজ সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এসময় জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করেন। তারই ধারাবাহিকতায় দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণ ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দেশের প্রায় চারকোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি তথা জীবনমানোন্নয়নে কাজ করছে। 
 
#
আহসান/সেলিম/রফিকুল/আব্বাস/২০১৮/১৭২৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৬৮
 
পাহাড় কাটা ও পাহাড়ের ঢালে বসবাস না করার অনুরোধ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর 
 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
 
পাহাড় কাটা ও পাহাড়ের ঢালে অবৈধ বসবাসকারীদের কঠোরভাবে প্রতিরোধের অনুরোধ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধ কাজের সুযোগ নেই। দলীয় লোক হলেও তাকে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ও ভূমিধস মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সড়ক র‌্যালিপূর্ব গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে স্থানীয় প্রশাসনকে এ অনুরোধ জানান। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এবছর পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাতের আশংকা রয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার জন্য বলেন। অবৈধভাবে পাহাড় কাটা লোকদের দলীয় পরিচয় বা প্রভাব না দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ও ভূমিধস মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম, বান্দারবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার-এ ৫টি জেলার ৩৫টি উপজেলায় র‌্যালি, কর্মশালা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করবে। তারই অংশ হিসেবে আজ চট্টগ্রামে র‌্যালি, কর্মশালা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করা হয়েছে। 
এসময় মন্ত্রী উপস্থিত সকলকে ১০৯০ তে ফোন করে প্রতিদিনের আবহাওয়া বার্তা জানতে অনুরোধ করেন এবং পাহাড়ের ঢালে বসবাস না করতে জনগণের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন এনজিও, ফায়ার সার্ভিসের কর্মী ও সিপিপির স্বেচ্ছাসেবকগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। 
 
#
ওমর ফারুক/অনসূয়া/আশরোফা/জসীম/শামীম/২০১৮/১৬১৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর ঃ ১২৬৭
 
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঋণচুক্তি ২৮ এপ্রিল 
                                          -রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
  পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঋণচুক্তি আগামী ২৮ এপ্রিল সই হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। চীনের বেইজিংয়ে এই চুক্তিস্বাক্ষর হবে। চীনের এক্সিম ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করছে।
 
মন্ত্রী আজ আগারগাঁওয়ে অবস্থিত বিআইজিএম ভবনে আয়োজিত পলিসি এনালাইসিস বিষয়ক সেমিনার ও কোর্স সমাপনকারীদের মাঝে সনদবিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই  চুক্তি হতে যাচ্ছে। সকল কার্যক্রম শেষ হয়েছে। চুক্তি হলেই কাজ শুরু হবে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। তিনি আরো বলেন, বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে। আরো অনেক কোচ এবং ইঞ্জিন আনার ব্যবস্থা করা হচ্ছে।
 
 সেমিনারের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ব্যতিত সঠিক উন্নয়ন সম্ভব না। সঠিক নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়ন দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। উন্নয়নশীল দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রত্যেককে একসাথে কাজ করতে হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। 
 
সাবেক উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মো. রাজি হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন সেমিনারে বক্তব্য রাখেন। 
 
#
শরিফুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর ঃ ১২৬৬
 
দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে
                                                                      -  নুরুল ইসলাম বিএসসি 
 
মৌলভীবাজার, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে। বর্তমান সরকার ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবে। সে লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে কাজ করছে। তিনি আজ মৌলভীবাজার জেলায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
মন্ত্রী আরো বলেন, জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্যমোচনে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের তাদের প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সরকার অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করছে। অভিবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষা বিদেশে যাওয়ার জন্য সহজে অর্থসংস্থান, বৈধপথে রেমিট্যান্স প্রেরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে তাদের আয়বৃদ্ধি ও উন্নত কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।
 জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমান, নবনির্মিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেসার আহমেদ, সাধারণ সম্পাদক মিজরাহুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর ঃ ১২৬৫
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৩ থেকে ২৯ এপ্রিল ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। 
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে ১৯৭৪ সালে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এবং ১৯৭৫ সালের ২৩শে এপ্রিল জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেন। বর্তমান সরকার তাঁর সেই সুদূর প্রসারী ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে। বাংলাদেশ আজ স্বাস্থ্য ও পুষ্টিখাতের উন্নয়নে সারাবিশ্বে রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পুষ্টি পরিষদের নিরলস প্রচেষ্টায় দেশে চলমান পুষ্টি কার্যক্রম ভিন্ন মাত্রা পেয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে প্রণীত হয়েছে জাতীয় পুষ্টিনীতি ২০১৫ এবং দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা। প্রণীত হয়েছে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ, খাবার লবণে আয়োডিন সমৃদ্ধকরণসহ অন্যান্য যুগান্তকারী আইন ও বিধি। আমি আশা করি এ সকল আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ ও সফল প্রয়োগের মাধ্যমে জনসাধারণের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত হবে। 
খাদ্যের মধ্যে নিহিত পুষ্টিগুণ আমাদের সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। তাই জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ এর এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ যথাযথ হয়েছে বলে আমি মনে করি। আমি আশা করি জাতীয়ভাবে পুষ্টি সপ্তাহ পালনের উদ্যোগ জনগণকে পুষ্টি সচেতন করার পাশাপাশি সুস্থ, সবল ও সমৃদ্ধশালী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
আমি ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ এর সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৮/১৪৪০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৬৪
 
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে
                                                                 - শিক্ষামন্ত্রী
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবনের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি গবেষকদের নতুন নতুন জাত আবিস্কার, সরকারের সময়োপযোগী উদ্যোগ, কৃষিখাতে প্রণোদনা ও প্রশিক্ষণ এবং কৃষকদের  পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 
শিক্ষামন্ত্রী ২১ এপ্রিল ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি কলেজ হিসেবে এর যাত্রা শুরু হলেও এটি বর্তমানে একটি বৃহৎ ও সফল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী 
শেখ হাসিনা  ২০০১ সালে এ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। বর্তমানে এখানে ৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে।  এদের ৪৭ ভাগ ছাত্রী। তিনি বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও অবকাঠামো নির্মাণে ৩৫২ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 
শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ের মান ধরে রা
Todays handout (7).docx Todays handout (7).docx