Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০১৯

তথ্যবিবরণী - 3/6/2019

তথ্যবিবরণী                                  নম্বর : ২১৫৪
 
১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
                                                  --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সফল রাষ্ট্রনায়ক দেশরতœ শেখ হাসিনা প্রায় 
১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার মতো দূরদৃষ্টিসম্পন্ন নেতাই কেবল এ ধরনের সময়োচিত মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শেখ হাসিনার যুগোপযোগী রূপকল্প বাস্তবায়ন করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে যাবে। 
মন্ত্রী আজ বারিধারা কূটনৈতিক এলাকায় ডেজ ঢাকা হোটেলে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বক্তব্যে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা কামনা করেন। ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মন্ত্রী বলেন, প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময়। 
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে বান্দিলো, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া, সাবেক আইজিপি মোঃ শহীদুল হক প্রমুখ।
#
 
দীপংকর/মাহমুদ/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৫৩
 
ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি সচিব
 দুর্নীতির প্রমাণ পাওয়ায় কানুনগো বরখাস্ত
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
দুর্নীতি এবং অসদাচরণের প্রমাণ পাওয়ায় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৯ মে সকাল ১১টায় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী আকস্মিকভাবে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিস পরিদর্শনের সময় উক্ত কানুনগোর দুর্নীতির বিষয়টি উদ্ঘাটিত হয়। 
কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে জনৈক ‘মেটাডোর আরিফ’ নামে সেভ করা মোবাইল ফোনে সন্দেহজনক কথোপকথনে অবৈধ লেনদেন সংক্রান্ত প্রাথমিক তথ্যাদি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ঐ ব্যক্তির সাথে কানুনগোর মোবাইল হতে পুনরায় ফোন করে অবৈধ লেনদেনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এ প্রেক্ষিতে, সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
  ভূমি সচিবের সাথে পরিদর্শন দলে আরো ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল হক, ভূমি সচিবের একান্ত সচিব মোঃ দৌলতুজ্জামান খাঁন সহ সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।
  উল্লেখ্য, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার প্রত্যয়ে এবং ভূমি অফিসে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ নিয়মিত দেশের বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন কিংবা আকস্মিক পরিদর্শন শুরু করেছেন। পরিদর্শন শেষে কর্মকর্তাবৃন্দকে নিয়মিত পরিদর্শন রিপোর্ট ভূমি মন্ত্রণালয়ে জমা দিতে হয়।
#
 
নাহিয়ান/মাহমুদ/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯২৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৫২
 
সৌদি হজ ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১১ গেট সংলগ্ন সৌদি হজ ইমিগ্রেশন সেন্টার স্থাপনের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি ইমিগ্রেশন জোন স্থাপনের সাথে সম্পৃক্ত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং দ্রুততম সময়ে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এ বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন (প্রি-এরাইভাল ইমিগ্রেশন) ঢাকায় সম্পন্ন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সৌদি ইমিগ্রেশন ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই হজ ইমিগ্রেশন জোন প্রতিষ্ঠা করা হচ্ছে।
পরিদর্শনকালে ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান, যুগ্ম সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, যুগ্ম সচিব আঃ হামিদ জমাদ্দার, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী মক্কা আল মোকাররমা, সৌদি আরবে অনুষ্ঠিত ‘কোরআন ও সুন্নার আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ে মুসলিম ওয়ার্ল্ড লীগের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি প্রি-এরাইভাল ইমিগ্রেশন সেন্টারের কাজ পরিদর্শন করলেন। 
উল্লেখ্য, এ বছর ডেডিকেটেড হজ ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করা হবে। এতে বাংলাদেশি হজযাত্রীদের ১০/১২ ঘণ্টা অপেক্ষার সময় ও কষ্ট লাঘব হবে।
#
 
আনোয়ার/মাহমুদ/রাহাত/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৯/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৫১
 
তথ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
 
আজ এক শুভেচ্ছা বার্তায় সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীর শান্তিময় ও আনন্দমুখর ঈদ কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সকলকে আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানাই।’
 
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘ঈদ উৎসব সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’
 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৩২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২১৫০
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাপানি ভাষায় প্রকাশ
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে অগ্নিঝরা ভাষণ জাপানি ভাষায় প্রকাশ পেয়েছে। ঐতিহাসিক সেই ভাষণের জাপানি অনুবাদ প্রকাশ করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। ভাষণটি ইংরেজি ব্যতীত অন্য যে কোনো বিদেশি ভাষা হিসেবে জাপানিতেই প্রথম অনুবাদ করা হলো।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ মে জাপান সফরের সময় জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে একটি গোলটেবিল সভা করেন। সেই সভায় প্রধানমন্ত্রী জাপানি ভাষায় অনুবাদকৃত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পুস্তিকা উন্মুক্ত করেন এবং জাপানি ব্যবসায়ীসহ উপস্থিত সকলের কাছে বিতরণ করেন। 
বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ ৭ই মার্চের ভাষণ যার মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণের মর্মার্থ জাপানিদের কাছে তুলে ধরার অভিপ্রায়ে পুস্তিকাটি জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দপ্তরে বিতরণ করা হবে। 
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও গ্রাফিক নভেল মুজিব প্রথম বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়েছে। ২০১৮ সালের নভেম্বর মাসে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে গ্রাফিক নভেল মুজিবের জাপানি অনুবাদ উন্মুক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং জাপানের প্রধানমন্ত্রী শিন্জো আবের স্ত্রী আকি আবে। নভেলটি জাপানের বিভিন্ন স্কুলে পাঠ করে শুনানো হয় এবং বিতরণ করা হয়। 
#
 
শিপলু/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১৪৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ
ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য গৌরবের
                                               --- মোস্তাফা জব্বার 
 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর দশ টাকা মূল্যমানের দু’টি স্মারক ডাকটিকিট এবং ৪০ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শিট প্রকাশ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই স্মারক ডাকটিকিট ও স্যুভেনির অবমুক্ত করেন।
স্মারক ডাকটিকিট অবমুক্ত বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটি বড় গৌরবের জায়গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ আজ শুধু উন্নয়নের বাংলাদেশই নয়, দেশের ক্রীড়াঙ্গনে তার আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সোনার ছেলেরা আজ ক্রিকেট বিশ্বকাপেও বাঙালির বীরত্বগাঁথার গল্প রচনা করছে। বাঙালি জাতির জন্য এই অর্জন অত্যন্ত গৌরবের এবং সম্মানের।
মন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করার পর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরে দেশের সকল ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র উপস্থিত ছিলেন। 
#
 
শেফায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭০০ঘণ্টা
ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ৬ জুন বিকাল ৫টার পূর্বে প্রচার বা প্রকাশ করা যাবে না
 
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৪৮
ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
  রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
 
‘‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা একটি অন্যতম মাইলফলক। ঐতিহাসিক এ দিনে আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যাঁরা জীবন দিয়েছেন আমি তাঁদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
 
 
বাঙালির স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৪৮ সালে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলনের সূত্রপাত হয় তার সফল পরিসমাপ্তি ঘটে ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। রচিত হয় বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন, ১৯৫৮ সালে সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ সালে শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির স্বায়ত্তশাসনের লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। এই ৬ দফার মধ্যেই বঙ্গবন্ধু পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থকে তুলে ধরেন। ঐতিহাসিক ৬ দফার মধ্যেই নিহিত ছিল বাঙালির স্বাধিকার ও স্বায়ত্তশাসনের রূপরেখা।  
 
