Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০১৬

তথ্যবিবরণী ১০ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯২৮

সাম্প্রদায়িক অপশক্তির বিরম্নদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
                                                            ---মৎস্য প্রতিমন্ত্রী
                                                           
ঝিনাইদহ, (কালিগঞ্জ), ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):     

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হসেত্ম দমনে সরকার বদ্ধপরিকর। সাম্প্রদায়িক অপশক্তির বিরম্নদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
    
    প্রতিমন্ত্রী আজ বিকেলে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গায় সন্ত্রাসী হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যনত্ম সুদৃঢ়।  সন্ত্রাসীরা যে দলের হোক না কেন তাদের আইনানুযায়ী বিচার করা হবে। এ ক্ষেত্রে দেশের মানুষের শানিত্ম ও  নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাসীদের দমনে কোন ছাড় দেওয়া হবে না। দেশের আইন-শৃঙ্খলার আরো উন্নয়নে পরিকল্পিত হত্যা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে ইন্ধনদাতাদের চি‎হ্িনত করে বিচারের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রতিমন্ত্রী নির্দেশ দেন। তিনি জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং শানিত্মময় পরিবেশ সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিসি'তির উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশিস্ন্লষ্ট সকলকে আনত্মরিক ও সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
    
    মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারম্নল আজিম জানান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস প্রমুখ। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এতে সভাপতিত্ব করেন। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোসত্মাফিজুর রহমান উপসি'ত ছিলেন।
    
    পরে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সানত্ম্বনা দেন ও এর ঘটনার স'ান পরিদর্শন করেন এবং নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির পরিদর্শন করেন।

    সন্ধ্যায় তিনি ডুমুরিয়ার রম্নদাঘরা মিকশিমিল হাইস্কুলে রম্নদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন। 

#
সুলতান/মাহমুদ /মোশারফ/আব্‌বাস/২০১৬/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯২৭

কুনমিংয়ে আনত্মর্জাতিক ফোরামে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী
                                                           
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):     

চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী (৪ঃয ঈযরহধ-ঝড়ঁঃয অংরধ ঊীঢ়ড়ৎঃ) এবং ২৪তম চীনা কুনমিং আমদানি-রপ্তানি পণ্য মেলা (২৪ঃয ঈযরহধ কঁহসরহম ওসঢ়ড়ৎঃ ্‌ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসড়ফরঃরবং ঋধরৎ) উপলক্ষে আগামী ১৩ জুন গণচীনের কুনমিংয়ে ‘শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা বিষয়ক আনত্মর্জাতিক ফোরামে (ওহঃবৎহধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ ঋড়ৎঁস)’ অনুষ্ঠিত হবে। এতে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি ১১ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

উলেস্নখ্য, ১২ ও ১৩ জুন ইউনান প্রদেশের কুনমিং শহরে চীনা কুনমিং আমদানি রপ্তানি পণ্য মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীও চলবে। চীন সরকারের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্পর্কিত আনত্মর্জাতিক বিভাগ (ঞযব ওহঃবৎহধঃরড়হধষ উবঢ়ধৎঃসবহঃ ড়ভ ঘধঃরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ ্‌ জবভৎড়স ঈড়সসরংংরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব'ং জবঢ়ঁনষরপ ড়ভ ঈযরহধ) এর আয়োজন করেছে।  

মেলার পাশাপাশি ১৩ জুন কুনমিং ওয়ান্ডা ভিসত্মা হোটেলে শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা বিষয়ক আনত্মর্জাতিক ফোরাম (ওহঃবৎহধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ ঋড়ৎঁস) অনুষ্ঠিত হবে। এতে চীন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পমন্ত্রী, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞসহ প্রায় ৩শ’ প্রতিনিধি অংশ নেবেন। ফোরামে চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আনত্মর্জাতিক সহযোগিতার সক্ষমতা উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। শিল্পমন্ত্রী এতে বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাম্প্রতিক সাফল্য এবং সহায়তার ক্ষেত্র সম্পর্কে তুলে ধরবেন। 

একই দিন বিকেলে তিনি আনত্মর্জাতিক উৎপাদন দক্ষতা বিষয়ক সহায়তা জোরদার সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনায় (ইরষধঃবৎধষ ঃধষশ ড়হ উববঢ়বহরহম ওহঃবৎহধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) অংশ নেবেন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে চীনা বিনিয়োগ এবং চীনের শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স'ানানত্মরের প্রসত্মাব তুলে ধরবেন। এছাড়া সফরকালে শিল্পমন্ত্রী ইউনান প্রদেশের গভর্নর চেন হাউ (ঈযবহ ঐধড়) এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 

শিল্পমন্ত্রীর কুনমিং সফর বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরম্নত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। 

শিল্পমন্ত্রীর ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

#
জলিল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

Todays handout (1).doc Todays handout (1).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon