Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০১৬

তথ্যবিবরণী 21/5/2016

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭০২
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে জর্ডানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) :   

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে বাংলাদেশে সফররত জর্ডানের পররাষ্ট্র সচিব মোহাম্মাদ টাইসির বানি ইয়াসিন (গড়যধসসধফ ঞধুংববৎ ইধহর ণধংববহ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গভীর আগ্রহ ব্যক্ত করে জর্ডানের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিক ক্ষেত্রে দু’দেশের এক সাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তা কাজে লাগিয়ে দ’ুদেশের জনগণই উপকৃত হতে পারে।  

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। এ সময় দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, ঢাকা-আম্মান রুটে সরাসরি বিমান চলাচল, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জর্ডানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দু’পক্ষই দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন।

    জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এশিয়া ও ওশানিয়া) ড. আদেল আদেইলে, জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ও মধ্য এশিয়া) সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

#
খালেদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১৭০১

স্পিকার দেশে ফিরেছেন

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে): 

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৮ থেকে ২০ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ৪৪তম আইপিএ সিআইএস ইভেন্টে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। 

    সফরকালে তিনি সেন্ট পিটার্সবার্গের তাভরিস্কি প্যালেসে রাশিয়ান ফেডারেশেনের ফেডারেল এসেম্বলির স্পিকার ও ইন্টারপার্লামেন্টারি এসেম্বলি  অভ্‌ দ্য কমনওয়েলথ অভ ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটস (আইপিএসিআইএস) এর চেয়ারপারসন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকো (ঠধষবহঃরহধ গধঃারবহশড়)’র সাথে এক বৈঠকে মিলিত হন এবং ৪৪তম আইপিএসিআইএস-এর পেস্ননারি সেশনে বক্তৃতা করেন। 

    স্পিকার আজ সকালে হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সংসদ সচিব ড. আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁকে স্বাগত জানান।

#

নুরম্নল হুদা/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭০০

৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে 
                                     -- ভূমিমন্ত্রী

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে): 

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সারাদেশের খাসজমি খুঁজে বের করতে হবে। গৃহহীনদের ঘর তৈরির টাকা দেবে সরকার। ২০১৮ সালের মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করা হবে। 

মন্ত্রী আজ রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিড়্গণ কেন্দ্রে গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের আওতায় গৃহহীনদের পুনর্বাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী সেমিনারে সংশিস্নষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ-উল-আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে সারাদেশ থেকে এডিসি, আরডিসি, ইউএনও, এসিল্যান্ড, পিআইও পদে কর্মরত ৪৫ জন প্রশিড়্গণার্থী অংশ নেন। ভূমি প্রশাসন প্রশিড়্গণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শাহেদ সবুর, গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক একেএম নূরম্নল আমিন সরকার, ভূমিপ্রশাসন প্রশিড়্গণ কেন্দ্রের উপপরিচালক এ আর এম খালেকুজ্জমান এসময় উপসি'ত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রকল্প বাসত্মবায়নের বড় বাধা হলো খাসজমি খুঁজে বের করা। দেশে পর্যাপ্ত খাসজমি রয়েছে। গৃহহীন ও ভূমিহীনের জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অজুহাত দেখানো যাবে না।

মন্ত্রী বলেন, ২০১৬ সালে অনত্মত ৮০০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হবে। প্রতিটি গুচ্ছগ্রামে বিদ্যুতের সংযোগ দেয়া হবে। আগামী ২০১৮ সালের মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবার পুনর্বাসনে বাসত্মবসম্মত কাজ পরিচালনা করার জন্য মন্ত্রী সংশিস্নষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রতিটি গৃহহীন পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা প্রদান, শিড়্গা, নিরাপদ সুপেয় পানি, স্বাস'্যসম্মত ল্যাট্রিনসহ প্রতিটি মৌলিক অধিকার বাসত্মবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত সবার জন্য বাসস'ান কর্মসূচি বাসত্মবায়নে ভূমি মন্ত্রণালয়ের পড়্গে সরকার ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। উলেস্নখ্য, এ সরকার ৬১টি জেলায় ২৫৪টি গুচ্ছগ্রাম নির্মাণ করে মোট ১০ হাজার ৭০৩টি পরিবারকে পুনর্বাসন করেছে। গুচ্ছগ্রামবাসীদের প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকান্ড পরিচালনার জন্য ৭৫০ বর্গফুট আয়তনের ২৪৭টি মাল্টিপারপাস হল  নির্মাণ করা হয়েছে। এছাড়া ২৫৪টি গুচ্ছগ্রামের পুনর্বাসিত ১০ হাজার ৭০৩টি পরিবারকে প্রশিড়্গণ প্রদানসহ বিআরডিবির মাধ্যমে ১০ দশমিক ৭০৩ কোটি টাকা ড়্গুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
#

রেজুয়ান/আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা 

Handout                                                                                                         Number : 1699

 

PM shocked at crash of Egypt Air

 

Dhaka, May 21 :

 

            Prime Minister Sheikh Hasina has expressed profound shock and condolence at the unfortunate crash of Egypt Air Flight MS804 on 19 May and has sent a message to the President of Egypt Abdel Fattah Al-Sisi.

 

            The full text of her message in as follows :

 

''Excellency,

On behalf of the Government and the people of Bangladesh and my own behalf, I express our profound shock and deep sorrow at the loss of 66 valuable lives of passengers and members of crews in the unfortunate crash of the Egypt Air flight MS804 on 19 may 2016.

 

May I request Your Excellency to convey our deep condolences and heartfelt sympathies to the members of the bereaved families of the victims.

 

We mourn the sad incident along with you and pray to the Almighty for the salvation of the departed souls and for granting fortitude to the families to bear the irreparable loss."

 

                                                                                                                                

#

 

Kamruzzaman/Afraz/Selim/Salimuzzaman/2016/1830 Hrs

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৯৮

এইচএসসি ও সমমানের পরীড়্গার তারিখ পরিবর্তন

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে): 

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিড়্গা বোর্ডসমূহের আওতাধীন আগামীকাল ২২ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীড়্গা অনিবার্য কারণে ২৭ মে শুক্রবার সকাল ৯টা হতে ১২টা ও দুপুর আড়াইটা হতে সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ মাদরাসা শিড়্গাবোর্ডের ২২ মে অনুষ্ঠিতব্য পরীড়্গা ২৪  মে মঙ্গলবার দুপুর ২টা  হতে ৫টায় অনুষ্ঠিত হবে।
    
#

আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৬৯৭

বেসরকারি শিক্ষকদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সরকার
                           ----শিক্ষামন্ত্রী

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) :
    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরগ্রহণকারী শিক্ষকÑকর্মচারীদের অবসরসুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সরকার।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ  ঢাকার ধানমন্ডিতে টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ বছর হজে গমনেচ্ছু বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে কল্যাণ ও অবসরসুবিধা চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
    বেসরকারি শিক্ষকদের অবসরসুবিধার অর্থ পাওয়ার ক্ষেত্রে বিরাজমান সমস্যা কাটিয়ে উঠতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সরকার ৫ শত কোটি টাকার একটি ‘সিডমানি’ দিচ্ছে। একইসাথে এ খাতে থোক বরাদ্দ হিসেবে সরকার ১ শত কোটি টাকা দিচ্ছে। বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে সরকার একইভাবে ৫০ কোটি টাকা থোক বরাদ্দ দিচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান।
    জনাব নাহিদ বলেন, অবসরগ্রহণকারী বেসরকারি শিক্ষকদের আর্থিক পাওনা যথাসময়ে পরিশোধ করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সহায়তা নিয়ে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের মাসিক বেতন থেকে চাঁদার হারও বৃদ্ধি করা হচ্ছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন বর্তমানে একজন শিক্ষক প্রতিমাসে বেতনের শতকরা ৪ ভাগ অবসরসুবিধা বোর্ডে এবং শতকরা ২ ভাগ কল্যাণ ট্রাস্টে চাঁদা হিসেবে দিয়ে থাকেন। এ হার যথাক্রমে
৬ শতাংশ ও ৪ শতাংশে বৃদ্ধি করা হচ্ছে।
    শিক্ষামন্ত্রী বলেন সরকারের এসব পদক্ষেপের ফলে বর্তমানে জমে থাকা ৪৪ হাজার অবসরগ্রহণকারী শিক্ষকের অবসরসুবিধার চেক এবং ৩০ হাজার অবসরগ্রহণকারী শিক্ষকের কল্যাণ ট্রাস্টের চেক প্রদানের পথ সুগম হবে।
    অনুষ্ঠানে মন্ত্রী ১ হাজার ১৩৭ জন অবসরগ্রহণকারী এ বছর হজগমনেচ্ছু শিক্ষককে কল্যাণ ট্রাস্ট ও অবসরসুবিধা বোর্ডের মোট ৪৯ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার চেক প্রদান করেন।
    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ওয়াহিদুজ্জামান, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং অবসরসুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদীও বক্তৃতা করেন।  
    অবসরগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ সহায়তার কথা উল্লেখ করে জনাব নাহিদ বলেন, বর্তমান সরকারের ৭ বছরে এ খাতে ৮ শত ৫১ কোটি টাকা প্রদান করা হয়েছে, যার পরিমাণ পূর্ববর্তী ১৮ বছরে ছিল মাত্র ২ শত ৭৯ কোটি টাকা।
    
#
সাইফুল্লাহ/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৯৬

বৌদ্ধ সমিতি ঢাকার উদ্যোগে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে): 

বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চল মহান গৌতম বুদ্ধের জন্মোৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলড়্গে আজ রাজধানীর উত্তরার তৃতীয় পর্ব বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচি  গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা ও শীল গ্রহণ, সমবেত প্রার্থনা, মৈত্রী ভাবনা ও আলোচনাসভা। 

সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সংঘরাজ ভদনত্ম সপ্তপ্রিয় মহাথেরো, সংগঠনের সভাপতি দীপাল চন্দ্র বড়-য়া ও সাধারণ সম্পাদক স্বপন বড়-য়া চৌধুরী। 

 প্রতিমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের শানিত্ম, সাম্য ও অহিংস বাণী মানবজীবনে প্রতিফলনের মাধ্যমে বিশ্বব্যাপী গজিয়ে উঠা মৌলবাদী, ধর্মব্যবসায়ী ও জঙ্গি নির্মূল করা সম্ভব। এ ব্যাপারে শানিত্মপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্ম, বর্ণ ও দেশপ্রেমিক জনগোষ্ঠীকে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতি- ঢাকা অঞ্চলের মানবকল্যাণকর বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে সমিতির পানি সমস্যা, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। 

#

আহসান/আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা 

Handout                                                                             Number : 1695

Prime Minister condoles deaths in Sri Lanka

Dhaka, 21 May :

          Prime Minister Sheikh Hasina has expressed her condolence and sympathy on the tragic loss of lives and colossal damage to property caused by the devastating floods and landslides in Sri Lanka. She has sent a message to President of Sri Lanka Maithripala Sirisena in this regard.

          The full text of her message is as follows:

''Excellency,

I wish to extend my heartfelt condolence and profound sympathy on the tragic loss of lives and colossal damage to property caused by the devastating floods and landslides in Sri Lanka. We are particularly distressed by the anxiety for people still missing in the Aranayaka landslide.

Our thoughts and prayers are with the members of the bereaved families and those displaced by the floods. At this difficult time, I would like to reaffirm our solidarity and support for the government as well as for the people of Sri Lanka. It is my firm conviction that under the prudent leadership of Your Excellency, Sri Lankan people will overcome this disaster  with courage and fortitude."

#

Khaleda/Afraz/Sanjib/Abbas/2016/1733 Hours

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৬৯৪

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাত উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:-

    ‘‘পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।

    সৌভাগ্যের এই রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

    পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও  দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

    আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপম-ূকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

    রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক।

    মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে  হেফাজত করুন। আমীন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী  হোক।’’
    
#

আশরাফুল/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/আব্বাস/২০১৬/১৭০১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৬৯৩

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:-

    ‘‘মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।

    মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই পবিত্র রজনী মানব জাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যম-িত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।

    পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহর দরবারে এ কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
    
#

আজাদ/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/আব্বাস/২০১৬/১৭০০ ঘণ্টা

 

Todays handout (9).doc Todays handout (9).doc