ঐতিহাসিক ৬-দফা ঘোষণার পর শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে বারবার গ্রেফতার করে এবং তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। তা সত্ত্বেও তিনি ৬ দফার দাবি থেকে পিছপা হননি। তাঁর নেতৃত্বে দাবি আদায়ের আন্দোলন বেগবান হয় এবং তা অল্প সময়ের মধ্যে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। শাসকগোষ্ঠী ৬ দফার আন্দোলন স্তিমিত করতে গ্রেফতার, নির্যাতনসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির সমর্থনে আওয়ামী লীগের আহ্বানে প্রদেশব্যাপী সাধারণ ধর্মঘট চলাকালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মদতে পুলিশের গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে ১১ ব্যক্তি নিহত হন। আহত ও গ্রেফতার হন অনেকে। 
ঐতিহাসিক ৬ দফা কেবল বাঙালি জাতির মুক্তি সনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণারও উৎস। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৬ দফার দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাঁর সেই স্বপ্ন পূরণে তথা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমি সকলের প্রতি আহ্বান জানাই।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
ইমরুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৬৪০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৪৭  
মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহে বাংলায় লেখা নিশ্চিত করতে হবে
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের জন্য প্রণীত কার্যবিধিমালা, ১৯৯৬-এর কার্যবণ্টন অনুযায়ী দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বিষয়ক কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়। এ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ তাদের অধীন দপ্তর ও সংস্থার নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড ব্যানার ইত্যাদি বাংলায় লেখা নিশ্চিত করতে হবে। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত একটি আধা-সরকারি পত্রে তাঁর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 
কোনও কোনও মন্ত্রণালয়ে সংযুক্ত দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের নামফলক ও সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড এখনও ইংরেজি ভাষায় লেখাসহ বিভিন্ন আইন/বিধি/প্রবিধান/পরিপত্র/নীতিমালায় বাংলার সঙ্গে ইংরেজি শব্দের সংমিশ্রণ করা হচ্ছে। যে সমস্ত আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার নামফলকে ইংরেজি ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে সেসব ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে নামফলকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। 
মন্ত্রণালয়/বিভাগ অধীন দপ্তর/সংস্থার বিদ্যমান আইন/বিধি/প্রবিধান/পরিপত্র/নীতিমালায় প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি শব্দের যথার্থ বাংলা শব্দ পাওয়া গেলে সেক্ষেত্রে প্রমিত বাংলায় রূপান্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আধা-সরকারি পত্রে আশা করছে। দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড প্রমিত বাংলায় লেখা নিশ্চিতকরণসহ দাপ্তরিকপত্র, কার্যবিবরণী ও অন্যান্য ক্ষেত্রে প্রমিত বাংলা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের মনোযোগ এ পত্রে আকর্ষণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ নির্ভুল বাংলার ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়নে প্রমিত বাংলা ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আধা-সরকারি পত্রে দৃঢ়ভাবে আশাবাদী।
#
অনসূয়া/রবি/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৪৬  
রাশিয়ায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী 
ইইসি’র সাথে বাণিজ্য সহযোগিতার পথ উন্মুক্ত হবে 
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদর দপ্তরে ৩১ মে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন কমিশন বোর্ডের সদস্য তাতিয়ানা ভলোভিয়া (ঞধঃরধহধ ঠধষড়াধুধ)। 
চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যাক্ত করে বলেন, এ স্মারক স্বাক্ষরের পর রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে। 
পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পাঁচটি দেশ রাশিয়া, বেলারুশ, কাজাখিস্তান, আরমেনিয়া ও কিরগিস্থানের সমন্বয়ে ঊঁৎধংরধহ ঊপড়হড়সরপ টহরড়হ (ঊঊট) গঠিত। রাশিয়াসহ ঊঊট দেশসমূহে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে এবং বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাওয়ার লক্ষ্যে সহযোগিতা স্মারকটি সহায়ক ভূমিকা পালন করে। এই সহযোগিতা স্মারকের আওতায় একটি ডড়ৎশরহম এৎড়ঁঢ় গঠিত হবে যার মূল ভূমিকা হবে বাংলাদেশ ও ঊঊট-এর মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চিহ্নিত ১৯টি সেক্টরের উন্নয়নে কাজ করা। এর ফলে, রাশিয়া সহ ঊঊট দেশসমূহে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 
এছাড়া বাণিজ্যমন্ত্রী তাঁর সম্মানে ইউরেশিয়ান ইকোনোমিক কমিশন আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। তিনি রাশিয়ার ফেডারেশন অব চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি এবং বাংলাদেশ বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সাথেও বৈঠক করেন।
#
লতিফ/অনসূয়া/রবি/আসমা/২০১৯/১৩৪৫ ঘণ্টা 

ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ৬ জুন বিকাল ৫টার পূর্বে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১৪৫
ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন): 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘বাংলাদেশের ইতিহাসে ৭ই জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ই জুন নতুন মাত্রা পায়। বাঙালির মুক্তির সনদ ৬ দফা আদায়ের লক্ষ্যে এদিন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহিদ হন। আজকের এই দিনে আমি ঐতিহাসিক ৭ই জুনসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 
পাকিস্তানি শাসন-শোষণ বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে আইয়ুব খান সরকারের বিরুদ্ধে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খানের নেতৃত্বে লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা বিরোধী দলীয় এক জাতীয় সম্মেলন আহ্বান করলে জাতির পিতা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি সেখানে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে তিনি 
৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন। বাংলার জনমানুষ স্বতঃস্ফূর্তভাবে ৬ দফার প্রতি সমর্থন জানায়। ৬ দফা হয়ে উঠে দেশের শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদ। ৬ দফার প্রতি ব্যাপক জনসমর্থন এবং বঙ্গবন্ধুর জনপ্রিয়তায় ভীত হয়ে স্বৈরাচারী আইয়ুব সরকার ৬ দফার রূপকার বঙ্গবন্ধুকে ৮ই মে গ্রেফতার করে কারাগারে পাঠায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬ দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। জাতির পিতার ২৩ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। 
ঐতিহাসিক ৭ই জুনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণœ রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতা সুফল পৌঁছে দিতে কাজ করছি। গত সাড়ে ১০ বছরে আমরা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সম্প্রতি আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। 
ইনশাআল্লাহ্, ২০২১ সালের আগেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে হবে উন্নত, সমৃদ্ধ দেশ। ৭ই জুনের শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করে প্রতিষ্ঠা করব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। 
                                                                                              জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                বাংলাদেশ চিরজীবী হোক।”

#

ইমরুল/মাহমুদ/অনসূয়া/জসীম/সুবর্ণা/মোশারফ/কুতুব/২০১৯/১৭১৫ঘণ্টা

ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ৬ জুন এর পূর্বে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২১৪৪

জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে

পবিত্র ঈদ-উল-ফিতরের নামাযের সময়সূচি

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন বুধবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামায়াত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত নামাযে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুযযামান।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭ টা, দ্বিতীয় জামায়াত সকাল ৮ টা, তৃতীয় জামায়াত সকাল ৯ টা, চতুর্থ জামায়াত সকাল ১০ টা ও পঞ্চম ও সর্বশেষ জামায়াত সকাল ১০.৪৫ টায়।

প্রথম জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ।

#

নিজাম/অনসূয়া/জসীম/আসমা২০১৯/১১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২১৪৩

বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করায় বাংলাদেশ দলকে বিভিন্ন মন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) : 

ইংল্যাণ্ডের ওভালে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯-এ রোববার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে বিভিন্ন মন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ ক্রিকেট দলকে অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল এ বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ভিন্ন অভিনন্দন বার্তায় মন্ত্রিবর্গ বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি, বিশ্বকাপ ক্রিকেটের বাকী ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বকাপে বাংলাদেশ একটি সম্মানজনক স্থান অর্জন করবে।

#

দীপংকর/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২১৪২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :    

১৪৪০ হিজরি সনের পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (৪ জুন) মঙ্গলবার সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর  :  ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ফ্যাক্স নম্বর     :  ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

#

নিজাম/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১১৩০ ঘণ্টা

(চাঁদ দেখা সাপেক্ষে)

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২০৪১

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন। 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

ইমরুল/অনসূয়া/জসীম/আসমা২০১৯/১১০০ ঘণ্টা

(চাঁদ দেখা সাপেক্ষে)

(চাঁদ দেখা সাপেক্ষে)

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২১৪০

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) : 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :                                          

“ঈদ মোবারক।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে। এ দিন সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।  ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ-উল-ফিতরে এ প্রত্যাশা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

আজাদ/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১১০০ ঘণ্টা

(চাঁদ দেখা সাপেক্ষে)

তথ্যবিবরণী           &nb

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon