Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৪

তথ্যবিবরণী ১০ মার্চ ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৫৪৯

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):      

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।   

শোক প্রকাশ করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি, ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ‍ইসলাম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।         

পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

#

গিয়াস/পাশা/সায়েম/আব্বাস/২০২৪/২৩০০ ঘণ্টা

 

তথ্যববিরণী                                                                                                        নম্বর : ৩৫৪৮

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

          আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

#

 

দীপংকর/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২২৫৭ঘণ্টা

 

 

 

 

 

তথ্যববিরণী                                                                                                নম্বর : ৩৫৪৭

 

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস

                                                        --- ধর্মমন্ত্রী

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস। উন্নয়নের জন্য চাই ঐক্য। উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই।

          আজ ঢাকায় জাতীয় যাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ভাবনা এবংমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

          ধর্মমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসে উন্নয়ন আকাক্সক্ষা একটি চিরন্তন ঘটনা। সভ্যতার শুরু থেকেই প্রতিনিয়তই মানুষ নিজেকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এটি চলবে। আমাদের মূল উন্নয়ন দর্শনটি দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। এটি এমন এক উন্নয়ন দর্শন যেটি সর্বদাই প্রাসঙ্গিক থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

          ধর্মমন্ত্রী আরো বলেন, সময়ের সাথে সাথে উন্নয়ন পরিকল্পনায় নতুন নতুন দৃষ্টিভঙ্গি বা দর্শন যুক্ত হয়েছে। বর্তমানে টেকসই উন্নয়নের সাথে নতুন যে দর্শন যুক্ত হয়েছে সেটি হল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এসডিজি'র একটি মূলনীতি হলো কাউকে পিছিয়ে রাখা যাবে না। উন্নয়ন হতে হবে সুষম, কোনরূপ বৈষম্য রাখা যাবে না।

           মোঃ ফরিদুল হক খান বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেশপ্রেমী, প্রগতিশীল, উন্নয়নকামী ও ইতিবাচক নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যে নেতৃত্ব দেশপ্রেম, প্রগতি ও উন্নয়নের কথা বলে সেই নেতৃত্বকে এগিয়ে নিতে হবে, সাধ্যমতো পৃষ্ঠপোষকতা করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে কর্মসূচি হাতে নিয়েছেন সেগুলোকে এগিয়ে নিতে হবে। রূপকল্প ২০৪১ ও ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়িত হলেই বাংলাদেশের প্রতিটি জনপদের চেহারা পাল্টে যাবে।

          বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-২ আসনের  সংসদ সদস্য তানভীর হাসান, জামালপুর- ১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এমডি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ।

#

 

আবুবকর/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২২৫৫ঘণ্টা

তথ্যববিরণী                                                                                                    নম্বর : ৩৫৪৬

 

ইন্ডিপেন্ডেন্স ডিপ্লোম্যাটিক কাপ টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          আজ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইন্ডিপেন্ডেন্স ডিপ্লোম্যাটিক কাপ টেনিস টুর্নামেন্টের প্রথম আসরের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ । ১৩ টি দেশ ও সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মোট ১৫টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুইডেন ও রানার্স আপ ডেনমার্কের দলসহ প্রতিযোগীদেরকে মেডেল ও পুরস্কার তুলেদেন মন্ত্রী। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন।

          বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার ও অস্ট্রেলিয়ার এক্টিং হাইকমিশনার নার্দিয়া সিম্পসন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

বিদেশে বসে দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচার-বিষোদগারকারীদের তালিকা করুন : প্রবাসীদেরকে পররাষ্ট্রমন্ত্রী

          এর আগে সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষদিন স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ন'টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সম্বর্ধনায় মন্ত্রী বিদেশে বসে দেশের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরির আহবান জানান।

          পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকার বিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে দেশের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন, সরকার তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

          এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

          বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বিশেষ অতিথির বক্তব্য দেন।

#

 

আকরাম/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

 

 

 

 

তথ্যববিরণী                                                                                                নম্বর : ৩৫৪৪

 

বিএনপি স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুণর্বাসিত না করলে

বাংলাদেশের জেনোসাইড অনেক আগেই স্বীকৃতি পেতো

                                                           --- পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের নিয়ে জোট গঠন করে রাজনীতিতে পুণর্বাসিত না করলে বাংলাদেশের জেনোসাইড অনেক আগেই স্বীকৃতি পেতো।

          আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশে জেনোসাইড : আন্তর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

          ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি বিশেষ অতিথির বক্তৃতা দেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সেমিনারে মূল প্রবন্ধ  উপস্থাপন করেন।

          পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডা, কম্বোডিয়া, ভিয়েতনাম ও আরও দেশগুলোর জেনোসাইড স্বীকৃতি পেয়েছে। সে দেশগুলোতে আমাদের মতো ৩০ লাখ নয়, তিন থেকে চার লাখ মানুষ মারা গেছে। আমাদের এখানে জেনোসাইড স্বীকৃতি না পাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, যারা মুক্তিযুদ্ধ চায়নি, সেই অপশক্তিকে নিয়ে রাজনীতি করার প্রবণতা এবং জামায়াতে ইসলামীসহ যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের নিয়ে জোট গঠন করে রাজনীতিতে তাদের পুণর্বাসিত করা। পাশাপাশি মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রবণতা, গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আড়াল করার প্রবণতা -এগুলো না থাকলে বাংলাদেশের জেনোসাইড অনেক আগেই স্বীকৃতি পেতো উল্লেখ করেন মন্ত্রী  হাছান।

          বাংলাদেশে ১৯৭১ সালের জেনোসাইডের স্বীকৃতি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি ও গবেষকবৃন্দকে নিয়ে একটি সেল গঠন করে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

          আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ সময় সমসাময়িক প্রসঙ্গে বলেন, ৭ জানুয়ারির সুষ্ঠু নির্বাচনের পর বিশ্বের প্রায় ৮০টি দেশ ও ৩২টি আন্তুর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। আমি দেখলাম, এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন- তাদের কৌশলে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আমরা সবসময় তাদের নির্বাচনে আসতে বলেছি আর তারা নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা করেছে। কিন্তু এখন তারা স্বীকার করছে নির্বাচনে অংশ না নেওয়াটা তাদের বিরাট ভুল ছিলো।

#

 

আকরাম/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৫৪৩

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):  

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

ইফতেখার/পাশা/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৪/২২০২ ঘণ্টা

 

তথ্যববিরণী                                                                                               নম্বর : ৩৫৪২

 

গ্র্যাজুয়েটদের বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

সাভার, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা নির্ভর সনদ নিয়ে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে গ্র্যাজুয়েটদের জায়গা করে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  

          শিক্ষামন্ত্রী আজ বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তনে এ আহ্বান জানান।

          সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে কর্ম অপেক্ষা  করছে; শুধু নিজেকে কর্ম উপেযোগী করে গড়ে তুলতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের দেশে অনেক বিদেশি প্রফেশনালস কাজ করছে। তারা অনেক বৈদেশিক মুদ্রা আয় করে নিয়ে যায়। এমনটি হবে না যে, আমরা তাদের আসতে দেবো না, আসতে না দিলে আমাদের অর্থনীতি এগুবে না। সেই জায়গাটা আমাদের করে নিতে হলে জানতে হবে কোন কোন খাতে বিদেশিকর্মী জায়গা দখল করে আছে। কোন ধরনের স্কিল তাদের আছে।

          শিক্ষামন্ত্রী বলেন, প্রফেশনাল সনদ নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ এখনও প্রতিবেশি দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক বিভিন্ন রকমের সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা কোর্স করলে দেশে ও বিদেশে আমাদের তরুণরা সফলতা অর্জন করতে পারবে।

          শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের দেশেই যে কর্মসংস্থান আছে, ডেমোগ্রাফিক ডিবিডেন্ট অনুযায়ী সেখানেও  স্কিল প্রফেশনালসের একটা ঘাটতি রয়েছে। উন্নতবিশ্বে ৩০ মিলিয়ন প্রফেশনালসের ঘাটতি রয়েছে। ইতোমধ্যে আমেরিকা, জাপানেও ঘাটতি হচ্ছে। বিশাল এই সুযোগ আমাদের জন্য তৈরি হচ্ছে। দেশে বসে বিশ্ববাজার থেকে দক্ষতানির্ভর কাজ অনেক রয়েছে। কিন্তু ভাষার দক্ষতা বা স্কিল না থাকার কারণে অনেকই কাজ পাচ্ছে না। বিশ্ববিব্যাপী যে সুযোগ তৈরি হয়েছে তার সুযোগ নিতে হবে।

          অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ এবং স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।

          এবারের সমাবর্তনে ৬ হাজার ২৮৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটেগরিতে ‘স্বর্ণপদক’তুলে দেন।

#

খায়ের/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা

তথ্যববিরণী                                                                                               নম্বর : ৩৫৪১

 

টিসিবি ও প্রোডিন্টোর্গ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

 

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম রাষ্ট্র। রাশিয়ার সাথে সমঝোতা স্বারক খাদ্য নিরাপত্তায় সহযোগিতা হবে। শুধু রাশিয়াই নয়; ভারত, মিয়ানমারের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চুক্তি প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার সম্প্রসারণেও  কাজ করছে।

          আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন JSC Foreign Economic Corporation 'Prodintorg' এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          এসময় ঢাকাস্থ রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত Alexander Mantysky, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে JSC Foreign Economic Corporation 'Prodintorg' এর মহাপরিচালক Andrey Golovanov এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশের (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

#

 

আসিফ/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৫৪০

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসারের শোক

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):  

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

 

তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

পাশা/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৪/২১২০ ঘণ্টা

 

 

 

তথ্যববিরণী                                                                                                 নম্বর : ৩৫৩৯

 

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ ঢাকেশ্বরী মন্দিরে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী এ তীর্থযাত্রার উদ্বোধন করেন।

          এ উপলক্ষ্যে আলোচনা সভায় ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিন্দু কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণীত হয়েছে। এ আইনের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে যা প্রতিষ্ঠালগ্ন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

          ধর্মমন্ত্রী আরো বলেন, তীর্থস্থান দর্শনের আকাক্সক্ষা প্রতিটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিদ্যমান। এটি প্রত্যেক ধর্মের মানুষের মধ্যেই লক্ষণীয়। কিন্তু তীর্থস্থান দর্শনের জন্য প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি সকলের থাকে না। সনাতন ধর্মের মানুষের তীর্থ দর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য ধর্মমন্ত্রী  ট্রাস্টিবোর্ডকে সাধুবাদ জানান।

          উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ দিনব্যাপী এ তীর্থযাত্রায় হিন্দু ধর্মের ৩২ জন ভারতের মায়াপুর, গয়া, কাশী, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন ও কোলকাতার তীর্থস্থানসমূহ দর্শন করবেন।

          হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।

#

 

আবুবকর/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা 

 

 

 

 

তথ্যববিরণী                                                                                                    নম্বর : ৩৫৩৮

 

স্মার্ট পদ্ধতিতে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত:

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে

                                                       --- পরিবেশমন্ত্রী

 

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়গুলোর সমন্বিত প্রচেষ্টায় দেশের পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জাতীয়ভাবে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪’ এর প্রস্তুতির লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

          পরিবেশমন্ত্রী জানান, এই বছর বিশ্ব পরিবেশ দিবস স্মার্ট পদ্ধতিতে পালন করা হবে। তিনি সকল অংশীজনকে ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান এবং সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আরো সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

          সভায় বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

          সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আব্দুল হামিদ, বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#

 

দীপংকর/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫৫ঘণ্টা 

 

 

 

 

তথ্যববিরণী                                                                                                     নম্বর : ৩৫৩৭

 

বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনায় আছেন বলেই দেশের ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান

                                                                             ---পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়ি, ২৬ ফাল্গুন (১০ মার্চ):

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বিগত ১৫ বছর দেশ পরিচালনায় আছেন বলেই দেশে ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী আপোষহীন। সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলেই বাংলাদেশ সারা বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।

          আজ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভার প্রধান উপদেষ্টা এবং প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          পার্বত্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, জনগণের কল্যাণে প্রশাসনের সকল সেক্টরে সেবকের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, উন্নয়ন কাজের জন্য শুধু প্রকল্প গ্রহণ করলেই চলবে না, প্রকল্পের কাজ দ্রুত সুষ্ঠুভাবে বাস্তবায়নেও নিবেদিত হতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজের দায়িত্বে যারা আছেন, তারা নিজ নিজ দায়িত্বে জনসেবার জন্য কী কী প্রয়োজন ও কী কী ঘাটতি রয়েছে সেগুলো বিচক্ষণতার সাথে নিরূপণ করবেন। কোথাও আগুন লাগলে আগে প্রয়োজন হবে পানি। তাই পানির সোর্স কোথায় রয়েছে এবং সোর্সগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো আগে থেকেই নিতে হবে। পুকুর শুকিয়ে গেছে, পানি নেই এসব দোহাই দিলে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে। কাজেই এখনই পানির সোর্সের জন্য বনায়ন করা, রিজার্ভ ফরেস্ট, ভিলেজ কমন ফরেস্টের মতো নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে এবং তা যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নও করতে হবে। 

          প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শিতা এবং যুগোপযোগী সঠিক সিদ্ধান্তের কারণেই আমরা বিশ্বে করোনার মতো অতিমারী ভয়াবহ রোগকে প্রতিহত করতে পেরেছি। তিনি বলেন, আমরা আইনের শাসনের প্রতি বিশ্বাসী। দেশের উন্নয়নে সকলকে সমভাবে আন্তরিকতার সাথে কাজে অংশগ্রহণ করতে হবে।

          পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আইন-শৃঙ্খলা সভাশেষে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাগড়াছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

          আইন-শৃঙ্খলা কমিটি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল ও বাজার মনিটরিং সভা দু’টির সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সিও লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন, ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এমদাদুল হক, অর্ডিন্যান্স, ২০৩ পদাতিক ব্রিগেডের জিএস-২ ইন মেজর জাহিদ হাসানসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

 

 রেজুয়ান/পাশা/সায়েম/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৫৩৬ 

ভারত থেকে পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে

                               ---বাণিজ্য প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ):  

 

শীঘ্রই ভারত থেকে পেঁয়াজ আসবে। আমদানি করা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে। টিসিবি সারাদেশে ১ কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মাধ্যমে বাজারে চাপ কমবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য কাজ করছে সরকার।

 

আজ মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার পরিদর্শন করে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরো বলেন, দায়িত্বভার নিয়ে সংক্ষিপ্ত সময়ে বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয় একসাথে কাজ করে যাচ্ছে। রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি। ভোক্তা অধিদপ্তরের বিশেষদল বাজার তদারকিতে কাজ করবে। সরকারের সকল উদ্যোগের সুবিধা যেনো সাধারণ মানুষ পায়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে বাজার মনিটরিং করার আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

এ সময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ, কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাজার কমিটির সভাপতি বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#

আসিফ/পাশা/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৪/২০৪৪ ঘণ্টা

 

 

 

তথ্যববিরণী                               &nb

2024-03-10-17-07-92cacecbab9e89717eb0ead83e561fa7.docx 2024-03-10-17-07-92cacecbab9e89717eb0ead83e561fa7.docx