Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০১৮

তথ্যবিবরণী 31/7/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৩৭
 
সরকার কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি বাস্তবায়ন করছে
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) : 
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বাংলাদেশের শ্রমবাজারে প্রতি বছর প্রায় ২০ লাখ শ্রমশক্তি যুক্ত হয়। সরকার কর্মক্ষম এ জনগোষ্ঠীর জন্য দেশে ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়ন করছে। 
 
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের এইচ আর ক্লাব আয়োজিত মানবসম্পদ কৌশল উন্নয়ন বিষয়ক ‘এইচ আর ক্যালিব্রেশন ২.০’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বোর্ড অভ্ ট্রাস্টি চেয়ারম্যান এম এ হাশেম, সদস্য মোঃ শাহজাহান, ইনডেক্স গ্রুপ চেয়ারম্যান জাকিয়া তাজিন, র‌্যাংকন গ্রুপের পরিচালক মাসিদ রহমান, অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান ও ক্লাবের সভাপতি মোঃ হাসান তানজিল।
 
জনাব রাঙ্গাঁ বলেন, সরকার দক্ষ জনগোষ্ঠী সৃষ্টিতে ২০১৫-১৬ অর্থ বছর হতে তিন ধাপে ১০ বছর মেয়াদি সেইপ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১ লাখ ৮৫ হাজার জনের মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার জনের কর্মসংস্থান হয়েছে। তিনি শিক্ষিত তরুণ সমাজের কর্মসংস্থানে সরকারের চলমান কর্মসূচির কথা উল্লেখ করে এ ব্যাপারে বেসরকারি খাতের শিল্প মালিকদের আরো মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানান। পরে প্রতিমন্ত্রী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপদের পুরস্কার হিসেবে অর্থের নমুনা চেক তুলে দেন। 
 
এর আগে প্রতিমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক ‘কাগজ কলম’ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বপ্নভংগ’ এর মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
 
#
 
আহসান/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৩৬
 
সব ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হবে
                               -- মেহের আফরোজ চুমকি 
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) : 
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের সব ইউনিয়নে ১টি করে কিশোর-কিশোরী ক্লাব গঠনের প্রকল্প গ্রহণ করেছে। প্রত্যেক ক্লাবে ৩০ জন করে সদস্য থাকবে এর মধ্যে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর। তাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে যৌতুক, প্রজনন স্বাস্থ্য, স্যানিটেশন, ইভটিজিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষিত করা হবে যাতে তারা  সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ‘কৈশোরের জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার (ঊফড়ঁধৎফ ইবরমনবফবৎ) সহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তার্জাতিক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সহ¯্রাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। 
  
  সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, কিশোর-কিশোরীরা  যাতে  নিজেরাই নিজেদের  বিবাহ বন্ধ করতে পারে  এবং  সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে  কিশোরীদের  ক্ষমতায়িত  করার চেষ্টা করছে সরকার। 
 
  ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, যুব সমাজকে ক্ষমতায়িত করতে হলে ‘পাওয়ার অভ্ অ্যাডলেসেন্ট’ এর শক্তিকে কাজে লাগাতে হবে এবং তাদেরকে বিভিন্ন কাজে উৎসাহ প্রদান করতে হবে। 
 
#
 
খায়ের/মাহমুদ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৩৫
 
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে 
স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
                                          -- শিক্ষামন্ত্রী 
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) : 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তা-চেতনা বিকাশে  স্টুডেন্টস কেবিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা সহনশীল হতে শেখে।
 
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর সম্মেলন কক্ষে স্টুডেন্টস কেবিনেট বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন,  শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। তাদেরকে ভাল মানুষ করে গড়ে তোলা। এজন্য শিক্ষার্থীদের গণতান্ত্রিক মানসিকতা, গণতন্ত্রের চর্চা এবং সৃজনশীল কাজে উদ্যোগী হতে হবে।  স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে এসব বিষয়ে আস্থা ও আত্মবিশ্বাস গড়ে উঠবে। সমাজের উন্নয়নে কাজ করার মানসিকতা গড়ে উঠবে। তিনি বলেন, ২০১৮ সালে ২২ হাজার ৬৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৮ জন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এ কেবিনেট গঠিত হয়। 
 
ব্যানবেইসের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান এবং নির্বাচিত স্টুডেন্টস কেবিনেট সদস্যদের প্রতিনিধি পুনম প্রিয়ম নায়না। 
 
কর্মশালায় ‘মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন ব্যানবেইসের ডিএলপি বিভাগের প্রধান ড. এ কিউ এম শফিউল আজম। কর্মশালায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, স্টুডেন্টস কেবিনেট ম্যানুয়াল চূড়ান্তকরণ এবং স্টুডেন্টস কেবিনেটের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
#
 
আফরাজ/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর ঃ ২১৩৪
 
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্র¯ুÍতিমূলক সভা
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক সভা আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
সভায় জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পুরো আগস্ট মাস জুড়ে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনকে অনুরূপ কর্মসূচি গ্রহণের বিষয়ে অবহিত করা হবে। 
গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দপ্তর ও সংস্থাসমূহে পতাকা অর্ধনমিতকরণ, ধানম-ি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  বিয়াম মিলনায়তনে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান ও কুরআন খতম আয়োজন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক রচনা প্রতিযোগিতা আয়োজন, সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক রক্তদান কার্যক্রম ও বিশেষ ক্যাম্প পরিচালনা করা। এছাড়া, ১৬ আগস্ট সচিবালয়ের কেন্দ্রীয়  মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হবে।
#
 
মাসুম/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর ঃ ২১৩৩
 
জাপানের হাউজ অভ্ কাউন্সিলরের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক 
টেক্সটাইল খাতে দক্ষ জনশক্তি নিতে চায় জাপান
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপান তাদের টেক্সটাইল সেক্টরে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিতে চায়। জাপান এক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। জাপান বাংলাদেশকে অস্ত্র ও হ্যান্ডস গ্লাভ্স ছাড়া সকল পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা প্রদান করেছে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও জাপান বাংলাদেশকে চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে। জাপানের বাজারে বাংলাদেশের তৈরিপোশাকের বেশ চাহিদা রয়েছে। দিন দিন এ চাহিদা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের যে কোনো স্থানে জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। জাপানের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। জাপানের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়ী ও বিনিয়োগকারী দল কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফর করবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে সফররত জাপানের ঐড়ঁংব ড়ভ ঈড়ঁহপরষষড়ৎ এর সদস্য (এমপি) ঐরৎড়ংযর ণধসধফধ এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর এর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার জাপান সফর করেছেন। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে জাপান। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে ১৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশের উন্নয়ন খাতের ৪০টি প্রকল্পের কারিগরি সহায়তা দিচ্ছে জাপান। এ জন্য বাংলাদেশ জাপানের প্রতি কৃতজ্ঞ। ২০১৪ সালে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। অতি সম্প্রতি জাপান সফর প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ পলিসি, সস্তা ও দক্ষ জনশক্তি এবং বিনিয়োগের পরিবেশ জাপানি বিনিয়োগকারীদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। জাপানের বিনিয়োগকারীগণ বাংলাদেশ সফর করে বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করবেন।
মন্ত্রী বলেন, বিশ^বাণিজ্য সংস্থার উদ্যোগে “ওয়াল্ড এক্সপো-২০২৫” আয়োজনের জন্য রাশিয়া, জাপান ও আজারবাইজান প্রার্থী হয়েছে। জাপান বাংলাদেশের সমর্থন চেয়েছে। এ বিষয়ে যথাসময়ে বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করবে। জাপানের পর্যবেক্ষণে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এখন জাপান সরকার জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর থেকে বিদ্যমান লেভেল-২ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। 
জাপানের ঐড়ঁংব ড়ভ ঈড়ঁহপরষষড়ৎ এর সদস্য(এমপি)  ঐরৎড়ংযর ণধসধফধ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবার পরও জাপান বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ জাপানের বন্ধু রাষ্ট্র। জাপানের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশের সাথে জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো বৃদ্ধি করবে। 
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর এবং বাণিজ্যসচিব শুভাশীষ বসু এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর ঃ ২১৩২
 
উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করতে হবে
                                                                                      --- ধর্মমন্ত্রী
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে সঠিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে জনকল্যাণ ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রকল্পের কার্যক্রমে নিযুক্ত কর্মকর্তাদের দেশপ্রেম, আন্তরিকতা ও মানবিকতার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের জুন ২০১৮ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থ বছরে মূল এডিপি বরাদ্দ ছিল ৩৩ হাজার ৩২৭ কোটি টাকা যার সংশোধিত বরাদ্দ করা হয় ৭৪ হাজার ২৯০ কোটি টাকা। জুন ২০১৮ পর্যন্ত ৬৫১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকা অবমুক্ত করা হয় যা বরাদ্দের ৮৮ শতাংশ। জুন ২০১৮ পর্যন্ত ব্যয় হয়েছে ৯৪২ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা যা বরাদ্দের ৮৭ শতাংশ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থ বছরে মোট ১১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, যুগ্মসচিব (হজ) মোঃ হাফিজ উদ্দিন, ওয়াকফ প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২১৩১
 
সরকারি কর্মচারীদের গৃহঋণের পরিপত্র জারি
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
 
সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। 
আজ অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। 
পরিপত্র অনুযায়ী দেশের যে কোনো এলাকায় গৃহ নির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় বা ফø্যাট ক্রয়ে সরকারি কর্মচারীরা ঋণ পাবেন। জাতীয় বেতন স্কেলের গ্রেডভেদে ২০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে। ঋণের মোট সুদ হার সর্বোচ্চ ১০ শতাংশ। তবে এ ১০ শতাংশ সুদের ৫ শতাংশ সরকার এবং বাকি ৫ শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবে। ঋণ পরিশোধের মেয়াদকাল হবে সর্বোচ্চ ২০ বছর।
ঋণ প্রাপ্তির যোগ্যতা হিসেবে গৃহ নির্মাণ বা ফø্যাট ক্রয়ে ঋণের জন্য আবেদনকারী সরকারি কর্মচারীর চাকুরি স্থায়ী হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা হবে ৫৬ বছর। কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু এবং দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশীট দাখিল হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নীতিমালার আওতায় ঋণ গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। সরকারি চাকুরিতে চুক্তিভিত্তিক, খ-কালীন ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কোন কর্মচারী এই নীতিমালার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
ঢাকা মহানগরী, সকল সিটি কর্পোরেশন ও বিভাগীয় সদরের জন্য, জেলা সদরের জন্য এবং অন্যান্য এলাকার জন্য ঋণের সর্বোচ্চ সীমা ৫ম  ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের জন্য যথাক্রমে ৭৫ লাখ টাকা, ৬০ লাখ টাকা ও ৫০ লাখ টাকা, ৯ম থেকে ষষ্ঠ গ্রেডের জন্য যথাক্রমে ৬৫ লাখ টাকা, ৫৫ লাখ টাকা ও ৪৫ লাখ টাকা, ১৩তম থেকে ১০ম গ্রেডের জন্য ৫৫ লাখ টাকা, ৪০ লাখ টাকা ও ৩০ লাখ টাকা, ১৭তম থেকে ১৪তম গ্রেডের জন্য ৪০ লাখ টাকা, ৩০ লাখ টাকা ও ২৫ লাখ টাকা, ২০তম থেকে ১৮তম গ্রেডের জন্য যথাক্রমে ৩৫ লাখ টাকা, ২৫ লাখ টাকা ও ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
#
 
রউফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর ঃ ২১৩০
 
নৌপরিবহন মন্ত্রী অনাকাংখিত আচরণের জন্য দু:খ প্রকাশ করেছেন
          তিনি অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দরভাবে দেখার আহ্বান জানিয়েছেন
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পুনরায় শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 
মন্ত্রী ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সেদিনের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তার অনাকাংখিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি সেদিনের আচরণের সমালোচনাকে গ্রহণ করেছেন। শাজাহান খান সেদিনের অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দরভাবে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 
নৌপরিবহন মন্ত্রী সেদিনের দুর্ঘটনার জন্য দোষীদের শাস্তি পাওয়ার বিষয়টি পুনরায় ব্যক্ত করেন।  তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কোন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হবেনা।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কেমিকেল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) অডিটোরিয়ামে এক প্রতিনিধি সভায় এ আহ্বান জানান। 
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬ দফা বাস্তবায়নের জন্য প্রতিনিধি সভার আয়োজন করে। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬৩৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর ঃ ২১২৯
 
মানব পাচার প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
শ্রম অভিবাসনের নামে মানব পাচার প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার। 
সচিব বলেন, অভিবাসনের নামে কোন কর্মী যেন পাচার না হয় সে বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদেরকে সচেষ্ট হতে হবে। তিনি আরো বলেন, কাজের ভিসার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপই অধিকতর গুরুত্বের সাথে দেখতে হবে। লিবিয়া এবং সুদানে মানব পাচার চক্র গড়ে ওঠার খবরের প্রেক্ষিতে আয়োজিত এ সভায় সকলকে স্ব স্ব স্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান। 
সভায় সুদান, লিবিয়া ও মিশরে কর্মী প্রেরণের ক্ষেত্রে ভিসা যাচাই-বাছাইয়ে কঠোর সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত হয়। এছাড়াও ভিজিট ভিসার নামে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য থেকে যাওয়া বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনেরও সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল, ডিআইজি (এসবি) এবং এস এস ইমিগ্রেশনসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন । 
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০৩ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর ঃ ২১২৮
 
শ্রমিক কল্যাণ তহবিলে ম্যারিকোর এক কোটি আঠারো লাখ টাকা প্রদান 
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ম্যারিকো বাংলাদেশ কোম্পানি তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি আঠারো লাখ টাকা প্রদান করেছে। 
আজ বাংলাদেশ সচিবালয়ে ম্যারিকোর চিফ ফাইন্যান্স অফিসার ইলিয়াস আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে কোম্পানির পক্ষে ১ কোটি ১৮ লাখ ৯ হাজার ১৮৪ টাকার একটি চেক হস্তান্তর করেন।   
শ্রমিকদের কল্যাণার্থে কোম্পানিটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। শ্রম আইনের আলোকে গঠিত দেশীয় এবং আন্তর্জাতিক মিলে এখন পযর্ন্ত একশো ১৫টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ তিন’শ ৬ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হয়। এর পাশাপাশি বজ্রপাতে যেসকল কৃষি শ্রমিক মৃত্যু বরণ করেছেন তাদের স্বজনেরা আবেদন করলে তাদেরকেও এ তহবিল থেকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরতদের জন্য এটি একটি ইউনিক আইন। এই আইনের ফলে বিভিন্ন কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বছরশেষে কোম্পানির লাভের ৫ শতাংশের ৮০ ভাগ সমান হারে ভাগ করে নেন। এমন অনেক কোম্পানি আছে যাদের অনেক কর্মচারী সারাবছরের বেতনের চেয়ে লভ্যাংশের অর্থ বেশি পেয়ে থাকেন। এর ফলে কোম্পানির কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. আনিসুল আওয়াল, ম্যারিকো বাংলাদেশের হেড অভ্ লিগ্যাল কোম্পানি সেক্রেটারি ক্রিসটাবেল র‌্যান্ডলফ, মানব সম্পদ বিভাগের পরিচালক আশীষ ম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
#
 
আকতার/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর ঃ ২১২৭
 
আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশেই উন্নয়ন হয়েছে
                                           -এল জি আর ডি মন্ত্রী
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশেই উন্নয়ন হয়েছে। 
গতকাল সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে’ ঢাকায় বসবাসরত বৃহত্তর ফরিদপুরের মানুষের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এল জি ই ডি অনন্য ভূমিকা রাখছে এবং তাদের কার্যক্রম একটা মডেল। এই গ্রামীণ উন্নয়ন মডেলটা সারা পৃথিবী মডেল হিসেবে গ্রহণ করেছে। কাজেই আমি অত্যন্ত গর্বের সাথে বলি, গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ সারা পৃথিবীর রোল মডেল । 
মন্ত্রী বলেন, শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন যে, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের কোন গৃহ বিদ্যুতের বাইরে থাকবেনা এবং তিনি ইতিমধ্যে এই অঙ্গীকারের ৮০ শতাংশ বাস্তবায়ন করেছেন। এল জি ই ডি সারা বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামীণ এ উন্নয়নের কারণে শহরে  মাইগ্রেশন হার কমে গেছে, এখন মানুষ দিনে কাজ করে  শহর থেকে গ্রামে ফিরে যেতে পারে।
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সংসদ সদস্য নাইম রাজ্জাক, সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, এফ বি সি সি আই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক প্রমূখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
#
 
জাকির/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২১১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২১২৬
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’-২০১৮’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য 'ইৎবধংঃভববফরহম: ঋড়ঁহফধঃরড়হ ড়ভ ষরভব' অর্থাৎ ‘মায়ের দুধ পান: স্স্থু জীবনের বুনিয়াদ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। মাতৃদুগ্ধপান শিশুদের পুষ্টিপূরণ এবং সম্মিলিত শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। 
একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বর্তমান আওয়ামী লীগ সরকার শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি এবং মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নের কার্যক্রম টেকসই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মা  ও শিশু স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। প্রতি জেলায় একজন করে পুষ্টিবিদ নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় একজন করে পুষ্টিবিদ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ৯৯৭ টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদান কেন্দ্রে শিশুবান্ধব হাসপাতাল করার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। ঐচঘঝচ ও দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার (ঘচঅঘ২) আওতায় মাতৃ ও শিশু পুষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। গুড়া দুধ ও কৌটাজাত শিশু খাদ্যের ব্যবহারকে সর্বনি¤œ স্তরে নামিয়ে আনতে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন) আইন, ২০১৩’ ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
আমরা মাতৃত্বকালীন ছুটি বেতনসহ ৬ মাসে উন্নীত করেছি। সরকারি ও বেসরকারি অফিসে ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে কর্মজীবী মায়েদের ভাতা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নের ফলে ডড়ৎষফ ইৎবধংঃভববফরহম ঞৎবহফং ওহরঃরধঃরাব (ডইঞর) ২০১৫ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ১৫২টি দেশের মধ্যে তৃতীয় স্থান এবং ওহঃবৎহধঃরড়হধষ ইধনু ঋড়ড়ফ অপঃরড়হ ঘবঃড়িৎশ (ওইঋঅঘ) ২০১৮ এর রিপোর্ট 'ঝঃধঃব ঙভ ঞযব ঈড়ফব নু ঈড়ঁহঃৎু' অনুযায়ী আইন প্রয়োগের ক্ষেত্রে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে।
আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাতৃ ও শিশু পুষ্টি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করব। আমি দেশের সর্বস্তরের শিশুকে মায়ের দুধ খাওয়ানোর অগ্রগতির ধারাকে জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টিসেবা ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছি।
আমি ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’-২০১৮ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
                                                                                             জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
          বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৮/১১০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর ঃ ২১২৫
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী 
 
ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) :
রাষ
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon